জীবন থেকে নেয়া

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: শনি, ১৩/০৬/২০০৯ - ৪:৪০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছু নির্দোষ কথাবার্তা - পর্ব ২

বেশ কিছুদিন আগে “জীবন থেকে নেয়া” শুধুমাত্র সচলায়তন স্পেশাল এই সিরিজটার শুরু করেছিলাম। নিজের কিছু কথা ডায়রীর মতো থাকবে বলে এখানে, আমার কাছের কিছু লোকজনের জন্যে। খুব অল্প সময়ে এখানে বেশ কিছু কাছে মানুষ তৈরী হয়েছে যাদেরকে হয়ত বছর খানেক আগেও ভালো করে চিনতাম না কিন্তু আজ মনে হয় জন্ম জন্মান্তর ধরেই চিনি। তাদের সাথেই বড়ো হচ্ছি রোজ দিন। কোন কারনে ব্যস্ত থাকলে কিন্তু মন খারাপ হলো, হয়তো সরে আছি সব কিছু থেকে দূরে, সে উপায়ও নেই, এস এম এস কিংবা ম্যাসেজ আসবে “কোথায় তুমি? কেমন আছো কিংবা কি হয়েছে?”। চোখ ভিজে আসে।

প্রথম যখন “কিছু নির্দোষ কথাবার্তা” পর্বটি লিখি তখন বুঝতেই পারিনি এটার দ্বিতীয় পর্ব আসবে। কিন্তু আজ মনে হচ্ছে দিনে দিনে নির্দোষ কথাবার্তার ধরন বদলাবে আর এটার আরো পর্ব হয়ত আসবে।
১. স্কুল ছুটির পর মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েঃ

মাঃ বিরক্ত মুখে, তোর মুখটা এতো কালো হলো কি করে? সারা মাথা ঘেমে একসা। তোকে না বলেছি রোদে যাবি না। রোজ না করি কথা শুনিস না তুই।
মেয়েঃ বিপন্ন মুখে, আমিতো তোমার কথা শুনি, আমিতো রোদে যাই না। কিন্তু আমি যেখানেই যাই “সানটা” শুধু আমাকে ফলো করে। দেখেছো, এই যে আমি গাড়িতে তোমার সাথে বাসায় যাচ্ছি, “সানটা” শুধুই আমাকে ফলো করছে, আমার সাথে সাথে যাচ্ছে। আমি কি করবো বলো?

২. মা অফিস থেকে ফিরেন মেয়েকে নিয়ে, মেয়ে তখন দুধ খায় কিচেনের উপড় রয্যাকে বসে আর মা রাতের খাবারের আয়োজনে ব্যস্ত থাকেন। সেটা একান্তই মা - মেয়ে টাইম। তারা সারাদিন কে কি করলেন সেই গল্প গুজব হয়। বহিরাগতদের প্রবেশ নিষেধ।

মেয়েঃ আম্মি জানো একটা কথা ......
মাঃ কি কথা সোনা ?
মেয়েঃ গায়ত্রী না verliefed op Michal (মাইকেলের প্রেমে পড়েছে।) মেয়ে সব কিছুর বাংলা এখনো সেভাবে বলতে পারে না বা জানে না।
মা যতোদূর সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করলেন এই উত্তেজিত সংবাদে, মায়ের জৈবিক বয়স অনেক হলেও মানসিক বয়স এখনো সবুজ।
মাঃ তো এখন গায়ত্রী কি করবে?
মেয়েঃ এখন কিছু করবে না, বড় হয়ে মাইকেলকে বিয়ে করবে।
মাঃ আরো শান্ত ভাবে, ওহ বড় হয়ে, ঠিকাছে
মেয়েঃ জানো আর কি করবে ?
মাঃ আর কি করবে?
মেয়েঃ গায়ত্রী ওর “লিপে” কিস করবে।
মাঃ বিস্ফোরিত নয়ন সামলে রাখার চেষ্টা করে বললেন, “লিপে” কিস করলে কি হয়?
মেয়েঃ দুষ্টু লাজুক হাসি দিয়ে শুধু এদিকে মোচড়ায়, ঐদিকে মোচড়ায় কিন্তু কোন উত্তর দেয় না।
কিছুক্ষন চেষ্টা করে মা বুঝতে পারলেন, এর উত্তর বের করা তার পক্ষে সম্ভব না।

৩. আবার সেই মা মায়ে টাইম।

মেয়েঃ জানো আম্মি, শ্যানেল এর জন্মদিন আর শ্যানেলদের বাড়িতে হবে না। আমরা আর গ্লাই (স্লিপ) করে সুইমিং পুলে পড়তে পারবো না। ওদের বাগানের প্লে কোর্টে আর খেলতে পারবো না।
মাঃ কেনো?
মেয়েঃ শ্যানেল এখন ফ্ল্যাটে থাকবে, ওদের বাড়ি বিক্রি করে দিবে।
মাঃ কৌতুহলী গলায়, কেনো কি হয়েছে?
মেয়েঃ খুবই স্বাভাবিক গলায়, শ্যানেলের পাপা - মামা ডিভোর্স করছেতো তাই।
হতভম্ব মা আর যে উত্তরের জন্যই প্রস্তুত ছিলেন, এতো সাদামাটা গলায় বলা এই উত্তরের জন্য প্রস্তুত ছিলেন না। বলবেন না বলবেন না করেও বাঙ্গালী মমতায় বলেই ফেললেন,
মাঃ হ্যারে শ্যানেলের খুব মন খারাপ?
মেয়েঃ খুবই অবাক হলো, এতে মন খারাপের কি আছে বুঝতে পারলো কি পারলো না মেয়ে, তাও বুঝতে পারলো না মা। কিন্তু তাচ্ছিল্য গলায় বললো, নাহ, প্রথমে একটু মন খারাপ হয়েছিল কিন্তু এখন শ্যানেল খুশী, রোজ আর ঝগড়া হবে না বাড়িতে। রোজ রোজ বড়রা ঝগড়া করলে বাড়িতে ছোটদের খুব খারাপ লাগে মা।

৪. মা মেয়ে টাইমের তৃতীয় গল্প আজকের সন্ধ্যার জন্য

মেয়েঃ মা জানো জেডার মায়ের পেটটা এত্তো বড়ো কেনো?
মা জেনেও না জানার ভান করলেন। জিজ্ঞেস করলেন কেনো?
মেয়েঃ বিরক্ত হয়ে তুমিতো কিছুই জানো না দেখছি।জেডার মায়ের পেটে একটা বেবী আছে সেজন্যতো।
মাঃ ওহ আচ্ছা তাই নাকি।
মেয়েঃ কিন্তু এটা জেডার নিজের ভাই বা বোন হবে না।
এবার মায়ের সত্যিই অবাক হবার পালা। এ পর্ব সম্বন্ধে সত্যিই তিনি অজ্ঞ।
মাঃ অবাক হয়ে, তাই নাকি? তাহলে কি হবে?
মেয়েঃ বেশ উত্তেজিত গলায়, দুধের গ্লাস পাশে রেখে, দুই হাত - পা, চোখ মুখ নেড়ে, গ্রাম্য পাকা বুড়িদের মতো বলছে, ঐ যে রবার্ট আসে না স্কুলে মাঝে মাঝে জেডাকে দিতে, ও কিন্তু জেডার বাবা না। ঐ কালো রবার্ট জেডার মায়ের বন্ধু। জেডার বাবা সাদা। এই বেবীটা ঐ রবার্টেরতো, তাই এই বেবীটা হবে জেডার ষ্টিফ (সৎ) ব্রাদার বা সিষ্টার।
রবার্টকে এখন অবশ্য জেডার একটু একটু বাবা বাবা মনে হয়, ভালো লাগে কিন্তু প্রথম দিকে জেডা ওকে একদম পছন্দ করতো না।
এতো জটিল ধাধার এত্তো সহজ উত্তরে ভ্যাবাচেকা খাওয়া মা জিজ্ঞেস করলেন, তাহলে জেডার বাবা কোথায়?
মেয়েঃ কেনো? জার্মানীতে, ওর বাবা, দাদা - দাদী, কাজিন সব জার্মানীতে থাকে, মাঝে মাঝে ওর বাবার সাথে ও সেখানে বেড়াতে যায়। মজা হ্যা না আম্মি?
মাথা ঘুড়ে মায়ের তখন ঠাস করে পড়ে যাবার অবস্থা।

