ছবি দিয়ে যায় চেনা

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: শুক্র, ০৬/০২/২০০৯ - ৩:৪৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নীল সমুদ্রপারে মহেশখালীর বুদ্ধ মন্দির। শান্ত সমাহিত। PICT0017

একদা একটি নিরীহ ভদ্র ছেলে আপন মনে সাগর পারে প্রাকৃতিক কর্ম সারিতেছিল। সেই অপরাহ্নে সেখানে উপস্থিত ছিল কটি দুষ্ট মেয়ে। তারা সেই শান্তির মুখ খানা তাদের ফটু যন্ত্রে গেথে নিল। PICT0046

রাখাইন তাত শিল্প, মহেশখালীর বাকে। Picture 266

রাখাইন রমনী তার পন্য সামগ্রী নিয়ে । Picture 276

সেন্ট মার্টিন এর একমাত্র যানবাহন। হাওয়ায় উইড়া উইড়া চলছে চলবে । PICT0181

আমাদের দুইদিনের লোকান গার্জিয়ান কাম টুরিষ্ট গাইড সৈয়দ হুসেইন আর ভ্যান চালক কুদ্দুস। সৈয়দ হুসেইন সেন্ট মার্টিন সরকারী স্কুলে ক্লাশ সিক্সে পড়ে। কিন্তু প্রথম দিন সে ক্লাশে যায়নি কারন স্যার বই আনতে কক্সবাজার গেছে। দ্বিতীয় দিন স্যার অন্য ক্লাশের ক্লাশ নিচ্ছে তাই তারা অন্যদিন স্কুলে যাবে স্যার বলে দিয়েছে। বেতন মাসে পনর টাকা। PICT0183

এই সেই বিখ্যাত “সমুদ্র বিলাস”। ডঃ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যকে কি দিয়েছেন এবং কি দেননি তা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। কিন্তু সেন্ট মার্টিনকে পর্যটন খাতে পরিচিত এবং প্রতিষ্ঠিত করার পিছনে তার অবদান অনস্বীকার্য। PICT0179

সেন্ট মার্টিন লোকাল ব্যান্ড। ছবিতে কি সব বলতে পারে? সারা পৃথিবী থেকে বিচ্ছিন একটা দ্বীপে, নিঝুম অন্ধকারে, চাদের আলোয় আমরা কজন। আশপাশে ঝি ঝির ডাক ছাড়া অন্য কোন শব্দ কদাচিত। একপাশে বারবিকিউর প্রাচীন ম্যানুয়েল পদ্ধতি অন্যপাশে আধুনিক যন্ত্রের বিকট শব্দ বিহীন সুরেলা গান ওরে সাম্পানওয়ালা আমারে তুই করলি দিওয়ানা .....................।। PICT0194

ভাজার আগে, গ্রাহকরা মাছ দেখে পছন্দ করে দাম ঠিক করে দেয়ার পর ভেজে দেয়া হয়। Picture_621

ভাজার পরে । PICT0210

নাম দিয়েই যায় চেনা , হায় আমার আ-মরি বাংলা ভাষা । Picture 477

ছেড়াদিয়া দ্বীপের একমাত্র কফি হাউজ আর তার মালিক বৃন্দ। শীতের মৌসুমে একমাত্র তারাই ছেড়াদিয়া থাকেন। পাচ সন্তান আর বাবা মা। Picture 575

কি ভালো লাগে পতাকার পাশে দাড়াতে। ছেড়াদিয়া সীমান্তে। Picture 579

ছেড়াদিয়া দ্বীপের স্থায়ী ন কনিষ্ঠ সদস্য। সর্ব কনিষ্ঠ সদস্য তখন ছটি ঘরে ট্যা ট্যা করে কাদছিলেন বিধায় তার ছবি তোলা যায়নি। তিনি একজন কন্যা। Picture 583

