১ | লিখেছেন কীর্তিনাশা (তারিখ: রবি, ২৭/০৭/২০০৮ - ১২:৫১অপরাহ্ন)
তানভীর ভাই অসংখ্য ধন্যবাদ আপনার টিপসের জন্য। আমি এই টিপস গুলো এখনই আমার পরিচিতদের সাথে শেয়ার করছি।
---------------------------------
সচল আছি, থাকবো সচল!!
২ | লিখেছেন সৌরভ (তারিখ: রবি, ২৭/০৭/২০০৮ - ১:০৪অপরাহ্ন)
খুব কাজের পরামর্শ।
তবে, সামান্য সতর্কতা।
বাইরের প্রেক্ষাপটে তৈরি সব পরামর্শ যে আমাদের দেশে খাটবে, এমনটা ভাবা কঠিন। আমাদের দেশে সবচেয়ে বড় দুর্যোগের কারণ হতে পারে ভবনকাঠামোয় ত্রুটি থাকবার জন্য পুরোটা ধ্বসে পড়া।
বেশ কয়েকটা টেক্টোনিক প্লেটের উপরে ভাসমান দেশে থাকবার সুবাদে, প্রতিমাসেই অল্পস্বল্প ভূমিকম্প যেহেতু অনুভব করতে হয়, সেই অভিজ্ঞতা থেকে যোগ করি।
সবচেয়ে বড় পরামর্শ হবে, আতংকিত না হওয়া।
হুটহাট করে বাড়ির বাইরে দৌড় দেওয়া বা জানালা দিয়ে বেরুবার চেষ্টা করা - এগুলো বিপদ ডেকে আনবে।
আমার কথা আজকাল কেউ বিশ্বাস করে না... কিন্তু তবুও বলি... আমার এই জীবনে আমি এখনও পর্যন্ত একবারও ভূমিকম্প টের পাই নাই... কাঁপাকাঁপি শেষ হইলে বুঝছি যে এতক্ষন ভূমিকম্প হইছে (টিউব লাইটেরও অধম)।
তো আমার জন্য সতর্কতা নহে... দরকার ভূমিকম্প যে হইতেছে তা বোঝার টিপস... সেইটা কি?
কিন্তু তার জন্য অবশ্যই আমি দীর্ঘক্ষন স্থায়ী ভূমিকম্পর দাবী করতে পারি না তাই না?
১৪ | লিখেছেন তানভীর (তারিখ: সোম, ২৮/০৭/২০০৮ - ১২:১০পূর্বাহ্ন)
আপনে তো তাইলে সুখী মানুষ। ভূমিকম্প হইতেছে-এটা না বোঝাই তো ভালো। অধিকাংশ মানুষ ভূমিকম্পের সময় আতংকিত হয়েই নানা দুর্ঘটনা ঘটায়, আপনার সে ঝামেলা নাই। আর কম্পন না বুঝেন, বিল্ডিং ভেঙ্গে পড়ার সময় তো বুঝবেন। যদি ভালো মিস্ত্রী দিয়ে বাড়ি বানায়ে থাকেন (অথবা যদি বাড়িওয়ালা বানায়), তবে সিলিং হুড়ুম করে পড়ার সম্ভাবনা নাই। পড়ার আগে ফ্র্যাকচার হয়ে জানান দিবে। তখন শেল্টার নিয়েন।
তানভীর ভাইয়ের অনুমতি পেলে এই লেখাটা লেখকের নাম, লেখকের প্রতি কৃতজ্ঞতা এবং সচলে প্রকাশের তথ্য সমেত আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশ করতে চাই। আরো ভালো হয় যদি তানভীর ভাই একটু সময় করে নিজেই পোস্ট করে দেন। তাহলে আরো কিছু লোক ব্যাপারগুলো জানতে আর সাবধান হতে পারত।
মন্তব্য
তানভীর ভাই অসংখ্য ধন্যবাদ আপনার টিপসের জন্য। আমি এই টিপস গুলো এখনই আমার পরিচিতদের সাথে শেয়ার করছি।
---------------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
খুব কাজের পরামর্শ।
তবে, সামান্য সতর্কতা।
বাইরের প্রেক্ষাপটে তৈরি সব পরামর্শ যে আমাদের দেশে খাটবে, এমনটা ভাবা কঠিন। আমাদের দেশে সবচেয়ে বড় দুর্যোগের কারণ হতে পারে ভবনকাঠামোয় ত্রুটি থাকবার জন্য পুরোটা ধ্বসে পড়া।
বেশ কয়েকটা টেক্টোনিক প্লেটের উপরে ভাসমান দেশে থাকবার সুবাদে, প্রতিমাসেই অল্পস্বল্প ভূমিকম্প যেহেতু অনুভব করতে হয়, সেই অভিজ্ঞতা থেকে যোগ করি।
সবচেয়ে বড় পরামর্শ হবে, আতংকিত না হওয়া।
হুটহাট করে বাড়ির বাইরে দৌড় দেওয়া বা জানালা দিয়ে বেরুবার চেষ্টা করা - এগুলো বিপদ ডেকে আনবে।
আবার লিখবো হয়তো কোন দিন
'বাইরের প্রেক্ষাপটে তৈরী পরামর্শ'গুলো বাদ দিয়েই মনে হয় বাকীগুলো উল্লেখ করেছি। তবু সতর্কতার জন্য ধন্যবাদ।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
'বাইরের প্রেক্ষাপটে তৈরী পরামর্শ'
উহু, এই পোস্টের কথা বলি নি। পত্রপত্রিকায় দেখবেন সেইরকম পরামর্শ অনেক থাকে।
আবার লিখবো হয়তো কোন দিন
আপনার এই পোস্টটা সবারই অন্য সব ফোরাম-টোরামে শেয়ার করা দরকার।
আবার লিখবো হয়তো কোন দিন
জেনে রাখলাম...
