ছবিব্লগঃ স্নিগ্ধতার অথৈজলে রচিত ক্যানভাস। সফর গোমতীর ছোট্ট আইল্যান্ডে এবং ফিরে দেখা কিছু স্মৃতি…

তাপস শর্মা এর ছবি
লিখেছেন তাপস শর্মা [অতিথি] (তারিখ: রবি, ১৯/০২/২০১২ - ১২:৪৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

IMG_450026

সময় আমাকে ভাবতে দেয়না। অনেক বছর আগে লাশকাটা ঘরে জীবনানন্দকে ঘুম পাড়িয়ে ভেবেছিলাম … এবার তাকে বিশ্রাম দেওয়া হলো। তারপর...
প্রতিটি উষ্ণ রাত্রি নিরবতা ভাঙ্গতে থাকলো । ওদের কথকতা গুলি শৈবাল বনে আশ্রিত । একটু লাজুক , একটু অস্থির , বাতাসে কান্নার গন্ধ। ঠিক ঝলসানো বুড়ির বাড়ির মতো...

ছবি ব্লগে নাকি সবাই ছবি দেখেই চলে যায়। কথাগুলি কেউ শুনে না। তাই আমিও কম কথাই বলব। আসলে কথা বলতে খুব একটা ভালো লাগেনা। ক্যামেরার চোখটা তাই খুলে দেবার ইচ্ছে করে। হয়তো তারও একটা গোপন দৃষ্টি আছে। ছবিগুলি, প্রায় সবকটিই ডুম্বুরভ্যালি থেকে তোলা। গত বছরের ফেব্রুয়ারী মাসের সময়। ছোট্ট সেই আইল্যান্ডের তিন দিনের সামান্য সফর স্মৃতি এখনো হৃদয়ে গেঁথে আছে। ভরা বর্ষার সিজনে আবারও যাবার ইচ্ছে রাখি সেই শুভ্র জায়গাটায়। উত্তাল গোমতীর বুকে রাতের অন্ধকারে মাছ শিকারিদের সাথে একটা অভিজান চালানোর গোপন ইচ্ছে মনে লালিত করে রেখেছি। সময় এবং সুযোগ হলেই পুষিয়ে নেবো। প্রকৃতি আমাকে সবসময় কাছে টানে, এমনকি গ্রাম দেশের ছোট্ট একটা বাঁশ বনের শনশন শব্দ বারবার আমাকে ডেকে যায়। পাহাড়ও ভালো লাগে। জঙ্গল বলতে আমি অজ্ঞান। আর তাই প্রকৃতির বন্ধন যেখানেই পাই- ফুলের ভেতর কিংবা কাঁটাভরা গাছের ভেতর কিংবা নদীর কলতানে, সবই কেমন যেন বিহ্বল করে দেয়। কেন জানি আমার মনে হয় প্রকৃতির একটা নিজস্ব ক্যানভাস আছে। রঙ, তুলি সবই হাতের কাছে। একে এঁকে সাজাতে ইচ্ছে করে। আর সেই ইচ্ছে থেকেই কোন কোন সময় হেঁয়ালির বশে বেড়িয়ে পরা খানিকটা জীবনের সন্ধানে।

[ ০২ ]

IMG_450021

[ ০৩ ]

IMG_094344333

[ ০৪ ]

IMG_4333209

[ ০৫ ]

IMG_4333221

[ ০৬ ]

IMG_43332092

[ ০৭ ]

IMG_0943443

[ ০৮ ]

IMG_450024

[ ০৯ ]

IMG_450022

[ ১০ ]

IMG_433320

[ ১১ ]

IMG_433324

[ ১২ ]

IMG_43332

[ ১৩ ]

IMG_4321

[ ১৪ ]

IMG_45002

=================================================================

আমার শহর।
ফেব্রুয়ারী। ১৯। ২০১২ ।


মন্তব্য

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ হাসি

বন্দনা এর ছবি

কীসব মারাত্তক ছবি দিয়েছেন তাপসদা।দেখে মাথা খারাপ হয়ে গেলো।

তাপস শর্মা এর ছবি

দেঁতো হাসি

মাথা ঠান্ডা করার জন্য আপনি নিয়মিত আইসক্রিম খাইতে থাকেন। হাসি হাসি

কৌস্তুভ এর ছবি

তার দরকার নাই। বন্দনাদি যেমন দিস্তে দিস্তে বই কিনছে দেখে আমাদেরই মাথা গরম হয়ে যাচ্ছে রেগে টং

