আমার ছিল চিঠি লিখার অভ্যাস, যাবার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার সাথে সাথে সমবয়সী দুই খালাত ভাই, মামাত ভাই’কে চিঠি লিখে চলে আসতে জানিয়ে দিয়েছি ফুপুর বাড়ী’তে। আমার চাচা-বন্ধু’র চিঠি চলে এসেছে, সে আমাদের আরেক বন্ধু’কে (ছোট ফুপু’র দেবর) চিঠি পাঠিয়েছে, সেও আসবে। একটা হৈ হৈ আবেগের উপর ভর করে চলে গেলাম ফুপু’র বাড়ী। এই ফুপু’র বাড়ীতে আগে যাইনি কিন্তু ফুপা, ফুপু আমাদের ঢাকার বাসায় বেড়াতে এসেছেন। এই ফুপা এলেই আমাদের দুই ভাই-বোনের বিরাট আনন্দ, তিনি এসেই একটা হুল্লোড় বাধিয়ে দেন; সকাল-বিকেল তাঁর আইসক্রিম আর চকলেট না খেলে ভাল লাগে না বলে তিনি আমাদের নিয়ে সেগুলো কিনতে যান কিন্তু কেনা হয়ে গেলে আর তাঁর সেগুলো খেতে ভাল লাগে না। আমরা তাঁর এইসব আশ্চর্য কাণ্ডকারখানায় রীতিমত মুগ্ধ! তখনকার নামকরা বিস্কিট ছিল নাবিস্কো বিস্কিট, সেই বিস্কিটের প্যাকেটের ভেতর নানান-রঙের ফালি-ফালি করে কাটা কাগজের স্রোত, সেইসব আমার খুব পছন্দ জেনে তিনি একবার একটা ছোট বস্তা ভরে বিস্কিট কিনে এনেছিলেন আমার জন্য। সেই ফুপা’র কাছে যাব! গেলাম বৃষ্টি মাথায় নিয়ে, আমাদের দেখেই মানুষ’টা জোরে জোরে ‘কে আসছে দেখ, কে আসছে দেখ!’ চিৎকার করতে করতে হাসি মুখে এগিয়ে এলেন...
বাড়ী’র চারপাশ দেখে আমার দমবন্ধ হয়ে এলো! বাড়ী’র পেছনে বৃহৎ খাল, দূরে নদী, তার দুইপাশে ধানক্ষেত নেই আছে প্রাকৃতিক-ভাবে বাড়-বাড়ন্ত অগুন্তি ঝোপ-ঝাড় আর কাশবন, আরও দূরে ছাড়া-ছাড়া ঘরবাড়ী, তারপর শুধু ফাঁকা আর ফাঁকা...আর একটা সুবিশাল বিস্তৃত চরাচরের একদম বুক চিড়ে চলে গেছে রেললাইন, সেখান দিয়ে দিন-নেই-রাত-নেই-চল-বাড়ী-যাই-চল-বাড়ী-যাই ট্রেন চলে! বাড়ীর ভেতর একটা কুয়া আছে, সেখানে যেয়ে যা বলা হয় তাই ফিরে ফিরে আসে হুমহাম শব্দ করে! ফুপা দারুণ সৌখিন মানুষ, তিনি ব্যাটারি দিয়ে টিউব-লাইট জ্বালিয়ে রাখেন, টিভি চলে আরও নানানরকম কাণ্ডকারখানা। তিনি হুকুম জারি করলেন, আমি যা করতে চাইবো তাই হবে, কেউ কোনকিছু’তে বাধা দিতে পারবে না, কিছু বলতে পারবে না। বাবা গম্ভীর মুখে ঘুরে বেড়াতে লাগলেন তাঁর ছেলেবেলার বন্ধু ফুপা’র ছোটভাই এর সাথে -- দুই গম্ভীর মানুষ’কে সবাই খুব ভয় পায়, কিছু একটা করতে গেলেই তাঁরা দু’জন মিলে বড়দের মত নানান নিয়ম-কানুন তৈরি করেন। কিন্তু ফুপা’র কারণে সব নিয়ম আবার আমাদের পক্ষে চলে আসে। প্রশ্রয় পেয়ে আমরা স্বাধীনতার নতুন সংজ্ঞা সংজ্ঞা বানাতে শুরু করলাম।
সবাই চলে এলো পরদিন, আমার সমবয়সী ফুপাত ভাই আছে একটা, তার বন্ধু’দের সাথে আমাদের দল মিলে একটা পঙ্গপাল, সেই পঙ্গপালের পাগল-পারা আনন্দে পুরো গ্রাম ঝকমকিয়ে হাসতে লাগলো যেন! খালের জলে নতুন কিছু উভচর প্রাণী জুটে গেল, মাছগুলো সব পালিয়ে গেল, জলের বুকে হরেক-রকম ছন্দ তুলে যখন-তখন নাইতে নামে দস্যি-ছেলে’র দল! খালের পাশেই প্রাইমারি স্কুল, স্কুলের মাঠ বিশাল, সেখানে হরদম ফুটবল খেলা হয়, বৃষ্টি’র দিন বলে সেখানকার কাঁদা-মাটি’র সাথে আমাদের সখ্যতা হয়ে গেল সবচাইতে বেশি। গ্রামের ছেলে’দের সাথে মিলেমিশে তাদের বাড়ী’তে যাই, সবাই সবার আত্মা’র আত্মীয় হয়ে গেলাম যেন। গাছ থেকে ঢিল ছুঁড়ে ফল পেড়ে খাওয়া, স্কুলের পাশে’র দোকানে হামলা, দূরে কৈবর্ত-পাড়া ঘুরে গেলেই ‘কালী’ নদী, সেই নদী’র কাছাকাছি একটা বিরাট বটগাছ, তারপর শুধু থৈ-থৈ জল, সেই বটগাছে ছমছমে একটা অনুভূতি নিয়ে আমরা জোছনা দেখতে যাই... নজরুল, গ্রামে যাকে ডাকা হতো কিংবা এখনো ডাকা হয় নরজুল, নরজুলের সাথে আমার পরিচয় সেখানেই। এখনো মনে আছে, নাম জানতে চাইলাম, বললো, ‘নরজুল!’
ছেলেবেলা থেকেই একটু দূরত্ব নিয়ে চলা মানুষের বেলায় আমার ভেতর একটা আলাদা টান কাজ করে। এই ছেলেটা শুধু দূরে দূরে থাকে, পোশাক-পরিচ্ছদ জীর্ণ, দ্রুত কথা বলতে গেলে জিহ্বায় জড়িয়ে যায়, আমার সাথে কিভাবে কিভাবে যেন তাঁর একটা দারুণ বন্ধুত্ব হয়ে গেল। একদিন তাকে নিয়ে গিয়েছি ফুপু’র বাড়ীতে, সে যাবে-ই না, জোর করে নিয়ে গেলাম, একসাথে ভাত খেলাম দুপুরে। বিকেলে বড় বোন ডেকে নিয়ে জানালেন যে এটা নিয়ে সমস্যা হতে পারে কারণ নজরুল গ্রামের সবচাইতে বাউণ্ডুলে ছেলে, পড়ালেখা করে-না এবং চুরি করে! আমি কোনভাবেই বিশ্বাস করতে রাজি নই, তর্ক বেধে গেল, সবশেষে জানা গেল যে চুরি মানে সবরকম চুরি নয়, নজরুলের স্বভাব হচ্ছে শুধুমাত্র গাছের ফল চুরি করা। আমার মনটাই খুব খারাপ হয়ে গেল, একা একা ঘুরতে লাগলাম; ফুপা তাই দেখে কথা বলে বলে সব ঘটনা শুনলেন; তারপর জানালেন যে নজরুলের বাবা মারা গেছে নজরুলে’র ছোটবেলাতেই, মা সবসময় অসুস্থ থাকে, কিন্তু তাদের পরিবার ভাল, শাসন না পেয়ে সে এরকম হয়ে গেছে; আর ফল চুরি একটা বয়েসে তিনি-ও করেছেন, নিজের গ্রামের ফল মানে সবার-ই ফল! ফুপা খুব খুশী হয়েছেন সে কথা-ও আমাকে জানালেন। আমার মনের সব দ্বিধা কেটে গেল।
