সমুদ্রতীরে একাকী দাঁড়িয়ে
ঢেউ এর আছরে পরা কি শক্তির মৃত্যু না নিজেকে নিবেদন করা ?
কোলাহল থেকে অনেক দূরে
বাসন্তী আগুন
লাল সাদার এই আলোতে ধরা আজ আলোকিত
কর্মব্যস্ত নাগরিকেরা
সৌন্দর্য নেবে? মাল্টিকালার এর সৌন্দর্য আছে
কোন এক ফুল কৃষকের বাড়ির আঙ্গিনার গোধূলিবেলা
শতবর্ষ পূর্ন হলো আমাদের ফুল চাষের
নদীর ধারে জংলা পারে ফুটেছে ফুল অকাতরে
আগুন লাগা ফাগুন
একপাশে অশ্রু আর অন্যপাশে হাসি, একপাশে মিষ্টি পানির সমুদ্র আর অন্যপাশে লোনা পানি, মানুষ চাইলে কি না পারে
একাকিনী আছি বসে পথ খুঁজে ফিরিছি আমি, কোন দূরে যাবে বলো
ওরে ভাই ফাগুন লেগেছে আজ বনে বনে
একশ বছর পূর্তির গৌরবময় ঘোষনা আজ আমার বাড়ির আঙ্গিনায়
বাতাস কল, অত্যাধুনিক চেহারা
ফুটিছে ফুলকলি, সাগর পাড়ে
সকল বাধা ছিন্ন করে ফুটব আমি ফুটবগো
করছি খেলা সারা বেলা
মাঝি বাইয়া যাওরে, অকূল দরিয়ার মাঝি
তানবীরা
২৬.০৪.০৯
মন্তব্য
বাঃ !
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
পাখিদের ছবিটা এত বেশি বেশি সুন্দর... অদ্ভুত...
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হল্যান্ড সৈন্দয্য দ্যাশ। কয়দিন আগে এক রুশ সাইটে কিসু ছবি দেইখা টাশকি খাইসি!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপ্নে টাশকি খাইছেন? আমি তো খাবি খাইতাসি... কী সুন্দর!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সন্ন্যাসীদা লা-জবাব সব ছবি। আমিও টাশকি খেয়েছি ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হুমম! বুঝলাম, বড়ই সৌন্দর্যবতী দেশ হল্যান্ড। আহা, কোনো ডাচ মেয়ের ছবি দেখলাম না, তারা না জানি আরো কতো সুন্দর
কল্পনা করতে থাকো ............
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আইচ্ছা!
অসাধারণ !
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
থ্যাঙ্কু দোস্ত
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অনেক সুন্দর
ইমতিয়াজ মির্জা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ও মাই গড! এটা কী পোস্ট? আমিতো কবিতা ভেবে ঢুকছিলামই না। ঢুকেই মাথা ঘুরে পড়ে যাওয়ার মত অবস্থা! দারুণ, চমৎকার, সুপার, অসাধারণ সব ছবিগুলো। তবে ছবির উপর তারিখটা সরায়ে দেন, আরো ভালো লাগবে।
কবিতা আর আমি !!! কঠিন কম্বিনেশন। তারিখ সরাতে জানি না তো।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হা হা.. কেন? কবিতা তো ছবির সাথে যেতেই পারে। প্রথম পাতায় দেখুননা ছবি ছাড়া লেখাটাকে কেমন কবিতা কবিতা মনে হচ্ছিল। তারিখটা ক্যামেরার সেটিংস পরিবর্তন করে সরাতে হবে যাতে ভবিষ্যতের ছবিতে ওটা না আসে। তুলে ফেলা ছবির উপর থেকে ওটা সরানো মনে হয় কঠিন। অরূপ জানতে পারে।
আমি খালি টিপ দিলে ছবি উঠে এইটা জানি ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
বাবার কর্মের সুবাদে আমার ছোটবেলা কেটেছে নেদারল্যাণ্ডের হাওয়াকল, টিউলিপ বাগান, নানা রকম বাঁধের ছবি, পোস্টকার্ড ইত্যাদি দেখে। বন্ধু-বান্ধবরা আমাদের ভাই-বোনদের কাছ থেকে ভুজুং-ভাজুং দিয়ে নিয়ে যেত নেদারল্যাণ্ডের কয়েন, স্ট্যাম্প, ভিউকার্ড, ম্যাগাজিন। আপনার তোলা ছবিগুলো দেখে আবার সেইসব দিনের কথা মনে পড়ল। আজ পুরোনো বাসায় খুঁজলে সেসব জিনিষের কিছুই খুঁজে পাওয়া যাবে না। বাবার মত ঐসব জিনিষও সারা জীবনের জন্য হারিয়ে গেছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
সব হারাবে কি করে? আপনার হৃদয়ে যেগুলো জমা আছে? স্মৃতি কি জিনিষে থাকে নাকি?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নিমেষেই মন ভালো করে দেবার মতো অদ্ভুত অদ্ভুত সুন্দর সব ছবি।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, তাতাজী।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হুমম শিমুজী, এই উইকএন্ডটা খুব ভালো কাটলো। এত্তো অনাবিল সৌর্ন্দযের মুখোমুখি দাঁড়িয়ে নিজের দুঃখ কষ্টের সাথে নিজেকেও খুব তুচ্ছ মনে হাতে থাকে। অসীমের সামনে নগন্য আমরা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ফার্স্ট পেজে ছবি গুলা না আসায় কবিতার মত মনে হচ্ছিল। কবিতাটা ভালই হয়েছে, ছবিগুলা আরো ভাল... বিশেষ করে রংধনু বাগানের ছবিটা...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
কবিতা কোথায়? আমিতো পাচছি না
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
"সমুদ্রতীরে একাকী দাঁড়িয়ে
ঢেউ এর আছরে পরা কি শক্তির মৃত্যু না নিজেকে নিবেদন করা ?
