হাতে আজো রক্ত লেগে আছে
এই হাতে, আঙুলের সমষ্টিতে
আমি তাকে শ্বাস রোধ করে মেরেছি যৌবনে
বেহালা বেচেছি - বোনের কলেজে ভর্তি
বউয়ের বালা বেচেছি - বাসা ভাড়া তিন মাস বাকি
থিয়েটার স্কুলে আর যাইনি - চাকরিটাই দরকারি ছিলো বেশি
এক মধ্যরাতে
চারফর্মার লিটল ম্যাগাজিনটাকেও
গলাটিপে হত্যা করলাম - ‘জলছবি’ তার নাম ছিলো
এসব মৃত্যুর মিছিলের ছায়ায় পেয়েছি পূনর্জন্ম এক
এ জীবন আসন পেতেছে সূর্যশিখরে
আমার সাথে করমর্দন করতে হলে
তোমাকে পেরুতে হবে সাতাশটি মার্বেল পাথরের সিঁড়ি
আর তুমি পা মুছবে বলে
দম আটকানো এক মানবিক গুহার শেষপ্রান্তে
বাঘের চামড়ার পাপশ পেতে রেখেছি...
---------------------------------------------------------
১২ জুলাই, ২০১৩
ঢাকা
মন্তব্য
কবিতা ভাল লেগেছে। কিন্তু কবি, ছাপাখানার ভুত ঐ চন্দ্রবিন্দু-কে নিয়ে আর একটু যত্নশীল হওয়া যায় কি? বেচে (দেওয়া) আর বেঁচে (থাকা/ওঠা)-র ফাঁদে পড়ে সুন্দর কবিতাটির যে দমবন্ধ হয়ে এল তার কি হবে? এইটুকু-ই যা অনুযোগ।
পরের লেখার অপেক্ষায় থাকলাম।
- একলহমা
একদম ঠিক ধরেছেন। এই বেখেয়াল চোখ নিয়ে আর পারি না।
ভালো লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
বাহ্,
বিষন্ন সুন্দর!
ভাল লাগল।
নাহিয়েন
নতুন মন্তব্য করুন