শুরুতেই ধন্যবাদ পরিবর্তনশীলকে। ছোটখাটো কিন্তু হৃদয়ছোঁয়া জন্মদিনের শুভেচ্ছা সংক্রান্ত একটা পোস্ট দেবার জন্য।
মূল প্রসঙ্গে চলে আসি। বেশি না, বেছে বেছে মাত্র গোটা দশেক কারণ বলব কেন এই জন্মদিনকে (অ)শুভ বলছি।
(০১) রাত ঠিক বারোটা। বেশ ঘুম ঘুম পাচ্ছে। ঠিক এমন মুহুর্তে ইলেক্ট্রিসিটি চলে গেল। প্রচন্ড গরমে জান বের হয় হয় অবস্থা। ইলেক্ট্রিসিটি এলো ঠিক এক ঘন্টা পর। ততক্ষণে শরীর-মন থেকে জন্মদিনের সব আনন্দ উধাও! আছে খালি এক ঘন্টা হাতপাখা টানার কারণে হাত জুড়ে ব্যথা!
(০২) শেভ করতে গিয়ে দেখি শেভিং ফোম বেরোয় না! কি ব্যাপার! বেশ কিছুক্ষণ ঝাঁকাঝাঁকি করে তরলমতো যা বেরোল তাকে আর যাই হোক শেভিং ফোম হয়ত বলা যাবে না! কিন্তু কি আর করা, তাই দিয়েই শেভ সারতে হলো! (এইমাত্র মনে পড়ল আজকেও তো কেনা হলো না ফোম বা জেল! কাল কি হবে তাহলে! সাবান ঘষব নাকি!)
(০৩) আমার বাসা থেকে মেইন রোড খুব কাছেই। হাঁটলে মিনিট দুই-তিন লাগে। প্রচন্ড গরমে হেঁটে রাস্তা পার হয়ে অফিসের গাড়িতে উঠে শুনি গাড়ির এসি নষ্ট! অগত্যা কি আর করা, জানালা খুলে দিয়ে রাস্তার ধূলো খেতে খেতে অফিসে গমন!
(০৪) পরিকল্পনা মোতাবেক বাইরে লাঞ্চ করার (বলা ভাল, করানোর) কথা তিন কলিগের সাথে। কম্বিনেশনটা মজার। প্রথমজন, যাকে আমি খুবই পছন্দ করি, দ্বিতীয়জন, যে আমাকে খুব পছন্দ করে, আর তৃতীয়জন, যাকে নেওয়ার কারণ দলটাকে জোড় সংখ্যা বানানো! শেষ মূহুর্তে অবশ্য আরো একজন জুটে গেল! বের হওয়ার কথা সাড়ে বারোটার দিকে যাতে দুইটার আগেই ফিরে আসা যায়। আগে থেকে বলা সত্ত্বেও ঠিক সাড়ে বারোটাতেই মিটিং ফিক্স করে বসল তৃতীয়জন, বেরোতে বেরোতে বাজল সেই সোয়া একটা! ফ্রী ফ্রী একটু পেইন খেলাম!
(০৫) কপাল খারাপ হলে যা হয়, রাস্তা জুড়ে বিশাল জ্যামের কবলে পড়লাম! প্রত্যাশিত সময়ের থেকেও অনেক পরে পৌছুলাম নির্ধারিত গন্তব্যে।
(০৬) খাওয়া শেষে পাঁচজনের যে বিল আসল তা দেখে "চক্ষু চড়কগাছ" অবস্থা না হলেও তার চেয়ে বেশি ছাড়া কম হবে না! আফসোস একটাই, খাবার যতটা ভাল লাগবে ভেবেছিলাম ততোটা লাগেনি।
(০৭) প্রায় আড়াইটার দিকে অফিসে পৌছুলাম খাওয়া শেষে। গাড়ি থেকে নেমে রেজিস্টার খাতায় নামটা সই করে লিফটের কাছে গিয়ে দেখি বাকি চারজন আমাকে ফেলেই চলে গেছে! বেশি না, মাত্র হয়ত পাঁচ-সাত সেকেন্ডের জন্য লিফটটা মিস করলাম! সেটা বড় না, মাত্র যাদের খাওয়ালাম তারা আমাকে ফেলেই কিভাবে চলে গেল এটাই মাথায় ঢুকছিল না!