কোলাহল থেকে অনেক দূরে
বাসন্তী আগুন
লাল সাদার এই আলোতে ধরা আজ আলোকিত
কর্মব্যস্ত নাগরিকেরা
সৌন্দর্য নেবে? মাল্টিকালার এর সৌন্দর্য আছে
কোন এক ফুল কৃষকের বাড়ির আঙ্গিনার গোধূলিবেলা
শতবর্ষ পূর্ন হলো আমাদের ফুল চাষের
নদীর ধারে জংলা পারে ফুটেছে ফুল অকাতরে
আগুন লাগা ফাগুন
এক..."
একেবারে উত্তরাধুনিক কবিতা... B-)
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
হুমম বুঝলাম কেনো বলে কাউয়ার থেকে কবি বেশী
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
টিভি-তে দেখসি মনে হয়!
ব্যাপক ঈর্ষা করলাম আপনেরে, তাতা'পু।
তবে, ধন্যবাদও।
রঙের বাড়ৈ! ভয়ঙ্কর সুন্দর!!
০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০-০
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অসাধারণ! অসাধারণ! অসাধারণ!
কথা বলার মতো ভাষাই নেই! আপনার এখানে আমি অচিরেই বেড়াতে আসব? কী? উঠতে দেবেন তো বাড়িতে?
এক কথায়, আমি মুগ্ধ! আপনি যে এত সুন্দরের কাছ থেকে ঘুরে এসেছেন, ভাবতেই ভালো লাগছে!
আমার অবস্থাও পিপিদার মতোই, এতক্ষণ ভাবছিলাম তানবীরা কী কবিতা লিখেছে? তার কি মন ভালো নেই?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মৃদ্যুলদা আমার চেহারা দেখে যতো ছোটলোক আমারে লাগে আসলে আমি মানুষ ততো খারাপ না। আপনি লীলেনদার ভ্রান্ত প্ররোচনায় পড়ছেন। আপনি এনিডে এনি টাইম আসবেন। আমাদের মেহমান হয়ে থাকবেন।
আপনি কি মন খারাপ থাকলে এই সব ছড়া লেখেন, ছিঃ ঃ-}
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- তাতাপু, এগুলা কুতায়? সিলসিলা ফটুকটা আগ্গুন হৈছে।
এইসব ফটুক দেখলেই আমার বিবাহ করতে ইচ্ছা করে খালি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নর্থ হল্যান্ডে যেখানে ফুলের চাষ হয়। ইচ্ছা হইলে কইরা ফ্যালো একখানা বিয়া, কি আছে জীবনে?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এত ভয়ংকর সুন্দরের মাঝে মানুষ থাকে ক্যামন করে!
এই অবস্থা থাকে সর্বসাকুল্যে দুই মাস। এপ্রিল - মে। এরপর সেই খাড়া - বড়ি- থোড়- থোড় - বড়ি - খাড়া। বৃষ্টি - বাতাস - মন খারাপ করা মেঘ
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তাতা'পু কি সব ছবি দিয়েছেন!
দেইখা পুরা মাথা পাগল অবস্থা!
এত সুন্দর জায়গা পিথিমিতে আছে
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এই পোস্টে মাইনাস দিলাম !
মানুষের মাথা নষ্ট করার আর কোন ফন্দি পান নাই আপনি, না !
