বিমর্ষ মন ক্লান্ত চোখ মনিটরের বুকে
মাথাটা ভার আর হূদয়টা ফাকা
লোক দেখানো হাসিটা মুখে
রুটিন কাজ তিক্ত বিরক্ত মনে উঠে ঝড়
এইকি সেই ভবিষ্যত যার জন্য
এতো স্বপ্ন আর কর্ম জীবন ভর
মাঝে মাঝে ফেসবুক মেল আর জিটক ব্রেক
অফিস কলিগদের জন্মদিনে চা আর কেক
উইকডেজ আর উইকএন্ডের বৃত্তে বাধা জীবন
একটু অন্যরকম হলে কিইবা ক্ষতি হতো এমন
ক্লান্ত লাগে বন্দী লাগে এই সোনার খাচায়
সাতার কেটেই চলি একটু ভালো থাকার আশায়
কি ক্ষতি হতো জীবনটা যেতোই যদি হেসেল জীটিভি ঠুকে
শাড়ী আর গয়না নিয়ে দিনতো কেটেই যেতো সুখে।
১৪.০৮.০৮
তানবীরা
মন্তব্য
তাই তো, কী ক্ষতি হতো তাতে?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ক্ষতিতো হতোই না বরং উপকার হতো, তখন শুধু ঘরে খাটতাম এখন ঘরের সাথে, বাইরেও খাটি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হুম। এইতো বৃত্তবন্দী জীবন!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
বড্ড বেশী একঘেয়ে জলিল ভাই
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
উদ্ধৃতি
বৃহস্প্রতিবারের ভাবনা
ক্রী জ্রট্রিল ভ্রাব্রনা
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আবার জিগস ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমি কবিতার পাঠক, তবে মন্তব্য করার মতো ক্ষমতা রাখিনা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হুমম
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ঠিকাছে...
তথাস্তু
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন