দিনগুলো সব নিয়ম করে রাত্রি জাগে

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: বুধ, ২৩/০৫/২০১২ - ১:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

[justify]বয়সের দোষ থাকে নাকি! শৈশবে ক্ষতি নেই, কৈশোরে যতি নেই, যৌবনে জানা হয় ফাঁকি --- তারপর গৎবাঁধা, সাধ করে গলা সাধা, রাত জাগে ভোর হয় --- আমাদের টুকিটাকি যাপিত জীবন... কিনে আনা সুখ যত, খুব করে নিয়মিত, খোঁজ রাখে কি আছে কোথায় লুকোনো---জহরতে-মহরতে, মানুষের হাতে হাতে, প্যাঁচানো, প্যাঁচানো সিঁড়ির মত জমে উঠে নিষিক্ত ধুলা; অবহেলা খুব করে, বেছে নেয় অনাদরে ফেলে রাখা যত যা কিছু -- পিছু টানে বাড়ী-গাড়ী, তাড়াতাড়ি-আড়াআড়ি মই বেয়ে উঠে যাও, ওই দেখো রেসের ঘোড়া --- চটচটে রাংতায় মোড়া কমদামী ঘুম...

এই দেখো ভালো আছি --- লুকোচুরি-কানামাছি --- চোখ গেছে কবে যেন ক্ষয়ে! মন কি হে! প্রেম কিহে! ভালবাসা মিছে রঙঢঙ! ভড়ং ধরেছে যারা সব ভালো থাকে তারা, আঁধারেও চকমকি পাষাণ-পাথর চোখ --- তোমাদের জয় হোক, তোমাদের জয় হোক! আমাদের ষোল-আনা একদম তালকানা, আমাদের মরে যেতে নেই! একদিন ফিরবেই সবগুলো আলোকিত রাত, উচ্ছ্বসিত ভোর, কিংবা নিখিল সময় --- আমাদের পাললিক মনন -- সনাতন মৃত্তিকা বিশেষ...!

নির্ভাবনার অপর পাড়ে, সূতিকাগার নিয়ম করে

প্রস্তাবিত পথের উপর ফেলে রাখে ক্লেদাক্ত ঘাম...

একটুখানি থাম্!

ঘামের কাছে শ্রমের সদাই,

চাইনা যা-তার সবটুকু পাই,

নাইতে নেমে ফুরোয় গভীরতা;

বিষাদ তোমার উল্টো মলাট

জানলা খোলা বদ্ধ কপাট

বইয়ের পাতায় এতও স্থিতি, সবাক নীরবতা!

সাগ্রহে তার যখন যাওয়া,

নিগৃহীত বৃষ্টি ধোয়া

সবজে রঙের মাটির সোঁদা গন্ধ!

একদিন ভুল করে নিরানন্দ

বলেছিল ঘরামি,

‘নিত্যানন্দ তুমি হও, আমি

ইতিউতি খুঁজে দেখি কূল মেলে কিনা!’


মন্তব্য

তারেক অণু এর ছবি

(গুড়) সুন্দর হলেও মন উদাস করা লেখা।

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

নিটোল এর ছবি

চলুক

_________________
[খোমাখাতা]

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ক্রেসিডা এর ছবি

হাসি

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

বন্দনা এর ছবি

একদিন ফিরবেই সবগুলো আলোকিত রাত, উচ্ছ্বসিত ভোর, কিংবা নিখিল সময় --- আমাদের পাললিক মনন -- সনাতন মৃত্তিকা বিশেষ

চলুক
এত মনখারাপকরা লেখা কেন ভাইয়া??

তানিম এহসান এর ছবি

মন খারাপ না, মেজাজ খারপ ছিলো খুব মন খারাপ

নীড় সন্ধানী এর ছবি

শব্দেরা এত চমৎকার খেলেছে এখানে, মুগ্ধতা জানিয়ে গেলাম। হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

জুঁই মনি দাশ এর ছবি

এই ক্লান্তিকর বেচেঁ থাকা....এর কতটা অভ্যাস আর কতটা প্রয়োজন সে এক জটিল ধাঁধা..........

তানিম এহসান এর ছবি

বেঁচে থাকায় ক্লান্তি নেই, ক্লান্তি মানুষে, ধাঁধা মেলাতে পারলে আবার চমৎকার আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

তাপস শর্মা এর ছবি

নিরাকার একটা বলয় যে তৈরি হয়ে গেলো। উত্তরণ চেয়েও একটা গভীর দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে, আর গাঙের জলে টুপটাপ শব্দ হয়। ...... শব্দ নিয়ে খেলার যাদু আপনার অক্ষরে বারবার টের পাই তানিম ভাই।

হাসি শুভেচ্ছা নিরন্তর!

