লন্ঠনহীন এ রাত্তিরে কে যায় কোথায়?
চেনা পৃথিবী। তবু
স্তরে স্তরে জমে থাকা মেঘ বলছে সামনে বিপদ!
বিপদের আশঙ্কায়
আমার ছায়া থমকে দাঁড়ায় বিব্রত ভঙ্গিমায়।
বাড়ি ফেরার পথে দেখা হয় এক মাতালের সাথে
মাতাল, তবু নিশানা মেলাতে ভুল হয় না।
আমায় প্রশ্ন করে, “কি হে প্রেমিক! প্রেমিকার দেখা পেলে না বুঝি?”
আমি অবাক হই
কুয়াশাচ্ছন্ন এই ধরনীতে এমন সত্যের দেখা পাব ভাবি নি।
প্রিয়সীর সাথে আমার আর দেখা হয় না
এমনকি এখন, যখন সকলি শূন্য কোথাও কেউ নেই।
সেই এক সময় ছিল-
যখন রঙ্গিন স্বপ্ন রঙ্গিন আকাশে উড়ে বেড়াত,
নির্বোধ বিশ্বাসে কেবল সেবেলা রং-তুলির সন্ধান করেছিলাম
রঙ্গিন কিছু স্বপ্ন আঁকবো বলে।
আর আজ সেসব স্মৃতি খুচরা পয়সার মত
খরচ হয়ে যাচ্ছে পথে-বিপথে।
আমরা কোথাও কেউ পৌঁছাব না।
যা আমাদের প্রাপ্য তাই আমাদের কাছে আসবে।
আর যা প্রাপ্য নয়, তা
কেউ কোনদিন কারও নিকট পৌঁছে দিতে পারে নাই
আর পারবেও না কোনদিন।
আমার প্রিয় কবি বলেছিলেন-
“জলের দিকে জল ভেসে যায়
হাওয়ার দিকে হাওয়া;
তাকিয়ে থাকি, চোখ চলে না
সমুদ্দুরের পারে
একা-একা একলা অন্ধকারে
আমার আছে কেবল নৌকো বাওয়া।”(শহীদ কাদরী)
তবে যে যাই বলুক, ভালবাসার সন্ধান তো করা চাই
হোক সে তালি-মারা জামার আঁচলে,
নয়তো স্বল্পভাষী কোনো নারীর খোপায় পড়া গোলাপে।
ভালবাসার সন্ধান তো করা চাই!
tahsiN // 15-02-09
মন্তব্য
খুব ভাল লাগল।
:-)
Not All Men Are Fool, Some Are Bachelor!
আচ্ছা কবিরে একখান প্রশ্ন করনের আছিলো, "লন্ঠনহীন এ রাত্তিরে" "ছায়া থমকে দাঁড়ায়" ক্যাম্নে? হেইর লগে আবার "জমে থাকা মেঘ" এবং "কুয়াশাচ্ছন্ন"ও যোগ দিছেন, জিগাই, হ্যাজাক লাইট মোমবাত্তি কি টর্চ কিছু আছিলো নাকি?
না রে ভাই, কিছুই আছিলো না। হ্যাজাক লাইট মোমবাত্তি কি টর্চ কিছুই আছিলো না। থাকলে পরে কি আর এতো কিছু হইবার পারে নাকি? সব দোষ প্রেমিকার!!
....................................................................
Not All Men Are Fool, Some Are Bachelor!
উত্তরটা তো পাইলাম না, কোনো বাত্তি নাই তো ছায়া পাইলেন কই?
চান্নিপসর রাইত হইলে বাত্তির কি দরকার?
আকাশে মেঘ ছিল, চান্নি ছিল...... তাই মানুষের ছায়াও ছিল।
পাঠক ভাই বুঝতে পারছেন আশা করি? নাকি না?
আমরা কোথাও কেউ পৌঁছাব না।
আবার পৌঁছবো...? যেখানে ইচ্ছে নেই ...।
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
হুমম...
তবে যে যাই বলুক, ভালবাসার সন্ধান তো করা চাই
হোক সে তালি-মারা জামার আঁচলে,
নয়তো স্বল্পভাষী কোনো নারীর খোপায় পড়া গোলাপে।
ভালবাসার সন্ধান তো করা চাই!
আমাদের কুমিল্লার ভাষায় বলে, যদি থাকে নসীবে - আপনি আপনি আসিবে। তাই সন্ধান বাদ দিয়া কাজে মনোযোগ দেয়াই উত্তম, কি বলেন ?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এ যে দেখছি আমার দেশি মানুষ...
"আমি হূদয়ের কথা বলিতে ব্যকুল, শুধাইলো না কেহ"।
আমার নসীবে মনে হয় কিছুই নাই।
গালিব ভাইরে একখানা পরামর্শ দিই (প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে)।
...এই দুস্ক দুস্ক মনোভাবের একাধিক লেখা আমি ইতিপূর্বে সচলে দিসিলাম, বেবাকতে (বিশেষ কইরা ধু-গো-দা ) আমারে এক্কেরে ধুইয়া ফেলেসে...।
অতএব একটু মন ভালা করা লেখা দেন, কারণ আপনি লোকটার লেখার হাত বেপক চাল্লু...!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
(বিশেষ কইরা ধু-গো-দা )-এর মানে টা তো বুঝতে পারলাম না। আজ্ঞে, এর মানে কি হয়, কহিবেন?
আপনার কথা মাথায় রাখবো। আমার কবিতার প্রশংসা করায় ধন্যবাদ অনেক অনেক।
গালিব
ইয়ে, "ধুসর গোধূলী" দাদার কথা বলছি ...
উনি একজন সচল, তারই মন্তব্যে অমন দুষ্কু দুষ্কু লেখা ছেড়ে দিয়েছি...!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ওহ! আচ্ছা আচ্ছা...
ঠিক আছে বুঝলাম। আপনার নাম কি সুহান?
নতুন মন্তব্য করুন