গুড মর্নিং
মনিংংংং
কি করছো?
এইতো তোমার ফোনে জাগলাম।
হুমম, কি করবে সারাদিন?
সারাদিন, উমম কি করবো? কি আর করবো বলো, যা করি তাই করবো। দিন নেই রাত নেই, তোমার কথাই শুধু ভাববো।
মিথ্যুক।
ওহ সাড়ে সাতটা বেজে গেছে? শোনো ফোন ছাড়ছি, আমাকে এক্ষুনি যেতে হবে, রাতে কথা হবে।
কাল যে তোমাকে গানটা মেল করেছিলাম, শুনেছো সেটা?
না এখনও শুনিনি, তবে ডাউনলোড করে রেখেছি, আজ শুনবো। শোন ছাড়ছি, রাতে কথা হবে।
আমাদের পিকনিকের ছবি আপলোড করেছি দেখেছো, ফেসবুকে?
হুমম দেখেছি সোনা, তুমিতো দিন দিন আরো মিষ্টি হচ্ছো। কি যে কষ্ট হয় আমার তোমাকে ছেড়ে থাকতে। ছাড়ছি আমার দেরী হচ্ছে।
হোক দেরী, তুমি এখন ফোন ছাড়বে না। আমার এখন তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে।
এমন করে না সোনা, রাতে আমি তোমার সাথে অনেক ক ক ক্ষন কথা বলবো।
রাতে আমি তোমার সাথে কথা বলতে পারবো না।
কিন্তু আমাকে এখন যেতেই হবে, প্লী ই ই ই জ।
ক্রিং ক্রিং ক্রিং মাই হার্ট গোস সা লা লা লা
হ্যালো।
কি ব্যাপার, তুমি এখন? তোমার না দেরী হয়ে যাচ্ছে।
হুমম দেরীতো হচ্ছে, কিন্তু যখন ভাবছি তুমি রাগ করে আছো, মন খারাপ করে আছো, তখন আর ক্লাশে যেতে ইচ্ছে করলো না। ভাবলাম তোমার কাছেই থাকি আজ সারাদিন।
কিন্তু আমি এখন তোমার সাথে কথা বলব না।
প্লীজ এমন কোর না, প্লীজ।
না, এখন আর কথা বলার মুড নেই।
.........
ছাড়ছি আমি।
তুমি যদি এখন ফোন ছেড়ে দাও
বলো যদি ছেড়ে দিই .........
আমি আজ সারাদিন কাজে যাব না, কিচ্ছু খাব না, ফোন ধরে বসে থেকে কার্ডের সমস্ত পয়সা খরচ করে দিব এমনিই
আমার বয়েই গেলো তাতে
তাই.........এখানেই শেষ না, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, আমি এই ঠান্ডা বৃষ্টিতে হাটব, হাটতেই থাকব যতক্ষন বৃষ্টি হয়, তারপর খুব একটা জ্বরে ভুগব একা একা
ভয় দেখাচ্ছো আমাকে?
হুমম দেখাচ্ছি। এমন কাউকে ভয় দেখাতে ভীষন ভালো লাগে, যে আমার কষ্টে দুঃখ পায়, আমার আনন্দে সুখী হয়। সমুদ্র সমান ভালোবাসা বুকে ধরে আমার জন্য সারাবেলা পথ চেয়ে থাকে।
সেটা তুমি কখনও বুঝতে পারো?
পারি সোনা, পারি। তাইতো সব ফেলে বার বার তোমার কাছেই ছুটে ছুটে আসি। আমার পৃথিবীতো তোমাতে শুরু আর তোমাতেই শেষ।
ক্লাশে কেনো গেলে না দুষ্টু ছেলে?
সত্যিই বলবো? আগে প্রমিস করো কিছুতেই রাগ করবে না। প্রমিস করো, আমি কিছুতেই তোমাকে মিথ্যে বলতে চাই না।
প্রমিস, প্রমিস এন্ড প্রমিস।
থ্যাঙ্কু, একটু আগে ফোন এলো বন্ধুর, স্যার অসুস্থ তাই আজকের মর্নিং ক্লাশটা হচ্ছে না। মেল চেক করেও দেখলাম, ইউনি থেকে মেল পাঠিয়েছে। তাই ভাবলাম .........
তানবীরা
১২.০২.০৯
মন্তব্য
জটিল...
কিন্তু ক্যাটাগরি কবিতা ক্যামনে হয়?
সারাদিন নেট এ গ্যাট হইয়া বইসা থাইকা যদি তুমি বাউলিআনা হইতে পারো, তাহলে আমার গবিতা কবিতা হতে দোষ কোথায় ????
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হা হা হা..
কম্পিউটার-নেট এগুলো হলো কাজের জন্য
দিন অথবা রাত-বিরেতে..
আর বাউলিয়ানা ?
সেটা মনের অলিতে-গলিতে..