একটা বিয়ে হয়ে গেল, নৌকায় করে আমার সেই প্রথম বরযাত্রী আসতে দেখা, পটকা ফাটানো আর শুধু রঙ আর রঙ! সেই গল্প আরেকদিন বলা হবে হয়তো। কিছুদিন পর। নজরুল একদিন রাতের বেলা চুপিচুপি আমাকে একা ডেকে নিয়ে গেল স্কুল-ঘরের বারান্দায়, সেখানে যেয়ে দেখি কলাপাতায় মুড়িয়ে নারিকেলে’র বরফি নিয়ে এসেছে সে। একদিন মুখ ফুটে বলেছিলাম যে সে জিনিস আমার খুব পছন্দ, তাই সে বানিয়ে নিয়ে এসেছে আমার জন্য। আমি খাচ্ছি না দেখে সে বলল, ‘চুরি করি নাই, খাও, মায়ের কাছ থেকে টাকা নিয়া একটা নারিকেল কিনছিলাম আজকে সকালে!’ আমরা দুই বন্ধু কয়েকটা খেলাম, বাকিগুলো নিয়ে রওনা দিলাম সবার সাথে খাওয়ার জন্য।
উপরে দারুণ একটা আকাশ, প্রায় ঘুমিয়ে থাকা রাত, গ্রামের পথে আলো নেই বলে রাতের নিজস্ব আলোর একটা অনাবিল ছায়া সঙ্গী করে আমরা দুই বন্ধু হাঁটছি কিন্তু মনে হচ্ছে কোথাও পথ নেই, কেবলমাত্র বন্ধুত্ব আছে, আর আছে সীমাহীন ভালোলাগা’য় বুকের ভেতর আশ্চর্য চাপ ধরে রাখা বাঙময় একটা প্রশান্ত নীরবতা...
উৎসর্গ: নজরুল ইসলাম সাহেব, স্বপ্ন নিয়ে কথা হয় যার সাথে প্রতিবার...
মন্তব্য
স্বাপ্নিক বর্ণনা, তানিম ভাই।
![লেখা -গুড়- হয়েছে লেখা -গুড়- হয়েছে](http://www.sachalayatan.com/files/smileys/gud2.gif)
_____________________________________________________________________
বরং দ্বিমত হও, আস্থা রাখো দ্বিতীয় বিদ্যায়।
ধন্যবাদ অন্যকেউ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
"উপরে দারুণ একটা আকাশ, প্রায় ঘুমিয়ে থাকা রাত, গ্রামের পথে আলো নেই বলে রাতের নিজস্ব আলোর একটা অনাবিল ছায়া সঙ্গী করে আমরা দুই বন্ধু হাঁটছি কিন্তু মনে হচ্ছে কোথাও পথ নেই, কেবলমাত্র বন্ধুত্ব আছে, আর আছে সীমাহীন ভালোলাগা’য় বুকের ভেতর আশ্চর্য চাপ ধরে রাখা বাঙময় একটা প্রশান্ত নীরবতা..."
এর পরে আর কি-ই বা বলার থাকতে পারে, নরজুলের হাতে হাত রেখে হেঁটে যাওয়া ছাড়া!
