নীরবতা পাঠ - দুই

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ১৭/১১/২০১১ - ১০:১৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

গোপনীয়তা ধরে রাখতে পারে কতজন, কতজন থেকে যেতে পারে গোপনীয়তার কাছে গোপনীয়! গোপন থেকে দেখেছি মানুষের আড়ম্বর বড় বেশি!

প্রতিষ্ঠা নয়, প্রশান্তি চাই, চাই জীবনের আস্বাদ প্রতিটি মুহূর্তে। সাধারণ মানুষ দেখেছি শুধুমাত্র চোখে খিদে নিয়ে খায়না কখনো একনলা ভাত। বেঁচে থাকা হোক মনের তাগিদে প্রশস্ত জীবন কাটানো।

অজস্র রাত এর কথা বলে যেতে পারি, অবিরাম প্রফুল্ল রাত এ দেখেছি রাত এর অবয়বে আলো আর ছায়া এতো উচ্চকিত থাকে যে ভেতরে মৃন্ময় আলোড়ন ঘটে। রাত মানে বেঁচে উঠার অপর নাম!

নীরবতা কখনো কখনো সর্বোত্তম, নিজের কাছে নিরপেক্ষ থাকা যায়। কখনো দেখেছি বৈকি পক্ষ অবলম্বন করাই শ্রেষ্ঠ উপায়, তবে তা নিজের পক্ষে দাড়িয়ে।

মিথ্যে মিথ্যেই, নির্দোষ মিথ্যে বলে কিছু নেই। সত্যের অপলাপ পুরোপুরি বর্জন করা গেলে দেখেছি আত্ম-অর্জনটা ভীষণ বিনম্র হয়!

এতোভাবে বলে কে কবে বোঝাতে পেরেছে কাকে! খুব বেশি বুঝে নিতে চায় যারা তাদের নাম রেখেছি ক্লান্তি। নৈঃশব্দ্যের নির্ণায়ক সময়ে হে বন্ধু, বলার চাইতে বুঝে নিতে চাই - তোমার নৈঃশব্দ্য তোমাকে কতটা বাঙময় আর প্রাঞ্জল করে যেতে পারে।

এইসব বিস্ময় খেলা করে বিমুগ্ধ বিস্মিত মনে! মুগ্ধতা তোমাকে বলি, বিস্ময়ের উদয়াস্ত পথে প্রতিদিন তোমাকে দেখি বহুরঙ বৈচিত্র্যে সেজেছ প্রিয়তমা বিচিত্র!

এর চাইতে ঢের ভালো পরিপূরক হওয়া, সর্বস্ব হতে গেলে দেখেছি মিলেমিশে নিঃস্ব হতে হয়! কোনদিন সবকিছু পুরোপুরি দিয়ে দিতে নেই, ফেরার কোন পথ থাকেনা বাকি আর!

ইঙ্গিত করতে পারিনা, মানুষেরা দেখেছি ইশারায়, ইঙ্গিতে খুব দড়। তৈলাক্ত বাঁশ বেয়ে প্রতিদিন অসংখ্য মানুষ কোথা থেকে কোথা চলে যায়! ছেলেবেলায় কেউ কোনদিন ইশারা-ইঙ্গিত শেখাননি, ছেলেবেলায় শিখিনী কি করে প্রতারণা করা যায়, হতে হয় প্রবঞ্চক!

জলেশ্বর, স্বরলিপি শেখার আগেই গান শিখে নিলে! আরজনমে স্বর আশ্রিত হয়ো।

কে কবে পেরেছে নিতে তার সব ভার -
সবটুকু ভার কে কবে কোনদিন নিয়েছিলো তার;
কোনদিন একা একা কোন মানুষ পথ চলেনি,
একা একা উড়েনি কোনদিন একটি ডানা;
বন্ধু, এই যে আমাদের বিপর্যস্ত সব লেনাদেনা
আমাদের তবুও একাকী করে, তাতে কি দেখনি -
কতখানি মিশে থাকি নিরালা আমাদের আমি!

