পহেলা এপ্রিল, ২০১৩: ভুলে-ভরা ফুল! ভুলে ধরা প্রজাপতি ভুল ছড়া শিখিয়েছে,
ভুল সংকল্পে শিখে ফেলা ব্যাকরণ, সমাস -- মানুষ পণ্যের প্রতিরূপ হয়ে গেছে,
বিক্রি হয়েছে সদা সবাই; শেকড়ে জ্বালানী পুড়াই প্রশাখা’তে জমে যায় দাহ,
শাঁখা সব বৈরাগ্য জেনেছে, পাতায় পাতায় উনুনে’র সনাতন জ্বলুনি প্রত্যহ;
প্রতিটি আলোর শীর্ষ ধরে রাখে বনানী’র উচ্চতর যে বৃক্ষ তার নাম থাকে কি কোন?
সব ভুল অপহৃত, সব পথ বেছে হাঁটে, বেছে নেয়া কিছু পথ নিজস্ব নিয়মে ঠকানো!
পুস্তকে গ্রন্থ বিপণী! ফুট কাটে বই পড়ে উদভ্রান্ত-জাহাজের মাস্তুলে চেপে বসা চোখ --
সকলে স্ব জাতি বাঁচে, সব প্রাণ প্রাণে আছে, আরো কাছে মশালে’র প্রত্যয় আলোক!
মানুষের মঙ্গল হোক! মানুষের গন্তব্য হোক মসৃণ হাসিমুখে চলে যাওয়া পথের সরণী
ধরে তীব্র প্রশ্বাসের আগে জেনে যাওয়া প্রতিটি সত্য প্রতিবার নিজস্ব সততার কাছে ঋণী!
শ্বাপদসংকুল বটে বনানী! স্থলভাগ উঁচুনিচু, জলাধার রক্ত-বিধৌত সবুজে অবিচল তুমি, তুমি আমি...
তুমি! মানুষ করেছ বলে মানুষ থেকেছে যারা তাদের দ্যোতনা দিও স্বাক্ষরে- জেগে থাক প্রিয় মাতৃভূমি!
মন্তব্য
"মানুষ করেছ বলে মানুষ থেকেছে যারা তাদের দ্যোতনা দিও স্বাক্ষরে- জেগে থাক প্রিয় মাতৃভূমি"
সেটাই।
আপনার সাথে আমিও বলি, নিজেকে, সবাইকে
"জেগে থাক প্রিয় মাতৃভূমি"
নিজের কাছে স্পষ্ট থাকলেই হয় সবাই। নিজে জেগে থাকা মানে দেশ জেগে থাকা। ধন্যবাদ।
এ অংশটুকু স্ট্যাটাসের জন্য ধার করলাম, তানিম ভাই।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
ঠিক আছে। জানিয়েছেন, ধন্যবাদ।
অসাধারন, তানিম, অসাধারন । তারায় তারায় খচিত করে গেলাম ।
__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার
আপনাকে ধন্যবাদ।
অসাধারন লেগেছে তানিম।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
মানুষ করেছ বলে মানুষ থেকেছে যারা তাদের দ্যোতনা দিও স্বাক্ষরে
আপনাকে ধন্যবাদ।
জেগে আছি আমিও। কিন্তু এই মাতৃভূমিকে আর কতকাল ধর্ষিত হতে দেখবো ?
লেখা ভাল লেগেছে। মনের মাঝে জ্বলুনি ধরিয়েছে। রাজনীতিকদের এ প্রহসণ আর সহ্য হয়না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
কিভাবে জেগে আছেন? কেন যেন জানতে ইচ্ছে করছে।
আপনি একবার হিমু ভাইয়ের প্রশ্নের উত্তরে বলেছিলেন মুক্তিযুদ্ধের সময়কার আপনার অংশগ্রহণের কথা নিয়ে লিখবেন, আমরা এখনো কোন লিখা পেলাম না আপনার কাছ থেকে। বলেছিলেন বলার মত নয় সবকথা, কি কথা?
ধন্যবাদ ধুসর জলছবি।
চমৎকার তানিম ভাই।
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ কবি।
লেখা ভালো হইসে।
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
এখন তুমুল সব গল্পের প্রয়োজন হে গল্পকার!
নতুন মন্তব্য করুন