এমনটাই কথা ছিলো

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: শনি, ১৬/০৩/২০১৩ - ৮:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

স্বার্থের সমান পৃথিবীতে আর কিছু আছে?

বন্ধুর সংজ্ঞাতো সকলেই জানি
ঘুড়ির আকাশ কখনো অসীম নয়
বারবার বলা কথা তবুও বক্তব্য পাল্টায়
আড়ালে আবডালে
প্রাণ খুলে যে-কথা কোকিল বলে গেলো
কতজন কাক তার গূঢ়ার্থ বোঝে?
সৌজন্যবোধের শেকলে বাঁধা পড়ে থাকে ভদ্রসাধুজন
বাক্য-প্যাঁচ পিছলে বেরোয় বন্ধু-উকিলেরা

তোমার গলায় জড়ানো কী দারুণ ফাঁস!
তুমি বোঝো ব্যথা - দিকহারা সমস্ত কম্পাস।


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

দারুণ, দারুণ ও দারুণ। ভালো লাগা লাইন উদ্ধৃত করে যাই-

প্রাণ খুলে যে-কথা কোকিল বলে গেলো
কতজন কাক তার গূঢ়ার্থ বোঝে?

চলুক

সামি

আচার্য এর ছবি

বেশ লেগেছে।

============================
কত আর রবে দেশ রাহু গ্রাস কবলে?
সমূলে উপড়ে ফেলি দূর্নীতি সবলে।

sadatkamal এর ছবি

দারুন।---পোড়া মাটি।
ইতি,
---(সাদাত কামাল) ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।