উইকএন্ড শুরু হইছে। পুরান দিনের গান শোনার শখ হইছে। য়্যুটুবওয়ালাদের মুখে ফুলচন্দন পড়ুক। কি সুন্দর টিপ দিলেই সেই কৈশোরে চলে যাওয়া যায়। গান আমি একলা শুইনা মন খারাপ করমু ক্যান। আপনারাও শুনেন (মানে দ্যাখেন আর কি)। জানি দেশে এখনো ইউটিঊব দেখা যায় না। কিন্তু ইস্নিপ্স ক্যামনে দিতে হয় সেটাও জানি না। শুনতে ইচ্ছা হইলে কষ্ট কইরা ইস্নিপ্সে খুঁইজা দ্যাখেন।
• নেভার নিউ লোনলি – ভিন্স গিল
• ওয়াকিং ইন মেমফিস- মার্ক কোহন
এই গানের আসল ভিডিও এমবেডীং ডিজএবল করা হইছে। এই লিংক থেকে দেখতে পারেন।
• ডিসকভারি- ক্রিস ডি বার্গ (ভিডিও মনে হয় পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান থেকে চোথা মারা হইছে)
• ডাস্ট ইন দ্য উইন্ড - ক্যানসাস
• নট এ ড্রাই আই ইন দ্য হাউস – মিট লোফ
• মিসিং ইউ – জন ওয়েইট
• স্টে – লিসা লোয়েব
• ডাইড ইন ইউর আর্মস – কাটিং ক্রু
• টু স্টেপ্স বিহাইন্ড – ডেফ লেপার্ড
• হোল ইন মাই সোল – এরোস্মিথ ( এই ভিডিওটা এককালে আমার খুব পছন্দ ছিল। কিন্তু এখন কেন জানি ভাল লাগে নাই)
লিংক দিয়ে আর বেশী লম্বা করলাম না। দশটাই দিলাম।
মন্তব্য
সব গুলাই সেইরম। জাঝা
আপনারেও জাঝা
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
পোস্টটারেই বুকমার্ক করে রাখলাম। জটিলস সব গান!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
ডালিমকুমারের মুখেও ফুলচন্দন পড়ুক!
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙ্গা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নতুন মন্তব্য করুন