৫. মেয়ে ছ্য় বছর। মেমোরী হয়ত কিছু কিছু জিনিস মাত্র অন্যভাবে স্টোরেজ শুরু করেছে। মা বুঝতে পারে না। আড়াই বছরের স্মৃতি মনে আছে আবার চার বছরেরটা নাই। আমরা যারা উত্তর বা দক্ষিন মেরুর খুব কাছাকাছি থাকি তাদের জন্য দিন রাতের ব্যালান্স একটা বিশাল ব্যাপার। গরমের সময় রাত এগারোটা অব্ধি আলো আবার শীতের সময় মাঝে সাঝে ঝাপসা একটা ভাব ছাড়া সারাক্ষনই মোটামুটি অন্ধকার। কিন্তু আমাদের জীবন চলে ইস্টিশনের রেল গাড়িটার মতো ঘড়ির কাটা মেপে। ছটার দিকে আমরা সাধারনতঃ রাতের খাবার খেয়ে নেই। কিন্তু এখন ছটা মানে চারদিকে আলো, বাংলাদেশের সাথে তুলনা করলে অনেকটা ভর দুপুর।

টেবিলে খাবার দিয়ে মা মেয়েকে ডাকছেঃ
মাঃ খেতে এসো।
মেয়েঃ অবাক গলায়, এখন কি খাবো মা? ভাত?
মাঃ হুম, ভাত।
মেয়েঃ আমরা এখন কেনো ভাত খাবো মা? বাংলাদেশেতো আলোতে ভাত খেতে হয়, হল্যান্ডেতো আলোতে কখনো ভাত খেতে হয় না !!!!

৬. বোনাস পর্ব।

মেয়েকে ঘুম পাড়ানোর সময়। মেয়ে কিছু দার্শনিক কথাবার্তা বলে তার মায়ের সাথে সে সময়। অনেক সময় মা নীচে বাবার সাথে কিছু নিয়া চিল্লা পাল্লা করলে, উপড়ে নিভৃতে শুয়ে তিনি বাবার বদনাম করে মাকে ভজানোর চেষ্টাও করেন, যেমন, আব্বু কিচ্ছু গোছায় না বাসায় আব্বু অনেক নোংরা না আম্মি? কিংবা আব্বু সব ভুলে যায় হ্যা না আম্মি, কিচ্ছু মনে থাকে না, আব্বু বুড়ো হচ্ছে।

একদিন শুয়ে শুয়ে মায়ের কন্ঠলগ্না হয়ে মাকে বলছেন, আম্মি তুমিতো কদিন পর বুড়ো হয়ে যাবে, তখনতো তুমি মরে যাবে। হ্যা না?
মা হাসি চেপে রেখে বললেন, হ্যা তো।
মেয়েঃ নিচিন্ত গলায়, তখন তুমি আকাশে তারা হয়ে থাকবে
তারপর খুবই আশ্বস্ত গলায়, তাহলে আমি গায়ত্রীর বাসায় চলে যাবো। গায়ত্রীর বোন হয়ে থাকবো। গায়ত্রীর আম্মি আমাকে রোজ স্কুলে নিয়ে যাবে।
মা দেখলেন, এতো নিজের ব্যবস্থা প্রায় গুছিয়ে ফেলছে। তাই একটু ধাক্কা দেয়ার লোভ সামলাতে পারলেন না। বল্লেন তখনতো গায়ত্রীর আম্মিও বুড়ো হয়ে যাবে, সেও মরে যাবে।
এবার মেয়ে একটু চিন্তিত হলো, কিন্তু দমলো না, বুদ্ধি করতে লাগলো, তাহলে আমি আর গায়ত্রী এক বাসায় থাকবো, আমরাতো রাধতে পারি না, পিজা খেয়ে নিবো দোকান থেকে এনে। আর নিজেরাই তাহলে হেটে হেটে স্কুলে চলে যাবো, হ্য না আম্মি?
মেয়ের গুছানোর ভঙ্গীতে মা তখন বাক্যহারা।

মিলিয়ন ডলার প্রশ্নঃ

বাসায় কোন মেহমান এসেছিলেন। মেয়ে কিছু দুষ্টামী করেছিল যেগুলো হয়ত খুব একটা “এটিকেট” এর আওতায় পড়ে না। মেহমান চলে যাওয়ার পর বাবা মেয়েকে বকাসহ বুঝাচ্ছেন, তুমি এমন করলে মানুষ কি বলবে? মানুষের বাসায় গেলে মানুষ কি এমন করে? মানুষের কাছে লজ্জা না, ইত্যাদি ইত্যাদি। শুদ্ধ বাংলায় প্রায় পনর - কুড়ি মিনিট একটানা বাবার ঝাড়ি খেয়ে কাহিল মেয়ে অবশেষে টিকতে না পেরে অবাক গলায় বাবাকে প্রশ্ন করলো, “আমিও কি মানুষ, আব্বু?”