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অ্যাতো রস পান কোথায় বলেন তো! আমি তো সকাল থেকে চিন্তা করেও দিশাকে আজ কী বলব তাই ঠিক করে উঠতে পারলাম না।
ইমো দিতে পারি না। তাই বলছি, কবিতায় মানিকদার ইমোটার কপি।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সে কথার উত্তর আমি দিতে চাই না । সে জন্য কাউকে শয়তান হিসেবে বর্ন করতে হবে, শিখখা এই টাইপ শয়তান হওয়া সম্ভব না
মাথার মগজের মধ্যে যা খেলে, আল্লাহ বাচাইছে কেউ সেগুলো দেখতে পায় না। কোনদিন কোন ডারউইন কিংবা এডিসন আইসা আবার মগজ় রীডার বাইর কইরা ফেলে কে জানে। শুধু যখন কাউকে দিনের মধ্যে তিন বার ফোন করি কিছু বলতে, তখন উনি বলেন, আজকে ঘুম থেকে উঠে ভালো কথা একটাও চিন্তা করছো তুমি ????
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বাবা ষষ্ঠ পান্ডব, এই পঞ্চাশোর্ধ্ব প্রৌঢ়া -> বৃদ্ধার কথাটা মন দিয়ে শুনুন - দিশা বৌমাকে শুধু ভ্যালেন্টাইনের মৃত্যুদিবসে ভালু ভালু কথা না বলে, ওটাকে একটা অল ইয়ার-রাউন্ড ব্যাড হ্যাবিটে পরিণত করে ফেলুন। তাহলে যদি কোন লাভ হয়। কারণ, এমনিতেই আপনার যে মিষ্টি স্বভাবের পরিচয় পাওয়া যায় তাতে ......
পান্ডুদা, কবিতাটার সারর্মমটা বুঝার চেষ্টা করুন। বলবেনতো মিথ্যা কথা, চিন্তা - ভাবনার কিছুতো নেই, বলে দেন একটা কিছু ইয়া হাবিবি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হে হে হে... কি চমৎকার পড়া গেল!
-------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সেইরকম!
বিশেষ করে ফিনিশিংটা খুব পছন্দ হয়েছে। এইবার বলেন তো, কতটুকু নিজের জীবন থেকে নেয়া?
এই কবিতার সাথে জীবিত কিংবা মৃত তানবীরার কোন সর্ম্পক নেই
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
শ্রীমান অরূপজী, চোখে হাই পাওয়ার চশমা দিয়া এই কবিতায় কি খুজে পেলেন, জাতি আজ তা জানতে চায় ............
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- আরি আজকে সাধু ভ্যালেন্টাইন দিন নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- মমিন ক্যাডা?
বলেন, মুমিন।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জীবনে প্রথম বাদ দিলাম তো তাই মমিন বেশী হইয়া গেছে ,
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সিরাম একটা ভ্যা ডে গেল। সারাদিন ধরে প্রিপারেশন নিলাম, সন্ধ্যায় টার্ম ফাইন্যাল দিলাম। তারপরে রাস্তায় নেমে দেখি "জান"জট। অতঃপর অর্ধেক রাস্তা ১১ নম্বর বাসে (মানে পায়ে হেঁটে) বাসায় ফিরলাম...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আসল কাজ করছো, ভবিষ্যতে এর ফল পাবা ...............
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হে হে হে ----
অনিকেতদার হাসির মানে জাতি জানতে চায়
আমি না কিন্তু
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
"জীবন থেকে নেয়া" !!??
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
হ্যা আবার না। একজনরে ফোন করছি অফিস থেকে, হালায় খালি কয় আচ্ছা আমি ফোন ব্যাক করতেছি, একটু ব্যস্ত। আরে ব্যস্ততো আমিও, আমি কি অবসর তোর লগে আলাপ দিতে? আমি আমার কথা বলতেছি, সে একি উত্তর করতেছে। তারপর ফোন ছেড়ে দশ মিনিট পর মেল চেক করে দেখি মেল করে রাখছে, যে কারনে ফোন দিছি, তা নিয়ে। হঠাৎমনে হলো এ ঘটনা অফিসিয়াল না হয়ে পার্সোনাল হলে ক্যামন হয় ........।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
পুরা চটপটি একটা লেখা... ভাল লাগল।
এমন শহরে আমি ঘুরি , নাকি শহরটাই ভবঘুরে?
হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না এক কে করি দুই৷
কটকটি ধন্যবাদ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কুড়মুড় করে পড়লাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মুড়মুড়া ধন্যবাদ তোমাকে
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আফাগো...
--------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুনননননন লাগল আপু হিহিহিহিহি
আসলেই ভালবাসা বলে কিছুনাই, সব বোগাস
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
রাইট মুমু বোগাস।
কিন্তু তোমার কোন লেখা পাচ্ছি না অনেক দিন, ব্যাপার কি?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ইচ্ছা থাকলেও উপায় নাই আপু
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
অ্যাল! এরকম সব কথা লিখে দিতে নাই৷
------------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ছেলেরা যদি এত খারাপই হবে, তাহলে দুনিয়াটা ভরে যেত লেসবিয়ানে
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সবছেলে খারাপ না তো...আমার মত খুব ভালু কিসু ছেলেও আছে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
মাইন্ড রিডিং আর তৃতীয় বিশ্বযুদ্ধ সমার্থক।
লেখা ভালৈছে।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
সৈরম হইছে।
নতুন মন্তব্য করুন