- নিরবতার রঙ, তার ভাষা কেন এতো সুন্দর হয়?
এমন নয় যে এই কথাটা আমি এর আগে শুনিনি। শুনেছি বহুবার। তবুও কিছু কিছু কথা অন্য কেউর মুখে শুনতে ভালো লাগে। ভালো লাগে তার প্রকাশ। ভালো লাগে অনুভূতি। যদি আমাকে প্রশ্ন করা হয় আমার কাছে নিরবতার মানে কি। তাহলে আমি বলি আমার কাছে নিরবতা মানেই হল বিশালতা, নিরবতার মানেই হল ঘন অরণ্য। আর কবীর সুমনের গান ।
জীবনের একেক সময় সেই নিরবতার রঙ ধরে রাখার চেষ্টা করেছি। গত একবছরের কিছু নিরবতার রঙ আজ সাজিয়ে দিলাম...। আছে প্রকৃতির মাদকতা আবার কোথাও নিয়ম ভাঙার বিলাসিতা। আমি রোজ নিরবতায় হারাই...
২•
প্রতিনিয়ত ঝড় বয়ে যায় । একটা আঁকাবাঁকা সর্পিল পথের অববাহিকায় নিয়ম ভাঙার পদচারণা শোনা যায়। বলা চলে শীতের হিম কাবু করতে পারেনি একটুও। দিশাহীন পরশ পাথরের হদিস খুঁজে নেওয়া যায়, মনে হয় জন্মঅব্দি খরাক্রান্ত যাযাবর মন বয়ে চলেছি। নিরবতার পৌনঃপুনিক ভালোবাসায় প্রতিটি রঙ হারিয়ে হারিয়ে কোলাহল তোলে। কিছু বন্ধন ভালোবাসার ডাগর চাহনি তোলে নিরবে নিভৃতে। আচ্ছা শামসুর কি দেখেছিলেন ‘ইকারুসের আকাশে’। একটা নিরবতা ! প্রতিবার ভালোবাসার খোঁজে হারিয়ে যেতে থাকে শিশির হয়ে। আগুনের পলকে পাখা ঝাপটায়। ভালোবাসার কিংবা অমলিন ছাইপাঁশ থেকে তার উড়ান ছিল বহুদূরে। যার হদিশ পরস্পর সম্পৃক্ত। কুয়াশার রঙ তাই গভীর হয়। কবিতার ভাষা হয়ে কিংবা বেদূঈন মনে উঁকি দিয়ে যায়। আর গৃহবাসী বাউল কেঁদে যায় অভিমানে কিংবা পৌনঃপুনিক ছোঁয়ায়।
৩•
খণ্ডিত স্রোতস্বিনী এগিয়ে যায়
শরীরে মোটা মোটা ক্ষতের দাগ
সৃষ্টিশীল পাথরের প্রতিলিপির প্রতিরোধ
মনে হয় পৃথিবীর বাইরে প্রাণের চিৎকার
নষ্ট ইন্দ্রজালে গাছের ফাঁকে আলজিভ দেখায়
ছেঁড়া কাপড়ে বোনা স্বপ্ন
ছটফট যন্ত্রণায় অস্থির মমতার স্নিগ্ধতা
কাঙাল ছেলেটি খুঁজে ফেরে মায়ের আঁচল
ঠিক তখনই
লোলুপ দখিনা হাত
থাবা বসায় বস্তির নোংরা ভাতের থালায়
পরক্ষনেই –
যাযাবর নক্ষত্র খসে পড়ে মায়ের শুভ্র আঁচলে।
৪•
কত রঙ.....। তারপরও লুকিয়ে থাকে একটা প্রচ্ছন্ন নিরবতা.........
৫•
একটা গল্প :
ঘোমটা টানা লাজুক মুখ দেখে কত্তা মশাই বলেন - এই তো আমার ঘরের লক্ষী, সতী। আজকাল যা ম্লেচ্ছ দিন পড়েছে, ছিঃ ছিঃ।
বস্তার ভেতর তোবড়ানো হিজাবে, বোরকায় একটা পোটলা দেখে মিয়া ভাই বলেন - ইয়াক্ষোদা কি পাক বেগম। আজকাল রাস্তায় বেরুলেই সব জাহান্নুম, সব কাফের, ছিঃ ছিঃ।
নিন্দুক বলেন - এই ঢাকনার ভেতর সেদ্ধ হওয়া মুখটা দেখলে মায়া হয়...
৬•
দ্বিমাত্রিক নিরবতা
==========================================================
আমার শহর
ডিসেম্বর। ২৭। ২০১১
মন্তব্য
ডালিয়া ফুলের ছবিটা এত্ত সেক্সি হয়েছে!
বাকিগুলোও সুন্দর
“Peace comes from within. Do not seek it without.” - Gautama Buddha
অনেক ধন্যবাদ ম্যাডামজী । ভালো থেকো।
বাই দ্য ওয়ে উচ্ছলার কোন 'রক' এন্ড ব্যাং ব্যাং বিষয়ক লেখা পাচ্ছিনা কেন ?
ডাকঘর | ছবিঘর
সুন্দর।
ধন্যবাদ প্রৌঢ় ভাবনা।
ডাকঘর | ছবিঘর
ভয়ংকর সুন্দর , বিশেষ করে ২,৩,৪,৫,৭........... নাহ! সবগুলিই।
... অনেক অনেক থ্যাংকস।
নাড়ু তো দেবো বলেছি , পাক্কা প্রমিস। বাট লেখা কো
ডাকঘর | ছবিঘর
আপনি শুধু শাব্দিকের জন্য নাড়ু পাঠাবেন ..... ব্যাপারটা একটু কেমন কেমন হয়ে গেল না ?
