বাঘ

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: রবি, ১৫/০৩/২০০৯ - ১:১৪পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এক বনে ছিল এক নারীলিপ্সু বাঘ। সুন্দরী বালিকাদের যত্ন করে কামড়ানোতেই তার যত আনন্দ। কিন্তু বাঘের মনে বড়ই দুঃখ। বনে কামড়ানোর মত সুন্দরী বালিকার বড়ই অভাব। অব্যবহৃত হতে হতে বাঘের দাঁতে প্রায় মরচে পড়ার উপক্রম।

অবশেষে একসময় বাঘের এ দুঃখ অবসান হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল। বনে এক চকিতচপলাচিত্তচঞ্চলা বালিকার আবির্ভাব ঘটল। বাঘমামা কাঁঠাল পাতা চিবুতে চিবুতে, পাত্থর ঘষে দাঁতে শান দিতে দিতে বালিকাকে কামড়ানোর পরিকল্পনা আঁটতে লাগল।

তো পরিকল্পনামাফিক একদিন বাঘমামা বালিকাকে ভুজং-ভাজং দিয়ে নৌবিহারে নিয়ে গেল। মুখে বলল- ‘তুমি বনে নতুন এসেছ, চল তোমাকে নৌকায় চড়ে সব ঘুরিয়ে দেখাই। এটা তো আমার দায়িত্ব’। আর মনে মনে- ‘তারপর, রাত্তিরে...হাম তুম এক কামরে মে বন হু...হুম’ দেঁতো হাসি

কিন্তু বিধি বাম। নৌকা মাঝনদীতে পৌঁছতেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হল। সে কী বিষ্টি আর বিষ্টি! কিচ্ছু দেখা যায় না। ঝড়ো বাতাসে নৌকাও গেল উলটে। বালিকা সাঁতরে কূলে আসছে আর পেছনে বাঘমামা পানিতে খাবি খেতে খেতে আকাশ-বাতাস প্রকম্পিত করে ‘বাঁচাও, বাঁচাও’ করে চিৎকার করছে। বালিকা বলল- ‘সে কী, তুমি না বনের রাজা বাঘ? এইটুকু পানি পার হতে পারছ না!’

বাঘ ভ্যা ভ্যা করে কেঁদে বলল- ‘এঁএঁএঁ...আমি তো আসলে শুধু হাঁটু পানির জলদস্যু’।


মন্তব্য

নিবিড় এর ছবি

আজকে কি বিশ্ব পশু দিবস চিন্তিত
তবে লেখা পড়ে বড়ই মজা পাইলাম হাসি


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

আরে বাঘ মামাও আসছে। চিড়িয়াখানাটা আরও জমজমাট হইল।

Lina Fardows

সবজান্তা এর ছবি

তবে কিচু কিচু বাগ ভালো সাতার দিতে পারে, একজাম্পল, সবুজ বাগ।


অলমিতি বিস্তারেণ

তানভীর এর ছবি

কতা সইত্য।

খেকশিয়াল এর ছবি

ওরে! হো হো হো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জলদস্যুকে এভাবে ডুবানো ঠিক হয়নি চোখ টিপি

হিমু এর ছবি

নিজের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাঁটুপানির জলদস্যু মিডিয়াকে জানান যে এটি তাঁর বিরুদ্ধে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। তিনি মোটেও নৌকাডুবির শিকার হননি, বরং ট্যুরশেষে হাঁটুপানিতেই ফরজ গোসল করছিলেন (বালিকাশুদ্ধু)। একটি বিশেষ মহল তাঁর চরিত্রহননের জন্য এই প্রোপাগান্ডা চালাচ্ছেন বলে তিনি জানান। তিনি আরও বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এরপর তিনি চা বিরতি পালন করেন। তবে উপস্থিত সাংবাদিকদের চা না দেয়ায় সাময়িক ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানভীর এর ছবি

এটা কুনো সাঙ্ঘাতিক মহাজনের রিপোর্ট বইলা সন্দেহ হইতেছে চিন্তিত সবই ষড়যন্ত্র।

এনকিদু এর ছবি

হলুদ সাংবাদিকতা


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

জিজ্ঞাসু এর ছবি

হো হো হো

___________________
সহজ কথা যায়না বলা সহজে

ইশতিয়াক রউফ এর ছবি

আমিও নারীলিপ্সু বাঘকে নিয়েই লিখতে গিয়েছিলাম। চোখ টিপি

তানভীর এর ছবি

চোখ টিপি

ধুসর গোধূলি এর ছবি
ফারুক হাসান এর ছবি

দেঁতো হাসি
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আলমগীর এর ছবি

কিন্তু বিধি বাম। নৌকা মাঝনদীতে পৌঁছতেই হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হল।

