তোর ঘাড়ের ওই
ঘন নোনা ঘামের থেকে-
হু হু ঝেঁপে
নাকে পশে কামের ঘেরাণ!
খুব যে আমার অভ্যস্ত ওটা,
বা পরিচিত-চেনা-
তেমনটি নয় বস্তুত।
তবু, ওই যে
পয়লা দেখায় চিরচেনা লেগে যাওয়া
সুলিখিত মুখের মতোই,
মুহূর্তে বুঁদ হওয়া
অচেতন মূক সে সুখের মতোই,
যেন গতজন্মা সুগভীর ভালোবাসায় কেনা!
জন্মদেনা-রায় জ্ঞানে,
মুখবোজা দায় মেনে,
পরশের পথ বুনে,
বান বিনা এ বেলা যে
ভেসে এলো প্রেম জাতিস্মর!
আর একটু তবে ঘন হ' রে মেয়ে!
ঘনিষ্ঠ আঁধারেই পথ বেয়ে আদরের,
সে-ভ্রমণে খুঁজি ফের আমোদের ঈশ্বর!
[০৫ মার্চ ২০১০ দিবাগত রাত ১২:৩০
ফিরোজাবাগ, সাতপাই, নেত্রকোণা]
মন্তব্য
আমোদের ঈশ্বর- এটাই আসলে শেষ কথা!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
তাই?
ধন্যবাদ।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
শেষ স্তবকটা ভাল লাগল। কেমন একটা আন্তরিকতা পুরো কবিতা জুড়ে। সুন্দর।
ফারাবী
অনেক ধন্যবাদ ফারাবী, আপনার আন্তরিক সুন্দর মন্তব্যের জন্য।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আমি কবিতা বুঝি না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এই মন্তব্যের বাংলা তরজমা হৈলো- কবিতা কোনো পদেরই অয়নাই।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
কবিতা কবিতার মতো হয়েছে!
আপনি আপনার মতো বলেছেন।
থ্যাংকস বস!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
বস, কবিতা ভালো হইছে। তবে কয়েকটা শব্দ মনে হয় আরেকটু সহজ করা যেতো।
মূর্তালা রামাত
তা বটেই তো। তুমি তো জানো আমার কোষ্ঠকাঠিন্যের রোগ।
পাঠ এবং মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকো ভাই।
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ঈশ্বরকে ধন্যবাদ। সাআখা একজন বিখ্যাত কবি হননি, যখন আমরা স্কুলে পড়তাম। তাঁকে আরো ধন্যবাদ, বর্তমানেও পাঠ্যবইয়ে এনার কবিতা পাঠ করে সারাংশ ও 'কবি কী বুঝাতে চেয়েছে- ব্যাখ্যা করো' লিখতে হয় না।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
নতুন মন্তব্য করুন