বারবিকিউ , আদিম ও অকৃত্রিম পদ্ধতি। PICT0196

জনৈকা টুরিষ্ট । PICT0206

হিমছড়ির সীভিউ পার্ক। অপু বিশ্বাস তখন নেচে চলেছেন “জান আমার জান” ছবিতে উত্তর থেকে দক্ষিনে, পূর্ব থেকে পশ্চিমে , দশ দিগন্তে ঘুরিয়া বেড়াই .....................।। PICT0260

কক্সবাজারের ঐতিহ্য শুটকী । PICT0309

তানবীরা
০৪.০২.০৯


মন্তব্য

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ছবির জ্বালায় তো লেখাই পড়তে পারলামনা। ছবিতেই পুরা বর্ণনা কাবার। চমৎকার, অতি চমৎকার।

তানবীরা এর ছবি

পিপিদা ধন্যবাদ, অনেক ধন্যবাদ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

হিমু এর ছবি

অপু বিশ্বাসের কলেবর পর্যবেক্ষণ করিয়া অতীত দর্শনস্মৃতি পাপী মনে দংশন করিলো। আহা সেই ক্ষীণ কটি, পীন কুচ আর গমনছন্দ অলস করিয়া দেওয়া শ্রোণীসমাগম। আজ ইহা কী দেখিয়া সেই স্মৃতির লালিমায় কালিমা লেপিলাম?

সুন্দর মেয়েগুলি খাইতে খাইতে খাইতে খাইতে খাইতে খাইতে ... শ্যাশ হয়ে যায় মন খারাপ


হাঁটুপানির জলদস্যু

ইশতিয়াক রউফ এর ছবি

আমি তো পাহাড়-পর্বতের মধ্যে নায়িকা খুঁজেই পেলাম না...

তানবীরা এর ছবি

ইশতি যার চোখ যেখানে পড়ে ...........................।।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মৃদুল আহমেদ এর ছবি

অপুর ছবি দেখতে দেখতেই ভাবছিলাম, এটা নিয়ে নির্ঘাত্ হিমুর একটা কমেন্ট দেখতে পাব...
জীবনে এত ভালো অনুমান আর কখনো করতে পারি নি হো হো হো
---------------------------------------------
রাজাকার আলবদর নিপাত যাক!
জয় বাংলা আমার থাক!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

তানবীরা এর ছবি

মৃদ্যুলদাকে অভিনন্দন, জ্যোতিষী মৃদুলাচরন হিসেবে ভবিষ্যত উজ্জল ৫০০ পাওয়ারের বাল্ব জ্বলছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সবজান্তা এর ছবি

আরেক তারানাথের আগমন নাকি হো হো হো ?


অলমিতি বিস্তারেণ

তানবীরা এর ছবি

হিমুর জন্য আমার পূর্ন সমবেদনা রইলো। মন খারাপ মন খারাপ
সুন্দরী মেয়েরা আজ থেকে তোমরা খাবে না। খাবে শুধু তোমাদের দর্শকরা। শয়তানী হাসি শয়তানী হাসি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধ্রুব হাসান এর ছবি

আহা কতোদিন পর প্রিয় সেন্টমার্টিনটাকে দেখলাম! মন ভরে গেলো দেখে! অনেক ধন্যবাদ ছবিগুলো শেয়ার করার জন্য। গলদা চিংড়ী আর রুপচাদাঁ দেখে জিবে পানি চলে এলো! দুধের স্বাদ ঘোলে মেটাতে এখানে অনেকবার বরফদেয়া লবষ্টার খেয়ে মেজাজ খারাপ হয়েছে। আবার কখন যে সাগরপাড়ে বসে ফ্রেস জলজ্যান্ত মাছফ্রাই (যদিও হালকা বালিযুক্ত) খাওয়া হবে! জানি সেই টেষ্ট সেই আমেজ পেতে আরো অনেকবার যাবো আমি।

