খুঁজেছিলে পাদটীকা পেয়ে গেলে পদ্য,
জেনে গেলে ব্যাকরণ- ভুলে ভরা গদ্য,
রীতি সব নীতি মানে নিয়মে তা বন্দি,
আমরা নই বেঁচে থাকে আমাদের সন্ধি...
সমাসের ব্যস নেই তবু জুড়ে বাক্য,
বৃত্তের লাজ নেই তাই খোঁজে ঐক্য,
একতা কি জাতি-হীন মানবতা ভ্রষ্ট?
দাঁড়ি আর পাল্লায় পশু ঘ্রাণ স্পষ্ট...
নষ্ট সে নতজানু দুষ্ট যা প্রকারে,
মিথ্যেরা লুপ্ত তাই বাড়ে আকারে --
ইতিহাসে দায় নেই তবু খোঁজ যুক্তি?
বিচারে কমেছে দেনা শাস্তি’তে মুক্তি!
শপথেরা বলিয়ান, মহীয়ান সত্য
আমাদের ধমনীর রক্ত পবিত্র...
ইচ্ছে’রা ভবঘুরে অভিলাষ উক্ত
স্বপ্নের রং নেই তবু রং মুক্ত --
তাই পতাকার সব রঙে মুক্তির বারতা এসেছিলো আবারো,
বলেছিল, অবমুক্তির আরেকটি নাম- পাঁচ-ই ফেব্রুয়ারি ২০১৩!
এবং পাললিক স্বপ্নের প্রতিটি প্রত্যয়ী ভোরে আমি টের পাই,
তিরিশ লক্ষ বাংলাদেশ একটি বাংলাদেশ’কে কোনদিন নিমজ্জিত আঁধারে দেবে না তবু-ও পরাজিত হতে!
উৎসর্গ: শাহবাগ আন্দোলনের সময় জামাত-শিবিরের হাতে নৃশংসভাবে খুন হওয়া- যারা জননীর শহীদ সন্তান!
মন্তব্য
ছন্দ দারুন লাগলো
মাসুদ সজীব
ধন্যবাদ মাসুদ সজীব।
ইচ্ছার আগুনে জ্বলছি...
ধন্যবাদ স্পর্শ।
__________________________________
----আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে---
ধন্যবাদ সাফিনাজ আরজু।
চমৎকার
আফরিন আহমেদ
ধন্যবাদ আফরিন আহমেদ।
স্বপ্নের রং নেই তবু রঙ মুক্ত- এই লাইনটার অর্থ ধরতে পারলাম না।
রঙ তো আমাদের মনে-ও আছে কিন্তু আমরা কি দেখতে পাই? রঙ এতটাই স্বাধীন যে সে মুক্ত হয়েই থাকে, আমার কিংবা আপনার খুঁজে নিতে হয় না।
স্বপ্নের রং নেই তবু রঙ যুক্ত' নাকি ওটা?
যুক্ত হলে যুক্ত, কোন সমস্যা নেই।
ই কী রে বাবা, পড়তে গিয়ে তো মনে হচ্ছে সুকুমারের মত লেখা পড়ছি - সেই যে হাঁস ছিল সজারু - এর মত লাগছে!!
"রীতি সব নীতি মানে নিয়মে তা বন্দি,
আমরা নই বেঁচে থাকে আমাদের সন্ধি..."
দ্বিতীয় লাইনের শুরুতে একটু ছন্দপতন হচ্ছে, আমি কী পড়তে ভুল করছি কোথাও?
"দাঁড়ি আর পাল্লায় পশু ঘ্রাণ স্পষ্ট..."
"বিচারে কমেছে দেনা শাস্তি’তে মুক্তি!"
আহা! বাঁধিয়ে রাখার মত লাইন!!!
____________________________
হ্যাঁ, দ্বিতীয় লাইনে প্রথমটায় ‘আমরা নই’ না লিখে ‘আমরা না’ লিখলে সেই ছন্দপতন’টা হতো না কিন্তু ‘আমরা না’ দিতে মন চায়নি। খুব খুশী হলাম এই লাইনটা নিয়ে কথা বলাতে
কবিতাটি পড়ে ভালো লাগলো ।
(নশ্বর মানব )
ধন্যবাদ
অসাধারন ছন্দের তালে ,
অতঃপর মরিচিকা মামুন,
ধন্যবাদ
নতুন মন্তব্য করুন