নিরল ভোরের কাছে রাত যেতে বাকি --
প্রতিটি রাতের শেষে সন্ধ্যারা জানে নাকি-
প্রহরের সব গান শিশির হৃদয়!
দূরে নই দূরাগত- তবু মনে হয়,
এ-শুধু দ্বন্দ্বের নামে ধুপছায়া দামী --
দোয়াতের চেনা খামে নিখুঁত প্রণামী;
ফেরানো না-ফেরা মুখে যতটা বিষাদ --
তার বেশি নীরবতা -- দূরত্বের সাধ!
একা নয় কেউ যারা তারাও একাকী!
দূরে -- তারপর একা হলে একা থাকি;
মানুষে নৈকট্য মোহ সদালাপী তাই --
ভিড়ে যাই -- তীরে যাই -- ফিরে, আসি যাই...
যেতে নেই; থেমে, যেতে নেই এতো কাছে --
রাতের দূরত্ব কিছু, ভোরের-ও আছে...
উৎসর্গ: স্যাম- একটি হারমোনিকা যাঁর, আর তাঁর সাথে হেঁটে যাওয়া রংধনু দিন- এখনও বিপুল!
মন্তব্য
সুন্দর লিখেছেন। তবে মনে হচ্ছে, কোথাও কোথাও ছন্দ মিলাতে গিয়ে স্বাভাবিক ধারাটা পরিবর্তন করতে হয়েছে। আবার ছন্দের কথা বা অক্ষরের কথাও যদি ধরি, তাহলে- "প্রতিটি রাতের কথা সন্ধ্যারা জানে নাকি!" -এখানে অক্ষর বেশি আছে বলে মনে হচ্ছে।

সব মিলিয়ে কনসেপ্টটা বেশ ভালো লেগেছে।
ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .
ধন্যবাদ।

----------------
সুবোধ অবোধ
-----------------------
শ্রেষ্ঠ সৃষ্টি কেন এত বোকা হয়?!!
ধন্যবাদ।

বাহ!
ভালো লাগল পড়তে
একা নয় কেউ যারা তারাও একাকী...
রাতের দূরত্ব কিছু, ভোরের-ও আছে...
কবি ইন ফর্ম মনে হচ্ছে
ধন্যবাদ।

লেখা চলুক। পড়ছি।
ধন্যবাদ।

কোন পাঠিকাকে উৎসর্গ করলেন জানা হল না
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
পাঠিকা নহে, পাঠক, তিনি নিজেও একজন সক্রিয় ব্লগার...
আপাতত নাম দেই নাই, কারণ আছে, পরে দিব
এই একজন মাত্র মানুষ যার হারমোনিকা বাজানোর সাথে সাথে কতদিন জাবি’র রাস্তায় হেঁটে গেছি ইয়ত্তা নেই। দেখি, তিনি নিজ থেকে কিছু বলেন কিনা, সবাই নিজের গুণ লুকাইতে চায়, বুঝলেন ফাহিম ভাই! 
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
হ আমি জানতে চাই
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
আপনি আবার কি জানতে চান!
অতি চমৎকার, সুস্বাদু
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
রান্না খ্রাপ হয় নাই বলতেসেন?
এই রম কবিতা পড়লে ভিতরে কেমন শূলায় - নিজের-ও কবিতা লিখনের হাউশ হয়। আফ্নেগ মত ফারি না! এলায় তালি দেই।
- একলহমা
আপনেরে তাইলে আরও শূলাইতে হয়!
ধন্যবাদ একলহমা।
কতদিন পর আপনাকে পাওয়া গেল! তাড়াতাড়ি পোস্ট দেন
অনেকদিন পর আপনার কবিতা পড়লাম
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
আপনাকে করা প্রতিমন্তব্য উপরে চলে গেছে।
আমার পোস্টে প্রতিমন্তব্য উল্টাপুল্টা আচরন করে; এইরাম হইলে খেলতাম না
আমার উৎসর্গ অংশটুকু চমৎকার লাগলো তানিম ভাই।
একটি হারমোনিকা যাঁর, আর তাঁর সাথে হেঁটে যাওয়া রংধনু দিন- এখনও বিপুল!
এই বাক্যটির মাঝে একটা দুর্দান্ত দৃশ্যকল্প আছে। রংধনু দিনগুলিতে আমি হেঁটে গেছি তাঁর সাথে যে হারমোনিকা বাজাত। এখনও তাঁর বাজনা শুনতে শুনতে আমার পথচলা হয়! তবে এখনও বিপুল- এই শব্দটা একটু খাপছাড়া লাগলো কি? এই জায়গায় অন্য কোনও শব্দ কি আরও অর্থবহ হত কিংবা ভিন্ন কোনও দ্যোতনা সৃষ্টি করত?
জানিনা কবি!
তানিম ভাইয়ের কবিতা ভালো পাই।
অতটা ভাবিনি আসলে লিখার সময়; তবে আপনার মন্তব্যের পর ‘আজও কি বিপুল’ করতে যেয়ে সম্পাদনা করতে পারলাম না, পরে আবার ঠিক করে নেব।
অশেষ কৃতজ্ঞতা।
ভারী ভালো লাগলো কবিতা! উৎসর্গের মানুষটির নামের অদ্যাক্ষর কি 'স' দিয়ে?
এই একজনকেই জানি, যিনি জাহাঙ্গীরনগরের। তাই ঢিলটি ছুঁড়িলাম।
বিনিময়ে পাটকেলটি মারিবেন্না কিন্তুক
জাহাঙ্গীরনগরের মানুষ সারা পৃথিবী জুড়ে আলো জ্বালিয়ে রেখেছে এবং তাদের ভেতর ‘স’ দিয়ে নাম আছে এমন মানুষ প্রচুর। একেকজন এক্কেরে
পাটকেল মারলাম-না কিন্তু ঢিলের জবাবে কেবল বলতে পারি- কিছু কথা থাক না গুপন।
কচু! তাইলে যারে উৎসর্গ করলেন তিনি জানবেন কিভাবে? নাকি তার কাছেও গুপন থাকবে ব্যাপারটা?
মরন
হে হে, তাকে জানানো হয়েছে সাথে সাথে-ই। তিনি নিজেও সেটা গুপন না করে তাঁর পরিবার-পরিজন এর সাথে শেয়ার করে ফেলেছেন; শেয়ারিং বিষয়টা আমাদের জাহাঙ্গীরনগরে একবার শুরু হইলে চলতেই থাকে, চইলতেই থাকে..... ইহা’কে বলা হয় ‘ভূত থেকে ভূতে’ পদ্ধতি, তিন গোয়েন্দা থেকে নেয়া।
লাইনে আসুন, ধৈর্য ধরুন, সময় হলেই জেনে যাবেন। জানতে নতে হলে মানতে হপে!
ভাই কবিতা ভাল লাগছে। বেশ ভাল লাগছে। কিন্তু রহস্য ভাল লাগতেছে না। প্রথমে কবিতাটাই নজরে ছিল, কিন্তু বাকিদের ঔৎসুক্যে উৎসর্গও খুঁজছি এখন। একটু খোলাসা করেন।
স্বয়ম
হাহাহাহাহা। আজকের দিনে মন ভাল নেই, খোলাসা করেও কিছু বলতে ইচ্ছে করছে না।
দারুণ লাগলো
______________________________________
পথই আমার পথের আড়াল
নজু ভাই,

তানিম এহসান, আপনার লেখাটা পড়ে ভালো লাগলো।
দারুন।
ইতি,
---(সাদাত কামাল)।
নতুন মন্তব্য করুন