এন্ড নাও ইটস ইভস টার্ণ

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ০৩/১০/২০০৮ - ৩:০৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এন্ড নাও ইটস ইভস টার্ণ

সুধীমন্ডলী “রান্ধা দিয়ে বান্ধা”র আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে, “নাসপাতির কেরেশমতি” আর "আপেলের গুবেল।" এতোক্ষন আপনাদের জন্য ছিল এ্যাডামদের দ্বারা পরিবেশিত “আপেলের পাকোড়া”। এবার আমরা ইভসদের কাছে যাচ্ছি তারা আমাদেরকে কি খাওয়াবেন জানতে। ভালো কথা পরে যারা টেলিভিশন অন করেছেন তাদেরকে জানাই অনেক অনেক অনেক ঈদ শুভেচ্ছা, আর স্বাগতম আমাদের সচলায়তনের বিশেষ ঈদ এপিসোডে। তবে ইভসদের পরিবেশন আপনারা দেখতে পারবেন ছোটা সা এক ব্রেক কি বাদ।

ব্রেকঃ দর্শকদের কথা বার্তাঃ পুরুষদের হাতে পরে নারী জাতিরই কি দূর অবস্থা আর এইটাতো বেচারা আপেল। আপেলের মতো বেহেস্তী একটা ফলরে পাকোড়া ভাইজ্জা খাইয়া ফেললো? ফলেরওতো একটা ইজ্জত আছে। ঐটারে তরকারীর স্তরে নামাইয়া ফেললো? ব্রেক শেষ।

সুধী দর্শকমন্ডলী, এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রান্না বান্নায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্না
ছয়খানা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পি।এইচ।ডি ধারী বিখ্যাত রাধুনী তানবীরা তালুকদার এর কাছে। তিনি নাক দিয়ে শাক, পনির দিয়ে বধির, কড়াই নিয়ে বড়াই, বড়ি দিয়ে কড়ি, ডাল দিয়ে ঝাল সহ বিভিন্ন স্বুস্বাদু রান্না আবিস্কার করে সেগুলোকে “হিট এন্ড ইট” পদ্ধতিতে বাজার জাত করে বিখ্যাত হয়েছেন।

স্লালামালেইকুম তানবীরা আপা।
ওয়ালেয়কুম সালাম, দর্শক মন্ডলী, আপনাদেরকে আমার ঈদের আন্তরিক শুভেচ্ছা।
আজকে আপনি আমাদের আপেল দিয়ে চট জলদির পর্বে কি শেখাবেন আপা?
আমি শেখাবো আপনাদেরকে আপেলের চাটনী।
এ্যাডাসদের সময় লেগেছিল চল্লিশ মিনিট, আপনি কতোক্ষন সময় নেবেন?
জ্বী আমি নেবো মাত্র কুড়ি থেকে পচিশ মিনিট, আর উপকরনও লাগবে আরো কম মানে আরো সস্তায় হয়ে যাবে, এই দুর্মূল্যের বাজারে।

আপনার সময় শুরু হচ্ছে তাহলে এখন। তানবীরা ফাষ্ট ফরোয়ার্ডের ভঙ্গীমায় দৌড়ে আপেলের কাছে।

প্রথমে আপনাদেরকে আমি উপকরনগুলো বলে দিচ্ছি, পড়ে অবশ্য আপনারা টেলি টেক্সটে দেখে লিখে রাখতে পারেন।

উপকরনঃ চারটে আপেল টক মিষ্টি, ইউরোপের দর্শকদের জন্য বলে দিচ্ছি গোল্ড স্মিথ আপেলটিই দামে ও কাজে চাটনীর জন্য সবচেয়ে ভালো। অন্য জায়গায় গোল্ড স্মিথকে কি নামে ডাকে আমি জানি না ভাই। তবে আমার মতে যেকোন আপেল যেটি খেতে এমনিতে মোটেও স্বাদ না, টক, বা একটু পচে ফচে যাচ্ছে সেগুলোই চাটনীর জন্য সবচেয়ে ভালো। মিষ্টি ভালো আপেল দিয়ে চাটনী করা মানে আপেল প্রজাতির অপমান ও চিনির শ্রাদ্ধ। তারপর লিখে নিন সিকি কাপ ভিনিগার, আধ কেজি চিনি, সামান্য একটু আদা কুচি ও দুটো শুকনো মরিচ।

