[ডিসক্লেইমার: পুরোপুরি ব্যক্তিবদ্ধ না হলেও, এ শিরোণামের অধীনে যা আসবে টাসবে, তা আমার ব্যক্তিকেন্দ্রিক বটে! সবাই মজা পাবেন পড়ে- এমন দুরাশা করিওনে। আবার, তাই বলে সবাই গালমন্দ করবেন- অতোটা দুর্দশাও নিই না আশঙ্কায়। খুব নিয়মিত এ উত্পাতের ফুরসত বা দুর্মতি কোনোটাই আমার হবে না বলেই আশা। মাঝেমধ্যে সহব্লগারের প্যাচালি একটু সহ্য করে নেবেন জানি।]
০.
পড়ার পাড়ায় পাড়তে এলুম পুরোনো সেই কিচ্ছেটাই-
মড়ার ওপর খাড়ার জুলুম- যাচ্ছে সময় যাচ্ছেতাই! :(
১.
একটা আপডেট জানানো শুরুতেই দায়িত্ব মনে করছি- আমার সেদিনকার এফ-ফাইভ-এর কাজ ঠিকঠাক হয়নি পরে। তবে এফ-টু-এন-হাফ হয়েছে বৈকি! পাঁচের বদলে আড়াই হয়েছে-টা এজন্য বলছি যে কাজ কিছু করা হয়েছে বা করতে হয়েছে, কিন্তু পুরো সম্পন্ন তার কোনোটাই নয়, বরং নিজেকে বহুদিন পর "স্মরণকালের মধ্যে সবচে' বেশি দৌড়ের ওপর" বলে মনে হচ্ছে আবার। 'ওয়ান টু কা ফোর' আমার কখনই নয়, তবে এত বেশি টু এন্ড ফ্রো-ও সামলাইনি বহুদিন। তাই বুঝতে পারছি না এই টু-এন-হাফ-এর জায়গায় বরং জিরো-ই ভালো ছিল কি না!
২.
কোনোকিছুতেই নিজেকে আর প্রো-অ্যাকটিভ, প্রো-পিপল এমনকি প্রোগ্রেসিভও রাখতে পারছি না ইদানিং। তেমন কোনো কাজে আসা হচ্ছে না আবার কারো। বহু জায়গা থেকে দলছুট হয়ে যে এককদল ফুল হয়ে ফুটলাম (প্রস্ফুটিত হলাম) কিংবা ফুটে গেলাম (বিস্ফোরিত হলাম), সেটাতেও ভালো-খারাপ বুঝতে পারছি না কোনো। হুল হয়ে ফুটে গেলাম (বিঁধে গেলাম) বলেও কারো ঘাড়ে অভিযোগী শিত্কারও টের পেলাম হঠাত্ একবার! সত্যিই ডিজঅরগ্যানাইজড-এর পাশাপাশি ডিজমেম্বারড-ও লাগছে, বেশ কিছুদিন পর আবার। লঘুপাপে গুরুদণ্ডায়মানই দেখি আছি, থাকছি।
৩.
এরকম ধোয়াসা কুয়াশা আধাআধি শেয়ারিংয়ে কী হয় জানি না। শুধু কি 'শেয়া' হয়, কোথাও কোনো 'রিং' না বেজে?! কী হতে হয় কীসে- তা-ই বা কে জানে!
জানি না- এটা ব্লগ না কি ক্রিয়েটিভ ব্লক! মাস্টারিং না কি মাস্টারবেশন!
৪.
লো-কোয়ালিটির এক ছিলিম হাইকুয়ালিটি দিয়ে শেষ করি।
খুব গরম
শহরে, মনে তবু-
শীত বিষম!
[১৭.০৬.২০০৯, ০২:৪৮, উত্তরা- ঢাকা]
মন্তব্য
বস কি তরলায়িত নাকি তরল পানে ব্যস্ত, তবে অবস্থা যাই হোক না কেন, লেখা চরম ফাটাফটি। এরকম ফাটাফাটি বাংরেজী লেখা আপনে ছাড়া কেউ লিখে নাই, এটা আমার দৃঢ় বিশ্বাস। বড়ই মজাক পাইলাম।
সাইফ
না ভাই, তরলায়িত বা তরলব্যস্ত কোনোটাই না। আমি কিছু না খেয়েই লিখি! ;)
মজাক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমি তো আপনার বিরাট ভক্ত হয়ে উঠছি দিন কে দিন!!
খুব,খুউব ভাল লাগল!!
তাই না কি? এটা শুনে আমার তো খুউউউউউব ভাাাাালো লাগলো। :D
অনেক অনেক ধন্যবাদ, এমন মনখোলা শংসার জন্য।
ভালো থাকেন। :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আপনার লেখা পড়ে 'মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে'র কথা মনে পড়ল। অবশ্য আপনার কথাগুলো আমার নিজের জন্যও প্রযোজ্য। দিনে দিনে গাব হয়ে যাচ্ছি। :(
হ, অহন সূর্যের হাসি-চিহ্নিত স্বাস্থ্যকেন্দ্র খুঁইজা বাইর করি গিয়া! :(
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
জীবন গাড়ি
হাতি ঘোড়া রঙিন
জলসা ঘর
হ বস। এইডাও ভালৈছে। :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শুধু এই হাইকুর জন্যই পাঁচ তারা । বাকিটুকুর জন্য আরো পাঁচ তারা । মোট দশ তারা । সচলে দশ তারার রেটিং নেই তাই ওপথে না গিয়ে মন্তব্যেই ঘোষনা করলাম ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
উরেববাস!
ধন্য হৈলাম বস।
কর্লাম পাস!
:)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হাইকু জব্বর
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
অনেক ধন্যবাদ বস। ভালো লাগলো আপনার দেখা পেয়ে।
গরীবের এই পাড়ায় আপনার পায়ের পাড়া তো পড়েই না তেমন একটা। :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুমম, কী আর কইতাম... কিমুন আছুইন? :-)
আপনার লেখা তো বরাবরের মতোই সাইফুল আকবরীয়। আর, হাইকুটাও মাশাল্লাহ জব্বর হইসে।
নতুন বাসা কেমন লাগে? নতুন অতিথি আনবেন কবে? ;-)
কিমুন আছি-টা নিয়েই তো আসোলে ছিল এই লেখা-টা। তো, উত্তর আসোলে আছে ওইখানেই।
থ্যাংকস ফর দ্য কমপ্লিমেন্ট অফ কোর্স। :)
আর, নতুন বাসা ভালো। পারিবারিক সিস্টেমের মধ্যে থাকায় শারীরিকভাবে কমপারেটিভলি সুখে আছি, ওয়েইট গেইন করতেছি রীতিমতো! তবে, নতুন অতিথি মনে হয় এই বাসায় আসবে না রে ভাই।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
খুব গরম
শহরে, মনে তবু-
শীত বিষম!
দারুণ !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক ধন্যবাদ। :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
- (চিন্তিত)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কী! দাড়িতে খুশকি?! :P
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হইতারে । (খাইছে)
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
- উঁহু, ঊকুন! :(
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাইলে তো ভাই স্ক্রাব-ট্রাব বাদ দিয়া ইংলিশ সাবান দিয়া মুখ ধোওয়া লাগবো! ;)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
সৌন্দর্য হয়েছে দাদাভাই :-D
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আপনার দাঁতের ক্লোজ-আপও তো ভারি সৌন্দর্য!
না "কাছে এসো" বলবো না! ;)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মারহাবা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মারলাম হাবা! ;)
ধন্যবাদ আপু।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন