নামহীন - চার

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: শনি, ১৮/০২/২০১২ - ১:১৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

এক.

তারপর জানা যায় কোন এক ভুল বুঝে চলে গেছে কেউ,
কোন এক কথা তবু থেকে গেছে বাকি; --
থেকে যায় অপসৃত ফোঁটা জল, প্রতিশ্রুত ঢেউ!

--------------------------------------------------------------------------

দুই.

মুগ্ধতা ঝরে পড়ে!
ঘাস নয়, ফুল নয়, চাঁদ নয় জোছনায়,
সমুদ্র পাহাড় নয়, নয় ফুল প্রজাপতি ..
পৃথিবীর এপিঠ-ওপিঠে আর কিছু নয়,
বিস্ময়াভিভূত এই জীবনে তবু,
শুধু মুগ্ধতা ঝরে পড়ে ....

---------------------------------------------------------------------------

তিন.

একটি জ্বোনাক পোকার কাছে ঋণী থেকে গেছি, ঋণী থেকে যাই;
প্রতিদিন জেনে যাই মানুষের মুখোশ কত অকৃত্রিম হতে পারে!
জেনে গেছি -
বাস্তব এতোটা সহজ বলে কোনদিন সহজ হবোনা অনায়াসে।

একটি জ্বোনাক আলোর কাছে প্রতিটি ভোর কেবলই থেকে গেছে ঋণী।


মন্তব্য

পরিবর্তনশীল এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

সবুজ পাহাড়ের রাজা’র দেখা পাওয়া গেলো তাহলে। ধন্যবাদ ভাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তানিম এহসান এর ছবি

চিন্তিত

অরফিয়াস এর ছবি

তারপর জানা যায় কোন এক ভুল বুঝে চলে গেছে কেউ
কোন এক কথা তবু থেকে গেছে বাকি
থেকে যায় অপসৃত ফোঁটা জল, প্রতিশ্রুত ঢেউ!

দারুন

একটি জ্বোনাক আলোর কাছে প্রতিটি ভোর কেবলই থেকে গেছে ঋণী।

মুগ্ধ চলুক

----------------------------------------------------------------------------------------------

"একদিন ভোর হবেই"

তানিম এহসান এর ছবি

একদিন ভোর হোক! ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

তাপস শর্মা এর ছবি

চমৎকার। চলুক

বসন্তাভিনন্দন হাসি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। আপনাকেও বসন্তের অভিনন্দন। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

আশফাক আহমেদ এর ছবি

ভালোই তো

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আশফাক আহমেদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

কাজি মামুন (অতিথি লেখক) এর ছবি

প্রতিদিন জেনে যাই মানুষের মুখোশ কত অকৃত্রিম হতে পারে!

অসাধারণ! চারদিক শুধু মুখোশ। কেউই সহজ হতে চায় না অনায়াসে। তবু, আপনার কবিতা পড়ে ''শুধুই মুগ্ধতা ঝরে পড়ে''। চলুক

তানিম এহসান এর ছবি

কাজি মামুন! অশেষ ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন ভাই। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

অন্যকেউ এর ছবি

চমৎকার লাগলো তিনটাই।

একটি জ্বোনাক পোকার কাছে ঋণী থেকে গেছি, ঋণী থেকে যাই

অনেক ভালোলাগা।

_____________________________________________________________________

বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

চমৎকার লেগেছে তানিম, চারটেই। চলুক

আচ্ছা নামগুলো দিলে কি হতো?!

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

চারটে কই? তিনটেতো। মন খারাপ

আমি কেন জানি নাম দিতে পারিনা, নাম দিতে গেলেই দারুণ সমস্যায় পড়ে যাই, কোনটাই পছন্দ হয়না, আবার পছন্দ করে যেটা দেই পরে সেটা আর ভালো লাগেনা।

ধন্যবাদ হে রাতঃস্মরণীয় রাতের পথিক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

রাতঃস্মরণীয় এর ছবি

হ, তাইতো! তিনটাই তো।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

তানিম এহসান এর ছবি

হাসি

বন্দনা এর ছবি

শিরনাম যে নামহীন-চার।:p

তানিম এহসান এর ছবি

ও। হাসি

বন্দনা এর ছবি

বেশ হয়েছে , প্রথমটা অনেক বেশী ভালো লেগেছে।

তানিম এহসান এর ছবি

অনেক ধন্যবাদ। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

মৃত্যুময় ঈষৎ এর ছবি

অপূর্ব শ্রুতিমাধুর্য, কবিত্ব!!!


_____________________
Give Her Freedom!

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ তোমাকে ওলি আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

কবি নামে পরিচিত হতে চাইনা হে বালক, ভেতরের আলোড়নগুলো প্রকাশ করতে পারছি এতেই খুশী। কবি হতে গেলে সবকিছু থেকে নিজেকে উর্ধ্বে নিয়ে যে নির্বাপিত জীবনযাপন করতে হয় সেই সামর্থ্য আমার এখন আর নেই। আমার বড়জোড় ‘ট্যাগ’ হিসেবে কবিতা জুড়ে দিয়েই জীবন সার্থক হাসি ..

চরম উদাস এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-হাসি

তারেক অণু এর ছবি

ভালো লাগল তানিম ভাই, ২ নম্বরটা কেন জানি জীবনানন্দের বোধ কবিতার কথা মনে করিয়ে গেল, সেটার দ্বারাই উদ্দীপ্ত হয়ে লিখেছিলেন কি ।

তানিম এহসান এর ছবি

না; নিঃশর্তভাবে এবং হাসিমুখে একটা কাজ করে দেয়ায় প্রিয় একজন মানুষকে এসএমএস পাঠাতে যেয়ে লেখা এটা; পরে পছন্দ হওয়ায় আরো কয়েকজন তেমন মানুষকে পাঠালাম, তারপর সেভ করে রেখেছিলাম। একটা লাইন যোগ করে এখানে দিয়েছি। দেয়ার সময় মনে হচ্ছিলো কোথায় যেন একটা মিল পাই, মিল পাই।

ভালো থাকবেন প্রিয় উড়ন্ত ঘুড়ি, নিরন্তর শুভেচ্ছা। আর, দেশে আসলে একটা আওয়াজ দিয়েন, আপনাকে রঙবেরঙের ঘুড়ি কিনে দেবো হাসি

ঝরাপাতা এর ছবি

একটি কবিতার কাছে ঋণী হয়ে গেছি .....
আসলেই.....
মুগ্ধতা ঝরে পড়ে.....


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

তানিম এহসান এর ছবি

আপনাকে ধন্যবাদ ঝরাপাতা আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

সুমন তুরহান এর ছবি

মুগ্ধ হয়ে পড়ে গেলাম।

-----------------------------------------------------------
স্নান স্নান চিৎকার শুনে থাকো যদি
নেমে এসো পূর্ণবেগে ভরাস্রোতে হে লৌকিক অলৌকিক নদী

তানিম এহসান এর ছবি

হাসি

অতিথি লেখক এর ছবি

সুন্দর- সুন্দর‌‌‌.....

কড়িকাঠুরে...

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ আপনাকে। হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।