সচল কনফু-তিথির ঢাকা ভ্রমণ উপলক্ষে হঠাৎ করেই আজ একটা অনানুষ্ঠানিক সচলাড্ডা হয়ে গেল। আড্ডা এখোনও চলছে। উপস্থিত আছেন- সুহান, নজু, নূপুর (ও নিধি), দুষ্টু বালিকা, পান্থ, বুনোহাঁস, উদ্ভ্রান্ত পথিক, নিবিড় ("দাবী করেন" যে উনি দলছুট), আমি নিজে (আমার বউ-বাচ্চা), নিঘাত (নির্ঘাত!) তিথি, কনফু, রেজওয়ান, আকাইন...
কিন্তু আড্ডার বিষয়বস্তুর কোন আগা-মাথা পাওয়া যাচ্ছেনা...
- "সচল হবার পর সবাই কেন লেখা কমিয়ে দেয়?"
- যে কারনে শিক্ষকেরা অধ্যাপক হবার পর পাবলিকেশন বন্ধ করে দেয়।
- "ফেসবুক কি ব্লগের আলোচনা কমিয়ে দিচ্ছে?"
- মনে নাই Video Killed the Radio Star?
- "কেন হাসন রাজা হচ্ছে নৌবাহিনী... আর লালন বিমান বাহিনী?"
- কারন হাসন রাজা "পানি" পছন্দ করতেন, আর লালন "ধোঁয়া"
- "আমরা কেন বাইক মাত্রই হোন্ডা আর পেট্রোলিয়াম জেলি মাত্রই ভ্যাসলিন বুঝি?
- "আরে, আমিতো ছোটবেলায় ভাবতাম এরশাদ শব্দের মানেই হলো প্রেসিডেন্ট! আমি বলতাম- "ওই দেশের এরশাদ কে?"
- জনৈক হাচল "হিমু ভাই কি যাবতীয় ইন্সট্রুমেন্ট একাই বাজায়?"
- বিবাহ নিয়া দ্রোহীর ফাটাফাটি একটা লেখা ছিল, এমন লেখা কীভাবে আবার পাওয়া যায়?
- দ্রোহীরে আরেকটা বিবাহ করিয়ে দিলে।
চলবে...
মন্তব্য
এই আড্ডা জাতি মানেনা! সবার উপর গজব পড়ব...
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
চলুক চলুক । দে ছুট
জাতি অবিবাহিত সচলদের ভবিষ্যৎ নির্ধারণে নূপুর ভাবীর ভূমিকা সম্পর্কে আলোচনা এবং তার ফলাফল এবং সেই ফলাফল বিষয়ে নূপুর ভাবীর মন্তব্য জানতে চায়!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু মনের মধ্যে মেঘ জমায় যেতে পারলাম না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আগামী শুক্কুরবার আড্ডা হবে সিলেটে।
এমনও হতে পারে আমরা হাছন রাজার বসতঘর দেখতে চলে যাবো, যদি তিথি হ্যা বলে।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সচলাড্ডায় যাইতে মুঞ্চায়!!! কখন যে হয় ঠাওরই করতে পারি না আফসুস!!!
আড্ডা জমে বরফ হয়ে যাক..........
জনৈক হাচল ভাই, হিম্ভাই আপাতত সব ইন্সট্রুমেন্ট একাই বাজাচ্ছে। আপনার হিম্ভাবীরা এলে তাঁরা হিম্ভাইয়ের ঘরোয়া ফিলহারমমিনিকে যোগ দেবেন, হিম্ভাইকে তখন আর সব ইন্সট্রুমেন্ট একা বাজাতে হবে না। সুবহানাল্লাহ।
বদপোলা, বদ উত্তর দেয়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সুবহে সাদিকে খেজুরের ডালে জমে থাকা শবনমের বুঁদের মতো ঝরঝরে পরিষ্কার রৌশনদার আমার মন। আমার কথাবার্তাও রুহানি রৌশনিতে মুনাওয়ার। তুমি বেটা আলুবাবা, সব কিছুতে বদ আলামত পাও।
হ, কইছে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
"জনৈক হাচল বোন" কেন নয় ?
আমীন
সাঈদ ভাই আসল কথাই লিখে নাই দেখি, যাই হোক খানাপিনা উত্তম ছিল
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
যাবতীয় ছবিটবি প্রকাশ হবার পরে "সচলায়তনের আসল রুপ" শীর্ষক একটি জ্বালাময়ী জেহাদী নোট নাযিলের আশায় রৈনু...
জ্বালা কম পড়লে আমার কাছ থেকে কিছু জ্বালা নিয়ে নিস ভ্রাত!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
অনার্যদা দুষ্ট লোকেরা বলে আপনি নাকি চাদের আলোয় আজকাল হাটাহাটি করেন
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
চান্দের আলোয়, চাঁনমূখীর ক্রোড়ে চড়ে!
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
চাঁনমূখী তাইলে সেইরাম শক্তিশালিনী, এত বড়পুলা কোলে নেওয়া কঠিন কর্ম।
সব দুষ্ট লোকের ফাঁসি চাই!
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
গজব পড়ব, গজব......
থিক থিক
ঠিক ঠিক। গজব পড়ব।
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
তেব্র দিক্কার ...সুনীলের ভাষায়,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
হ, যারা সচল-মচল কিচ্ছু হইবার পারি নাই, তারাও
জনৈক হাচলের ইনস্ট্রুমেন্টাল সংক্রান্ত উক্তিটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ!
মেম্বর সাব কো?
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জনৈক হাচল! হা হা হা...
আরেহ! ছোটোবেলায় আমিও ঠিক এটাই ভাবতাম। অন্য অনেকেই ভাবতো নাকি!! হা হা হা...
আড্ডা মিস করলাম
ইচ্ছার আগুনে জ্বলছি...
আমিও ওটাই ভাবতাম
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আড্ডার ফটুক কো? ফটুক ছাড়া আড্ডা বিশ্বাস করি না, লাইভ ফটুক চাই
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ট্যাগ সহ ছবি চাই
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ইশশ, মিস হয়া গেল... !
----------------
স্বপ্ন হোক শক্তি
হিমুর ইনস্ট্রুমেন্ট(গুলো!!)-র জন্য সমবেদনা জানাই।
আমি ভালো লোক। সচলেরা সবাই মিলে যদি আমাকে আরেকটা বিয়ে করিয়ে দিতে চান তাহলে কি আমি না করতে পারি?
দাঁড়ান আসি একবার, শুধু আড্ডা না, সেই সাথে ভ্রমণও হয়ে যাবে, কি বলেন! ছবিগুলো দেখেভাল লেগেছে
facebook
ছবি কো !!
কই ছবি? একটা বেলাবিস্কুটও কোথাও দেখতে পেলাম না।
ওয়েটান, আমি বড় হয়ে নেই। চট্টগ্রামে এমন সচলাড্ডা হবে যে ঢাকাইয়ারা ট্যারা হয়ে যাবে।
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সত্যি, বড় হয়ে আসবেন তো ??
মন খারাপ বা কথা বলায় অনীহা বলে এড়িয়ে যাবেন না তো ??
বিলক্ষণ।
'সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে!'
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
হা চট্টগ্রাম!!
সবাইরে মিসাইলাম
আমি ও আড্ডাইতে চাই...
নতুন মন্তব্য করুন