0.
নাই ইংল্যান্ড, নাইরে ব্রাজিল
নাইরে ইতালি,
আর্জেন্টিনা জিতলে বলো
দেবে কে তালি?
তারচে’ আস দেই ছেড়ে দেই
এবার বিশ্বকাপ—
ম্যারাডোনার ইয়ে না দেখে
কমবে মনে চাপ।
১.
নাই বা থাকুক ব্রাজিল
তবু সাম্বায় চাই ব্রা, জীল।
২.
সে ধুচ্ছিলো ব্রা ঝিলে-
এক ন্যাদা'র সাথে মিলে!
৩.
বলবে এবার জার্মানী—
"মেসির কাছে হার মানি"
৪.
ইটা আলী ইটে বসে
ভাবে আজ সকালে—
“ঘোল দিয়ে গোল খেলে--
যেতে হয় অকালে”!
[ইটালির বিদায়ে]
৫.
কেন তারা সাতখানা গোল দিল ভরিয়া!
কে দেবে এ প্রশ্নের উত্তর করিয়া?
[পর্তুগাল ৭ – উত্তর কোরিয়া ০]
৬.
গোল করো না, গোল করো না
ওয়েন ঘুমায় মাঠে,
বেকহ্যাম তাকে করছে বাতাস-
ঘুম যেন না কাটে।
[ইংল্যান্ড-আলজেরিয়া গোলশুন্য ড্র]
৭.
ভাবছে ব্রাজিলে,
আজ কান নিবে কি চিলে?
[ব্রাজিল চিলি খেলার আগে]
৮.
মেসির গোল আর্জেন্ট-ই না।
ওর পাস-এই আর্জেন্টিনা
৯.
কাকীর কথা শুনে যখন "কাকা"-র মাথা নষ্ট,
ফুটবলদ-এর মনে তখন "আয় ভরি দেয় কষ্ট"।
[কাকার লালকার্ড আইভরিকোস্ট এর সাথে]
১০.
পছন্দ যার যার মানি,
তাই বলে, ইয়ে, জার্মানি?
পুনশ্চ: অধিকাংশই খেলা দেখার মাঝে মাঝে ফেসবুকে দেয়া স্ট্যাটাস। ইচ্ছে ছিল ফাইনালের পরদিন সব একসাথে পোস্ট করবো। এখন মনে হচ্ছে আর্জেন্টিনা যদি বিদায় নেয়, তখন তো আর পোস্ট করার ইচ্ছে থাকবে না-- তাই আজই কিছু পোস্ট করে দিলাম
মন্তব্য
জব্বর হইছে!
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
চ্রম চ্রম!
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
------------------------------------------------------------------
It is impossible to be a mathematician without being a poet in soul.
ধন্যবাদ, মন্তব্য গ্রম গ্রম
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
সে ধুচ্ছিলো ব্রা ঝিলে-
এক ন্যাদা'র সাথে মিলে!
=))
ওরে কে কোথায় আছিস... ধর!!!
"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
৩ ভালো লাগলো সবচেয়ে বেশি। এরপর ৫, ৬।
ছোট্ট একটা কথা, ৬-এর ব্যাপারে-
কিন্তু মনে কিছু করলাম, মনে করলাম যে আপনি ঠিক কথাটাই বলেছেন
কয়েকবার "যেন না কাটে" করেও পড়তে গিয়ে দেখি আমি শুধু "না যেন কাটে" পড়ছি। আসলে মাথায় ঢুকে গিয়েছিল। ঠিক করে দিচ্ছি। ধন্যবাদ।
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
...... ডুপ্লি ঘ্যাচাং ...
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
আরে! বাহ বাহ! শেয়ার করলুম ফেসবুকে।
চলুক, চলুক।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
আমিও কয়েকটা দিয়ে যাই:
১.
স্বপ্নে দেখি, দেখতে গেছি কেপটাউনে খেলা
সুন্দরী এক বাজিয়ে দিলো আমার ভুভুজেলা।
২.
একখান কথা আমি বলে যাই সবিনয়ে
মশগুল হয়ে আছি ব্রাজিলের অভিনয়ে
এরকম গুণপনা নেই আর বশ কারও
বিশ্বকাপের সাথে দেয়া হোক অস্কারও।
৩.
গোলার্ধখান দক্ষিণে তাই শীতের সিজন পুরো
বালির স্রোতে হারিয়ে গেলো আমার আশার গুড়ও
ব্রাজিল দেশের সব তরুণীর গোলার্ধ হায় ঢাকা
তাই বুঝি ভাই গোল পুরোটা করতে নারে কাকা
আগামীবার গ্রীষ্মে যখন খেলবে নিজের দেশে
নেংটু ফ্যানের জন্যে জালে বল ঢোকাবে ঠেসে।
ব্রাজিল পড়লো মারা, এক নম্বরে তারা
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
লেখায় তারা দিতে পারিনা, এটায় পছন্দ করে গেলাম।
উঃ...স্বপন যদি মধুর এমন হোক সে মিছে কল্পনা...
বেশ বেশ বেশ
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
টাট্টিতে বসিয়া কান্দুম,
মোরা আর্জেন্তিনা।
বেশ তো হলো হাদুমপাদুম,
আর-যেন্-(জি)তি-না!
[জার্মানীর সাথে ম্যাচের প্রাক্কালে হিগুয়াইন; মিলিত'র সঙ্গে সম্মিলিত টাট্টিকর্মের সময়]
নব্বইয়ের পর থেকে প্রথম রাউন্ড শেষ হলেই আর্জেন্টাইন দলের কেউ না কেউ এই কোবতেখানা তেলওয়াৎ করে, হাগনকুঠিতে বসে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কুঠিঘরে বসিয়া
ভুভুজেলা নিয়ে,
কেমনে হলো ব্রাজিলের-
প্রিম্যাচ্যুর ইয়ে!
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
আর-জিতি-না, আর-জিতি-না—
শ্লোগান দিচ্ছো ভাই?
বিশ্বকাপের স্বপ্ন ছেড়ে,
চলো বাড়ি যাই।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খাসা।
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
উরিব্বাস!
হা হা... জিএমটি কই?
রোম যখন যায় পুড়ে,
নিরো বাজায় বাঁশি।
ইতালির বিদায়ে সে-
হাসে পুষ্পের হাসি!
-----------
চর্যাপদ
-----------
চর্যাপদ
দশ নাম্বারটা মাইরা আমার ফেসবুকে দিলাম।
সবগুলোই দারুণ! কয়েকটা তো মাস্টারপিস। যেমন নাম্বার ৫
ইচ্ছার আগুনে জ্বলছি...
ইচ্ছার আগুনে জ্বলছি...
সবগুলোই দারুন লাগল।
৫,৬ আর ৯ বেশি ভাল
নতুন মন্তব্য করুন