জন্মদিনে আমার কথা

তানবীরা এর ছবি
লিখেছেন তানবীরা (তারিখ: মঙ্গল, ১৪/০৭/২০০৯ - ৫:৩১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আরো একটি বছর বেঁচে থাকলাম পৃথিবীতে। এই সুজলা সুফলা সুন্দর পৃথিবী আমাকে আরো একটি বছর উপভোগ করার সুযোগ দিল। আমি তাকে কি দিলাম সে কথা নিতান্তই অবান্তর। শৈবাল আবার শিশিরকে কি দিবে? অনেক অনেক সুন্দর সময় পার করেছি। জন্মদিন মনে হলেই আজকাল মনে হয় সায়াহ্নের দিকে আরো এক কদম এগোনো হলো আমার। আজ এই গোধূলি বেলায় পিছনে তাকাতে ইচ্ছে করে মাঝে মাঝে। ভাবতে ইচ্ছে করে স্কুলে - কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ছোটবেলায় জীবনটাকে যেভাবে কল্পনা করেছি আর আজকে যে জীবন আমি যাপন করে যাচ্ছি তার কোথাও কি কোন মিল আছে? শাহনাজ রহমতুল্লাহ তার কিন্নর কন্ঠে গেয়ে চলেন, “স্বপ্ন সেতো স্বপ্নই নয়, যদি না কিছু তার সত্যি হয়”...............তাহলে কি সেগুলো স্বপ্ন ছিল না আদৌ ? জীবনটাকে যতোই আমি মুঠোই ভরতে চেয়েছি, ততোই সেটা মুঠো থেকে পিছলে পিছলে গেছে।

ছোটবেলায় জন্মদিনের সকালে ঘুম থেকে উঠেই কেমন যেনো একটা আলাদা অনুভূতি হতে থাকতো সারাক্ষন। এই দিনটাকে শুধুই আমার মনে হতো। যতো ফুল ফুটেছে সেদিন এই পৃথিবীতে আমার জন্য, যতো শিশু হেসেছে সেও আমার জন্য। ঐ নীল আকাশ আমার ঐ দখিন হাওয়া আমার। মনে হতে থাকতো আজ এই পৃথিবীর পাখিরা অন্য সুরে গাইছে, আজ ঐ সূর্য আমার পানে চাইছে। পৃথিবীতে সাংঘাতিক একটা উলট পালট কিছু হয়ে যাবে। প্রতি বছর ইত্তেফাকে ছাপিয়ে যাওয়া গৎ বাধা রাশিফলটা, যার একটা লাইনও এদিক ওদিক না করে আবার উনত্রিশে আষাঢ় ওরা ছাপাতো মনের আনন্দে আবার পড়তাম। একবার নয় বারবার পড়তাম। আজ আপনার জন্মদিন হলে আপনি কর্কট রাশির জাতক কিংবা জাতিক। জন্মসূত্রে আপনি মেধাবী, উচ্চশিক্ষার যোগ আছে, কল্পনাপ্রবন, আবেগপ্রবন, অত্যন্ত সংবেদনশীল ইত্যাদি ইত্যাদি।কাঁচি দিয়ে যত্ন করে চারকোনা কেটে আবার ডায়রীর পাতার মাঝে অগোছালো কিন্তু সাবধানে রেখে দিতাম। কি সাধারন সেই কথাগুলো ছিল, হয়ত প্রত্যেকদিনই এদিক ওদিক করে অন্যের জন্মদিন উপলক্ষ্যে ছাড়ছে, কিন্তু আমার কাছে সেদিন কোরানের আয়াত হয়ে ধরা দিতো।