তানবীরা
১৩.০৫.০৯


মন্তব্য

ধুসর গোধূলি এর ছবি
তানবীরা এর ছবি

তুমি আবার কৈ দেখলা ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- ক্যান ফটুক দেখছি না? হাসি
আর আমি তো ইদানিং লেখা দিয়া দেখা শিখা গেছি। চিন্তা কইরা দেখলাম ম্যাট্রিক্সে যদি চুয়াইয়া পড়া পানির ধারার নানা সংখ্যা মংখ্যা থাইকা পাবলিক দেখতে পারে, তাইলে আমি মাতৃভাষায় সোজা সাপ্টা লেখা থাইকা ক্যান দেখবার পারুম না! দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

খুবই কিউট!

তানবীরা এর ছবি

হুমম।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ইশতিয়াক রউফ এর ছবি

আহা, অনেক দিন পর! এটা আমার খুবই পছন্দের সিরিজ। চলুক ভাগ্নির আরও আরও গল্প।

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু ইশতি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

আহা আহা, জবাব নেই তানবীরা--
দারুন লাগল। একটানে পড়ে গেলাম----

খুব ভাল লাগল এই মা মেয়ের অন্তরঙ্গ আলাপন---

পরের পর্বের অপেক্ষায়--

তানবীরা এর ছবি

অনিকেতদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার সানশাইন কেমন আছে, সেটা জানাবেন না আমাদের?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আহমেদুর রশীদ এর ছবি

এই বয়সের সোনামণিদের মনস্তত্বের অসাধারণ অনুবাদ। অসাধারণ।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তানবীরা এর ছবি

এবার সত্যিই লজ্জা পেলাম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

লীন এর ছবি

এই বয়সে সব পোলাপাইনেরই আজব চিন্তাধারা কাজ করে। যুগের তালে চিন্তাধারা যেই উচ্চমার্গে যাইতাছে, ভয় পাইছি।
অনেক ভালো লিখছেন, একটানে পড়লাম। আরো পর্ব পাওয়ার আশা করি। ধইন্যবাদ।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

তানবীরা এর ছবি

সেটাই লীন, যে কথা গুলো ছোটবেলা আমরা হয়তো ঠিকভাবে না বুঝেই ভাবতাম গোপন কথা কিংবা লজ্জার কথা, আজকালকার ছেলে মেয়েরা সেগুলো এত্তো সাধারন ভাবে নেয়। মনে হয় ডাল দিয়ে মেখে ভাত খাচ্ছে।

আমার দুই বন্ধু ডির্ভোসের মধ্যে দিয়ে যাচ্ছে। দুজনের বাচ্চাই আন্ডার ৮। একজন বাংলাদেশে আর একজন অলমোষ্ট আমার পাশের বাড়ির। তাদের মেয়েরা তাদের যে সার্পোট দিচ্ছে বাইরের সার্পোট না হলেও চলে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ এর ছবি

মেয়েঃ বিরক্ত হয়ে তুমিতো কিছুই জানো না দেখছি।জেডার মায়ের পেটে একটা বেবী আছে সেজন্যতো।

গড়াগড়ি দিয়া হাসি
হেভি পাকনি হয়েছে মনে হচ্ছে, হে হে হে

তানবীরা এর ছবি

আবার জিগস
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

হেভি মজা পাইলাম... এই সিরিজ দীর্ঘায়ু হোক...

এবার আমি একটা বোনাস মারি...

সেদিন উত্তরা যাচ্ছি ট্যাক্সিতে চড়ে। নিধি সিটে না থেকে ড্রাইভার আর সামনের সিটের মাঝের ফাঁকা জায়গাটায় দাঁড়িয়ে "এমনে চালান ওমনে চালান" টাইপ ডিরেকশন দিতে লাগলো। আমি মহা বিরক্ত হয়ে বললাম- "এই, তুই গাড়ির চালানোর কী বুঝস?
নিধি : ক্যান, আমি সাইকেল চালাই না!!

