স্মিতহাস্য সক্রেটিস পুত্রবৎ বন্ধুদের কহিলেন -
“ প্রজ্ঞার অন্বেষণে, চষিয়াছি জ্ঞানী জনে;
দেখিলাম কাহারো অজ্ঞেয় কিছু নাই,
যখনই জানিতে চাই
কি আছে অজানা আর কিবা অজ্ঞেয়,
তাহা জানেনা কেহ।”
অতঃপর ক্ষণকাল নির্বাক রহিলেন।
নিষ্পলক চক্ষুদ্বয়, চাহনি সুদূর,
কহিলেন - “কিছুই হইলোনা জানা,
জ্ঞান সসীম নহে অসীম সমুদ্দুর,
আমি তাহাতে মাত্র ক্ষুদ্র বালুকণা”।
হেমলকে মরে নাই প্রজ্ঞা, ঢের বিকশিত
প্রজ্ঞায় প্রণতি জানাই, প্রজ্ঞায় আনত।।
০৩.০২.২০০৩, সৈয়দপুর।
মন্তব্য
হুম্ম......
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ
হুম্ম ..
বেশ।
----------------
স্বপ্ন হোক শক্তি
মেলাদিন হয়ে গেলো আপনার কোন খোঁজখবর নেই, লেখা পাবো কবে? শুভকামনা।
facebook
অসাধারণ প্রকাশ!
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
পরিধির অসীম বিস্তার।
কবিতা ভাল বুঝিনা। তারপরও যেটুকু বুঝেছি, কবিতাটি ভাল লেগেছে। বিশেষ বিশেষ কিছু পঙক্তি মনে দাগ কেটেছে।
সুন্দর, কবি। কেমন আছেন?
_____________________
Give Her Freedom!
ভাল লেগেছে তানিম ভাই, প্রজ্ঞার লাবণ্যে শুদ্ধ হতে চাই।
বেশ লিখেছেন।
'সিরাজুল লিটন'
নতুন মন্তব্য করুন