আজকাল জন্মদিন তেমন কোন বিশেষ অনুভূতি আর উচ্ছাস নিয়ে আসে না। বয়সের ঘরে আরো একটি সংখ্যার যোগফল বইতো বেশি কিছু না। তেমন কোন আলাদা চমক নেই, অবাক করে দেয়ার জন্য কেউ এসে কড়া নাড়বে না, অনেকদিন ধরে চেয়ে আসছি তেমন কিছু জন্মদিনের শুভেচ্ছাস্বরূপ উপহার হবে না। যখন যা মনে চায় কিনে নেই, চাওয়ারও কেউ নেই, দেওয়ারও কেউ নেই। নিয়মের বাইরে অবাক হওয়ার মতো খুব একটা কিছুই নেই। অফিসে কেক নিয়ে যাই, সবাই শুভেচ্ছা জানায়, ফেসবুক , মেইল, এস। এম। এস আর ফোনতো আছেই। তারপর ভালো কোন রেষ্টুরেন্টে খাও আর ঘুমাও, জন্মদিন শেষ আবার সামনের বছরের জন্য তৈরী হও বেবি। তবে মেয়ের উৎসাহের কোন সীমা থাকে না, যেটা দেখতে খুব ভালো লাগে। স্কুল থেকে টীচার যেভাবে শিখিয়ে দেয় ঠিক সেভাবে মিলিটারী রুটিনে সে মায়ের জন্মদিন পালন করে। মাঝে কিছু ভুলে গেলে নিজের উপরই উনি রেগে যায়। লিখছি বটে আলাদা কোন আবেদন নেই, কিন্তু সত্যিই কি নেই? তাহলে কেনো এই নোট লিখছি আজ? মেইলে এত্তো এত্তো ই-কার্ড ফ্রী পাঠানোর সুযোগ থাকা সত্বেও অনেকে যখন হাতে লিখে ডাক মাশুল দিয়ে কার্ড পাঠান, তখন মনে হয় আসলে কি আমি এই ভালোবাসার যোগ্য?

আরো অনেক ভালো মানুষের মতো সচলায়তনেরও আষাঢ় মাসে জন্ম। আমার চৌদ্দ দিনের বড় সে। আমার বড় আপা। এই বড় আপুর কাছ থেকে আমি অনেক ছোট ভাই বোন বন্ধু শুভাকাংখী পেয়েছি, যাদের যোগ্যও আমি না। আর পেয়েছি তাদের অযাচিত ভালোবাসা আর চোখ ভিজিয়ে দেয়ার মতো মমতা। ফেসবুক আর সচলের কারনে অসহ্য লাগতে থাকা প্রবাস জীবনটাও আজ সহ্যের মধ্যে চলে এসেছে। ছুঁতে তোমার পাই না, কিন্তু তোমার ছোয়া পাই ......আছে কেউ আছে, হাত বাড়ালেই আছে একটা অনুভূতি মনকে চাঙ্গা করে রাখে। এটা কি কম পাওয়া জীবনে? শুধু কোন এক হিংসুক ভদ্রলোক আমার নামের একটা ক্যরিকেচার করেছেন, যেটা আমার পছন্দ নয় ঃ)

অনেক সময় ব্যস্ততায় সচলে লগ ইন করতে পারি না। রাতে শুয়ে মনে হয় কি যেনো একটা রুটিন কাজ বাদ পড়ে গেছে। তবুও আপ্রান চেষ্টা করি দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো করে “গুঁতোগুঁতির শীর্ষে” আর পাঠক ভোটের সেরা লিষ্টটা দেখে নিতে। আগে সন্ধ্যার পরে সময় পেলে বন্ধুদের সাথে আজাইরা আড্ডা দেয়া হতো, বাংলাদেশের বন্ধুরা তাদের কাজ সেরে রাত বারোটার পর অন লাইনে, আমি এখানে আর এমেরিকার বন্ধুরা তাদের দুপুরে কাজ ফাঁকি দিয়ে। সচলের কারনে আজকাল স্কাইপে, ওয়াই এম সব বন্ধ। বন্ধুরা একটু গোসস্বাও করে আমি পন্ডিত হচ্ছি দেখে। সচল আমায় অনেক দিয়েছে, সচলের কাছে কৃতজ্ঞতার শেষ নেই। আমার আঁচল ছাপিয়ে উপচে পড়ছে। আমি আলাদা করে এখানে কারো নাম উল্লেখ করলাম না। প্যাঁচ লাগার সম্ভাবনা আছে। আমি হয়তো কাউকে কাছের ভাবছি সে ভাবছে না, আবার সে হয়তো ভাবছে আমি না, সমূহ বিপদ এড়াতে এই সাবধানতা গ্রহন করা হইল। কি দরকার নাম মুখে আনার? তবে এই পৃথিবীর পরে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্যে দুখানা নাম মুখে না আনলেই নয়। এক আমার ভাইয়া আর এক আমার কন্যা। যারা আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালোমন্দ মিলায়ে সকলি। যারা আমাকে ভালোবাসে, আমি শুধু আমি বলে, কোন শর্ত না রেখে।

আমার জন্মদিনে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অনেক শুভকামনা রইলো।