প্রনালীঃ আপেল চারটিকে ছিলে নিন অথবা আমার মেয়ের ভাষায় খুলে নিন। তারপর আপেলটিকে কম পক্ষে আট টুকরো করবেন। যতো পাতলা করে স্লাইস করবেন চাটনী ততো ভালো হবে। সিকি কাপ ভিনিগারে এক কাপ পানি মিশিয়ে আগুনে বসান। সেটা ফুটে উঠলে তার মধ্যে চিনি গুলো দিয়ে আরো পানি দিন। সব ফুটে উঠলে ওর মধ্যে কাটা - ধোয়া আপেল গুলো ফেলে দিন। দিয়ে আচ বাড়িয়ে দিয়ে ফুটতে দিন। এরমধ্যে আলাদা জায়গায় সামান্য একটু আদা ছিলে খুব ফাইন করে কুচি করে নিন। শুকনো মরিচকেও পাতলা কুচি করে রাখুন। আপেল হয়ে গিয়ে যখন ঝোল গা মাখা হবে তখন আচ কমিয়ে আদা কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিবেন। ঘুটবেন না তাহলে ডাল হয়ে যাবে, টুকরো টুকরো একটু আস্ত না থাকলে খেতে ভালো লাগবে না।
খুব শুকনো করে নামাবেন না তাহলে ঠান্ডা হয়ে পড়ে শক্ত হাড্ডি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এ রান্নায় লবনের সাধারনতঃ কোন প্রয়োজন পড়ে না। তবে কারো প্রয়োজন হলে নিশ্চয় মেশাতে পারেন স্বাদ মতো।

হয়ে গেলো চট পট , ঝটা ঝট। বিরিয়ানী, পোলাও, ভুনা খিচুরী পাতে অত্যন্ত স্বুস্বাদু খেতে।

আপা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আপনি মাত্র তেইশ মিনিটে রান্না শেষ করেছেন, খরচ কম পড়বে আপনার রেসিপিতে, আপনি উপকরনও কম ব্যবহার করেছেন, সব ক্যাটাগরীতে আপনি প্রথম হয়েছেন বলে আজকের রান্নার প্রতিযোগীতায় আপনাকে মানে মেয়েদেরকে বিজয়ী ঘোষনা করা হলো আমাদের পক্ষ থেকে। এই নিন আপনার পুরস্কার। ঈদ স্পেশালের বিশেষ আর্কষনীয় পুরস্কার হলো আপনাকে রান্নাঘর থেকে সামনের ঈদ পর্যন্ত ছুটি দেয়া হলো, এ সময়টুকু আপনার বর আপনাকে রেধে খাওয়াবে।
তানবীরার হাসি খুশী মুখ বাংলা পাচে রুপান্তরিত হলো।

সামনের পর্ব দেখার আমন্ত্রন জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ হলো।

টিপসঃ আপেলের চাটনী অনেক দিন ঠান্ডা জায়গায় রাখা যায়। বাংলাদেশে ডিপ করার দরকার নেই এমনি ফ্রীজেও বহুদিন রেখে দিতে পারবেন।

আনারস দিয়েও এমনি ক্লিয়ার চাটনী বানানো যায়। আমার মতো সর্বভুক যারা ক্ষিধের সময় হাতের কাছে যা পান তাই খান, বাছ বিচার নাই, তারা পাউরুটির উপড় জেলীর মতো লাগিয়ে, কিংবা ডেজার্টের মতো বাটিতে নিয়ে, তরকারী না থাকলে ডাল পাতেও খেতে পারেন।