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
হুম। অনেক গুলো ভুল ধারনা ছিল দেখতে পাচ্ছি। ধন্যবাদ।
-------------------------------------------------------
আমি সেই অবহেলা, আমি সেই নতমুখ, নীরবে ফিরে চাওয়া, অভিমানী ভেজা চোখ।
থ্যাংকস এ লট।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
কাজের পোস্ট।
হাঁটুপানির জলদস্যু
কাজের।
গত দশ বছর পেপার বিক্রি করা ঠিক হয় নাই , বেশ ভালো একটা void তৈরী করা যেতো।
অত্যন্ত কাজের পোস্ট। ধন্যবাদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আমার কথা আজকাল কেউ বিশ্বাস করে না... কিন্তু তবুও বলি... আমার এই জীবনে আমি এখনও পর্যন্ত একবারও ভূমিকম্প টের পাই নাই... কাঁপাকাঁপি শেষ হইলে বুঝছি যে এতক্ষন ভূমিকম্প হইছে (টিউব লাইটেরও অধম)।
তো আমার জন্য সতর্কতা নহে... দরকার ভূমিকম্প যে হইতেছে তা বোঝার টিপস... সেইটা কি?
কিন্তু তার জন্য অবশ্যই আমি দীর্ঘক্ষন স্থায়ী ভূমিকম্পর দাবী করতে পারি না তাই না?
যাই হোক... ধন্যবাদ... লোকজনরে এইসব পরামর্শ বিলাইতে তো পারবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনে তো তাইলে সুখী মানুষ। ভূমিকম্প হইতেছে-এটা না বোঝাই তো ভালো। অধিকাংশ মানুষ ভূমিকম্পের সময় আতংকিত হয়েই নানা দুর্ঘটনা ঘটায়, আপনার সে ঝামেলা নাই। আর কম্পন না বুঝেন, বিল্ডিং ভেঙ্গে পড়ার সময় তো বুঝবেন। যদি ভালো মিস্ত্রী দিয়ে বাড়ি বানায়ে থাকেন (অথবা যদি বাড়িওয়ালা বানায়), তবে সিলিং হুড়ুম করে পড়ার সম্ভাবনা নাই। পড়ার আগে ফ্র্যাকচার হয়ে জানান দিবে। তখন শেল্টার নিয়েন।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
তানভীর ভাইয়ের অনুমতি পেলে এই লেখাটা লেখকের নাম, লেখকের প্রতি কৃতজ্ঞতা এবং সচলে প্রকাশের তথ্য সমেত আমাদের প্রযুক্তি ফোরামে প্রকাশ করতে চাই। আরো ভালো হয় যদি তানভীর ভাই একটু সময় করে নিজেই পোস্ট করে দেন। তাহলে আরো কিছু লোক ব্যাপারগুলো জানতে আর সাবধান হতে পারত।
অবশ্যই। তবে পোস্ট আপনারই দেয়া লাগবে। যদি পারেন একটা লিংক এখানে দিয়েন। ধন্যবাদ।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
কিছু অতি প্রয়োজনীয় তথ্য জানা হলো।
আমার তো আরো কিছু জানার ছিল তানভীর ভাই।
ভূমিকম্পের সময় বিল্ডিংএর কোন ফ্লোর বেশি নিরাপদ - গ্রাউন্ড ফ্লোর, টপ ফ্লোর নাকি মাঝামাঝি ফ্লোর?
ভূমিকম্পের সময় বিল্ডিং ধ্বসে পড়লে সাধারনত কিভাবে পড়ে? কাত হয়ে পড়ে নাকি একটা তলার উপর আরেকটা ভেঙে পড়ে?
-------------------------------
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
ওয়াও চমৎকার একটি পোস্ট!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
ইন্টারনেটে ভালো করে খোঁজ নিয়ে কয়েকটা টিপস নিয়ে বিতর্ক খুঁজে পাওয়াতে টিপসগুলো মুছে দিলাম। আপাতত পোস্টে ডিসক্লেইমার দিলাম। দু’একদিনের মধ্যে পোস্ট মুছে দেবো। দুঃখিত
নতুন মন্তব্য করুন