আমারও ইচ্ছে করে

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: রবি, ০২/০৩/২০১৪ - ১০:০৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমারও ইচ্ছে করে তোমার মতো
হাওয়ার আঙুল ধরে হই স্বচ্ছল ঈগল
তারপর উড়ালের ঝাপটায়
ধাওয়া করি উত্তরাধুনিক মেঘ
একবিংশ শতাব্দির মানমন্দিরে
তুলে আনি প্রকান্ড শিকার;
ধারালো নখড়ে তাকে
করে তুলি লোভনীয় খাবারের স্তুপ
কিছুটা মেটাই ক্ষুধার জ্বালা
কিছুটা সঞ্চয়ে তুলে রাখি
বাকিটা সাজাই থরে থরে
ব্যপক বিজ্ঞাপণে
আমাদের প্রচলিত মেঠো পথে তারপর
সচেতন ফাঁদের মতো পেতে রাখি
রাষ্টবিজ্ঞানের এই গুঢ় থালা
আমারও ইচ্ছে করে তোমার মতো এইভাবে একে একে
পৃথিবীর তাবৎ ক্ষুধার্তকে করে তুলি নিজের আহার।


মন্তব্য

আশালতা এর ছবি

চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ আশালতাজী।

অতিথি লেখক এর ছবি

তারপর উড়ালের ঝাপটায়
ধাওয়া করি উত্তরাধুনিক মেঘ
একবিংশ শতাব্দির মানমন্দিরে

আমাদের প্রচলিত মেঠো পথে তারপর
সচেতন ফাঁদের মতো পেতে রাখি
রাষ্টবিজ্ঞানের এই গুঢ় থালা

বুঝি নাই। একটু যদি সহজ বাংলায় বুঝায়া দিতেন।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আমাদের প্রতাপশালী নাগরিক জীবনের মারপ্যাঁচের কথাই বলতে চেয়েছি। এর চেয়ে সহজ বাংলা আর তো জানিনা।

তারেক অণু এর ছবি

ভালো লাগল-- উত্তরাধুনিক মেঘ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার সাথে অনেক দিন পর আবার সচলে। আরো কিছুটা পথ চলতে চাই। সাথে থাকেন।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

চলুক দারুণ


_____________________
Give Her Freedom!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ।

গান্ধর্বী এর ছবি

বাহ্‌!

আমারও ইচ্ছে করে তোমার মতো এইভাবে একে একে
পৃথিবীর তাবৎ ক্ষুধার্তকে করে তুলি নিজের আহার।

দুর্দান্ত!

------------------------------------------

'আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে।
হাতে রুপোলী ডট পেন
বুকে লেবুপাতার বাগান।' (পূর্ণেন্দু পত্রী)

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

পাঠের জন্য কৃতজ্ঞতা।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমারও ইচ্ছে করে তোমার মতো এইভাবে একে একে
পৃথিবীর তাবৎ ক্ষুধার্তকে করে তুলি নিজের আহার।

সর্বনাষ!

______________________________________
পথই আমার পথের আড়াল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সর্বনাশ হইতে আর বাকী কতদূর! আছে নাকি?
তার ওপর বহুদিন পর আবার সচলের জন্য কীবোর্ড হাতে তুলে নিছি, সুতরাং সর্বনাশ নিশ্চিত।

ঝিঝি পোঁকা এর ছবি

শব্দশিল্পে ঘোর লেগে ছিল কিছুক্ষণ ৷ দারুণ-----------

-------------------------------------------
ঝিঝি পোঁকা

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

সর্বনাশ! বলেন কি! এখন ঘোর কেটেছে?
পাঠের জন্য অনেক কৃতজ্ঞতা জানাই।

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

আমারও ইচ্ছে করে তোমার মতো এইভাবে একে একে
পৃথিবীর তাবৎ ক্ষুধার্তকে করে তুলি নিজের আহার।

বেশ ভালো লাগল .........

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

ধন্যবাদ, সাফিনাজ আরজু।

অতিথি লেখক এর ছবি

হাততালি

মাসুদ সজীব

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।