টিং টং

০২.১০.০৮


মন্তব্য

মাহবুব লীলেন এর ছবি

যে ফলগুলোকে কাঁচাই খাওয়া যায় সেগুলোকে কেন যে মানুষ ব্লেন্ডার ফ্লেন্ডারে ঢুকিয়ে তেলটেল মাখিয়ে অশ্লীল বানিযে খায় আমি বুঝি না

তানবীরা এর ছবি

যেটা কাচা খাওয়া যায় সেটা কাচাই খাবে, যেটা না খাওয়া যাবে ফেলে দিতে হবে সেটার কথা বলেছি, অপচয়কারীরা শয়তানের ভাই - বোন।

অশ্লীল ???? হাহাহাহাহা , মজা পেলাম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

আসোলেই আমার কাছে অদ্ভুত লাগে
আম আনারস জাম্বুরা আপেল এগুলোরে ব্লেন্ডারে ঢুকিয়ে খাওয়া আর সিগারেট পানিতে সিদ্ধ করে রস খাওয়া একই রকম মনে হয় আমার কাছে

টিকটিকির ল্যাজ এর ছবি

আপেল খুলে নিন! হাহাহা হো হো হো আপনার মেয়েটা মজারু দেঁতো হাসি.
আহা! কেউ যদি দশ/বিশ বয়্যাম পাঠাইতো! মন খারাপ

তানবীরা এর ছবি

আমার মেয়েটা কাজেরুও আছে। আমাকে রান্নাঘরে দেখলে হেল্প করতে আসে বলে মা আমি তোমাকে পেয়াজ খুলে দেই, আলু খুলে দেই ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

আহারে আপেল, তোমার দুর্গতির শেষ নেই বাছা !
অ্যাডামরা তোমারে গরম তেলে ছ্যাকাইছে, আর ইভরা আইসা গরম পানিতে চুবাইতাছে !
যাইবা কই ! যাওনের জায়গা নাই ! দুই দিকেই তোমারে ছ্যাচা, আহ্ !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

আর কামড়ে খেলে কি ছ্যাচা নেই দাদা ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

কামড়ের মধ্যেও একটা মায়া থাকে আপা।
কিন্তু গরম তেলে ছ্যাকা আর গরম পানিতে চুবানির মধ্যে কোন্ আদরটা থাকে বলেন ?

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অমিত আহমেদ এর ছবি

কোনো আপেলের পুলসিরাত পার হওয়ার উপায় নাই।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

তানবীরা এর ছবি

পুলসিরাত পার হয়ে তো পড়বে আপনার খপ্পরে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতিথি লেখক এর ছবি

মজার হইছে মজার! এ্যাডামসদের রেসিপির চাইতে আপনারটা ঢের ভালো হয়েছে দেঁতো হাসি

কল্পনা

...........................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু কল্পনাজীইইইইইইইইইইইইইইই। আসেন কোলাকুলি করি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রূপক কর্মকার এর ছবি

খুব মজার লেখা। পড়ার পর থেকে আমার মাথাটাই সুস্বাদু খাবার আইটেম। শরীরটা সালাদ। প্রকৃতির খাদ্য হতে আজ বিকেলে টমসম ব্রিজ ছাড়িয়ে কোটবাড়ি যাচ্ছি। বৌদ্ধবিহারে। হবেন কেউ আমার সাথী? সঙ্গে যেন বই বা সময়কাটানোর অন্য কোন ব্যবস্থা থাকে। আমাকে বিরক্ত করা যাবে না।
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]

তানবীরা এর ছবি

আপনাকে বিরক্ত করলাম না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আরিফ জেবতিক এর ছবি

তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
লেখার শুরুতেই আছে -"সুধীমন্ডলী “রান্ধা দিয়ে বান্ধা”র আজকের পর্বে আপনাদের জন্য রয়েছে, “নাসপাতির কেরেশমতি”।

কইল নাশপাতির কেরামতি , আর রান্ধিল আপেল । এমন রান্ধুনি নাকি আবার পুরষ্কার পায় । হা : হা : হা : ।

