রৌদ্র-তপ্ত দিনে পৃথিবীটা চুল্লি
মানুষ পুড়ছে তাতে
তেলে-ভাজা জবজবে ঘাম।
ছায়াহীন রাজপথে
চাকা ঘোরে দিনে-রাতে
মানুষ ছুটছে শুধু
থামার নেই কোন নাম।
নেই গাছ, নেই বন
নেই কোন আলোড়ন
যান্ত্রিক জীবনের শশব্যস্ততা।
দাবদাহ পৃথিবীতে, দাবদাহ জীবনেও
এত হিসেব-নিকেশ ফেঁদে
শূন্য যে খাতা।
মন্তব্য
দারুন লিখেছেন তানভীর ভাই ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
সেটাই।
তিরিশ বছর পার করে দিয়ে দেখি সবই শূন্য!
ভাল লাগল তানভীর ভাই।
নতুন মন্তব্য করুন