কারো সর্বনাশ, কারো পৌষ মাস। বেচারা হিমু নেট ছাড়া অনেক কষ্টে আছে বা ছিল নিঃসন্দেহে। কিন্তু সেটা নিয়ে একটু রম্য করার লোভ সামলাতে পারলাম না। সুজনদার মতো তো আর আঁকাআঁকি করতে পারি না। তাই তাঁর আঁকা ছবি চোথা মেরে কোলাজের অপচেষ্টা। কারো কাছে আপত্তিকর লাগলে পোস্ট মুছে দেয়া হবে।
মন্তব্য
ধুর সবকিছু বেসাইজ হয়ে গেল!
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
বেসাইজই তো ভালো
আউয়া আউয়া? হা হা। মজা পাইলাম।
এরশাদের দ্বিতীয় পুত্র এরিক এরশাদ জন্মাবার পরে কোন একটা ম্যাগাজিনের প্রচ্ছদে ক্যাপশান ছিল 'আউয়া আউয়া, আমি আব্বা হইছি'
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
খাইছে। এইবার মনে হয় মাইর একটাও মাটিতে পড়বে না।
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
সাবাস! দুনিয়ার মডু জেলে মরো, এরশাদাদু মেয়ে ধরো!
জম্পেশ হইছে
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
ঠিক আছে। ভাল হয়েছে।
তীব্র পেতিবাদ জানাচ্ছি! আমি তানভীর ভাইয়ের ফাঁসির দাবি জানাই।
হাঁটুপানির জলদস্যু
আম্মাআআআআ
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
- হাতে আগুন একটা সত্যিকারের স্ক্রিপ্ট নিয়া ঘুরতাছি, সামাইন্য এত্তেলা করলেই হইতো।
স্ক্রিপ্টটা অবশ্য হিমুরে নিয়াই। আমি বিশ্বাস করি নাই, কিন্তু উৎসটা এমন একজন যে তারে অবিশ্বাস আমি কেন, কোন সচলেই কখনো করবো না।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কইয়া ফেলান। না কইলে জানুম কেমনে। আগুন বেশীক্ষণ হাতে রাখলে ঝলসে যেতে পারে।
=============
"কথা বল আমার ভাষায়, আমার রক্তে।"
জলপাই আর জলদস্যুদের না ঘাঁটানোই ভাল। তারপরেও উপাদেয় খবর হিসেবে পড়ে মজা নিলাম। ধন্যবাদ।
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
অন্ধকারের উতস হতে উতসারিত আলো
হা হা হা ...
দারুন হয়েছে !
............................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হা হা হা ...
দারুন হয়েছে !
............................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
কার ফাঁসি কে ফাঁসে!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
পারফেক্টো!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
এক্কেরে !!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
জব্বর হইছে!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
ভালোই লাগছে। বিশেষ করে নিচের 'সচল জীবি' দের অংশ টা।
ভালো লাগার ই কথা দুই দুই বার আবেদন করেও এখন পারমানেন্ট হইতে পারলাম না তো 'মডারেটর' মহোদয় এর জন্যই।
বিদায়।
মডু হিমুর নিঃশর্ত মুক্তি চাই।
(ইয়ে মানে, আমিও সুশীল কি না)
আবার লিখবো হয়তো কোন দিন
নতুন মন্তব্য করুন