শেষ পর্যন্ত তো ঐ এ্যাডামের আপেলেই গিয়ে ঠেকল ।

আপেল আমার প্যাটেন্ট করা ফল , ঐটাকে নিয়ে আর কারো রান্নাবান্না সচলায়তনে প্রকাশ না করার জন্য মডুদের দৃষ্টি আকর্ষন করছি ।
অন্যথায় মামলায় উভয়পক্ষকেই বিবাদী বানানো হতে পারে । চোখ টিপি

তানবীরা এর ছবি

আরিফ ভাই, এইটা কি কইলেন আফনে? খেলায় না পেরে মাষ্টারের কাছে নালিশ, আফনের থাইক্যা এইডা আশা করি নাই ভাইজান। যান ভাই খেলুম না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঈদে চারদিকে অনেক খাদ্য... কিন্তু আমি বাড়িতে একলা... কোথাও যেতে ইচ্ছা করে না। বাড়িতে খাবারও নাই... রানতেও ইচ্ছা করতেছে না...
এর মধ্যে খাবার দাবারের কথা বেশি বইলেন না তো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

ভাবী কি আপনাকে গৃহ অন্তরীন করেছে ?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনে তো সিদ্দিকা কবিরের ভাত মারবেন দেখি চোখ টিপি

তানবীরা এর ছবি

সিদ্দিকা কবীরতো ভাত খায় না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানিয়া এর ছবি

তানবীরা আপনার রেসিপি মত বানালাম। রাতে তেহারি রাধবো তার সাথে পরিবেশিত হবে তানবীরাস এ্যপল চাটনী (যদিও পিকল ভালো শোনায়) । আমার পচিশ মিনিটের মতো লেগেছে গালা আপেল দিয়ে করেছি।

জনসাধারন এর অবগতির জন্য জানাচ্ছি যে তানবীরাস এ্যপল চাটনীর টেষ্ট অসাধারন হয়েছে।

তানিয়া

তানবীরা এর ছবি

তানিয়া ইউ মেড মাই ডে ডিয়ারী। আমি জাষ্ট মজা করার জন্য, আরিফ ভাইয়ের লেগ পুল করার জন্য তাৎক্ষনিকভাবে লিখে, চিন্তা ভাবনা না করে এই পোষ্টটা দিলাম। কিন্তু কারো কাজে লেগেছে জেনে খুব ভালো লাগছে। হুমম খেতে ভালো সেটা সত্যি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানিয়া এর ছবি

আমি টিভিতে চাটনি বানানো দেখেছিলাম (রেচ্যাল এলান এর প্রোগ্রাম এ) কিন্তু বেশ অনেকরকম ইনগ্রেডিয়েন্টস থাকায় চেষ্টা করিনি অ্যাঁ
তাই আপনার রেসিপি পড়ে মনে হলো আরে এটাতো ট্রাই করা যায়
সত্যি বলছি খেতে খুউব ভালো হয়েছে। দেখি রাতে তেহারির সাথে চাটনির ছবি আপলোড করতে পারি কিনা
অনেক ধন্যবাদ গুরু গুরু

তানিয়া

তানবীরা এর ছবি

হুমম ছবি দেন, দেখি, আরিফ ভাই কাদুক।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার এই অসহায়ত্ব দেখে কোথায় লোকজন একটু ভালোমন্দ খাবার দাবার নিয়া আসবে, অসুস্থ মানুষ... তা না... সবজান্তা আর স্নিগ্ধাদি ষ্টার কাবাবে গিয়া খাসীর গিলাসী অর্ডার দেয়, সেইটা আবার আমারে ফোনে শোনায়...

এই দুক্ষে আমি আজকা অনশন করলাম। মন খারাপ
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

আপনার দুঃখে আমি পূর্ন সমবেদনা জ্ঞাপন করলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সবজান্তা এর ছবি

বিশ্বাস করেন নজরুল ভাই, আপনার কথা আমাদের খুব মনে পড়ছিলো। এত মনে পড়ছিলো, স্পেশালি যখন খাসির মাংসটা টান দিয়ে ছিড়ছিলাম। তবে আমার সবচেয়ে বেশি মনে পড়েছে যখন ফালুদা টা খাচ্ছিলাম। বুঝলেন নজু ভাই, সব এমেরিকার ষড়যন্ত্র, নাইলে আজকেই কেন স্টার এত ফাটাফাটি একটা লাচ্ছি বানাবে ?