ও হ্যা, শুভ জন্মদিন তানবীরা।

তানবীরা
১৪.০৭.০৯


মন্তব্য

নীড় সন্ধানী এর ছবি

ও হ্যা, শুভ জন্মদিন তানবীরা।

এবং আরো কিছু স্বপ্নের জন্ম হোক এই পৃথিবীতে হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানবীরা এর ছবি

জন্ম হয়ে কি লাভ? আঁতুর ঘরেই মরে পরে থাকলে? শুভেচ্ছার জন্য ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

রণদীপম বসু এর ছবি

ভারি সুন্দর লেখা !
দুঃখের কথা হচ্ছে, এরকম লেখা বছরে একটার বেশি পাবার সম্ভাবনা নেই।

এই জন্মদিনে আবারো শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সবার সাথে, সবাইকে নিয়ে।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

তানবীরা এর ছবি

হাহাহাহা, রণদা, আপনি শিওর প্রতি বছর জন্মদিনেই আমার মনে এমন ভাবের উদয় হবে?

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নন্দিনী [অতিথি] এর ছবি

আজ হঠাৎ করে সচলে এই অসময়ে ঢুকে তোমার এই পোষ্টটা পড়ার সুযোগ পেয়ে গেলাম । তোমাকে অনেক অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের জন্য শুধু নয়, জীবনের
প্রতিটাক্ষন উপভোগ্য হয়ে উঠুক - মেয়েকে নিয়ে, কাছের/ দূরের সব প্রিয়জনদের নিয়ে
ভালো থাকো, সুন্দর সতেজ থাকো সারাজীবন, সারাক্ষণ ...

নন্দিনী

তানবীরা এর ছবি

আপু অনেক দিন বাচবা। তোমার কথা আজ খুব মনে হচ্ছিল, কোথায় তুমি আজকাল?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মামুন হক এর ছবি

ও হ্যা, শুভ জন্মদিন তানবীরা।
হাসি

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু ভাইজান
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অছ্যুৎ বলাই এর ছবি

কর্কট রাশির মনে হয় স্বপ্ন নিয়া ঝামেলা বেশি। হাসি
আমি নিজে স্বপ্নহীন মানুষ, বর্তমানে যতোটা বাঁচি, ভবিষ্যতে ততোটা নাঁচি না। অথবা বর্তমানের ক্যাচালে ভবিষ্যতের স্বপ্নটপ্ন আর কাছে ঘেষার সাহস পায় না। দেঁতো হাসি

শুভ জন্মদিন, তানবীরাপু। আরো অনেক বড়ো হউন।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

ধুসর গোধূলি এর ছবি

- বলাই'দা, আমি তাইলে স্বপ্নবাজ হৈলাম ক্যামনে? আমার মধ্যে ভেজালটা দিছিলো কোন ব্যাটায়? চিন্তিত
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

কর্কট রাশির মনে হয় স্বপ্ন নিয়া ঝামেলা বেশি।

এই কথার উৎস খুঁজে বের করতে হবে ............

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নাহার মনিকা [অতিথি] এর ছবি

শুভ জন্মদিন তানবীরা!

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু আপু
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হাসি খুশি চমৎকার একজন মানুষের জন্মদিনে লক্ষ কোটি শুভেচ্ছা।
অনেক অনেক হাসতে থাকেন, হাসাতে থাকেন। হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

তানবীরা এর ছবি

ধন্যবাদ শিমুল
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ফকির লালন এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভকামনা।

তানবীরা এর ছবি

ধন্যবাদ লালন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সবুজ বাঘ এর ছবি

হ, কেরমেই মরার বয়স হইয়া আইল বইলা। কী আর করা, জর্মদিনে এই ভ্রান্ত বাঘের শুভেচ্ছা ন্যাউ।

তানবীরা এর ছবি

দিতাছেন যখন, দেন । মন থিইক্যা দিলেনতো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সবুজ বাঘ এর ছবি

অন্য কুনোহান থিক্যা দেওন যায় নিকি?

তানবীরা এর ছবি

চিন্তিত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

তানভীর এর ছবি

হ্যাপি বাড্ডে!