(০৮) এক কলিগ টাকা ধার চেয়েছে। না করতে পারিনি। বাসায় ফেরার পথে তাকে নিয়ে এটিএম বুথে গেলাম। কার্ড ঢুকিয়ে চার ডিজিটের টিন নাম্বার দিলাম। বলে যে ভুল নাম্বার! আবার দিলাম। যথারীতি একই ব্যাপার! আশ্চর্য! আবারো দিলাম। ওহ নো! কার্ড ক্যাপচারড হয়ে গেছে! গুঁতাগুঁতি করে কোন লাভ হলো না। বাইরে দাঁড়ানো ব্যাটা দাঁত কেলিয়ে হেসে জানাল যে পরদিন (আগামীকাল) ওদের এই ব্রাঞ্চে এসেই কার্ড কালেক্ট করতে হবে। ওদের কাস্টমার কেয়ারে ফোন করলাম। কমপক্ষে বিশবার চেষ্টার পর লাইন পাওয়া গেল! সেই একই কথা। পরদিন বারোটার পর গিয়ে কার্ড তুলে আনতে হবে। কি পরিমাণ যে বিরক্ত লাগছিল (এখনো লাগছে!) তা বলার মতো না!
(০৯) বাসায় ঢুকে দেখি ইলেক্ট্রিসিটি নাই! এমনিতেই ঘামি বেশি। সে এক পুরা নারকীয় অবস্থা!
(১০) সবথেকে পছন্দের মানুষটাই জন্মদিনের শুভেচ্ছা জানায় নি আজ! তার সাথে কথা হয়েছে, দেখাও হয়েছে। ইচ্ছে করেই হয়ত জানায় নি সে, কিন্তু কেন! কোন কারণই মাথায় ঢুকছে না বা যথার্থ বলে মনে হচ্ছে না!
নাহ, নেতিবাচক মনোভাব নিয়ে লেখা শেষ করতে ইচ্ছা করছে না। দিনের কিছু ইতিবাচক কথাও বলি। রাতেই শুভেচ্ছা পেয়েছি ছয়জনের কাছ থেকে। সকাল থেকে পেলাম আরো বেশ কিছু। সচলায়তনে ঢুকেই পেলাম মাহবুব লীলেন ভাইয়ের কাছ থেকে শুভেচ্ছা। পরে আরো কিছু পেয়েছি বটে। অস্ট্রেলিয়া থেকে বন্ধু ফোন করেছিল শুভেচ্ছা জানানোর জন্য। একটু আগে দেখলাম পরিবর্তনশীলের পোস্ট। সবমিলিয়ে শুভর পাল্লাও কিন্তু খুব একটা কমজোরি না! সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ।
তারপরও মানুষের মন! সংশয় কাটতেই চায় না! আর দুঃখবিলাসী মনটাতো ভালোটা মনে রাখতেই চায় না, খালি খারাপটা নিয়েই ভেবে ভেবে অস্থির! কি যে করি!
মন্তব্য
ব্যাপার না। এই যে আমরা সবাই জানাচ্ছি ...শুভ জন্মদিন।আজকে যা হবার হয়েছে...কাল থেকে ভালো কাটুক।।এই কামনা।
ভালো হোক
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
অল্প সময়েই সচলায়তনের সবার কাছ থেকে যে আন্তরিকতা আমি পেয়েছি তা এক কথায় বলে বোঝানোর মতো না। অসংখ্য ধন্যবাদ। একই কামনা আমারও, আজকের দিন যেন ভাল কাটে।![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
- জয় বাবা জন্মদিন।![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
অন্যদেশে মাইনষে খাওয়ায় আর আমাগো দেশে হালার বন্ধুরা গলায় কোপায়!
যাউকগা, সবচাইতে প্রিয়জন না জানালেও বোধকরি দিনটা একদমই শুভেচ্ছাহীনতায় কাটেনি। এটিএম সাহেবের কার্ড খেয়ে ফেলার ঘটনায় ব্যাপক মজা পাইছি!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ঠিকি কইছেন। কারণ অফিস শেষে বাসায় যাওয়ার পথে গাড়ির সবাইরেও খাওয়াইতে হইছে। তার চেয়েও বড় কথা, ওইদিনই এক্সট্রা দুইজন গাড়িতে উঠছে!
বস, এটিএম বাবাজির ঘটনায় মজা পাইলেন! মজাটা তো আমিও টের পাইতেছি!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
জন্মদিন প্রসন্ন হোক ...