খুব দুঃখ পাইসি আমি, খুব !


অলমিতি বিস্তারেণ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হু... পামুনা? আপনেদের দুইজনের খাওন বন্ধ... দেখায়া দেখায়া খামু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

নাহ, পিলিজ নজু ভাই, এইভাবে আমাদের পোলাও-কোর্মা-ভুনাতে মাইরেন না। ভাতে মারেন, অসুবিধা নাই।

আপনের নাটক শুরু হয়া গেছে, দেখতে গেলাম।


অলমিতি বিস্তারেণ

স্নিগ্ধা এর ছবি

ইয়ে, নজরুল, মানে আমাদের পরবর্তী আড্ডার ভেন্যু তো বারবিকিউ টু নাইট ঠিক করসিলাম, কিন্তু আপনার জন্য এত্ত মন খারাপ হইসে যে মনে হচ্ছে মন ভালো করার জন্য তার আগেই একটু আইস্ক্রীম খাওয়া দরকার মন খারাপ

আহারে, এখন আপনি প্রথমে কাটাকুটি করবেন, তারপর জিনিষপত্র চুলায় চড়াবেন, তারপর রান্না হবে - ততক্ষণে আপনার পেট চোঁ চোঁ করবে, মাথা ভোঁ ভোঁ করবে, স্টার কাবাবের কথা ভেবে গা রি রি করবে -

ইসসসসস্‌! মনটা যে কি খারাপ হলো ! মন খারাপ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ঠিক আছে... প্রতিশোধের অপেক্ষায় থাকলাম।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

থার্ড আই এর ছবি

ওগো প্রতিবেশীনী ,খাবো আপেলরও চাটনী...তুমি লন্ডনে পাঠাইবানি...??
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

তানবীরা এর ছবি

পাঠাই দিমুনে, কি আছে জীবনে, আপভি ক্যায়া ইয়াদ রাখোগে মুঝে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মুশফিকা মুমু এর ছবি

ঈদ মোবারক আপু, হিহিহি খুব মজা করে লিখেছেন খাইছে একদম টিভির রান্নার অনুষ্ঠানের মত।
আম্মু আপেলের চাটনি করে কিন্তু আম্মু করে সবুজ আপেল দিয়ে, একি ভাবে করে কিনা জানিনা কিন্তু আসলেই খুব মজা হয় এই আপেলের চাটনি হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

তানবীরা এর ছবি

চাটনী যেকোন আপেল দিয়েই হবে, তবে আমি যেগুলো খাওয়া হয় না, রাবার হতে থাকে, একটু কালো মালো নষ্ট হয়ে যায় সেগুলোর সদগতি করি এভাবে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

তানবীরা,

আপনার রেসিপীর মধ্যে কেমন চমত্কার একটা নাচুনী ছন্দ আছে ৷ পড়েই মনে হল নাচতে নাচতে আপেলের চাটনী বানিয়ে ফেলি গিয়ে ৷ কিন্তু হায়! আমি তো আপেল কিনিই না ৷ তো ফ্রীজে দেখছি একটা লাউ পড়ে আছে, প্রায় পচ ধরে ধরে অবস্থা ৷ তো, তাই দিয়েই বানিয়ে ফেলব, আর টকমিষ্টির ব্যালান্স আনতে একটু তেঁতুল চটকে দেবখনে ৷

ইয়ার্কি ছেড়ে সিরিয়াস কথা হল চাটনীতে আমি আদা, মরিচের সাথে কয়েকঅদানা সর্ষেও ফোড়ন হিসাবে দিই৷ সর্ষের গন্ধটা বেশ লাগে৷

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।