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নৈশী [অতিথি] এর ছবি

আজ সচলায়তনে রেজি করেছি। আজ আমার চেষ্টা শুরু হল চলার। আমারও যেন জন্ম হলো এ ভূবনে, অবশ্য জন্ম ভিটায় আজান শুনিনি এখনও।যদিও জানি মেয়ে জন্মালে আজান দেয়া বারণ।আপনার জন্মদিনে আমার দেয়া শুভেচ্ছা পৌছে গেলেই আমার জন্মের ঈশারা পেয়ে যাব আমি।

জন্মদিনে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা।

তানবীরা এর ছবি

নৈশী, সুস্বাগতম। আপনার সচল চলা আনন্দময় হোক এই শুভেচ্ছা রইলো।

শুভেচ্ছার জন্য ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সাইফ তাহসিন এর ছবি

শুভ জন্মদিন, তানবীরা আপু

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

তাহসিন, অনেক অনেক অনেক ধন্যবাদ ভাই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মাহবুব লীলেন এর ছবি

একজন মানুষের জন্মদিন বছরে কয়টা আসে? ঞ্যা?

তা এই জন্মদিনটা কার?
তানবীরার?
তাতার?
নাকি তনু অন্টির?

তানবীরা এর ছবি

আপনে বুঝবেন না, ছাড়েন
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুমন চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন তনু আপা দেঁতো হাসি



অজ্ঞাতবাস

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু মনুদা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্বাধীন এর ছবি

জন্মদিনে অনেক শুভ কামনা রইল। আপনার লেখার সাথে পরিচিত ছিলাম না। বেশ কিছু পড়েছি, বিশেষ করে ধর্ম, ডারউইন এবং নেদারল্যান্ডস নিয়ে। সবগুলো লেখাই অসাধারণ হয়েছে। কিছু প্রিয়তে রাখলাম।

তানবীরা এর ছবি

আমি ধন্য। আমার লেখা প্রিয়তে ???

শুভেচ্ছার জন্য ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন তানবীরা আপা।

যতদিনই বেঁচে থাকেন যেন হাসতে হাসতে বাঁচেন - এই শুভ কামনা রইলো।

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

তানবীরা এর ছবি

আচ্ছা যাও তুমার কতাই সই। কিন্তু মরনের সময় আমি কানবো, তহন কিন্তু তুমি আমারে কিছুতেই বাধা দিতে পারবা না , হ্যা কইয়া রাখলাম
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

উপল মাহবুব এর ছবি

শুভ জন্মদিন আপু! হাসি

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু উপল
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- কী আর কমু। এই জন্মদিন টিন সব ভ্রান্ত ধারমা। সবই হলুদ রঙের নিগার সুলতানার বাঘের সামনে দিয়া বেক্কল ঘুড়ার ছুটে চলা। আইজ মরলে কাইল বাদে পরশু তিনদিন। তাও শুভেচ্ছা লন। জন্মদিনের না। এই দুষ্টু পৃথিবীতে থাকোনের দিন আরও একদিন কমলো বলে! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানবীরা এর ছবি

কি কইতাছো সব ভ্রান্ত ধারমা ??? এত্তো কেক, কুক মিষ্টি তাইলে হুদাই খরচ হয়?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ধুসর গোধূলি এর ছবি

- তো কী?
শোনেন, আমারে ছাড়া অন্য যে কাউরে, আই রিপিট- যে কাউরে কেক-কুক-ইষ্টি-মিষ্টি-কালিয়া-কুপ্তা খাওয়ানি মানেই সেইটা সিসটেম লস।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জাহিদ হোসেন এর ছবি

জন্মদিন শুভ হোক!
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

তানবীরা এর ছবি

ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

সুহান রিজওয়ান এর ছবি

হেফী বাড্ডে টু ... (তনু আফা ?? )...!!!
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

তানবীরা এর ছবি

আফনে তনু কন ক্যান? আফনের উদ্দেশ্য কি? আফনে কি বুইড়া আঙ্কেল?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অনিকেত এর ছবি

জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা তানবীরা!
লেখাটা খুব ভাল হয়েছে।

শুভকামনা নিরন্তর---

তানবীরা এর ছবি

ধন্যবাদ দাদা। আপনি এভাবে বলেন যে সত্যিই লজ্জা পাই। আবারো ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

দ্রোহী এর ছবি

এই পোস্টে বলা হয়নি। তাই দেরিতে এসে হলেও বললাম।

শুভ জন্মদিন তনু। দেঁতো হাসি

তানবীরা এর ছবি

ধন্যবাদ দনু দেঁতো হাসি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভূঁতের বাচ্চা এর ছবি

