কখনো পরাজয় মানতে শেখে-না স্বপ্নময় ভবিষ্যৎ

তানিম এহসান এর ছবি
লিখেছেন তানিম এহসান [অতিথি] (তারিখ: রবি, ০৯/০৬/২০১৩ - ২:০৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

এবং আমার ইচ্ছে-সুখের খুব অনাবিল সলতে শিখায় রং মেশে তাই টাপুরটুপুর
যায় ঝরে যায় বিহ্বলতা -- দূরাগত প্রজাপতি তোমার রঙে রাঙায় দুপুর
এক সনাতন ছন্দ ভীষণ, নাম যেন-কি গেছি ভুলে!
নাম ভুলানো ছড়া তোমার জড়িয়ে গেছে একজীবনের সকল সুখে,
একজীবনের সকল রাতে ঘুমপাড়ানো মাসি-পিসীর সরল চোখে
ঘুমের ঘোরে জেনে যাওয়া জীবন মানে কৌতূহলে
কাটিয়ে দেয়া আধেক জীবন -- জীবন তোমার নাম দিয়েছি দ্রোহ!
বালক তোমার প্রাত্যহিকে স্বপ্ন কি প্রত্যহ!

বালক তোমার জনান্তিকে কোথায় কখন ফুল ঝরে যায় ঠিক জানো কি,
ঠিক জানো কি কবে কখন হারিয়ে গেছে শাপলা-শালুক আর জোনাকি...

এই আকালে বিরামবিহীন সব চেতনার ফল্গুধারায় স্রোত বুঝি নেই সমস্বরে,
চুপটি করে ঘুমিয়ে গেছে স্লোগানমুখর সব মিছিলের চিরচেনা মুখগুলো সব...
সবাই ঘুমায়, যায় ঘুমিয়ে বাস্তবতার আগল-ভাঙা চিত্ত-সরব সব অনুভব,
কেবল আমার জগত-জোড়া মহৎ আলো জেগেই থাকে বইপড়ুয়া প্রহর জুড়ে...

যাও জেগে হে সব পললের সাধ পাললিক বোধ যতো তাঁর কেবল পলল!
বেঁচে থাকো কৃষিজমি সকল কৃষক, আর কিষাণী তপ্ত বুকে বানভাসি জল,
বেঁচে থাকো ইতিহাসের পত্র জুড়ে শব্দ নয় তার অমল-ধবল সকল পাতা,
বেঁচে থাকো শিরোনামের দোহাই ভুলে বাঁচতে শেখা সহজ মানুষ আর বারতা...

কবিতার দায় নেই অনুবাদে, শব্দেরও কোনদিন থাকে না কোন অনাদায়ী মূল্যবোধ- মালিকানা --
সমুদ্রে বৈভব নেই, পাহাড়ের-ও থাকে-না কোন উচ্চতা ভীতি; আমাদের স্বপ্নময় শপথের ঠিকানা
কার্যত কোন সীমারেখা মানে-না তাই আমৃত্যু থেকে যাবে সমুন্নত!


মন্তব্য

ব্যাঙের ছাতা এর ছবি

আহা! কতদিন পরে শব্দের যাদু !
ধন্যবাদ।
আগেও বলেছি, এখন ও বলছি, আপনার এই লেখার জন্য অপেক্ষা করে থাকি—চাতকের মতন

তানিম এহসান এর ছবি

অশেষ কৃতজ্ঞতা জানবেন। হাসি

তারেক অণু এর ছবি

লেখা -গুড়- হয়েছে

বালক তোমার জনান্তিকে কোথায় কখন ফুলে ঝরে যায় ঠিক জানো কি,
ঠিক জানো কি কবে কখন হারিয়ে গেছে শাপলা-শালুক আর জোনাকি...

তানিম এহসান এর ছবি

সেদিন প্রাণভরে জোনাকি’র আলো দেখি গ্রামের পথে বুনো ঝোপে ব্যাকুল বাতাস!

সুমিমা ইয়াসমিন এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

সাফিনাজ আরজু এর ছবি

চলুক

__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

অতিথি লেখক এর ছবি

বালক তোমার জনান্তিকে কোথায় কখন ফুলে ঝরে যায় ঠিক জানো কি,
ঠিক জানো কি কবে কখন হারিয়ে গেছে শাপলা-শালুক আর জোনাকি...

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

মসীলক্ষণ পণ্ডিত এর ছবি

বেঁচে থাকো শিরোনামের দোহাই ভুলে বাঁচতে শেখা সহজ মানুষ আর বারতা...
দারুণ দারুণ !!! হাততালি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

তানজিল এর ছবি

চলুক

মনি শামিম এর ছবি

দারুণ লাগলো তানিম ভাই। একটা ভালো কবিতা পড়লে বিদ্যুৎ বয়ে যায় শিরা উপশিরায়। একটি ভালো কবিতার জন্য দীর্ঘদিন প্রতীক্ষার পালা গুনতে পারি। অনেকদিন পর মন ভালো হয়ে গেল আপনার কবিতা পড়ে। মুগ্ধতা জানিয়ে গেলাম। ধন্যবাদ।

তানিম এহসান এর ছবি

ধন্যবাদ। হাসি

তানিম এহসান এর ছবি

ফুল, ঠিক করে দিলাম। ধন্যবাদ। হাসি

স্যাম এর ছবি

চলুক চলুক

বালক তোমার জনান্তিকে কোথায় কখন ফুলে ঝরে যায় ঠিক জানো কি,
ঠিক জানো কি কবে কখন হারিয়ে গেছে শাপলা-শালুক আর জোনাকি...

আচ্ছা 'ফুলে'নাকি ফুল?

তানিম এহসান এর ছবি

প্রতিমন্তব্যগুলো নির্দিষ্ট মন্তব্যের নিচে থাকছে না কেন জানি!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।