তাতেঁর কাপড় ও তাতঁ দেখে আমার রাখাইন বন্ধুদের কথা মনে পড়ে গেল, বিশেষ করে আমার বন্ধু মং! কি অসাধারণ ডিটেইলে ল্যান্ডস্ক্যাপ করতো সে! পেইন্টিং ক্লাসের সেই প্রথম দিন থেকেই সে ছিলো চোখে পড়ার মতো ভালো আকিঁয়ে! একবার ওর সাথে বেড়াতে গিয়ে এক রাখাইন কিশোরীর প্রেমে পড়ে গিয়েছিলাম! ওর দেয়া অনেকগুলো ফতুয়াও সংগ্রহে রেখেছিলাম অনেকদিন! ছবিগুলো একটানে আজো ঐ সময়ে নিয়ে গেলো কিছু সময়ের জন্য! কি অদ্ভূৎ সময়!

তবে মন্দিরটার জন্য বেশ মায়ায় লাগলো, কি অবহেলায় এতো মূল্যবান সম্পদ অযন্তে পড়ে আছে! তবুও মহেশখালীর বুদ্ধ মন্দির তার সরল সৌন্দর্য নিয়ে দাড়িয়ে আছে আজো!

থ্যাঙ্কু আবারো চলুক

(নোটঃ মাছের ছবিগুলো চুরি করে নিলাম, মাইন্ড খাইয়েননা দয়ে করে)

তানবীরা এর ছবি

ধ্রুব আমরা শুধু মাছ খেয়েছি, বালি খাইনি, আমাদেরকে ঠকিয়েছে, দাঁড়াও আবার যেয়েনি, ধরব।
ছেলেদের এই এক অভ্যাস যেখানেই বেড়াতে যাবে, সেখানেই একটা করে মেয়ের প্রেমে পড়বে।
এতো নিরিবিলি সাগর পাড়ের এই মন্দিরে যেয়ে আমার ফিরে আসতে ইচ্ছে করছিল না। মাছের ছবি আরো চাইলে আমাকে বলবেন, চুরি করার দরকার নেই, আমি উপহার দিব আপনাকে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

ডঃ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যকে কি দিয়েছেন এবং কি দেননি তা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। কিন্তু সেন্ট মার্টিনকে পর্যটন খাতে পরিচিত এবং প্রতিষ্ঠিত করার পিছনে তার অবদান অনস্বীকার্য
কথাগুলো ঠিক বুঝতে পারিনি।

প্রত্যেকটা ছবিই খুবই সুন্দর। বিশেষ করে জনৈকা টুরিস্টের ছবিটা।
অপু বিশ্বাস এলো আর ধুসর গোধুলী এলোনা এখনো? অ্যাঁ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

ডঃ হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যকে কি দিয়েছেন এবং কি দেননি তা নিয়ে অনেক আলোচনা থাকতে পারে। কিন্তু সেন্ট মার্টিনকে পর্যটন খাতে পরিচিত এবং প্রতিষ্ঠিত করার পিছনে তার অবদান অনস্বীকার্য
কথাগুলো ঠিক বুঝতে পারিনি।

কথাগুলো ঠিক কি বুঝতে পারেননি সেটা অবশ্য পানি ব্যাখা করে বলেননি তবুও আমি বলছি আপনাকে, আজকাল এই মধ্যবিত্ত ভেতো বাঙ্গালীরা যে বাবা - মা, ভাই - বোন, বউ শালী নিয়ে ১৫ - ১৬ জনের দল এক সপ্তাহ দশদিন সেন্ট মার্টিন থেকে আসেন তার পেছনে হুমায়ূন আহমেদের বইয়ে বার বার সমুদ্র জোছনা, পূর্নিমা, সেন্ট মার্টিনে তার বাড়ি বানানোর একটা বিরাট ভূমিকা আছে বলে আমি ব্যাক্তিগত ভাবে মনে করি। আমি সেন্ট মার্টিনের স্থানীয় লোকদের সাথে তাদের বসতি নিয়ে আলাপ করেছি। আমার বোন তার বিশ্ববিদ্যালয়ের এসকার্সনে ১৯৯৭ সালে যখন সেন্ট মার্টিন যায় তখন সেখানে একটি মাত্র চায়ের দোকান দেখে এসেছিল।