পৃথিবীর বুকে এরুম ছবিয়াল জায়গা আছে জানলে মানুষ ধর্ম-কর্মে জীবনটারে নাশ কইরা বেহেস্তের টিকিট খোঁজা বন্ধ কইরা দিলে আপনার কিন্তু খবর আছে কইলাম ! ভাগ্যিস সচলে সেইরম কোন হুজুর হয়তো ঢুকে না, তাই রক্ষা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রনদা, আমার উনি আপনার মন্তব্যটা বড় ভালা পাইছেন। কিন্তু কথা হইলো কথা সেইটা না। ধর্ম এমন আফিম যে মানুষ হইয়া অন্য মানুষের গলায় ছুরি দিতে তাড়াইয়া নিয়ে যায়, এই সামান্য ফুল তাদের ঠান্ডা করতে পারবে বইলা আপনি মনে করেন?
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আসলে কি ধর্ম মানুষকে মানুষের গলায় ছুরি চালাতে তাড়িয়ে নিয়ে যায়! যুক্তিবিদ্যার বইয়ে ছিল "মানুষ বুদ্ধিবৃত্তি সম্পন্ন প্রাণী।" আসলেই তাই। বুদ্ধিবৃত্তিটা বাদ দিলে প্রাণী। মানুষের পশুত্বই মানুষকে তাড়িত করে। ধর্মকে স্বার্থপর মানুষ নিজের মতই ব্যাখ্যা করে। আর ধর্মের দোহাই দিয়েই নিজের পশুত্বের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখে। পশুরা যেমন শক্তের ভক্ত, মানুষও তেমন। বুদ্ধিবৃত্তিকে কদাচিৎ কাজে লাগায় মানুষ।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
হল্যান্ডের নাম শুনলেই অদ্ভুত কারণে টিউলিপের কথা মনে হয়। ছোটবেলায় ক্যালেন্ডারের পাতায় ওই ফুল যখনই দেখতাম কেউ হয়তো বলেছিল এটা হল্যান্ড। সেই থেকেই টিউলিপ মানেই হল্যান্ড।
আমি বে-সিজনে বেড়াতে গিয়ে টিউলিপ পাই নি, তার উপর তখন ভ্যান গখের সানফ্লাওয়ারের ছবিরা বিশ্বভ্রমণে বেরিয়েছিলো। হল্যান্ড তা বলে হতাশ করে নি, কেউকেনহফে তখনো ফুলের মেলা।
কেউকেনহফের অর্কিড
আপনি ভুল ইনফর্মেশন এর কবলে পড়েছেন। কইকেনহোফে ফুল থাকলে সেটা টিউলিপ সীজনই ছিল। সীজন একখানাই। তবে আমরা একে বারে নর্থ হল্যান্ডে গেছি, সেখানে চাষ হয় ফুলের। এটা খুব এডামেড টুরিষ্ট ছাড়া কেউ জানে না। আমি খুব কান্ট্রি সাইড ভালোবাসি, শহর না, আমি এগুলো খুজে খুজে বের করি। আপনি ছবি গুলো লক্ষ্য করুন, টুরিষ্ট স্পট নয় কিন্তু এটা।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
টিউলিপের ছবি দেখলে আমার বিশ্বাস হয় না। মনে হয় এগুলা কাগজের বানানো ফুল।
শোনেন তাতা মিয়া... আপনে ছবিগুলা আমারে পাঠায়ে দেন, আমি সবগুলা ছবি থেকে নিখুঁতভাবে তারিখ সরায়ে দিবো। কেউ বুঝতেই পারবে না।
বিনিময়ে একটা হল্যান্ডিয় টিকেট পাঠায়ে দেন...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার "উনি" খুব একটা সচল করেন না। আপনাদের সবার মন্তব্য আজকে উনি বসে বসে পড়েছেন এবং টাচড হয়ে আমাকে অনুরোধ করেছেন আমি যেনো আপনাদের সবাইকে দাওয়াত করি টিউলিপ দেখতে আসার জন্য। উনি সব্বাইকে নিয়ে যাবেন। সামনের মিড এপ্রিল থেকে লাষ্ট এপ্রিলের মধ্যে আসলে সবচেয়ে ভালো দৃশ্য দেখতে পাবেন।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আমিও কিন্তু একদম শুরুতে পোস্টের প্রিভিউ দেখে ভাবলাম তাতাপু মনে হয় উত্তরাধুনিক কবিতা লিখসে। পরে পোস্টের ভেতর ঢুকে তো পুরা টাশকি। দেখি ফাটাফাটি সব ফোটুক!
আমি হল্যান্ড যাইতে চাই। আপনার বাড়িতে কাজ করার সেই প্রস্তাবটা ভাইবা দেইখেন কিন্তু
আজকে সচলাড্ডা হইতেছে হল্যান্ডে। নজু ভাইয়ের থাইক্যা খবর নাও। ঃ(
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হল্যান্ডে সচলাড্ডা!
কোন কোন জায়গা থেকে সচল আসছে? ইংল্যান্ড? জার্মানি? নাকি নিজে নিজেই আড্ডা দিতেছেন?
আমারে আগে থেকে খবর দিলেন না কেন? চলে আসতাম...
নতুন মন্তব্য করুন