- একলহমা
নজরুল প্রায়ই ফোন করে। কিছুদিন আগে বিয়ে করেছে, দেখা হয় না প্রায় ১৮ বছর।
ধন্যবাদ একলহমা।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
চমৎকার, স্বপ্নের মত লেখা
ইসরাত
ধন্যবাদ ইসরাত।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধন্যবাদ মিলু।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ড্রিম মার্চ্চেন্ট।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নরজুল নামের লুক্রা ভালু বন্ধু হয়
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
মার্চেন্ট কইলেন ক্যা? মার্চেন্ট শব্দটাতে বিটিশ বিটিশ গন্ধ করে
হ, নরজুল নামে খ্রাপ লুক পাই নাই এখনও, খালি নজরুল ইসলাম সাহেব ছাড়া![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
(গুড়)
সেই শৈশব, সেই বন্ধুত্ব, যদি কোনোক্রমে আবার ফিরে পাওয়া যেত!
এই যে ফিরে পেলাম। শৈশবের রঙ আমরা ধুসর করে ফেলি, না করলেই হয়!
ধন্যবাদ টোকাই।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
এই ভালোলাগার কোনো তুলনা হয় না!
এই ভালোলাগার কোনো তুলনা হয় না!
আপনার জন্য
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
হ, নজরুল নামের মানুষগুলো খুব ভালো হয়![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
কইছে আপ্নেরে, নজরুল ইসলাম নামের সাহেব-সুবো’রা খুউউউপ খ্রাপ লকু
লেখার নিচে ঠিকমত দেখেন![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
______________________________________
পথই আমার পথের আড়াল
মডু’রা এর আগের লেখা ছাপে নাই। তাগো উপ্রে রাগ করতে করতে নজরুলের কথা মনে পড়লো, সেই রাতের কথা মনে পড়লো- সব রাগ জল!
নজরুল না তো - নরজুল!!
হ!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
দারুন কাব্যিক বর্ণনা তানিম ভাই।
নৌকায় করে বরযাত্রী আসার গল্প বলবেন কবে?
বলে ফেলবো মুড থাকলে। ধন্যবাদ প্রোফেসর সাহেব!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সকাল সকাল লেখাটা পড়ে মন ভাল হয়ে গেল তানিম ভাই! ঐ যে কে বলেছিলেন, কবি মানুষদের গদ্যের স্বাদ আলাদা!![হাততালি হাততালি](http://www.sachalayatan.com/files/smileys/41.gif)
~~~~~~~~~~~~~~~~
আমার লেখা কইবে কথা যখন আমি থাকবোনা...
আপনি নিজেইতো কবি!
ধন্যবাদ মর্ম।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
লগইন করতেই হলো। খুব সুন্দর একটা লেখা।
স্বয়ম
ধন্যবাদ স্বয়ম।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
মন ভালো হয়ে গেলো, তানিম ভাই।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধন্যবাদ নীলম।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
চমৎকার
(
)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
মন খারাপ হইলো ক্যান? শৈশবের কথা মনে করে? চোখ বন্ধ করেন, সব ফিরে আসবে, যত্ন করেন সেসব স্মৃতি, নাইলে বুড়া হয়ে যেতে হবে![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
ধন্যবাদ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
হুমমম...![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
facebook
ধন্যবাদ প্রিয় উড়ন্ত ঘুড়ি!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
বর্ণিল এবং স্বাপ্নিক বর্ণনা- ভালো লেগেছে খুব।
--এস এম নিয়াজ মাওলা
ধন্যবাদ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আহ্, আবার গ্রামবাংলার কথা মনে করিয়ে দিলেনতো ! শহরের ইট-কাঠ আর ভাল্লাগ্ছেনা। শীঘ্রই কোথাও বেরিয়ে পড়বো। সাঁকো নাড়াবার কথা মনে করিয়ে দিলেনতো !![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
লেখা ভাল লেগেছে। অনেক, অনেক দূরে চলে গিয়েছিলাম।
ধন্যবাদ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধন্যবাদ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
সব সময় বর্ষা কালে মনে মনে দোয়া করতাম আল্লাহ এবার যাতে বন্যা হয় , তার মানে বন্যা হলে আব্বা নৌকা ভাড়া করতেন ফুফুর বাড়ী বেড়াতে যাওয়ার জন্য, যাওয়ার সময় অনেক আনন্দ হত আনেকটা পারিবারিক পিকনিক এর মত,খালথেকে শাপলা ফুল সংগ্রহ করা ছিল প্রধান কাজ । বাড়ীটা ছিল হুবুহু আপনার বর্ননামত প্রার্থক্য হচ্ছে তখন বন্যা হওয়ার জন্য বাড়ীর চারদিকে থৈ থৈ পানি থাকত আর আমরা কলাগাছের ভেলা বানিয়ে ঘুরতাম অথবা মাছ ধরতে যেতাম।আপনার বর্ণনাটা ভাল লেগেছে , ধন্যবাদ আপনাকে আনেক কিছু মনে করিয়ে দেয়ার জন্য ।
ধন্যবাদ আপনাকে।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
হুমম ! নষ্টালজিক লেখা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধন্যবাদ দাদাভাই। আমি মানুষটা’ই মনে হয় খুব বেশি স্মৃতিকাতর!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নাবিস্কো বিস্কুট এখনও ভালো আছে খাল ঐ প্যাকেটের ভেতর এত্তগুলান ঝুড়ি ঝুড়ি কাগজ নাই![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
ধন্যবাদ।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !
ধন্যবাদ হে গল্পকার!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নজরুল ইসলাম লুক ভালাই। আমারে মালাকাইটের ঝাঁপি বইটা দিসিল। ভুলিনি, ভুলবনা।![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নজরুল ইসলাম লুক ভালাই। হ!
তিথীরে বই দিছেন তাই নজরুল ভাই ভালু।![শয়তানী হাসি শয়তানী হাসি](http://www.sachalayatan.com/files/smileys/19.gif)
![চলুক চলুক](http://www.sachalayatan.com/files/smileys/yes.gif)
তবে কথা সত্য, এই নামের লুকেরা ভালু হন।
লেখাটাও সেইরাম ভালু আর স্মৃতি জাগানিয়া
ধন্যবাদ বায়নামতি
ছোটবেলার বন্ধুত্ব, হোক না সেটা কয়েক দিনের, থেকে যায় আজীবন!
আব্দুল্লাহ এ এম
সেটাই। নজরুল একসময় ফল চুরি ছেড়ে ভাল হয়ে গিয়েছিল। আমরা সাথে থাকি না আসলে!
কৈশোরে ফিরে যেতে ইচ্ছে হয় বারবার কিন্তু ফেরা হয়না। অনেক স্মৃতি মনের দরজায় কড়া নেড়ে গেলো আপনার লেখাটি পড়তে পড়তে, দারুন লিখেছেন (লেখেন) আপনি দাদু।
আমার একটা ফুফাতো ভাই আছে নজরুল নামে। বরিশালের আঞ্চলিক উচ্চারণে ওকে সবার ডাকে নরজুইল্যা।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
ধন্যবাদ হে রাতস্মরণীয় রাতের পথিক!
![লইজ্জা লাগে লইজ্জা লাগে](http://www.sachalayatan.com/files/smileys/9.gif)
পড়তে পড়তে ভিন্ন আরেক সমীকরণের স্বপ্নে ডুবে গিয়েছিলাম। খুব ভালো লাগলো স্মৃতিচারণ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
ধন্যবাদ ভাইয়া।
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অমন কোন ফুপা আমার ছিলোনা। কিন্তু আমি অমন ফুপা না হলেও কাছাকাছি।
তাইতো ভালো লাগলো পড়তে। ফুপাকে নিয়ে আরো বড় করে কিছু একটা লিখবেন পড়ে আশা করছি।
আর দু'টো বিয়ের কথা বললেন, কিন্তু জানলাম একটার কথা।
---------------------------------------
কামরুজ্জামান পলাশ
কোনটার কথাই বলি নাই আসলে, লেখাটা নজরুল কেন্দ্রিক। লিখবো হয়তো একদিন।
ধন্যবাদ কামরুজ্জামানা পলাশ!
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
নতুন মন্তব্য করুন