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

নিধি : ক্যান, আমি সাইকেল চালাই না!

গড়াগড়ি দিয়া হাসি

সাইফ

তানবীরা এর ছবি

আমি মহা বিরক্ত হয়ে বললাম- "এই, তুই গাড়ির চালানোর কী বুঝস?
নিধি : ক্যান, আমি সাইকেল চালাই না!!

হাহাহাহা, একদম ঠিক কথা, সাইকেলও চাক্কা দিয়াই চলে, বৈঠা দিয়া না, আপনে কি বুঝবেন?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

আর কইয়েন না, আমার ঘরে সাড়ে তিনের পাকনি যা দেখাইতেছে গড়াগড়ি দিয়া হাসি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

হাহাহাহা, বাবারে টিকেট ছাড়া গাড়ি চালানো শিখাচ্ছে বোধ হয়
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

onindita এর ছবি

উফ্ আপনার এই মেয়েটা এত্ত মিষ্টি যে খুব মজা লাগে এর গল্প শুনতে।
আরও লিখুন এর গল্প।

তানবীরা এর ছবি

হুমম, থ্যাঙ্ক ইউ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

আপু, আপনার মেয়ে দেখি ভীষণ মজার! দারুণ লাগলো জীবনের এই টুকরা গুলো। পিচ্চির জন্যে অনেক অনেক আদর।

আমার সবচেয়ে ভাল লেগেছে...
“আমিও কি মানুষ, আব্বু?”
গড়াগড়ি দিয়া হাসি =))
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তানবীরা এর ছবি

হুমম তানিম, আমিও খুব হেসেছিলাম।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনীক আন্দালিব এর ছবি

শিশুরা কত সহজেই 'বড়'দের জীবনের জটিলতাগুলোকে ট্রান্সলেট করে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই খুবই নন-জাজমেন্টালভাবে। এটা আমার কাছে খুবই বিচিত্র লাগে। বড় হওয়ার সাথে সাথে কোন একটা সময়ে আমরা সেই সরলতার সরল চোখ হারিয়ে ফেলেছি সেটা টের পেলাম এই লেখা পড়ে।

খুবই চমৎকার লাগলো! আপনার মেয়ের জন্য শুভকামনা আর আদর রইলো।

তানবীরা এর ছবি

অনীক, আমার খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। আমিও ঠিক আপনার মতো এক কথাটিই ভাবি। সেই চিন্তা থেকেও এই লেখাটি লেখা।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

বিপ্লব রহমান এর ছবি

রোজ রোজ বড়রা ঝগড়া করলে বাড়িতে ছোটদের খুব খারাপ লাগে মা।

তাতা আপু, ক্ষুদে জিনিয়াস-পর্ব আরো চলুক। লেখায় আদুরে মেঘের দু-একটা ছবি দিতে পারতেন! ...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তানবীরা এর ছবি

আলসেমী করে দেয়া হয়ে উঠে না। এখন ফেসবুকের প্রোফাইল পিক্সটা দেখেন।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! দারুণ হচ্ছে কিন্তু ! চালিয়ে যান।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু রনদা। তবে কোন কিছু চালানো আমার জন্য সত্যিই খুব কষ্টকর। আমি কোন অধ্যবসায় করতে পারি না। এই একটা জিনিসের অভাবে জীবনে কিছুই হওয়া হয়নি, নোবডি রয়েই গেলাম।
চরম ফাঁকিবাজ, মুডবাজ মানুষ আমি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রেনেট এর ছবি

মায়াভরা মিষ্টি একটা লেখা। তবে আমাদের মেঘমণি তার থেকেও মিষ্টি।
মা-মেয়ের এই কথোপকথন চলুক চলুক
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

তানবীরা এর ছবি

খিকজ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পান্থ রহমান রেজা এর ছবি

শুদ্ধস্বরে এই লেখা নিয়ে আলোচনা করতেছি। হাসি

তানবীরা এর ছবি

আলোচনা পজিটিভ হইলে, পড়তে চাই, পোষ্ট চাই ইইইইই।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

খুব্বি সুইট একটা লেখা।
ভীষণ ভীষণ ভালো লাগলো। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

শিমুল, লেখাটার গায়ের রক্তমাংস চড়ালে কিংবা এদিক ওদিক করলে হয়তো আরো সুন্দর কিছু দাড়াতো। কিন্তু এটা ডায়রী আমার , কোনদিন হয়তো আমার মেয়ে পড়বে। তাই এটা এভাবেই থাকুক। তারপরেও আপনাদের ভালো লেগেছে জেনে ভালো লাগছে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দুষ্ট বালিকা [অতিথি] এর ছবি

আপু, মা ও মেয়ে দুজনকেই সেরকম মনে ধরেছে, মেয়ে এখন যেরকম অকপটে মাকে তার সব কথা খুলে বলতে পারে আশা করে ভবিষ্যতেও সেভাবেই মন খুলে মায়ের সাথে কথা বলতে পারবে...খুব ভাল লাগল আপুনি, আরেকটু বড় হলে মেয়েকে ব্লগ লেখাতে শিখিয়ে দিয়েন...খাইছে

ওর জগৎটা হয়ে উঠুক বর্ণিল...

ভাল থাকবেন, সবসময়...

তানবীরা এর ছবি

আমি চেষ্টা করব বাকি আল্লাহ মালিক
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

খুউবই ভাল লাগল, তাতা'পু। খুউবই ভাল। চলুক সিরিজ। হাসি

তানবীরা এর ছবি

ভালো লাগলেই ভালো, নইলে সব গেলো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নিবিড় এর ছবি

দারুন সিরিজ চলুক
পিচ্চির কথা বার্তায় আমি আমি অভিভূত।


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

তানবীরা এর ছবি

পরের বিচ্ছুরে যতো সুইট লাগে, নিজের বিচ্ছুরে ততো লাগবে না ঃ)
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নুরুজ্জামান মানিক এর ছবি

"খুব অল্প সময়ে এখানে বেশ কিছু কাছে মানুষ তৈরী হয়েছে যাদেরকে হয়ত বছর খানেক আগেও ভালো করে চিনতাম না কিন্তু আজ মনে হয় জন্ম জন্মান্তর ধরেই চিনি। তাদের সাথেই বড়ো হচ্ছি রোজ দিন। কোন কারনে ব্যস্ত থাকলে কিন্তু মন খারাপ হলো, হয়তো সরে আছি সব কিছু থেকে দূরে, সে উপায়ও নেই, এস এম এস কিংবা ম্যাসেজ আসবে “কোথায় তুমি? কেমন আছো কিংবা কি হয়েছে?”। চোখ ভিজে আসে। "

এটা আমারও মনের কথা ।

মেঘলা দেখছি তোর চেয়ে বেশি পাকনা হয়েছে । শুভ কামনা রইল ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

তানবীরা এর ছবি

তুই আমারে পাকনা কইলি দোস্ত !!!! কইতে পারলি ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রানা মেহের এর ছবি

মেঘমামণির মতো মিষ্টি লেখাটা
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

হুমম, কিন্তু তুমি কোথায় উধাও হলে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

শামীম রুনা এর ছবি

একটু দেরীতেই পড়লাম লেখাটা। পড়তে পড়তে আমার মেয়েদের প্রশ্নগুলোই যেন শুনছিলাম। বাচ্চাগুলো কেনো যে এতো মন কাড়ে?
লোভ সামলাতে পারছি না, আমাদের ছোট মেয়ের একটা ছোট গল্প বলি, মেয়ে তার বাবার গলা জড়িয়ে আহ্লাদ করে বলছে, পাপা, তুমি কখনো বুড়ো হবে না।
বাবা, বুড়ো হবো না যদি তুমি আমাকে বেশি করে ভালবাস।
মেয়ে, ওকে পাপা আমি তোমাকে অনেক ভালবাসবো। আচ্ছা পাপা, তুমি কি দাদাভাইকে ভালবাসতে না?
বাবা, কেনো মা?
মেয়ে, দাদাভাই যে বুড়ো হয়ে মরে গেলো!
এবার বাবার মুখ বিস্ময়ে "থ"।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।

_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)

তানবীরা এর ছবি

সেটাই, ওদের লজিক খুব কড়া হয়
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

s-s এর ছবি

এই লেখাটা পড়ে হাসছি তো হাসছি ই........... হাসি

তানবীরা এর ছবি

ভালো লাগলো জেনে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।