এইরে এইবার তো চরম বিপদ। আপনারও নাডু চাই নাকি? । শাব্দিকতো নাড়ুর বায়না করেছে। তাই ওকে দিতে হচ্ছে
ডাকঘর | ছবিঘর
লেখা তো একটা ছিল। পাইপ লাইনে বোধহয় আটকে গেছে।
ওহো...... ডোন্টওরি, এমন হয় কখনো কখনো, ডোণ্ট ফিল বেড, এন্ড আবার আরেকটা দিন, নতুন করে ট্রাই করুন, হবে নিশ্চয়ই... । আর নাড়ুতো আছেই আছে
ডাকঘর | ছবিঘর
ব্যাপক লাগছে
আপনাকে ধন্যবাদ জালিস
ডাকঘর | ছবিঘর
লেখা এবং ছবির চমৎকার সমাবেশ ।
তবে দুই নম্বর ছবিটা অনেক বেশি সুন্দর।আর লাল এবং হলুদ ফুলের ছবিটাও।
...... অনেক ধন্যবাদ শামীমা রিমা।
ডাকঘর | ছবিঘর
শিরোনামে বানানটা "নীরবতা" হবে।
ছবিগুলো দারুণ। প্রকৃতির সাথে আপনার সখ্যতা বেশ লাগলো।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
ধন্যবাদ ফাহিম ভাই। আপনাকে সচলত্বের অভিনন্দন।
নতুন বানান রীতিতে নিরবতা বানানটা নীরবতা না হয়ে নিরবতা হয়ননা ? দীর্ঘ 'ই'-কারের ব্যাবহার তো এখন হ্রাস পাচ্ছে। উদাহারণ- হাতী কে হাতি লিখছে।
ডাকঘর | ছবিঘর
সবকিছু মিলাইয়া দারুন পোস্ট হইছে। কয়েকটা ছবি খুবই সুন্দর
ধন্যবাদ মাসুম।
ডাকঘর | ছবিঘর
ছবি উদাস করা নয়তো
ডাকঘর | ছবিঘর
দারুণ ছবি
দেখলেন, মন্তব্যটাও উদাস হয়ে উপরে চলে গেলো
ডাকঘর | ছবিঘর
দারুণ দারুণ।
আপনার লেখা তো ছবিগুলোকেও সবাক করে ছেড়েছে...।
যদি লেখা পাঠকের কাছে প্রতিফলিত হয়, তাহলে আর কি চাই বলুন। আপনাকে ধন্যবাদ guest_writer ফেরারী পাখি ।
ডাকঘর | ছবিঘর
চলুক যেমন চলছে
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
কবির কথা শিরোধার্য...
ডাকঘর | ছবিঘর
চমৎকার সব ছবি!
love the life you live. live the life you love.
অনেক ধন্যবাদ তারাপ ভাই।
ডাকঘর | ছবিঘর
ছবিগুলো অসাধারণ!!!
ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
ছবিগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য নিতে পারি?
সোহেল এইচ রহমান আপনি না বলেও নিতে পারতেন। কিন্তু তা করেন নি বলে অনেক ভালো লাগল। নিয়ে নিন...
ডাকঘর | ছবিঘর
খুব ভালো লাগলো।
ধন্যবাদ রু
ডাকঘর | ছবিঘর
৫ আর গল্পটা আর ৬ এর ছবি দুইটা খুব ভাল লেগেছে তাপস দা
_______________
আমার নামের মধ্যে ১৩
আপনাকে অনেক ধন্যবাদ কল্যাণ
ডাকঘর | ছবিঘর
চোখ জুরাইলো...
আইচ্ছা
ডাকঘর | ছবিঘর
প্রকৃতি আপনার ক্যামেরায় এত সুন্দর করে নত হয় কিভাবে?
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
নীড় দাদা আমি নিজেই প্রকৃতির কাছে থামি...............
ডাকঘর | ছবিঘর
সুন্দর(মজা) হইছে
হে হে
ডাকঘর | ছবিঘর
ভাল্লাগ্লো ...
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
অনেক ধন্যবাদ...
ডাকঘর | ছবিঘর
নীরবতার ভাষা অত সুন্দর হয় কারণ নীরবতা তার কষ্টগুলোকে প্রকাশ করতে পারে না
হুম। যথার্থ বলেছেন লীলেন ভাই।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ রাব্বানী।
ডাকঘর | ছবিঘর
লেখা আর ছবি---দুটোই অসাধারণ
শুভেচ্ছা নিরন্তর!
অনেক ধন্যবাদ অনিকেত দা।
আপনিও শুভেচ্ছে নিয়েন।
ডাকঘর | ছবিঘর
হ্রদের ছবির সাথে পোকা খাওয়া ঘাস দারুণ লাগল।
facebook
অনেক ধন্যবাদ অণু। তোমার আসার অপেক্ষায় আছি বস। দুজনে মিলে একটা জয়েন্ট ভেঞ্চার ফটোগ্রাফি এর অপেক্ষায়... ফ্রম শিলং পাহাড় টু চেরাপুঞ্জি
ডাকঘর | ছবিঘর
অদ্ভুত সুন্দর ছবিগুলো!
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
অনেক ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
একটা এসএলআর খালি কিনে নেই। দেখবেন তারপর আমিও ফটু ব্লগ ছাড়বো...
স্বাধীন ভাই আবার জিগায়, জলদি করেন......... তবে আমার কিন্তু এসএলআর নাই, মানে নিজের নাই। তবে অনেক ক্যামেরা আমার কাছে আছে। মাইনসে ওগো ক্যামেরা আমার কাছেই ফেলে রাখে...
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন