ঢাকা শহর আইসা আমার
আইসা ঢাকা পকেট ফাকা
টক ঝালের চটপটি
একেবারে গা মাখা
রিকশার চাকা বাকা বাকা
রিকশার পিছনে ববিতা আকা।
ভাপা পিঠা সাজিয়ে রাখা
আধ কেজি তাতে ধূলো মাখা
টি।এস।সি বসুন্ধরায়
আর একবার পা রাখা।
ব্যস্ত মা রাধা বাটা
খাচ্ছি সব তেলে ছাকা
তাজা মাছের বেছে কাটা
অনেক তাতে স্নেহ মাখা।
ভোর সকালে ফাকা ঢাকা
তারই মধ্যে উড়ছে টাকা
ধরতে তারে চলছে কেউ
মাথায় নিয়ে তরকারীর ঝাকা।
ছুটছে সময় মেলে পাখা
ঘুরছে দ্রুর ঘড়ির কাটা
মানুষগুলো কেনো যেনো
বড্ড বেশী মমতা মাখা।
কষ্ট বড় এসব থেকে
অনেক দূরে ভালো থাকা
সব মিলিয়ে ঢাকা ট্রিপ
সব সময়ই ঝাকা নাকা।
তানবীরা
২৩.১০.০৮
মন্তব্য
হাহাহাহা...জটিল হইসে আপু।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হইলেই ভালো, না হইলেতো গেলো। :) :-)
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আসনের আগেই পকেট ফাকার ডায়লগ? তা তো হবে না মামু... আসেন আগে... পকেট কারে বলে কত প্রকার কি কি... সব বুঝায়া দিবোনে...
আরো একটা ছড়াকার বাড়লো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কাহারে যে কে বুঝাবে
শেষে নিজের মাথা নিজেই খুজাবে ;) ;-)
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছড়ার রাজ্যে নতুন ছড়াকারের অভিষেক ঘটল :-D
রিকশার পিছনে ববিতা আঁকার কথায় ব্যাপক মজা পাইলাম। মজারু হইসে ছড়াটা :-))
তবে এখনই টাকা ফুরাইসে বলে লাভ নাই, দেশে আসেন আগে! লিস্ট তো পাইসেনই অলরেডি... আমি এখন আপনার আসার দিন গুনতেসি খালি ;-)
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
আশায় আশায় দিন গুনে
আশার কাঠ খাইলো ঘুনে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
মজারু
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
তথাস্তু
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এ কেমন কথা, ঢাকা আসার আগেই পকেট ফাঁকা। তা পকেট ফাঁকা হয়েছে নিশ্চয় আমার জন্য সেই ব্যাটারিচালিত গাড়িটা কিনতে গিয়ে! :)
হইলো পকেট ফাক্কা
কিন্না গাড়ির চাক্কা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তবে, এর চেয়েও ঝাকানাকা হইসে-
অনেক মজা পাইলাম। :)
-----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
পাইলো কেউ মজা
গেলো মনের বোঝা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হাহাহা দারুন আপু :p খুবি মজা পেলাম :))
আপনি দেখা যায় এখন কবিতাও লিখেন ..... নৃত্য, গদ্য, পদ্য এরপর.....
রিকশার কথায় মনেপরে গেল, আমি দুইবার রিকশা ওয়ালার বকা খাইসি আস্তে চালাতে বলার জন্য হাহাহাহাহাহা
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রিকশাওয়ালার বকা খাইয়া
কান্দে মুমু নাক ফুলাইয়া
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দেরি করে পড়লাম। হায় রে দেশের সচল গণ। আপু যাবেন গণ্ডা খানেক ক্রেডিট কার্ড নিয়ে, সেই জন্যই ক্যাশ টাকা নাই। কেউ বুঝলো না... ;)
কার্ড দিয়া কইরা ধার
হইয়া আমু বাংলা পার
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আপনার জন্য তিশমার এই গানঃ
মার ডালা ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আর মাত্র ৭২ ঘণ্টা। :)
=============================
নতুন মন্তব্য করুন