এলোমেলো মেঘগুলো সব সরল সরল

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: সোম, ০৬/০২/২০১২ - ১২:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হাঁপ ধরে যায় যন্ত্র হলে, যন্ত্র হলে টের পাওয়া যায় জীবন মানে যান্ত্রিকতায় তোমার আমার ভুল হয়ে যায়; ভুল হয়ে যায় বলেই বোধহয় থমকে গেলে আর চলেনা সাড়া দেয়া, নাচেনা আর কাঠবেরালি, খরগোশেরা বন্দী এখন কারাগারে, সব ফুলেরা পালিয়ে গেছে শহর ছেড়ে; সবাই পালায়। পালাতে পালাতে অস্থির হয়ে গেছে জারুলেরা সব -- পাখীদের মত ডানাময় পাপড়ি, খসে যেতে যেতে, যেতে যেতে, কেবলই জেনে যায় -- এর চেয়ে ঝড় ভালো!

তুমিও তোমার আড়াল নিয়ে বসে থাকো -- নিজ খেয়ালে খোঁপা বাঁধো -- চুলগুলো সব জানতে পারে বাঁধ-বাঁধনের শক্তি কত - ফুল গোঁজা যায়! গন্ধে ফুলের ডাক শুনে তাই চর্যাপদের কবি’রা সব জাগলো বলে এই আকালে, এই আকালে প্রেমগুলো কি হার মেনেছে সত্যিকারে -- লেনাদেনায় ....

ঘনত্ব জেনেছো, আর্দ্রতা নয়। সঘন পৃথিবীর গায়ে সমস্ত ভরবেগ নিয়ে খসে পরে একটি তারা -- পৃথিবীর কোন এক ভূমিতে বুঝি নড়ে যায় অমর পাঁজর-পাথর!

যখন যেভাবে থাকি সেভাবেই ভালো থাকি, এই ভালো হয় এই ভালো
বাসলে ভালো এই পৃথিবীর
একটুখানি কোমল কোন স্পর্শ ভালো, শস্য-ফুলের গন্ধ ভালো এবং
ভালো ছন্নছাড়া পাতায় পাতায় নির্জনতার আড়াল নেয়া টুকরো আলো;

টুকরো টুকরো আলোকিত স্মৃতি নিয়ে হেঁটে যায়
পূর্ণাঙ্গ স্বপ্নেরা সব, এবার বুঝি পথ ফুরোলো!


মন্তব্য

তাপস শর্মা এর ছবি

অসাধারণ। চলুক

তানিম এহসান এর ছবি

এত্তোগুলা ধনেপাতা দেয়া হলো আপনাকে হাসি

চরম উদাস এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

হাসি

ধূসর জলছবি এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

এত্তোগুলা ধনেপাতা দেয়া হলো আপনাকে হাসি

তারেক অণু এর ছবি

সঘন পৃথিবীর গায়ে সমস্ত ভরবেগ নিয়ে খসে পরে একটি তারা --
পৃথিবীর কোন এক ভূমিতে বুঝি নড়ে যায় অমর পাঁজর-পাথর!
চলুক

তানিম এহসান এর ছবি

কোলাকুলি

তানিম এহসান এর ছবি

হাসি

শোয়েব মাহমুদ সোহাগ এর ছবি

চলুক

আশালতা এর ছবি

সুন্দর।

----------------
স্বপ্ন হোক শক্তি

তানিম এহসান এর ছবি

জ্বি আচ্ছা হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

চলুক

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হাসি

ত্রিমাত্রিক কবি এর ছবি

ভাল্লাগছে তানিম ভাই।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

ত্রিমাত্রিক মন্তব্যে যারপরনাই আপ্লুত হাসি ‘ফেরা’ ফিরেছে তাহলে, গুড।

উচ্ছলা এর ছবি
তানিম এহসান এর ছবি

হাসি

কাজি মামুন এর ছবি

ভালো ছন্নছাড়া পাতায় পাতায় নির্জনতার আড়াল নেয়া টুকরো আলো;

সবচেয়ে ভাল লেগেছে এই লাইনটি। কবিতার ব্যাখ্যাতিত সৌন্দর্য প্রকাশ পেয়েছে এখানে!

চুলগুলো সব জানতে পারে বাঁধ-বাঁধনের শক্তি কত - ফুল গোঁজা যায়!

এরপরে এই লাইন। কি সহজ করে কি চরম বন্ধনের কথা বলে গেলেন।

এই আকালে প্রেমগুলো কি হার মেনেছে সত্যিকারে

তারপর এটি। প্রেমের আকাল তো হয় না; সব দুর্বিপাকে প্রেমই তো টিকিয়ে রাখে এই পৃথিবীকে!

তানিম এহসান এর ছবি

অশেষ কৃতজ্ঞতা জানবেন মামুন ভাই। হাসি

শামীমা রিমা এর ছবি

খুবই ভালো লেগেছে তানিম ভাই । হাসি

তানিম এহসান এর ছবি

উৎসাহ পেলাম, অনেক ধন্যবাদ আপনাকে হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

ভাল লাগলো। চলুক

তানিম এহসান এর ছবি

হাসি

তিথীডোর এর ছবি

যখন যেভাবে থাকি সেভাবেই ভালো থাকি, এই ভালো হয় এই ভালো
একটুখানি কোমল কোন স্পর্শ ভালো, শস্য-ফুলের গন্ধ ভালো।
টুকরো টুকরো আলোকিত স্মৃতি নিয়ে হেঁটে যায় পূর্ণাঙ্গ স্বপ্নেরা সব,
এবার বুঝি পথ ফুরোলো!

বাহ! চলুক চলুক

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানিম এহসান এর ছবি

কবিতায় সচল এর তিথীডোর এর মন্তব্য মানে বিশেষ কোনকিছু .. ‘ধন্যবাদ’ হাসি

তানিম এহসান এর ছবি

তিথীডোর, মন্তব্যে লাইনগুলোকে যেভাবে বিন্যস্ত করলেন তাতে অন্যরকম লাগছে একদম, ভালো লাগছে দেখতে। বিষয়টা কি ইচ্ছাকৃতভাবে করেছেন নাকি লিখতে গিয়ে হয়েছে, জানতে পারি কি? কৃতজ্ঞতা জানবেন হাসি

তিথীডোর এর ছবি

ইচ্ছেকৃত। হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তানিম এহসান এর ছবি

হাসি আমারও তাই মনে হয়েছিলো। পাশাপাশি, খুব জানতে ইচ্ছে হয়েছিলো যে কেন এইভাবে বিন্যস্ত করলেন, ঠিক কোন বিষয়টি আপনার মাথায় ছিলো এই কাজটি করতে যেয়ে।

কেন যেন ধন্যবাদ দিতে ইচ্ছে করছেনা এখন। আপনার জন্য একটি গান http://www.youtube.com/watch?v=ulNBxWfKl3Y

সুমন তুরহান এর ছবি

অনবদ্য পঙক্তিমালা!

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

তানিম এহসান এর ছবি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।