ইউরোপে সামার ভ্যাকেশন একটা বিরাট কিছু। আগে অবশ্য সেটা বুঝতে পারি নাই। তখন জানতাম ভ্যাকেশন মানে প্লেনের টিকেট, ট্রেনের টিকেট, হোটেল, জিমার সবকিছুর দাম বেড়ে যায়। সে সময় বেশি বেশি নিজের বাড়ি আর গাড়ি ব্যবহার করতে হয়। ভ্যাকেশন বাদে অন্যসময় ঘুরাঘুরি করতে হয়। মেয়ে যবে থেকে স্কুলে যাচ্ছেন তবে থেকে অবশ্য সে সব বন্ধ। ওলন্দাজ পাজিরা এয়ারপোর্টে যেয়ে বসে থাকে, কোন গার্জেন স্কুলকে ফাঁকি দিয়ে তার বাচ্চা নিয়ে বেড়াতে যাচ্ছেন কি না দেখার জন্য। ভ্যাকেশনের শুরুতে এবার টিভিতে দেখলাম কিছু কিছু গার্জেন পাঁচশ ইউরো জরিমানা গুনেছেন অন দি স্পট এই কারনে। আমরা গরীব সরীব মানুষ, জরিমানার টাকা দিয়ে নিজেরাই ঘুরাঘুরি করি। সবসময় চেষ্টায় থাকি কোথায় কম পয়সায় বেশি ঘোরা যায়। এবার ছিল পর্তুগালের পালা। যবে থেকে ছুটির বুকিং দিয়েছি তবে থেকে রোজ একবার মেয়ে জিজ্ঞেস করতো কবে হবে আগষ্টের এক তারিখ? নিজে কোথায় যাচ্ছেন তার বর্নণা আর অন্যরা কোথায় যাচ্ছেন তার বাহাদুরী রোজ একবার তার কাছ থেকে খাবার টেবিলে শুনতেই হবে। এ দেশের ছেলে মেয়েদের জন্য এটা এক ধরনের স্ট্যটাস সিম্বল। সচল বন্ধুদের জন্য লিসবোয়ার কিছু ছবি। লিসবন (ইংরেজি) লিসাবন (ডাচ) লিসবোয়া (পর্তুগীজ)। আমি যে দেশের নাম সে দেশের ভাষাতেই এই লেখার বাকিটা সময় ডাকবো।
ইউরোপের যেকোন প্রধান শহর কিংবা রাজধানী শহরে বেড়াতে গেলে ঘোড়ার গাড়ি একটি অন্যতম আর্কষন। এই ছবিটি অবশ্য আমাদের আমর্ষ্টাডামে তোলা। সেদিন ছিল গে প্যারেড।
এই অদ্ভূদ রকমের গাড়িগুলোকে লিসবোয়ার প্রধান প্রধান রাস্তায় অনেক সময়ই দেখা গেছে।
এই ধরনের মনুমেন্ট দিয়ে সমস্ত লিসবোয়া শহরটিই সাজানো।
এই অদ্ভূদ ধরনের ট্রামটি শুধুই পর্তুগীজদের। এই ধরনের ট্রাম অন্য জাতির আছে বলে জানা নেই।
এই ধরনের পিয়াজা সেন্টার শহরের মধ্যে মধ্যেই করা আছে। কেনাকাটার ফাঁকে ফাঁকে লোকে বসে বিশ্রাম করতে পারে আবার এগুলোতে অনেক কনর্সাটও হয়।
শহরের মাঝ থেকে দেখা যায় “Sao Jorge Castle সাও ইয়োরগে ক্যাসেল” এর একপাশ।
সম্পূর্ন লোহার তৈরী “Santa Justa Elevator সানটা ইউষ্টা এলিভেটর”।
পয়সা দিয়া ভাইব্বেন না কেউ ভিক্ষা কইরা খাই ।