যাযাবর এর ছবি

গুল্লি চলুক

তাপস শর্মা এর ছবি

আপনাকে ধন্যবাদ যাযাবর।

মোখলেছুর রহমান সজল এর ছবি

প্রতিটি কম্পোজিশানই অনেক সুন্দর। তবে ১, ৫, ১১, ১২, ১৪ দাগ কেটে গেছে।
চলুক

তাপস শর্মা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ সজল।

মুস্তাফিজ এর ছবি

৯ নাম্বার ছবিটা কিসের বুঝলাম না।
প্রথম ছবিটা দেখেই বাইরে তাকালাম, আমার জানালায় এখন বৃষ্টি।

...........................
Every Picture Tells a Story

তাপস শর্মা এর ছবি

০৯ নাম্বার ছবিটা ঝর্ণার। পুরোটা দেইনি শুধু জল।

এখনই বৃষ্টি। শুনে ভীষণ ভালো লাগছে। আয় বৃষ্টি ঝেঁপে হাসি

মুস্তাফিজ এর ছবি

এখানে কয়েকদিন ধরেই বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টির সাথে তুষার।

...........................
Every Picture Tells a Story

তাপস শর্মা এর ছবি

ইশ! দারুন তো!! হাসি আমি খুব ভালো তুষারপাত দেখিনি। খুব ছোটবেলা একবার শিমলা গিয়েছিলাম, আবছা স্মৃতি আছে। তুষার বৃষ্টিতে ভিজতে খুব মঞ্চায়।

কৌস্তুভ এর ছবি

আমি কিন্তু বুঝেছিলাম, কদিন আগেই তিস্তা ব্যারেজ দেখে এসেছিলাম তো দেঁতো হাসি

চরম উদাস এর ছবি

প্রথম ছবিটা দারুণ চলুক

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ ব্রাদার উদাস হাসি । বাই দ্য ওয়ে কইজা ঠিকাছে তো চোখ টিপি

চরম উদাস এর ছবি

খাইছে

তাপস শর্মা এর ছবি

দেঁতো হাসি দেঁতো হাসি । আরও অনেকের ভাঙার প্লেনে আছি। খুউপ খিয়াল কইরা শয়তানী হাসি

সবুজ পাহাড়ের রাজা এর ছবি
তাপস শর্মা এর ছবি
নিঃসঙ্গ পৃথিবী এর ছবি

মাথা খারাপ করে দিলেন তো দাদা !
চলুক চলুক

তাপস শর্মা এর ছবি

আইসক্রিম খান হাসি

অনেক ধন্যবাদ।

মৃত্যুময় ঈষৎ এর ছবি

মুগ্ধতা জাগানিয়া!!! চলুক


_____________________
Give Her Freedom!

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ অলি। হাসি

নিঃসঙ্গ অভিযাত্রিক এর ছবি

মুগ্ধ হবার মতো কিছু ছবি।

আমার এমন একটা ক্যামেরার খুব শখ। দাম কত জানতে পারি?

তাপস শর্মা এর ছবি

আপনাকে অনেক ধন্যবাদ নিঃসঙ্গ অভিযাত্রিক।

আসলে আপনি কোন ধরণের ক্যামেরা কিনতে চান, সেটাই হল আসল কথা। এই পোষ্টের কথা যদি বলে থাকেন তাহলে বলি, এখানকার বেশ কিছু ছবিই কিন্তু সোনির সাইবার শটেও তোলা। তাছাড়া আমি ক্যাননের একটি ডি-৬০০ ব্যবহার করে থাকি। এটার মার্কেট প্রাইস এখন মোটামুটি পঞ্চাশ হাজার টাকার মতো ( ইন্ডিয়ান রুপিতে)। তাছাড়া আপনি যদি সাইবার শটগুলো নিতে চান, তাহলে বলি এখন সোনি কোম্পানি দশ থেকে পনের হাজারের রেঞ্জে ভালো সাইবার শট কিংবা হটশটগুলো দিচ্ছে, - সেগুলিও ভালোই আছে। তাছাড়া যদি নাইকন এর ক্যামেরা নিতে চান তাহলে বিশ থেকে পঁচিশ হাজারের মধ্যে ভালো কনফিগারেশন পেয়ে যাবেন। হাসি

তারেক অণু এর ছবি

জায়গাটাই যেতেই হবে, ১ম ছবিরটাই বিশেষ করে।

তাপস শর্মা এর ছবি

সেকি আর বলতে হয় দেঁতো হাসি । তবে জখনই আসবে সময় হাতে নিয়ে এসো।

মন মাঝি এর ছবি

চলুক উফ্‌, দারুন! অপূর্ব!
সবচেয়ে ভাল লেগেছে ৩ নম্বরটা।

****************************************

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ মন মাঝি।

অতিথিঃ অতীত এর ছবি

আমি ফড়িং খুব ভালু পাই। দেইখা ব্যাপক লাগলো তাপসদা। বাকিগুলাও অসাধারণ। গুরু গুরু

সম্ভব হইলে সচলের সব ফটুরেরে কইতাম শুধুমাত্র ফড়িং দিয়া একটি ছবিব্লগ দিতে। ওঁয়া ওঁয়া