সেই খানে যাবারকালে বাঘা কী করল, তার কোন বিবরণ নাই গল্পে।

নতুন কিছু কী ঘটছে নাকি? হিমুর উত্তর দেইখা সন্দেহ বাড়তেছে চোখ টিপি

তানভীর এর ছবি

যাবারকালে তেমন কিছু হয় নাই। বাঘা ভাবছিল দিনে বালিকারে পটায়ে, রাত্তিরে হাম-তুম হবে...বেচারা বাঘা চোখ টিপি

ফয়সল [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

সৌরভ এর ছবি

খেক খেক।


আবার লিখবো হয়তো কোন দিন

মুশফিকা মুমু এর ছবি

হো হো হো

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতিথি লেখক এর ছবি

দারুণ হইছে!! গড়াগড়ি দিয়া হাসি
তবে ছাগু নিয়া কেউ কিছু লেখতেছে না কান!
-----------
উদ্ভ্রান্ত পথিক

তানভীর এর ছবি

হ। তয় আমি এট্টু আগে এক দাওয়াতে ছাগুর বিরিয়ানি খেয়ে আসলাম দেঁতো হাসি

সুহান রিজওয়ান এর ছবি

এরপর তিনি চা বিরতি পালন করেন। তবে উপস্থিত সাংবাদিকদের চা না দেয়ায় সাময়িক ক্ষোভ ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

এ প্রসঙ্গে অতিথি লেখকের দল জানায়, কেবল তাদের আপ্যায়নের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনার দাবী রাখে।

গল্প উড়া-ধুড়া হইসে...

পান্থ রহমান রেজা এর ছবি

দেঁতো হাসি

নীড় সন্ধানী [অতিথি] এর ছবি

বাঘমামা কাঁঠাল পাতা চিবুতে চিবুতে

সন্দেহ হয় ইহা বাঘমামা নহে। বাঘমামা কাঁঠালপাতা চিবোয় না। কাঁঠালপাতা ছাগু খাদ্য। ইহা সম্ভবতঃ ব্যঘ্র বেশে ছাগ হো হো হো

কীর্তিনাশা এর ছবি

হি...................... দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নাহত এর ছবি

ব্যাপক হইসে তানভীর ভাই। হা হা গ গ গড়াগড়ি দিয়া হাসি

---------------------------------

বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?

---------------------------------

বাঁইচ্যা আছি

অতন্দ্র প্রহরী এর ছবি

ব্যাপক মজা পাইসি গড়াগড়ি দিয়া হাসি

ওসিরিস [অতিথি] এর ছবি

নিউজ আপডেটঃ

বিকালে এক প্রতিবাদ সভায় বনের কয়েকজন বন-লতা সেন কে পাশে বসিয়ে রেখে মাওলানা চাকবুমচাকবুম বলেছেন, "কাজ শেষে ফরজ গোসল করা নিয়ে এসব মস্কারি তাগুতি কর্মকান্ড"

এদিকে বাঘমামা এসব বন্ধ না করলে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে কামড়ায়ে ফালাফালা কইরা ফালাবেন বলে হুশিয়ারি উচ্চারন করেছেন। সবশেষে তিনি জনগন কে আবারো সাবধান করে দিতে "ম্যাও...ও...ও" করে হুঙ্কার দেন।

..................বাঘা বটগাছের তল থেইকা বনের কুকর্ম রিপোর্টার ওসিরিস

স্নিগ্ধা এর ছবি

ছিহ্‌ তানভীর!! আপনার কাছ থেকে এটা আমি একেবারেই আশা করি নি!
বাঘা হোক হাঁটুপানির জলদস্যু, কী আলো দিয়ে লেখার কারিগর, কী ইউক্রেনী-ইরিনা-প্রেমিক, কী প্রবাসী পড়ুয়া - মোট কথা সে সাপ, ব্যাং,বাঘ, মডু যা-ই হোক না কেন, সে কী মানুষ নয়?! তার কী মন নেই?! আঘাত পেলে সে-ও কী কাঁদে না? অন্যের দুঃখে সে-ও কী হাসে না?!

এভাবে তাকে নিয়ে মশকরা-মূলক লেখা লেখার আনুষ্ঠানিক নিন্দা জানাই ..... !

ওসিরিস [অতিথি] এর ছবি

মাশাল্লাহ মাশাল্লাহ,

মুইও আন্নের দলে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

জমজমাট গপ্পো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দেবোত্তম দাশ এর ছবি

চরম রে ভাই দেঁতো হাসি
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

পটলবাবু [অতিথি] এর ছবি

হিহি! অঙ্কোর!!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।