আসেন ইগো ধুইয়া পানি খাই!!!

গোপাল ভাঁড় এর ছবি
লিখেছেন গোপাল ভাঁড় [অতিথি] (তারিখ: বিষ্যুদ, ০৬/১১/২০০৮ - ১১:৫৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

auto

ঢাকা ওয়ারিয়ার্স আই-সি-এলে যোগ দেয়ায় আমার পার্সোনালি মেজাজটা খারাপ হয়নি। এই ক্রিকেটার গুলোর বাংলাদেশ টিমে কন্ট্রিবিউশনের চেয়ে পাট্টাই বেশি ছিল।

তাই আই-সি-এলে বাংলাদেশের হয়ে কিছু করাটা খারাপ কোন দিক দিয়ে ঠিক বুঝে উঠতে পারলাম না।

দিগন্ত নামে এক টিভি চ্যানেলের নাকি আই-সি-এল এর সেমি-ফাইনাল আর ফাইনালটা দেখানোর কথা।

এই মাত্র খবর পেলাম সরকার নাকি আই-সি-এল টেলিকাস্ট করা ব্যান করেছে।

টেন স্পোর্টসও নাকি দেখাচ্ছে খেলাগুলো? এদের নিয়ে সরকারের কি ভাবনা কে জানে?

পেইনফুলি হাস্যকর ব্যাপারটা।।।।

[সোর্স]


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

সরকারের এই ব্যান এর কোন মানে হয় না , হাস্যকর ।
নিবিড়

হিমু এর ছবি

মায়াই লাগতাসে হাবিবুলস এর জন্যে। বেচারারা এতদিন পর ভালো খেলার জজবা পাইলো, কিন্তু লোকে দেখতে পারতেসে না।

আমি দেশে বালছাল হিন্দি টেলিভিশনের ব্যান চাই। এই ব্যাপারে সরকার দেখি কিছু করতে পারে কি না। দেশটা কষ্টে আছে। লোকে হাতি যাইতে দেখে না, মশা দেখলে চটকান মারে। আর হাইগা শোচে না, মুইতা গলাপানিতে খাড়ায়।


হাঁটুপানির জলদস্যু

যুধিষ্ঠির এর ছবি

চলুক চলুক এবং জাঝা

রেনেট এর ছবি

ঢাকা ওয়ারিয়র্সের এখন যা ফর্ম, তাতে আমার মনে হয় জাতীয় দল ওদের সাথে খেললে জাতীয় দল গোহারা হারবে (কালকে সাউথ আফ্রিকার সাথে কি আকামটাই না করল!)
শেষ ম্যাচে লাহোরকে চুবানী দিবে ইনশাল্লাহ হাসি
আর দেশের কর্তাব্যাক্তিদের কথা আর না বলি...
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

অনিন্দিতা এর ছবি

এরা হঠাৎ এত ভাল ফর্মে ফিরল কি করে?
আহা জাতীয় দল যদি এমন করতে পারতো!
ঢাকা ওয়ারিয়র্সের জয় হোক।

আনিস মাহমুদ এর ছবি

ঢাকা ওয়ারিয়র্স-এর ওপরে তো আর বিসিবি-র মাতব্বরি নাই। ভাল খেলার রহস্য সেটাই।

.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...

.......................................................................................
Simply joking around...

এনকিদু এর ছবি

আমারো সেরকম মনে হয় ।

-----------------------------------------
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

যুধিষ্ঠির এর ছবি

ভারতীয় জুজুর এই ভয় ক্রিকেট বোর্ডের যাবে না যতদিন না বাংলাদেশের মূল দল এমন একটা স্ট্যাণ্ডার্ডে যাবে যে আমাদের সবসময় টেস্ট স্ট্যাটাস হারানোর ভয় থাকবে না। সেটা আদৌ কোনদিন হবে কি না সেটা অন্য আলোচনা। আই সি সি-র (পড়ুন ভারতীয় ক্রিকেট বোর্ডের) অর্থ, সহানুভূতি আর "সমর্থন" সবকিছুই খুব জরুরী বাংলাদেশ ক্রিকেটের (পড়ুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের) টিকে থাকার জন্য। ওদের চোখ-রাঙানিটাও ওই প্যাকেজেরই অংশ। তাই ওই খেলোয়াড়দের ব্যান করার সিদ্ধান্তটা আমি মেনে নিতে না পারলেও ওটার ইতিহাসটা বুঝতে পারি।

কিন্তু সরকারের এই সম্প্রচার ব্যান করার সিদ্ধান্তটা... হাসবো না কাঁদবো বুঝতে পারি না। অহেতুক আর হাস্যকর।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আইসিএল নিয়া এই ফাইজলামিটা সারাবিশ্ব হজম করতেছে... মেজাজ খারাপ হয়। সেখানে বাংলাদেশরে দোষ দিয়া আসলে কোনো লাভ নাই।

সম্প্রচার ব্যান ক্যান করলো বুঝলাম না। তবে দিগন্ত পুরাটা ব্যান করলে বেশি খুশি হইতাম... জামাতী চ্যানেল বন্ধ হউক...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

যুধিষ্ঠির এর ছবি

জামাতীদের আজকাল টিভি চ্যানেলও আছে! জানতাম না। তাইলে এই ব্যানে আপত্তি জানানোর প্রশ্নই উঠে না। আপনার সাথে একমত, পুরা চ্যানেলই ব্যান হোক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দিগন্তই একমাত্র টেলিভিশন চ্যানেল যেখানে ইসলামী ছাত্রশিবির-এর মহল্লাভিত্তিক মিলাদ মাহফিলেরো সচিত্র নিউজ প্রচার হয়। মুজাহিদকে গ্রেফতার করা কেন সরকারের উচিত হবে না সেই নিয়া টক শো হয়।

এই চ্যানেলের সংবাদ পাঠিকারা হিজাব পরে সংবাদ পাঠ করেন। উপস্থাপিকারাও... এখানে গানের অনুষ্ঠানে গান করেন তাইমুম শিল্পী গোষ্ঠীর শিল্পীরা...
এদের নিউজ ট্রিটমেন্ট দেখলে হয় হাসবেন নয়তো কাদবেন...

জামাত এখন জোরে সোরেই মিডিয়াতে নামছে। জাতীয় দৈনিক নয়া দিগন্ত আর স্যাটেলাইট চ্যানেল দিগন্ত। সামনে নাকি আরো কি কি করতে চাইতেছে।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

আরিফ জেবতিক এর ছবি

এটা হচ্ছে রাষ্ট্রীয় ছাগলামির অপূর্ব নিদর্শন । যার টিভিতে দিগন্ত দেখা যায় , সেটাতে ভারতীয় টিভিও দেখা যায় ।
খেলা দেখতে তো অসুবিধা হবে না দর্শকদের ।
তাহলে এই নিষেধাজ্ঞা বিষয়টা কী ?

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।