অতীত

তাপস শর্মা এর ছবি

হে হে আমিও ফড়িং ভালো পাই। দেখি শুধু ফড়িং নিয়ে একটা পোষ্ট দিতে পারি কিনা, তবে কষ্টসাধ্য ব্যাপার হাসি

আপনাকে ধন্যবাদ।

আশফাক আহমেদ এর ছবি

৩,৭ আর ১০ নম্বরটা খুব ভালো লেগেছে

-------------------------------------------------

ক্লাশভর্তি উজ্জ্বল সন্তান, ওরা জুড়ে দেবে ফুলস্কেফ সমস্ত কাগজ !
আমি বাজে ছেলে, আমি লাষ্ট বেঞ্চি, আমি পারবো না !
আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

তাপস শর্মা এর ছবি

আপনাকে ধন্যবাদ আশফাক।

তদানিন্তন পাঁঠা এর ছবি

অণুদা যখন আইবো তখন কিন্তু বাইন্ধা থুয়া খবর দিয়েন তাপস ভাই। হাসি সবকটি ছবিই এবার চমৎকার। তবে ৩ নং টা কেন যেন মন ঊড়ু ঊড়ু করে দিল।

তাপস শর্মা এর ছবি

আপনাকে ধন্যবাদ।

আরে নাহ! অণুরে বান্ধব কেন। ওকে নিয়ে আরও বেশী করে বনে বাঁদরে ঘুরে বেড়াব দেঁতো হাসি

তানিম এহসান এর ছবি

এক নাম্বারটা কি কোন রাবার ড্যামের ছবি? দিনাজপুরের চিরিরবন্দরে ছিলো এমন একটা। কি সুন্দর কি সুন্দর! .... ১০ নাম্বার ছবিটাতেও মুগ্ধতা! আপনার ফোকাস ক্রমেই আলাদা মাত্রা নিচ্ছে; খুব ভালো লাগলো হাসি

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ তানিম ভাই।

ওই ছবিটা জলধারা প্রকল্পের একজিট চ্যানেল এর। অসাধারণ মূর্ছনার ছোঁয়া আছে সেই জায়গাটায়। সামনে গিয়ে দাঁড়ালে সব কিছুই যেন হারিয়ে যায়।

তবে বরিশাল, ওয়ানা গো……….. হাসি

লাবণ্যপ্রভা এর ছবি

চলুক

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ। হাসি

নিটোল এর ছবি

গুল্লি হাততালি

_________________
[খোমাখাতা]

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ নিটোল। হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ সব ছবি !
হু হু, আমি ডাব খাব !

তাপস শর্মা এর ছবি

খাবেন নিশ্চয়ই দেঁতো হাসি । ডম্বুরভ্যালীর ডাব চরম সুস্বাদু।

ধূসর জলছবি এর ছবি

চলুক দারুণ। এক নাম্বার ছবিটা কোথায়? ডুম্বুরভ্যালি ? যেতে হবে একদিন। হাসি

তাপস শর্মা এর ছবি

সবগুলি ছবিই ওখান থেকে তোলা। চলে আসেন হাসি

প্রৌঢ় ভাবনা এর ছবি

দারুণ দারুণ সব ছবি।
হু হু , আমি ডাব খাব !

উদ্ভট রাকিব এর ছবি

১, ২, ৬, ৭, ৯, ১৪ - মাথা নষ্ট।

অস্থিরতা জাগানিয়া..... এই বর্ষায় আপনি যখন যাবেন তখন সাথে যাবার জন্য হাত তুলে রাখলাম।

তাপস শর্মা এর ছবি

চলে আসুন। ওয়েলকাম হাসি হাসি

সত্যপীর এর ছবি

এক নম্বর ছবিখান আপনেরে না কয়া ওয়ালপেপার বানাইসি, কি করবেন করেন।

..................................................................
#Banshibir.

তাপস শর্মা এর ছবি

হুম। কি করা যায় বলুন তো। আচ্ছা কোলাকুলি

অটঃ ভাইজান মুখবই এর পাতার আপনার দর্শন হইবে কি। আওয়াজ দিয়েন। কথা আছে হাসি

সুমিমা ইয়াসমিন এর ছবি

সবগুলো ছবি ভালো লেগেছে।

তাপস শর্মা এর ছবি

অনেক ধন্যবাদ আপনাকে। হাসি

প্রদীপ্তময় সাহা এর ছবি

চমৎকার পোষ্ট । লেখাটাও দারুন ।

১, ৬, ১৪ খুব ভাল লেগেছে ।

তবে ৩ নম্বরটার 'স্যাচুর‍্যাশন' বেশি লাগল । ইয়ে, মানে...