আমাদের ছোটবেলায় আচার হজমী লাল সন্দেশ খাওয়ার জন্য বড় ভাইবোনদের কাছে হাত পাতার প্রচলন ছিল। আমাদের পরিবার খুবই সাধারন তাদের কথাবার্তা আরো সাধারন। পয়সা চাইলে বড় ভাইয়ারা প্রায়ই বলতেন, আমি খাই মাইগগা, তোরে দিমু ............। না বুইঝ্যা টিপ দিয়া এই সম্ভ্রান্ত কুত্তা পরিবারের ছবি তুলে ফেলার অপরাধে আমাকে পঞ্চাশ ইউরো সেন্ট দিতে হয়েছে। কুত্তাওয়ালী এক ইউরোই দাবি করেছিল আমার স্বামী আধা - আধায় রফা করেছেন।
“আমার মালতীলতা কি আবেশে দোলে”......অনেক আগে ঢাকা শহরটা যখন এত্তো দামি হয়ে যায়নি, সমস্ত শহরটা তখনো এভাবে ইট কাঠে আর পাথরে ঢেকে যায়নি। এখনকার মতো সবাই তখন বাড়ির চারপাশ গ্রীল দিয়ে বন্ধ করে দিতেন না। তখন বাড়ি করলে লোকে আলো বাতাসের জন্যে চারপাশে কিছু জায়গা ছাড়তেন, সেই ছাড়া জায়গায় অনেকেই মালতী কিংবা হাস্নাহেনা, গন্ধরাজ কিংবা পেপে, কামরাঙার গাছ লাগাতেন। আমাদের বাড়ি ভর্তি মালতী লতার গাছ ছিল। সন্ধ্যে বিকেলে কেউ আমাদের বাড়ি এলে অনেক সময় বলে উঠতেন হিন্দু বাড়ি। বাড়ির সামনের পোর্চটুকু জুড়ে অগনিত গোলাপী, হলুদ কিং দুটো রঙ একই ফুলে ফুটে বাড়ি আলো করে রাখতো। লিসবোয়ার রাস্তায় হঠাৎ চকিতে খুঁজে পাওয়া আমার ছোটবেলা।
এরকম মোজাইক ফিনিশিং দেয়া বাড়ি পর্তুগালে প্রথম দেখলাম। ওরা প্রচুর কিছুতেই ফিনিশিং হিসেবে মোজাইক ব্যবহার করেছেন।
“Mosteiro dos Jeronimos মোসটেরিও ডোশ ইয়েরোনিমোশ” এটি এখন যাদুঘর। এখানে আগে ভাস্কো দা গামা আসতেন ।
শহরের সৌর্ন্দয বর্ধন ও যানজট নিরসন। 25 of the April Bridge.
একটা সেইরকম ছবি কিছু সেই রকম পাবলিকের জন্য । জনতার দাবি বলে কথা ।
মোমবাতি পুড়িয়েও মাফ চাওয়া যায় ।
মোমবাতি জ্বালিয়েও যায়। এক ইউরো ভেন্ডিং মেশিনে ফেললে দুইটা মোমবাতি আটোমেটিক অন হবে। এক ইউরোর নীচে ক্ষমা চাওয়া যাবে না।
ফাতিমার গায়ে কিছু অসাধারন চিত্রকল্প আছে। এটি তার একটি
পয়সা পানিতে চুবিয়েও গোনা খাতা মাফ করানো যায়। আজমীর শরীফের কথা মনে পড়ল এটা দেখে। খিচুড়ীর হাড়িতে পয়সা ছুড়ে ছুড়ে মারা।
পূন্যবতী সিষ্টার লুসিয়া যিনি মাদার মেরীর সাক্ষাত পেয়েছিলেন বলে কথিত আছে এবং যার কারনে ফাতিমায় আজ এতো রমরমা বানিজ্য তিনি এই ঝুড়িতে রেখে ফল খেতেন। ছোটবেলায় আমরাও এই রকম একটা ঝুড়িতে রেখেই ফল খেতাম ।
