শরত, তবুও টহল

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি
লিখেছেন সৈয়দ আখতারুজ্জামান (তারিখ: বিষ্যুদ, ০৮/১০/২০১৫ - ৮:৩৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

ঘোর লাগা মন্থর দুপুর
পল্লবহীন একটা পথের শাখা
সাঁই করে সটকে পড়েছে খাগড়ার বনে
আনসার থেকে এফবিআই সকলেই
মুখ তুলে তাকালো অরণ্যে
কানখাড়াকরা সব ঘুঘুপাখি, না-মূক না-বধির তারা;
করতলে টলমল বিষাদ
ধবধবে কাশবনে টহলরত শরত
বাতাসের ম্যাজিক কার্পেটে পেতেছি শয্যা
ঝিমুনির প্রবল প্রতাপ সমগ্রজাতিময়
শরতের বারান্দায় টুল পেতে বসেছিলো গুরু হোরহে এ্যনড্রেডে
লাতিনের গল্পগুলো জমেছিলো বেশ
হঠাৎ কে বাজালো কলিংবেল? গুলিতে নিহত ইতালীয় নাগরিক
দরজায় সটান দাঁড়িয়ে, ‘মে আই কাম ইন?’
তার নয় দিনের পুরনো মৃতদেহ থেকে
সমূহ তদন্তের গন্ধ সারা ঘর শ্বাসরুদ্ধ করে তুলেছিলো;
নাগরিক জমিনে পরাক্রমশীল বিষের আগাছা
আজ, কাল ও পরশু
কোথায় ম্যাজিক?
কার্পেটের ছোপ ছোপ রক্তের দাগ
কতকাল চাপা দেবো বোধের পললে?


মন্তব্য

তাহসিন রেজা এর ছবি

কবিতাটি পড়ে খুব ভালো লাগল।

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনাকে ধন্যবাদ, তাহসিন রেজা। অনেকদিন পর লিখলাম। প্রত্যেকবার ভাবি এখন থেকে নিয়মিত লিখবো।

হিমু এর ছবি

বহুদিন পর!

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

জ্বী হিমু ভাই, বই প্রকাশের পরপরই এক মারাত্মক অবসাদ পেয়ে বসেছিলো। এখনো কাটেনি! না লিখে থাকতে পারলাম না তাই লিখলাম। কী হবে এই দেশে এইসব ছাইপাশ লিখে!

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেকদিন পর আপনার লেখা। হাসি

"করতলে টলমল বিষাদ"... খুব সুন্দর লাগলো কথাটা।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

আপনার সাথে সেই দেখা হওয়ার দিনটা আজো স্মৃতিতে অমলিন। সেন্টমার্টিন দ্বীপ.... পাগলা বাতাসে নুনের স্বাদ...

খুব কম লিখি এখন... মাঝে মাঝে ভাবি ভেতরের ভাবুক ব্যাটা মরেটরে যায়নি তো!
বিষাদ যদি দেখা যেত কেমন হতো সে?

অতিথি লেখক এর ছবি

বাতাসের ম্যাজিক কার্পেটে পেতেছি শয্যা
ঝিমুনির প্রবল প্রতাপ সমগ্রজাতিময়

চলুক
সেই বসন্ত থেকে শুরু, এরপর গ্রীষ্ম, বর্ষা শেষে শরৎ চলে এসেছ, কাশবনের শুভ্রতায় ছেয়ে যাচ্ছে ধরনী, তবু বোধের পললে সযতনে চাপা দিয়ে যাচ্ছি ছোপ ছোপ রক্তের দাগ, একের পর এক! নিত্য চলছে সবকিছু, আজ কাল পরশুও কেটে যাবে এভাবেই! ম্যাজিকেরা আজ বিলুপ্ত!
।।।।।।।।

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

অনেক ধন্যবাদ প্রিয় পাঠক।

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

সুলতানা সাদিয়া এর ছবি

বেশ কিছু শব্দের প্রয়োগ খুব ভাল লাগলো। প্রথম পড়ছি আপনার লেখা।

-----------------------------------
অন্ধ, আমি বৃষ্টি এলাম আলোয়
পথ হারালাম দূর্বাদলের পথে
পেরিয়ে এলাম স্মরণ-অতীত সেতু

আমি এখন রৌদ্র-ভবিষ্যতে

তানিম এহসান এর ছবি

ভাল লাগলো।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।