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
শুনতে পেলাম জন্মদিনে নিদ্রাহীন গার্ডের
মিলছে না খোঁজ গার্ড সাহেবের এটিএম কার্ডের
তার উপরে বিজলী গায়েব, ঘামছে শরীর গরমে
জন্মদিনে গার্ড সাহেবের মেজাজ উঠছে চরমে
বন্ধুরা কয়,"মেজাজ নামা, অশুভ কথা বাদ দে
ঘামতে ঘামতে পার্টি করি, আজকে না তোর বার্থডে।"
জন্মদিন শুভ হোক। ফিরে আসুক ফেরারী কার্ডটি।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
ওয়াহ ওয়াহ, মারহাবা!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
অসংখ্য ধন্যবাদ চমৎকার ছড়ার জন্য।
ধুর মিয়া!!!
এইগুলা মন খারাপের কোনো কারণ হইলো...মন্টা ঠিক করেন। লন একটা কোক খান।
শেষের কারণে অবশ্য ভাবনায় ফেলে দিসে...![চিন্তিত চিন্তিত](http://www.sachalayatan.com/files/smileys/39.gif)
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
তুমি তো জোস কোক রান্না কর! খায়া খুব মজা পাইছি!![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
শেষ কারণ নিয়া ভাইবো না। এই টাইপের কিছু মানুষ থাকেই যারা এই ধরণের কাজগুলা ইচ্ছা কইরা করে, কইরা মজা পায়!
শুভ জন্মদিন মিয়া -------- জন্মাইয়াই তো শুভ কাজ সারছেন আর আফসোস রাখেন ক্যান?
যদিও আফসোস গুলা সব বড়লোইকা-------কোনটাতেই দুঃখ খুঁইজা পাইলাম না ------- যাউকগা কাল থিকা আবার সব মনের মতনই চলব ---- আশীর্বাদ রইল!
আমার এক উপকারী বন্ধুর জন্মদিন আমি সবসময়ই ভুলে যাই ------বেশীর ভাগ সময়ই পরে মনে হয় ------- আপনারটাও হয়তো বা সেই কেইস ----- তবে একবার ভুল যাতে না হয় তার আগের দিন ভুলে দিয়ে ফেলেছিলাম ------
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
কোনটাতেই দুঃখ খুঁজে পাইলেন না! কি কন!![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ। এইটার জোরে দিনগুলো ভাল কাটবে বলেই আমার ধারণা!
নাহ, আমারটা ওই কেস না। কাল যে আমার জন্মদিন ছিল, সে যে এইটা জানত, তা আমি ১০০% নিশ্চিত!
যাই হোক ব্যাপার না, এই যে আপনাদের এতজনের কাছ থেকে শুভেচ্ছা পাইতেছি, এইটাই বা কম কি! বিশাল পাওয়া!
শুনেন... রাত ঠিক বারোটায় বিদ্দুত কেন গেছিলো বুঝেন নাই? যাতে কেকের উপরে জ্বলা মোমটা ভালো দেখায়... আর প্রায় পূর্ণিমা রাইতে যাতে ফোনে বিশেষ জনের সাথে রোমান্টিক কথা বলতে পারেন... সেইটা নিয়া মাইন্ড খায়েন না...
আর এর পরে যেইসব বিপত্তি... সেইগুলা তো হইবোই... এই যে সচলায়তনের এত এত লোক আপনেরে শুভেচ্ছা জানায় তাগোরে না খাওয়ায়া আপনে খালি অফিসের লোকজনেরে খাওয়ান... তাইলে হবে?
তবে ভাইব্বেন না যে আবার বদ দুয়া দিছি...
সকালে একবার বলছিলাম... আবারো বলি... শুভ জন্মদিন... যতই অশুভ হউক... তাও শুভই...
আর শেষের কারনটায় চিন্তিত? দেখেন আবার... সারপ্রাইজের ঘনঘটাও হইতে পারে... আমার একবার হইছিলো এইরম... সে এক কাহিনী...