ধন্যবাদ আপনাকে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাল্যবান এর ছবি

অপু বিশ্বাসের কী, আর কোনটার কথা যেন হিমু বল্লেন, আমি তো কিছু-কিছু হলেও দেখলাম যেন।

হিমু এর ছবি

যা দেখতে পাচ্ছেন তা রুইন্স, ধ্বংসাবশেষ মন খারাপ


হাঁটুপানির জলদস্যু

তানবীরা এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রাফি এর ছবি

ছবিগুলো বেশ বর্ণনামূলক, অপু বিশ্বাস এর টাও.

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!

তানবীরা এর ছবি

অপু বিশ্বাসের ছবি কি বর্ননা করলো, একটু বলেন রাফি, আমরাও শুনি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দ্রোহী এর ছবি

ছবিগুলো ঝাক্কাস। আর অপু বিশ্বাসেরটা তো দুর্দান্ত!!!!!!!!!!!!

তানবীরা এর ছবি

এতো মাইয়াপোলার ছবি থাকতে, সব যাইয়া অপু বিশ্বাসের উপর পড়লো। এ জাতীর ভবিষ্যত কি? চিন্তিত

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- মিস বিশ্বাসরে দেইখা আমি চোখরে কিছুক্ষণ অবিশ্বাসের বাণী শুনাইলাম। জগতের সকল প্রাণী সুখী হউক। চোখ টিপি

ছেড়াদিয়া দ্বীপ কোথায়? ছেঁড়াদ্বীপ? এতো জমকালো আয়োজন আছে ওখানে? ঈশ, কী দেখলাম জীবনে? নিজের দেশের আণাচটাই তো দেখা হলো না অথচ বাইরাইছি বিশ্বঅবলোকনে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

সরকারী নাম ছেড়াদিয়া দ্বীপ, মানুষের মুখে ছেড়া দ্বীপ।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নিঝুম এর ছবি

হুমায়ুন আহমেদের বাড়ির ছবিটায় অতি উত্তম ঝাজা... লেখাতেও...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন

তানবীরা এর ছবি

হুমম, তোমাকেও ঝেজে দিলাম নিঝুম ঃ-}, শরীরটা কেমন এখন?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সামিয়া এর ছবি

সুন্দর হয়েছে
ভদ্র ছেলের নিরবে কাজ সেরে নেয়া, দুষ্ট মেয়েদের দুষ্টামি সাথে জনৈকা টুরিষ্ট ।

তানবীরা এর ছবি

আসল ছবিটাইতো তোলা হয় নাই, সীমানা পেরিয়েতে যে সাইনবোর্ড টানানো ছিল, সেন্ট মার্টিনের বাসিন্দারা ধর্ম ভীরু। এখানে নাচ গান বিভিন্ন বেদাতী কাজ নিষিদ্ধ। ঃ}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অবাঞ্ছিত এর ছবি

"স্নেকস" দেখে আমি অনেকখন টাশকি মেরে বসে ছিলাম ঐ রেস্টরেন্ট(?) এ আসলেই সাপ পাওয়া যায় ভেবে.. পরে বুঝলাম...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

তানবীরা এর ছবি

আমিও যাই নাই তবে আসলে পাওয়া যেতেও পারে। আমরা আমাদের রিসোর্টের পুকুরে আসল সাপ দেখেছি।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক
তুই কি এবারই গিয়েছিলি ?

