পোস্টারায়তনঃ দেলোয়ার ও সালোয়ার

তানভীর এর ছবি
লিখেছেন তানভীর (তারিখ: শুক্র, ৩১/০৭/২০০৯ - ২:৩৮পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আমিও একটা দিলাম...মুহাহাহা

প্রথম পাতা থেকে ছবি সরানোর জন্য হাবিজাবি লিখতেসি...

আমি অবশ্য মুভিটা দেখি নাই

নামসে নাকি ছবিটা? নামসে দেঁতো হাসি

delwar-poster

দেলোয়ারের ছবি সূত্রঃ ডেইলি স্টার


মন্তব্য

ছায়ামূর্তি [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হো হো হো

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

অতিথি লেখক এর ছবি

তুমুল হইছে......

এই সিনেমার জইন্য নায়ক দেলুয়ার ভাই কে "গোল্ডেন কদু" পুরস্কার দেয়া হোক......

#ওসিরিস

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

লগে ইউটিউবের সেই লিঙ্কটা জুড়ে দিলে মজা হইতো কিন্তু...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতিথি লেখক এর ছবি

কাটি দিলাম

তানভীর এর ছবি

দিলাম হাসি

সাইফ তাহসিন এর ছবি

বস, জটিল, গড়াগড়ি দিয়া হাসি দেলোয়ারের সালোয়ার মনে হয় কস কী মমিনে ছিল, সেইটা মনে পইড়া হাসতে হাসতে কাশি আইসা গেল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানভীর এর ছবি

হুম...সেই আলমগীর মমিন কই হারায়ে গেল? চিন্তিত

প্রজাপতি [অতিথি] এর ছবি

চরম হয়েছে , ইউটিউবের সেই লিঙ্কটা দিয়ে দিলুম

তানভীর এর ছবি

ধন্যবাদ

হিমু এর ছবি

বস, পোস্টে কিছু টেক্সট অ্যাড করে দ্যান। তাহলে নীড়পাতায় আর ছবি-ভিডিও চলে আসবে না।

একটা অপ্রাসঙ্গিক ভিডিও যোগ করে গেলাম। আমাদের "ভ্রমর কইও গিয়া"-র রুমানিয়ান সংস্করণ। সৌজন্যে সন্ন্যাসী।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানভীর এর ছবি

দিলাম। ভিডিওটা বাসায় গিয়া দেখুম। এখন সাউন্ড নাই মন খারাপ

দ্রোহী অফলাইনে এর ছবি

হিমুর পোস্ট করা রুমানিয়ান গানটা শুনে চরম ঘাবড়াইলাম! কে কারে কপি মারলো? বাঙালীরা নাকি রুমানিয়ানরা?

নীল ভ্রমর [অতিথি] এর ছবি

হিমু ভাই, গানের কথাটা কি বাংলার রুমানিয়ান অনুবাদ?

তানভীর এর ছবি

ভিডু দেখলাম। মজার! দ্রোহীর মত আমারো মনে প্রশ্ন- চুরিটা কে আগে করসে?

স্নিগ্ধা এর ছবি

তানভীর - আপনার তো দেখি কোন দয়ামায়া নাই! দেঁতো হাসি

তানভীর এর ছবি

কী যে বলেন! দেলোয়ার আংকেলকে আমি খুবই ভালু পাই দেঁতো হাসি

খেকশিয়াল এর ছবি

এই পোস্টারে বেশি মজার হইছে R ট্যাগটা! হো হো হো

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানভীর এর ছবি

হো হো হো

ধুসর গোধূলি এর ছবি

- বস, দেলুয়ার কাকুর ফটুকটারে সাদাকালো কইরা দেখেন পোষ্টারের মাজেজাই পাল্টাইয়া যাবে। আন্তঃরাস্ট্রীয় কোনো পুরষ্কার টুরষ্কারও পাইয়া ফেলতে পারেন। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তানভীর এর ছবি

ভালো আইডিয়া দিসেন। এর পরেরটাতে ট্রাই করে দেখব। দেলুকে নিয়া আর ঘাঁটাঘাঁটি করতে চাই না দেঁতো হাসি

ঋদ্ধ [অতিথি] এর ছবি

চরম হাস্যকর হয়েছে। চলুক

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

প্রোমোটা মারাত্মক হইছে!!! গড়াগড়ি দিয়া হাসি

মামুন হক এর ছবি

মারাত্মক!! দুর্দান্ত!!!

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
সেইরম জট্টিল... হো হো হো

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

লুৎফুল আরেফীন এর ছবি

গুল্লি

অতন্দ্র প্রহরী এর ছবি

চ্রম হইছে! দেঁতো হাসি হো হো হো

নুরুজ্জামান মানিক এর ছবি

চ্রম !

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

আগুন্তুক এর ছবি

হাসতে হাসতে শেষ।

সাইফুল আকবর খান এর ছবি

অনেক ভালৈছে। কিন্তু পোস্টারে দেলোয়ারের মুখের সাথে সাথে সেলোয়ার-টাও একটু কাস্ট করলে আরো বস্তুনিষ্ঠ এবং কমপ্লিট হৈতো ব্যাপারটা। দেঁতো হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

তানভীর এর ছবি

দেলোয়ার আংকেলসহ ধইন্যা সবাইকে চোখ টিপি

রায়হান আবীর এর ছবি

খ্যাক খ্যাক গড়াগড়ি দিয়া হাসি


পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।