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- আসাম যাইতে মন চায়

প্রৌঢ় ভাবনা এর ছবি

মন ছুঁয়ে যাওয়া লেখা।

তানিম এহসান এর ছবি

আপনাকে শ্রদ্ধা। আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ধুসর গোধূলি এর ছবি

লেখা ভালো লাগছে। কেনো ভালো লাগছে সেটা বলতে পারবো না। পড়ার সময় 'ভালো লাগতাছে' অনুভূতিটা বুঝতে পারছিলাম। 'নিষিক্ত ধূলো' পড়ার সময় মাথাটা কিঞ্চিৎ কাজ করার চেষ্টা করছিলো, ক্যামনে কী- বুঝার জন্য। এক ধমক লাগায়ে ঠাণ্ডা করে দিছি।

তানিম এহসান এর ছবি

নিজেরে নিজে ঠান্ডা করায়ে দিসেন! খুব ভালু খুব ভালু চাল্লু

ত্রিমাত্রিক কবি এর ছবি

আপনার সব লেখার মতই, একটুখানি মায়াময় বিষাদ মাখানো। চমৎকার।

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তানিম এহসান এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

ফেরা যদি না ফেরে খবর আছে কইলাম রেগে টং

মৌনকুহর এর ছবি

মুগ্ধতা!

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তানিম এহসান এর ছবি

মৌনিবাবা, মৌনতা ঝেড়ে ফেলে একটু নিয়মিত হন দিকিনি, বেলা যে পড়ে এলো!

মৌনকুহর এর ছবি

নীড়পাতা রেখে আগে কীর্তিকলাপে যাওয়ার 'করুণ' পরিণতি দেঁতো হাসি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
ফেসবুক -.-.-.-.-.- ব্যক্তিগত ব্লগ

তানিম এহসান এর ছবি

জ্বিনা। আমি নীড়পাতা দেখে এসেই বলেছি, আগে সবার খোঁজ নেই তারপর নিজের হিসেব, আমি লুক খারাপ শয়তানী হাসি

ব্যাঙের ছাতা এর ছবি

কী বলব? শব্দগুলো হাতড়াচ্ছি। এত চমৎকার শব্দখেলা অনেকদিন দেখিনা।
শেষের লাইনজোড়া মনের ভেতর অনেক্ষন ধরেই অনুরনন তুলে চলছিল, গতকাল পড়ার পর থেকে।

একটা খটকাঃ
"নিত্যানন্দ তুমি হও, আমি ইতিউতি খুঁজে দেখি কূল মেনে কী না" এখানে কি 'মেনে' হবে না 'মিলে/মেলে' হবে ?

তানিম এহসান এর ছবি

যেখানে মেলার কথা সেখানে যদি ‘মেনে’ নিতে হয় তবে কেলেংকারিয়াস হয়ে যাবার সম্ভাবনা ছিল।

মেলে হবে বলেই মেলায়ে দিলাম। আপনাকে বিরাট বড় একটা ধন্যবাদ।

ব্যাঙের ছাতা এর ছবি

আপনাকেও ধন্যবাদ। আপনার এই লেখাগুলো কী বই আকারে বের করার পরিকল্পনা আছে? (নাকি ইতোমধ্যেই বই হয়ে গেছে? আমি কী তাহলে পেছনে পড়ে আছি?) সব লেখাগুলো একসাথে সংগ্রহ করে রাখবার সাধ জেগেছে মনে।

তানিম এহসান এর ছবি

বই! না ভাই, বই বের করার কোন ইচ্ছে আমার নেই, সাধারণ মানুষ সাধারণ হিসেবেই থেকে যেতে চাই। এখানেই সম্প্রদান কারকে জমা রাখা সব, তাই থাকুক।

আর কি বলবো বুঝতে পারছিনা আসলে। ইয়ে, মানে...

ব্যাঙের ছাতা এর ছবি

কিন্তু এখান থেকে কেউ যদি প্রিন্ট করে নিজের সংগ্রহে রাখতে চায়? তাহলে?
দুই মলাটের ভেতর যা থাকবে তা আপনাকে আরো বেশি করে সবার মাঝে ছড়িয়ে দেবে (এটা আমার নিজস্ব ভাবনা, গুরুত্ব দেবার প্রয়োজন নেই)। ব্লগ পড়া লোকের সংখ্যা মনে হয় বেশি নয়। তবে হৃদয়ের খাতায় যা কপি হয়ে আছে, সেগুলোর আর দুই মলাট দরকার হয় না। হাসি
ভালো থাকবেন।

তানিম এহসান এর ছবি

প্রিন্ট করুন। আর, এই লেখাটা আপনাকে দিয়ে দিলাম হাসি

রোমেল চৌধুরী এর ছবি

এমন করেই নিজেকে ছাপিয়ে যেও প্রতিদিন। হাসি

------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।

তানিম এহসান এর ছবি

পৃথিবীর উষ্ণতা বেড়ে গেছে ভাইয়া --- ক্লাইমেট চেঞ্জ?!!!

কোলাকুলি মন খারাপ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।