সচলদের ক্যারিকেচার = সচলাচার ১৪১৬

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: সোম, ১৩/০৪/২০০৯ - ৯:২১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমাদের সমাজে নববর্ষে ভালো পোশাক, পান্তা- ইলিশ, শাড়ি - পাঞ্জাবীর সাথে আরো একটা জিনিসের প্রচলন আছে, সেটা হলো সব্বাইকে নতুন বছর উপলক্ষ্যে নতুন খেতাব দেয়া। নজরুল ভাই নতুন বছরের ছবির এ্যালবামের দায়িত্ব ঘাড়ে নিয়েছেন। আর কিছু বইলা উনারে বিরক্ত করা ঠিক না, তাই বিগত এক বছরের কর্মকান্ডের আলোকে এই মহান দায়িত্ব পালনের গুরু ভার আমার স্কন্ধেই নিলাম।

কোমলমতি মানুষদের তদন্ত আর পুলিশের ভয় দেখানো - লীলেনদা
যে সচল এখনো বড় হন নাই - নজরুল ভাই
ভাইয়ের শালি, কোথায় হারালি ?? - ধূসর গোধূলি
বনে বাদাঁরে, পাখির ল্যাজ খুঁজি আধারে - অরূপদা
স্বাস্থ্যই সকল প্রেমের মূল - রনদা
বইসা থাইকা একলা ঘরে, নানার গানগুলা মনে পড়ে - ইশতিয়াক
বন্দুক, যুদ্ধ, কামান - নুরুজ্জামান
দুষ্টু পোষ্টে লগ ইন মাষ্ট - আলমগীর ভাই
সমগ্র বাংলাদেশ পাঁচ টন - ফারুক ওয়াসিফ
সিনেমা আর সাসপেন্স - অমিত
বই প্রকাশ করে মাথায় হাত, ডাল মেখে এখন খাই ভাত - টুটুল ভাই
বড় হচ্ছে জোরসে, চারুকলায় রোজ ঘুরছে - অতন্দ্র প্রহরী
বাংলা খাবার আর না, চলো করি ডয়েচী রান্না - সুমনদা
কইরা ক্যাচাল, হুদাই প্যাচাল - তানবীরা
ছন্দের নেই শেষ, ছড়ায় ছড়ায় বাংলাদেশ - আকতার ভাই
ঘুরি ফিরি খাই দাই, কাম কাজ কিছু নাই - মুস্তাফিজ ভাই
জীবন মানে যন্ত্রনা, নয় পুষ্প বিছানা - ষষ্ঠ পান্ডবদা
হিমু এখন ঝাঝাঁলো, লিখছে ছড়া শিঙ্গালো
মারি বেশি ফাঁকি ঝুকি, কিন্তু মাঝে মাঝে দেই উঁকি - সামিয়া
এমএসএন-এর ওধারে, হাতছানি দেয় আমারে - রায়হান আবীর
আছি বসে একা একা, কবে তার পাবো দেখা - মুমু
লিখছি কড়া, সবই কিন্তু নষ্ট ছড়া - সংসারে এক সন্ন্যাসী
মাপি আর আঁকি, এসো অঙ্ক শিখি - রাগিব ভাই
টলমল রসে, মন্তব্য করি জোশে - রানা মেহের
পড়াশোনা করে যে, বড় হয় তবে সে - কনফুসিয়াস
শিল্প সাহিত্য ব্লগ, ভুল সবই ভুল - আনোয়ার সাদাত শিমুল
শীত গ্রীষ্ম বারোমাসে, আছি বটে মহারসে - সুলতানা পারভীন শিমুল।
গল্পের বাসা, মাথায় ঠাসা কে আবার - কীর্তিনাশা
বন্দুক নিয়ে ঘুরছি নেশায়, ছেঁড়া স্যান্ডেলখানা পরিবর্তনের আশায় - পরিবর্তনশীল
নাইরে ভাই সময় নাই , বউয়ের পিছেই সর্বদাই - আমি বলাই
কিংস আর ফিল্টার - দুজনে দুজনার - শ্যাজাদি - কারুবাসনা

এই পোষ্ট থেকে আমার দুরভিসন্ধিমূলক, ষড়যন্ত্রকারী মনের ভাব টেনে বের করার বৃথা চেষ্টা করবেন না কেউ। শুধু শুধু সময় নষ্ট হবে তাতে। কারণ সেই মন এই পোষ্টে নেই, সেটা আছে অন্য কোথাও। কেউ মাইন্ড যদি খান, নিজ দায়িত্বে খাবেন তার জন্য আমি দায়ী নাআআআআ।

সব্বাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।

তানবীরা
০৮.০৪.০৯


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
দারুণ তো ! দেঁতো হাসি
আপনারটা কেউ বলে দেবে, সে অপেক্ষায় থাকলাম।
মহামতি লীলেন কুথাআআআআয়.....?
আশা করি দেরি হবে না। চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

অতন্দ্র প্রহরী এর ছবি

উনি তো নিজেরটা নিজেই লিখসেন: "কইরা ক্যাচাল, হুদাই প্যাচাল - তানবীরা"

দেঁতো হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খাইছে
আমারো একটা চশমা (সাদা) লাগবে মনে হচ্ছে। ইয়ে, মানে...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

ইশতিয়াক রউফ এর ছবি

ভয়ে ছিলাম... কমের উপর দিয়েই পার পেয়ে গেছি। মানুষের মাথায় ছন্দ জিনিসটা আসে কীভাবে? ইয়ে, মানে...

সুহান রিজওয়ান এর ছবি

নাহ আমার মত যারা সচলে নতুন এসেছে, তাদের সচলীকরণ নীতিমালায় এই পোস্ট অবশ্য পাঠ্য করা দরকার...
সকলের মুদ্রাগূণ একসাথে জেনে নিলাম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ষে ভুল্ল, এই বলঘের পাথাই পাথাই ঝা লিকা, ভুল্ল ষভই ভুল্ল...
_
লেখায় চলুক

রণদীপম বসু এর ছবি

আহা ! আপনের মুখে ফুল-চন্দন পড়ুক...!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

অতন্দ্র প্রহরী এর ছবি

মজারু দেঁতো হাসি

নাহ্, আপনার মাথায় আসলেই কুদ্ধি (কুবুদ্ধি) গিজগিজ করে চোখ টিপি

তানবীরা এর ছবি

এতোদিনে বুঝলা, হায় রামমমম
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

চলুক

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

অতন্দ্র প্রহরীর সাথে সহমত।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

মানীর মান আল্লাহয় রাখে। যাক অল্পের উপর দিয়া পার পাইছি।

পুনশ্চঃ আমার ব্যাপারে আপনার মন্তব্য নাকি যথার্থ হয়েছে, এজন্য দিশা আপনাকে ধন্যবাদ জানিয়েছেন।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তানবীরা এর ছবি

দিশাকে দিশা দেখাতে পেরে আমিও আনন্দিত

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

লুৎফুল আরেফীন এর ছবি

ঝাক্কাস! উত্তম জাঝা!

___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

নজ্রুলিস্লাম নিয়েছেন কেতাবের দায়িত্ব, আর আপনি খেতাব নিয়ে পড়লেন চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

তানবীরা এর ছবি

কাউরে না কাউরেতো দায়িত্ব পালন করতেই হবে, সন্ন্যাস নিয়া ঘুরলে দুনিয়া চলবে?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্বপ্নাহত এর ছবি

দেঁতো হাসি

---------------------------------

তাও তো ভারী লেজ উঁচিয়ে পুটুশ পাটুশ চাও!

---------------------------------

বাঁইচ্যা আছি

তানবীরা এর ছবি

লেডিজ হোষ্টেলের পাশে ঘুরাই আমার ব্রত, যদিও আমি প্রতিনিয়ত আহত।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

এনকিদু এর ছবি

মানির মান আল্লায় রাখছে, আমার কথা মনেই পড়ে নাই তানবীরা আপুর । মনে পড়ার আগেই পাঁচ দিয়া পালাই ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

বিপ্লব রহমান এর ছবি

মানির মান আল্লায় রাখছে, আমার কথা মনেই পড়ে নাই তানবীরা আপুর । মনে পড়ার আগেই পাঁচ দিয়া পালাই ...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

ভাবছি বসে তাই, জুম চাষ খাওয়া সারা, এবার কোনদিকে যাই?

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

ঘুমাই নাই তবুও নিদু, লাউ খাই না যদি হই কদু

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তীরন্দাজ এর ছবি

মজার হয়েছে!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রায়হান আবীর এর ছবি

ক্যাম্নে বুঝলেন? চিন্তিত

মুশফিকা মুমু এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি হাহাহা তাতা আপু সব্বারটা মজার হয়েছে!