তাপস শর্মা এর ছবি

ধন্যবাদ প্রদীপ্ত। দেঁতো হাসি

কৌস্তুভ এর ছবি

সুন্দর!

তাপস শর্মা এর ছবি

থ্যাঙ্কু খোকা।

দুর্দান্ত এর ছবি

একটা পরিকল্পনা আছে।
সুমো ভাড়া করে আগরতলা-তালিয়ামুড়া-আইজাওল।
সম্ভব? কতদিন লাগতে পারে?

তাপস শর্মা এর ছবি

পরিকল্পনায় ব্যাপুক উল্লাশ জাহির করলাম । অবশ্যই সম্ভব। হাসি

কিন্তু কথা হল, আপনারা আসবেন কোথায় থেকে? ঢাকা থকে নিশ্চয়ই। আগরতলা থেকে তেলিয়ামুড়া ( তালিয়ামুড়া নয় খাইছে ) মোটামুটি দেড় থেকে দুই ঘন্টায় পৌঁছে যাবেন। এইবার কথা হল আপনারা তেলিয়ামুড়ায় কোথায় যাবেন কই থাকবেন এইসব।

আর তারপর আবার আগরতলা ফিরে এসে 'আইজাওল'- মানে কি মিজোরামের আইজল? যদি তাই হয়, তাহলে আগরতলা থেকে সুমো নিয়ে আইজল যাইতে যাইতে আপনার বেইল কাইত অইয়া যাইব খাইছে । যাই হোক এছাড়া আর উপায়ও নাই। ট্রেনের অবস্থা ভালু না খুব বেশী। আগরতলা টু আইজল প্রায় পনের থেকে আঠারো ঘণ্টার জার্নি ( যদি পথে কোন রেস্ট না নেন, বা বিপত্তি না হয়)। এইবারও সেইম কথা, আপনারা ওখানে যাবেন কোথায়, কতদিন থাকবেন ইত্যাদি। পরিকল্পনায় ব্যাপুক উল্লাশ জাহির করলাম দেঁতো হাসি

কিন্তু কথা হল, আপনারা আসবেন কোথায় থেকে? ঢাকা থকে নিশ্চয়ই। আগরতলা থেকে তেলিয়ামুড়া ( তালিয়ামুড়া নয় খাইছে ) মোটামুটি দেড় থেকে দুই ঘন্টায় পৌঁছে যাবেন। এইবার কথা হল আপনারা তেলিয়ামুড়ায় কোথায় যাবেন কই থাকবেন এইসব।

আর তারপর আবার আগরতলা ফিরে এসে 'আইজাওল'- মানে কি মিজোরামের আইজল? যদি তাই হয়, তাহলে আগরতলা থেকে সুমো নিয়ে আইজল যাইতে যাইতে আপনার বেইল কাইত অইয়া যাইব খাইছে । যাই হোক এছাড়া আর উপায়ও নাই। ট্রেনের অবস্থা ভালু না খুব বেশী। আগরতলা টু আইজল প্রায় পনের থেকে আঠারো ঘণ্টার জার্নি ( যদি পথে কোন রেস্ট না নেন, বা বিপত্তি না হয়)। এইবারও সেইম কথা, আপনারা ওখানে যাবেন কোথায়, কতদিন থাকবেন ইত্যাদি।

একটা খুচরো হিসেব দেই। ঢাকা টু আগরতলা - মোটামোটি মনে হয় ছয় ঘণ্টার মতো। তারপর তেলিয়ামুড়ায় আসা যাওয়া, প্রায় তিন থেকে চার ঘণ্টার মতো। আগরতলা টু আইজল - আসা যাওয়া প্রায় দেড় দিন, একটু বেশী করে ধরলে দুইদিন এর মতো ( ফর সেফটি) । এইবার আপনারা ডিসাইড করুন, কোথায় কতদিন থাকবেন, কোথায় যাবেন এন্ড অল দ্যাট।

একটা খুচরো হিসেব দেই। ঢাকা টু আগরতলা - মোটামোটি মনে হয় ছয় ঘণ্টার মতো। তারপর তেলিয়ামুড়ায় আসা যাওয়া, প্রায় তিন থেকে চার ঘণ্টার মতো। আগরতলা টু আইজল - আসা যাওয়া প্রায় দেড় দিন, একটু বেশী করে ধরলে দুইদিন এর মতো ( ফর সেফটি) । এইবার আপনারা ডিসাইড করুন, কোথায় কতদিন থাকবেন, কোথায় যাবেন এন্ড অল দ্যাট।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।