______________________________________
পথই আমার পথের আড়াল
কাহিনী শোনার অপেক্ষায় থাকলাম। তাড়াতাড়ি শোনান আমাদের!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
এত কারণ পড়তে পারুম না, শুভ জন্মদিন !![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
থেংক্যু!![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
অতন্দ্র প্রহরীরে বাংলায় আমরা বলি চকিদার
তো চকিদারের কাজ হলো রাতে পাহারা দেয়া
সে ঠিকমতো পাহারা দিতে পারে কি না সেটা পরীক্ষা করার জন্যই তো সরকার বাহাদুর মাঝেমাঝে কারেন্ট অফ করে দিয়ে মশকরা করে
এটা নিয়ে রাগারাগি করা তো একজন চকিদারের সার্ভিস রুল বিরুদ্ধ কাজের সামিল
কারণ আলো যতক্ষণ আছে ততক্ষণ চকিদারের কী কাম?
০২
নাইট গার্ড যদি দিনের বেলা রাস্তাঘাটে বের হয় তাহলে তো তার ঝামেলায় পড়ারই কথা
তার তো দিনের বেলা কিছু দেখারও কথা না। বোঝারও কথা না
কারণ দিনের টাইমটা হলো নাইট গার্ডের ঘুমানোর টাইম
দিনে ঘুরে বেড়ালে তো রাতে ডিউটি করা যাবে না মানিক...
০৩
অন্যপ্রসঙ্গ
ছোটবেলা থেকেই একটা প্রশ্ন আমার মাথায় ঘোরে
তা হলো- নাইটগার্ড তোরা সারারাত বাইরেই থাকে
তাহলে নাইটগার্ডদের ছেলেপিলে হয় কেমনে?
(১) মেনে নিলাম!![খাইছে খাইছে](http://www.sachalayatan.com/files/smileys/10.gif)
![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
![চোখ টিপি চোখ টিপি](http://www.sachalayatan.com/files/smileys/3.gif)
(২)
(৩) চিন্তায় ফেলে দিলেন!
লীলেন ভাইয়ের মন্তব্যে (বিপ্লব) ।
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হ্যাপি বার্থ ডে ।
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
আমাদের বাসায় তো জন্মদিন পালনের কোন বালাই নাই। কয়েকবার এমন হইছে বাসার কারুরই মনে ছিল না আমার জন্মদিন। এইবারও যেমন আম্মার খেয়াল নাই... শেষে রাতে খাওয়ার টেবিলে লাজ-লজ্জার মাথা খাইয়া আমি জানাইলাম যে আমার জন্মদিন আছিল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক ভাই, একবার আমারো এমন হইছিলো! মা, বোন সবাই ভুলে গেছিলো! তবে ভাই আমাদের বাসাতেও জন্মদিন পালন করা হয় না।
শুভ জন্মদিন অতন্দ্র প্রহরী।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ধন্যবাদ জলিল ভাই![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
ধুর মিয়া! এইগুলা কোন কারণ হৈল?![দেঁতো হাসি দেঁতো হাসি](http://www.sachalayatan.com/files/smileys/4.gif)
আমাগোরে দ্যাখেন প্রত্যেক দিন হাজার হাজার কুইজের মাঝেও কি সুন্দর নাচতাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
কি মিয়া, মায়ের কাছে মাসীর বাড়ির গল্প করতেছ নাকি! হাজার হাজার কুইজের দুঃস্বপ্ন আমিও পার কইরা আসছি
তখন মেজাজ খুব খারাপ হইলেও এখন খুবই মিস করি! ![মন খারাপ মন খারাপ](http://www.sachalayatan.com/files/smileys/2.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
যত খারাপই লাগুক না কেন গতকালকের দিনটাতে, শেষ পর্যন্ত তোমাদের কারণেই ওগুলা ভুইলা যাইতে হইছে। সবাইরে ধন্যবাদ
তথাপি, শুভ জন্মদিন
................................................................................
মনে হয় তবু স্বপ্ন থেকে জেগে
মানুষের মুখচ্ছবি দেখি বাতি জ্বেলে
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ধন্যবাদ![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
কেউ কি কখনো আপনাকে বলেছে যে আপনার চেহারাটা অনেকটা 'পরদেশ' (সুভাষ ঘাই এর। মাহিমা, শাহরুখ আছে) সিনেমার ওই নায়কটার মত (নাম মনে নাই)?
শুভ জন্মদিন !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ শিমুল আপু![হাসি হাসি](http://www.sachalayatan.com/files/smileys/1.gif)
তাহলে দেখা যাচ্ছে অনেক মিশ্র অনুভূতি পেয়েছেন এবারের জন্মদিনে। আগামী জন্মদিন যেন এবারের চেয়ে ২০০% ভাল কাটে সেই কামনা রইল।
নতুন মন্তব্য করুন