বার্তা আসে
আসে সংকেত প্রবাহ
আমিও কুঠার হাতে
অরণ্যের গহীন ধাঁধায়
নিরন্তর মৃগয়ার খোঁজে -
খুঁজতে খুঁজতে থাকি
হাঠাৎ চকিতে দেখি -
কখনো পাতার শব্দ
সাবধানে পা ফেলে আগাই
কখনো বাঘের গন্ধে
মগ্নতার বাঁধ ভেঙে যায়
মাঝে মাঝে মনে হয় ফাঁকি - সব ফাঁকি
তবুও বার্তার আশায় অরণ্যে - ঠায় বসে থাকি॥
মন্তব্য
কালে কালে ফিরে আসে ভাবনার রেখা,
চিন্তার জঞ্জালে ঘুরি ফিরি আকা-বাঁকা ।
মন মরু বিচরি শত পিপিলিকা মত,
রেখা রেখা কেটে গেলে হই চমকিত ।
দারুণ লাগলো কিন্তু।
মাঝে মাঝে মনে হয় ফাঁকি - সব ফাঁকি
তবুও বার্তার আশায় অরণ্যে - ঠায় বসে থাকি॥
ভালো লেগেছে।
রসি
অনেক ধন্যবাদ।
সাবধানে পা ফেলে আগাই
কখনো বাঘের গন্ধে
মগ্নতার বাঁধ ভেঙে যায়
পাঠের জন্য ধন্যবাদ।
অন্তহীন চোরাবালি তার গ্রাস তুলেছে মুখে,
অরন্যের চৌহদ্দি বুকের গহীনে থাকা অন্য বুকে
মুখ তুলে চায়, অদ্ভুত রমণীর প্রেম আসে ফিরে
নিতান্ত অযথাই।
রোমাঞ্চের ডাকও আসে অভিমানী ধমনী চিরে,
আসে না পথহীনের বিলাপ,
অযান্ত্রিক চুপচাপ-
পড়ে থাকে খড়কুটো অযত্ন-অবহেলায় আস্ফালনের ভিড়ে।
(মাকিদ হায়দার)
এক কথায় দারুণ!
কবিতা বুঝি কম তবে পড়তে চেষ্টা করি। এটা পড়তে বেশ ভাল লেগেছে।
============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।
পাঠকের ভালো লাগায় অশেষ তৃপ্তি।
আশা থাকলে নিরাশ হওয়ার ভয়ও থাকে।
তাই আশা-নিরশার উর্ধে ওঠা যায় কিনা ভাবা দরকার !
বিজন কথক
আশার উর্ধে ওঠার আশায় অপেক্ষা করে থাকি!
পাঠের জন্য ধন্যবাদ।
অসাধারন। কবিতাটার মধ্য থেকে জঙ্গলের তীব্র ঘ্রাণ পেলাম। পাতায় ভূলে পারা পড়ে গেলো। একটা হরিণ তার মায়াময় চোখে আমার দিকে তাকিয়ে ছুটে কই যেনো পালালো। ঝোপের পাশ থেকে চা-এর কাপ হাতে আনমনে হাটতে হাটতে এগিয়ে আসলেন জীবনানন্দ।
সামি
নতুন মন্তব্য করুন