পর্তুগীজ খাবার। খাবার নিয়ে পর্তুগীজদের অনেক আহ্লাদ আছে। তারা কফি ব্রাজিল থেকে ইউরোপে নিয়ে এসেছেন। মাছের মধ্যে আলু দিয়ে রান্না করা কারি, কিংবা কারিতে টম্যেটোর ব্যবহার তারা সব্বাইকে শিখিয়েছেন বলে দাবী করেন। কথা সত্যি হলেও হতে পারে। আলু - চিংড়ির ঝোলটা অনেকটা আমাদের দেশে শীতকালে রান্না করা মাছের তরকারি স্বাদেরই। শুধু কাঁচামরিচ আর ধনেপাতার অভাব ছিল। আর ভাত দিয়ে সী ফিশের ডিশটা অনেকটা আমাদের দেশে রান্না করা টম্যটোর টকের স্বাদ ছিল।
মনে হচ্ছিল আমাদের কক্সবাজার বীচ ।
প্রকৃত ওলন্দাজ, যেখানে রাত সেখানেই কাত।
সাগর পারে সমুদ্র থেকে তোলা তাজা মাছ, জেলে শুদ্ধ।
তানবীরা
১৪.০৮.০৯
মন্তব্য
লেখার কিছু জায়গা পড়ে হাসতে হাসতে গড়াগড়ি
ছবিগুলা মারাত্মক। পর্তুগাল বেড়ানো হয়ে গেল এই সুযোগে। থেংক্যু। কিন্তু পর্তুগালের গার্লের ছবি কই?
গার্লের ছবি উনার কাছে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- তাইলে আপনে আইলেন ক্যান? উনারে পাঠান।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তুমি সাইডে চাপো
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তারপর......
আর পর নেই, নেই কোন ঠিকানা
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছবি ব্লগে লেখা সাধারণত আকর্ষণীয় হয়না। আপনারটা হয়। শুরু থেকেই পড়তে বাধ্য হলাম।
কুত্তার ছবি তুলে পয়সা দেয়ার ব্যাপারটা কি সত্যি, নাকি মজা করেছেন? কয়েকটা ছবি চির চেনা মনে হলো (সাসপেনসন ব্রীজ, ঝিনুকের ঝাড়বাতি)।
পিপিদা, একদম সত্যি। কুত্তাওয়ালী ছবি তোলার পরে কুত্তার খাওনের পয়সা চায়, অন্য টুরিষ্টরা না দিক, আমি কেনো ফটো তুল্লাম, আমাকে দিতেই হবে। এক ইউরো মিনিমাম। আমিতো মোঁচরাই তখন দুলাল এসে আট টানা দিয়ে ওখান থেকে আমাকে নিয়ে এসেছে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ক্যাপশনগুলো সেরকম হয়েছে। ধন্যবাদ পর্তুগাল ঘুরিয়ে আনার জন্যে।
আর ইউরোপের সামার ভেকেশনের ব্যাপারে গল্প শুনেছিলাম যে স্বামী যদি স্ত্রীকে ভেকেশনে না নিয়ে যায় তবে সে বিবাদ ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
সেইরকম বউ হলে নিশ্চয় পারে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছবি দেখে হিংসায় মরে যাচ্ছি তানবীরা! আহারে তোমার মতন ঘুরে বেড়াতে যদি পারতাম!
আচ্ছা, ওই ফুলটা কি মালতীর মতন দেখতে? আমি যদ্দুর জানি মালতী সাদা রঙের হয়!
খুব সুন্দর ছবি!
........................................