http://youtu.be/eZGWQauQOAQ


মন্তব্য

তারেক অণু এর ছবি

বেঁচে থাকা হোক মনের তাগিদে প্রশস্ত জীবন কাটানো। চলুক

তানিম এহসান এর ছবি

আমার মনে হয় সব মিলে যে সচলায়তন পরিবার তাতে আপনার জীবন কাটানো আমাদের সবাইকে বিমুগ্ধ করে। একজন তারেক অণুঅনেক মানুষের মনে যতটা বৈচিত্র যোগ করেছেন তার বন্দনা করি! আপনার জন্য সবসময় শুভকামনা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

রু (অতিথি) এর ছবি

খুব সুন্দর।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ রু, আপনি সুন্দরভাবে দেখেছেন বলেই ওমন লেগেছে, শুভকামনা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাপস শর্মা এর ছবি

এইভাবে পথ চলতে চলতেই একদিন মনোহারার রঙবেদনা ফুরিয়ে যাবে। বেঁচে থাকবে একটা অকৃত্রিম বোধ।

তানিম এহসান এর ছবি

আরে, প্রতিমন্তব্য করেছিলাম গতকাল রাতে, সেটা গেলো কই!!! ভাই তাপস শর্মা, সে অকৃত্রিম দিন আজকেই শুরু হোক হাসি শুভকামনা।

চরম উদাস এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

শীত এসে গেছে, কতযুগ হয়ে গেলো ব্যডমিন্টন খেলিনা রাতে বাতি জ্বালিয়ে! তুমি এবং তোমার পূর্ণাঙ্গীনি’র জন্য একটা গান http://youtu.be/kNy0n5SNjQM

উচ্ছলা এর ছবি

খুব বেশি বুঝে নিতে চায় যারা তাদের নাম রেখেছি ক্লান্তি

ভারী সুন্দর তো...

তানিম এহসান এর ছবি

উচ্ছল জীবন কেটে যেতে থাক আপনার। অনেক শুভকামনা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি অন্যকেউ এর ছবি

নীরবতা পাঠের জন্য বিমুগ্ধ প্রশস্তি। কীভাবে মিলে যায় আন্তরিক অনুভূতি আর চিন্তার সাথে, সেটা বোঝাতে আমি অক্ষম।

আরজনমে কথা তুমি আশ্রিত হয়ো আমার।

তানিম এহসান এর ছবি

এই জনমেই হয়ে যাক হাসি .. কৃতজ্ঞতা জানবেন আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

দেবানন্দ ভূমিপুত্র এর ছবি

বর্ণনা শৈলী ভালো লাগলো। শুভকামনা, তানিম ভাই।

তানিম এহসান এর ছবি

আপনার জন্যেও শুভকামনা রইলো। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

বন্দনা এর ছবি

ছুঁয়ে দিয়ে যাওয়া লিখা তানিম ভাইয়া।

তানিম এহসান এর ছবি

গান গাইতে পারে এমন একজন মানুষ বন্দনার হাত ধরে হেটে যাক পৃথিবীর সবটুকু পথ, বন্দনার চাওয়া পূরণ হোক হাসি .. শুভকামনা রইলো হাসি

শামীমা রিমা এর ছবি

লেখাটা পড়ে ভালো লাগল। চলুক

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ শামীমা রিমা, আপনার জন্য আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

মৃত্যুময় ঈষৎ এর ছবি

এটাও অসাধারণ!!! চলুক


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

তুমি তোমার কবিতার কাছাকাছি থেকে যেও! শুভকামনা রইলো হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

হায় কবিতা!!!


_____________________
Give Her Freedom!

রিতা আপা এর ছবি

কত টা সুন্দর যে লেখ তুমি আমি সেটা কোন ভাবেই প্রকাশ করতে পারছি না ।

তানিম এহসান এর ছবি

আপারা ছোট ভাইদের বেলায় চিরকাল অন্ধ হয়, আজকে আবারও সেটা প্রমাণ হয়ে গেলো। আপনাদের জন্য অনেক শুভকামনা আর ভাগ্নের জন্য আদর!

ফকির লালন এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ভালো লেগেছে।

তানিম এহসান এর ছবি

হাসি

সিরাজুল লিটন এর ছবি

হুম।

'সিরাজুল লিটন'

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ সিরাজুল লিটন। এতদিন খেয়াল করিনি, দুঃখিত।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।