আবারো জন্মদিনের শুভেচ্ছা স্বাতী আপু !
------------------------------------------------------------

--------------------------------------------------------

তানবীরা এর ছবি

আবারো ধন্যবাদ তোমাকে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অম্লান অভি এর ছবি

ভালো থাকুক আগামীর দিন গুলো। আমরা যারা বেঁচে থাকব আর আপনার দীর্ঘ জীবনের তিনশত চৌষটি দিন পর এমন সুরে লেখার প্রত্যাশা রাখব।
আপনার লেখায়ও জানালাম শুভ জন্মদিন স্বাতি'দি। সু্স্থ ও স্বস্তি নিয়ে জীবন হোক বর্ষীয়ান।

মরণ রে তুহু মম শ্যাম সমান.....

তানবীরা এর ছবি

বাহ বাহ বিরাট আর্শীবাদ। ধন্যবাদ আপনাকেও
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

ভুতুম এর ছবি

ভালো থাকুন।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

তানবীরা এর ছবি

আপনিও
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পরিবর্তনশীল এর ছবি

লেখাটা ভালো লাগলো।
দেরিতে- শুভ জন্মদিন অতি প্রিয় মানুষ। হাসি
'---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

তানবীরা এর ছবি

ধন্যবাদ, কেমন আছো?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

শুভেচ্ছা আর ফুলের বর্ষা
জন্মদিনের আষাঢ়ে
সুস্থ থাকুন, সুন্দর থাকুন
কদম ফুলের বাহারে !!!!

Lina Fardows

তানবীরা এর ছবি

ভাষা নেই ধন্যবাদ দেয়ার লীনাপু। কেমন আছেন?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আরিফ জেবতিক এর ছবি

ব্লগ অনেক উৎকর্ষ সৃষ্টি করতে পারলেও এখনও ব্লগের মাধ্যমে কেক-কুক খাওয়া যায় না , শুধু ছবি দেখা যায়।

নিশ্চয়ই একদিন এমন সময় আসবে যখন প্রাইভেট মেসেজের মতো করে প্রাইভেট খাদ্য ডেলিভারীর কোন একটা সিস্টেম আবিষ্কৃত হবে , সেই দিন এসব পোস্ট দেখলে কত্তো খুশী হব।

তনু আপাকে জয়ন্তী শুভেচ্ছা।

তানবীরা এর ছবি

হুমম, আমিও সেদিনের অপেক্ষায় আছি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানবীরা এর ছবি

থ্যাঙ্কু
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

জি.এম.তানিম এর ছবি

দান দান তিন দান...

৩ বার শুভেচ্ছা আর ভালোবাসা জানাইলাম আপু হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তানবীরা এর ছবি

হ তাইতো দেখলাম তিন ফুটে একগজ হইলো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আহমেদুর রশীদ এর ছবি

ভাবছিলাম আপনারে উৎসর্গ করে কেক খাবো। কিন্তু পেস্ট্রি না পেয়ে খেলাম, কর্ণো স্যুপ+ব্যাঙের ছাতার বড়া+কফিচা+সিগ্রেট। তারেক,সবজান্তা,লীলেন এই ভোজৎসবে অংশ নিয়েছেন। বিলের টাকা পাঠিয়ে দিয়েন কিন্তু।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

তানবীরা এর ছবি

আমারে ভাগ দিছেন যে বড় বিল চাইতে আইছেন? খাওয়ার সময়তো মনে হয় না, শুধু বিল দেয়ার সময় মনে হয় খাইছে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

আহমেদুর রশীদ [অতিথি] এর ছবি

আরে, কয় কি মমিন! আপনার ভাগ আকাশে উড়িয়ে দিয়ে বললাম- যাও স্যুপ তার পেটে, সে যেনো বিল দেয় সেটে।

রানা মেহের এর ছবি

এতো দেরি করেছি আপু
লজ্জ্বার সহিত শুভ জন্মদিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

তানবীরা এর ছবি

আনন্দের সহিত ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

মণিকা রশিদ এর ছবি

আরেকবার শুভ জন্মদিন তানবীরা। লেখাটা মুগ্ধ করলো।
........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

অতন্দ্র প্রহরী এর ছবি

খুব প্রিয় সচল এবং তারচেয়েও প্রিয় মানুষটাকে জন্মদিনের অতি-বিলম্বিত শুভেচ্ছা জানাই। হাসি

তানবীরা এর ছবি

মনি আর রনিকে ধন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।