......সবটুকু বুঝতে কে চায়!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
এই ফুলটাকে আমরা "সন্ধ্যামালতী" বলতাম ঢাকাতে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তাতাপু এই বাচ্চা বয়সে কত দ্যাশ বিদ্যাশ ঘুইরা ফেললেন। আর আমরা কিছুই দেখতার্লাম না।
ছবিগুলা একেকটা সুঁই হয়ে বুকে বিঁধছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কেমন আছো সুই রাজকুমার ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সুন্দর ছবি।
নৈশী।
ধন্যবাদ নৈশীকে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তনু আপা, আপনে আবারও আগুন ধরায় দিলেন আমার দিলে, যেরাম ছবি সেরাম তার বর্ননা, আপনার পদধুলি নেওয়া দরকার, তা হইলে যদি লেখতে পারি আপনার লেখার ১% মানের লেখা। আপনে নমস্য
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
পদধূলি পার বোতল ৫০ ইউরো। কতো বোতল চাও ?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- এক বোতল খুইলা তার থেকে আধা চামচ দেওয়ার সিস্টেম নাই?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বোতল খুললে কার্যগুন নষ্ট হইয়া যায়, ওস্তাদের নিষেধ আছে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- তো মুরীদানে আশেকানগণ বোতলবন্দী জিনিষ ভক্ষণ করিবে ক্যামনে? পুরা বোতল সহই গলাধঃকরণ করিবে?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
মাগরিবের ওয়াক্তে ঘর অন্ধকার করিয়া, হারিকেন নিভু নিভু রাখিয়া, বোতল খুলে একবারে সমস্ত বোতলের ধূলো মাথায় মাখিয়া ফেলিতে হইবে। আল্লাহু সাফি আল্লাহু মাফি বলিয়া।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- কোনদিকে ফিরিয়া উক্ত কাজখানা করিতে হৈবে সেই ব্যাপারে কোনো দিক নির্দেশনা মাননীয় পীরে কামেল তাতাপীর আউলিয়া হইতে আসে নাই দেখিয়া কিঞ্চিৎ ব্যথিত হৈলাম। তাছাড়া, এহেনো পূণ্যকম্ম করিবার সময় নিঃশ্বাস আটকাইয়া রাখিবারও নিয়ম চালু আছে, পীর ছাহেবা সেই ব্যাপারেও নিরব হৈয়া রহিলেন কেনো?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমি কি করিয়া জানিব যে তুমি এতো "মগা"? এসব বিষয় কিছুই অধ্যয়ন করো নাই। যাহা হোক পশ্চিম দিকে মুখ করিয়া যে কোন পূন্য কর্ম করা সব ঈমানদারদের জন্য ওয়াজিব। এক নিঃশ্বাসে চল্লিশবার আল্লাহু মাফি, আল্লাহু সাফি পড়িতে ও ধূলো মাখিতে হইবে।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
- আমার দরকার নাই, সাইফ(দার) ডাক্তারের দরকার পীর ছাহেবার কেরামতি! আমি এতো খুঁটিনাটি জাইনা কী করুম?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সাইফ তোমার মতো না, ওর ঈমান আকিদা অনেক শক্ত
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুণ ছবি ... আমারও যেতে ইচ্ছা করছে।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
হুমম দাদা, আমাদের দেশের সাথে অনেক মিল আছে। মনে হয় উপমহাদেশের কোথাওই আছি
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
এইসব ঠিকনা। হিংসা, হিংসা, হিংসা। :-< ...
--------------------------------------------------
একটি বাদরে, কি যে আদরে, খাচ্ছিল দোলা, ডাল ধরে ধরে!!!
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
মুহাহাহাহাহাহাহহাহ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ছবির চেয়ে তাতা'ফার কেফশন মজার বেশী ঠেকে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ধইন্যবাদ
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ওয়াও!!!!!
..................................................................
ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল
পান্থ কেনো ওয়া ওয়া কাঁদে?
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সুন্দর, অতি সুন্দর তানবীরাপু
ধন্যবাদ সেঁজুতিকে
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
চউক্ষের ব্যায়াম আর আরাম দুইডাই হইল।
এই টেরামের দাম কিরকম? ঢাকার ফুটপাত গুলা হুদাই অকেজো পইড়া আছে, এইগুলান ফুটপাতে চালাইবার নকল লাইসেন্স বাইর কইরা নতুন ব্যবসা খুলুম নি ভাবতেসি আর ভাবতেই আছি।
দৃশা
আইডিয়া মন্দ না, আইডিয়া দেয়ার জন্য আমারে কি দিবা? নকল ??? ইয়ে আমার আবার পুলিশ - মারধোররে ভীষন ভয়।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
নতুন মন্তব্য করুন