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সাদামাটা এর ছবি

সবাইকে নববষের শুভেচ্ছা !!
আহারে কতদিন মেলায় যাই না.....
http://www.esnips.com/doc/349f7852-dc97-47b2-a0e4-9cf1a4dcfd4e/Melai-Jai-Re---Maqsud

তানবীরা এর ছবি

যাদের নাম তখন মনে পড়ে নাই, তাদের পুলকিত হওয়ার কোন কারন নেই। তাদের জন্য সামনে কঠিন দুঃসময় অপেক্ষা করছে।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেখেন, আমারে নিয়া ফাইজলামি করবেন না, আমি অবশ্যই বড় হইছি। বড় হইছি শুধু তা না, আমি বিবাহযোগ্য হইছি। আমার বয়স কিন্তু ২৫... এইটা মনে রাখবেন... চোখ টিপি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

তানবীরা এর ছবি

হুমম, আপনার সাথে ফাজলামী আমার অত্যন্ত অন্যায় হয়েছে। আমার লেখা উচিত ছিল, যে সচল কোনদিনও বড় হবেন না ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

হা হা হা। ভাল বলসেন দেঁতো হাসি

মুস্তাফিজ এর ছবি

বয়স ২৫ মানলাম, কিন্তু জন্ম তারিখ কবে? ডিসেম্বরের ৩১ না জানুয়ারী ১?

...........................
Every Picture Tells a Story

ফারুক ওয়াসিফ এর ছবি

আমার ট্রাকে তো দেখি তাইলে সবাই আছে, আপনিও...আপনার ওজনটা তো আলাদা করে টের পাই নাই? আপনি পাইলেন ক্যামনে?

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

তানবীরা এর ছবি

আপনার ট্রাকে আমি নাই। আমিতো বাংলাদেশে নাই ঃ-}

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সামিয়া এর ছবি

খুবই কষ্টসাধ্য কাজ । তবে মজার হয়েছে ।

তানবীরা এর ছবি

তোর কষ্ট লাগলো কেন? মজা হইছে তাই ???

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুমন চৌধুরী এর ছবি

আমার বয়স ১৫...



অজ্ঞাতবাস

মাহবুব লীলেন এর ছবি

কোমলমতি মানুষদের তদন্ত আর পুলিশের ভয় দেখানো - লীলেনদা

কোমলমতি মানুষ বলতে যদি তাতা নিজেরে বুঝিয়ে থাকে তাইলে কিন্তু সচলের সমস্ত আইটি কারিগরি হাসতে হাসতে বিকল হয়ে যাবে...

তানবীরা এর ছবি

এই ব্যাপারে লীলেনদার সাথে আমি একমত। আমি শুধু কোমল না কুসুম কোমল তবে ব্যাচেলরদের টাকা ধার দেই না সেইটা আলাদা বিষয়।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

আমি ব্যাচেলর না, আমারে কিছু টাকা ধার দেন। টাকা হাতে না থাকলে সমান অঙ্কের ইউরোতে দিলেও চলবে। তাও না থাকলে ডলার, পাউণ্ড বা কুয়েতী দিনারে দেন। তবে টার্কিশ লীরা, জাপানী ইয়েন, কোরিয়ান ওন, ইন্দোনেশিয়ান রূপিহা আবার আমার না-পছন্দ, এগুলোতে দিবেন না কিন্তু।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

তানবীরা এর ছবি

শিমুল আপা, শিমুল ভাই, ইশতি, শব্দশিল্পী, রনদা, শাহেনশাহ, শোহেইলদা, সাদামাটা, সুমনদা, মুস্তাফিজ ভাই, লুৎফুল ভাই, তীরুদা, রায়হান, মুমু সব্বাইকে আবারো নববর্ষের শুভেচ্ছা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানবীরা এর ছবি

আরাম কইরা খাও

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তারেক এর ছবি

এইখানে তো কমেন্ট করলেও বিপদ, কইবো ইভ টিজিং ইয়ে, মানে...
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নুরুজ্জামান মানিক এর ছবি

চলুক উত্তম জাঝা! গুরু গুরু

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আহমেদুর রশীদ এর ছবি

ডালভাত তত্ত্ব এখানে চলবেনা।
বরং বলতে পারেন-
প্রকাশনা করে যে, ঝারি-ঝুরি খায় সে।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

রানা মেহের এর ছবি

টলমল রসে, মন্তব্য করি জোশে
হো হো হো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

সাইফুল আকবর খান এর ছবি

যেই দেশে না থাকি, সেখানেই ভালো থাকি। চোখ টিপি
আপু, অনেক মজা হয়েছে ব্যাপারটা। হাসি দেঁতো হাসি

০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

কীর্তিনাশা এর ছবি

এই পোস্টটা কোন ফাকে জানি মিস হয়ে গেছিল এখন মিসেস কইরা নিলাম।

ব্যাপক মজাদার পোস্ট দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।