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

সেন্টমার্টিন - মহেশখালী প্রথম গেলাম।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

ফাটাফাটি সব ছবি। খুবই সুন্দর। দাঁড়ান, আমিও ছবি নিয়ে আসতেছি কিছুদিনের মধ্যেই চোখ টিপি

তানবীরা এর ছবি

তোমাকে দেখেইতো আমি প্রেরনা পেলাম। আগে যদি ভাবতাম মারাত্মক ছবি তুলতাম। আরে আমাদের বাসে হাসব্যান্ড - ওয়াইফ ঝগড়া, স্ত্রী কতৃক লাথায়িত হইয়া অন্য নারীকে ত্যাক্ত করা সব ঘটনা ঘটেছিল ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্পর্শ এর ছবি

কবে যে যাব!! মন খারাপ
....................................................................................
ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

তানবীরা এর ছবি

..................

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দৃশা এর ছবি

কি চমৎকার দেখা গেল !!
-------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

তানবীরা এর ছবি

ধন্যবাদ আপনাকেও

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অপু বিশ্বাস কে?

তানবীরা এর ছবি

হিমুর সম্পর্কের ভাবী ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দময়ন্তী এর ছবি

এ: মাছের ছবিগুলো বড্ড লোভনীয় ৷
এইসব খাবারদাবারের ছবি দেওয়া ব্যান করা উচিত্ ৷ মন খারাপ
-------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইসব খাবারদাবারের ছবি দেওয়া ব্যান করা উচিত্ ৷

গড়াগড়ি দিয়া হাসি

তানবীরা এর ছবি

শিমূলকে কোপা, নিজে যে বিরিয়ানীর ছবি দাও, তার বেলায় ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

দমুদি, আপনারাতো মাছের কাছেই থাকেন, আপনাদের মুখে এইসব মানায় না।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

লেখাটা কয়েকবার পড়লাম, ছবিগুলাও দেখলাম কয়েকবার। কিন্তু অপু বিশ্বাস কে বা কোথায় থেকে এলো ঠিক বুঝলাম না। একজন নায়িকার ছবি দেখতে পেলাম। ওনার সাথে মনে হয় অপু বিশ্বাসের যোগসূত্র আছে ইয়ে, মানে...

তানবীরা এর ছবি

সারা রাত রামায়ান পইড়া সকালে কয় সীতা কার বাপ ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অমিত আহমেদ এর ছবি

আহারে অপু বিশ্বাস কী ছিলো আর কী হলো! আফসোস... আফসোস!
খাবারের ছবি দেখে মন খারাপ হইলো।
স্নেকস দেখে টাশকি খেয়েছিলাম... পরে বুঝলাম কাহিনী কী!
ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

তানবীরা এর ছবি

তোমাকেও ধন্যবাদ অমিত সুন্দর মন্তব্যের জন্য।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

ছবিতে ছবিতে ব্লগতো সয়লাব। আর এই সয়লাব ব্লগে অপু বিশ্বাসের কী'না মোটে একটা ছবি। ছ্যা ছ্যা।
জনৈকা টুরিস্ট-এর ছবি হেভি হয়েছে।

তানবীরা এর ছবি

হুমম

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুমন চৌধুরী এর ছবি

ভাজা মাছের ছবিটা দিয়াই ভেজালটা করলেন মন খারাপ



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

ভেজাম ক্যান দাদা, আয়েশা আপু মাছ ভাজতে পারে না নাকি?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফুল আকবর খান এর ছবি

সুন্দর। হাসি
না-দেখা জায়গা দেখলাম আপনার চোখে।

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তাহমিনা এর ছবি

[i]আসল ছবিটাইতো তোলা হয় নাই, সীমানা পেরিয়েতে যে সাইনবোর্ড টানানো ছিল, সেন্ট মার্টিনের বাসিন্দারা ধর্ম ভীরু। এখানে নাচ গান বিভিন্ন বেদাতী কাজ নিষিদ্ধ-সহমত এবং ছবিটা না তলার কারণে আফ্সস!
লেখা ভাল হয়েচে!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

When I'm right nobody remembers; when I'm wrong nobody forgets!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।