০১.
নন্দদুলাল, দুলালীরা সবকিছুতেই হাই
হাই এটিচ্যুড, তাপ্পি-বাজি - ফরেন লাগা চাই;
দেখলে পরে মনে হবে ভিনদেশি এক ভুল
ভুল বলেনা ভুল বলেনা বলতে হবে ‘কুওওওল’।
০২.
তাল পেকেছে গাছের ডালে, চুল পেকেছে খোলে,
পাকতে নাকি বয়স লাগে, হদ্দ-দাদু বলে;
এইযে দেখি শিশুরা সব -- ইচ্ছে পাকাপাকি
কম্পুদাদুর চুল-দাঁড়িটা পাকিয়ে দেবে ঠিকই;
পৃথিবীটা হাতের মুঠোয় যথেষ্ট এক ক্লিকই
ভাঙলো বলে ভাম-বেহায়া অকর্মাদের ঢেঁকি।
ছিঁচকে দাদু দিদারা সব, পাকায় জলে-স্থলে
ইঁচড়ে পাকা জাগলে পরে সব পাকাবে ঢিলে!
০৩.
এই করেনা সেই করেনা করতে মানা সব
চোরের মায়ের বড় গলায় বাধা’র জয়োৎসব
সব চোরেরা ফন্দি করে বদলে দেবার নামে
সব বেহায়া সুযোগ খোঁজে চিকনে আর চামে
মুখোশ খুলে বাইরে বেরোয় চামচিকেদের দল
গাধার পিঠে দেশের বোঝা, লেজুড়টা সম্বল
লেজ কাটালেও লেজ বোঝা যায়, লেজের থাকে দাম|
মানতে গিয়ে সব খুইয়েছিস, একটুখানি থাম -
ভুলেই গেছিস জন্ম কোথা বাঙালী তোর নাম!
মন্তব্য
তাইতো, আবার কি?
ভালো থাক মিয়া, বহুদিন তোমারে দেখিনা, দেখতে ইচ্ছা করে। আপু’র জন্য আরো একবাক্স চকোলেট, দেশে আসলে দেয়া হইবে।
প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি বাক্য ভাল লেগেছে
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
সাহস পেলাম আপু, ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
ভাল লেগেছে।
(অমন পুর্নিমার পর এই ছড়া প্রচেষ্টা!? )
গাড়ীতে পটুয়াখালী আসার সময় মাথার ভেতর একটা তাল কাজ করেছিলো, একটানে লেখা সবগুলো। বুঝলে স্যাম ভাই একটা তাল কাজ করছিলো ভেতরে কোথাও ...
ভাল লাগল
মুখোশ খুলে বাইরে বেরোয় চামচিকেদের দল
গাধার পিঠে দেশের বোঝা, লেজুড়টা সম্বল
ধন্যবাদ
দারুন সব লেখা। ভাল লাগলো।
ধন্যবাদ
খুব সুন্দর, খুব সুন্দর।
-- ঠুটা বাইগা
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন