হারিয়ে যাওয়া পাখিরা হয়তো আর এই পোড়া শহরে ফিয়ে আসবেনা। হয়তো একাধিক নিমজ্জিত সরলতার অন্তরালে হারিয়ে যাবে সময়ের ব্যাথা। ঋতুর মুগ্ধতা দেখে যাওয়ার ইচ্ছে নিয়ে কেটে যাবে আরেকটা অক্লান্ত শৈশবের সকাল। একদিন ছিল হারানো গুঞ্জন, একদিন ছিল লালিত বিদায়ের মন্দ বাতাস। সেই স্রোত আজ পলাতক। আকাশের দিকে তাকাই, হয়তো। মুগ্ধ কিংবা সংক্ষিপ্ত আলাপনে নিঝুম একটা স্মৃতি মেদুরতা ছেয়ে থাকে হেঁয়ালিতেও টের পাই।
এইসময়ে একটা গান খুব মনে পড়ে। প্রিয় গানওলা সুমন এর-
“এ তেমন গান নয়, যে গানে দুঃখ ভোলা যায়,
এ নয় সুখের গান, বৈঠকি সৌখিনতায়,
সাজানো দুঃখে সুখে এ গানের ঠাঁই নেই কোনো,
পরোয়া করি না যদি এ গান, না শোনে একজনও।
লিখি,সুরে বাঁধি, গাই, যা এখনো ভাবি মনে মনে-
প্রেমিক প্রেমিকা ছাড়া যেন কেউ এ গান না শোনে,
বন্ধুরা ছাড়া যেন কেউ এ গান না শোনে..”
একটা সময় ছিল যখন স্কুলে, তারপর মহাবিদ্যালয় হয়ে ভার্সিটির আঙিনায় ছিলাম- এই চৈত্র মাস একটা আলাদা মাত্রা নিয়ে আসতো। দোল পূর্ণিমার প্রহর শেষে, ঋতুর শেষ অধিবেশনের অপেক্ষা। চারিদিকে শুধু রঙ আর একটা মাদকতা ছেয়ে থাকতো। ভীষণ হৈ চৈ, আর তার পাশাপাশি বসন্তের আভিজাত্যে তার পাতাঝড়া উল্লাস।
অনেক কিছুই এখন আর নেই। জীবন নিজেই হয়তো সবকিছু মেপে দিয়ে যায়। সেই দিন অনেক আগেই চলে গেছে। চেষ্টা করলেও ফিরে পাওয়া যাবেনা। অদ্ভুত সেই দিনগুলি অনেক প্রাচীন পথ বেয়ে মলিন কাঁথায় ডুকরে কাঁদে। পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ কবিতাকে একত্রিত করেও আর একটি কবিতার খাতা সাজানো হয়না আমার। সব হেরে যায় কোথাও উদ্ভান্ত। তাই এখন আর হেঁয়ালির ছলে কাঁদতে বসিনা, ক্রিকেটের মাঠে তান্ডব করিনা, মা এখন জোরে বকা দেয়না, বাবা চোখ পাকায় না, বন্ধুদের আড্ডাগুলি হাসায় না। এতো ধূসরতা!
তবুও এতকিছুকে অতিক্রান্ত করে যায় এই শেষ ঋতুর অদ্ভুত আমেজ। মনকে একবার নয়, একটু যেন ছন্দ পতন হলেই দোলা দিতেই থাকে। হয়, ছন্দ পতন হয়। এই পোড়া সময় অনেক কিছুই বদলে দেয়। যেমন বদলে দেয় প্রথম প্রেম। বসন্ত। আজ সেই অনুষঙ্গ থেকেই মনের কষ্টিপাথরে কিছু পোড়া দৃশ্য ফ্রেম বন্দী...
[ ০১ ]
[ ০২ ]
[ ০৩ ]
[ ০৪ ]
[ ০৫ ]
[ ০৬ ]
[ ০৭ ]
[ ০৮ ]
[ ০৯ ]
[ ১০ ]
[ ১১ ]
[ ১২ ]
[ ১৩ ]
[ ১৪ ]
[ ১৫ ]
================
আমার শহর
এপ্রিল। ০১। ২০১২
মন্তব্য
কয়েকটা ছবি দারুণ লাগলো! চমৎকার চোখ আপনার। কয়েকটা ছবিতে একটু কাজ বেশী হয়ে গেছে অবশ্য
ধন্যবাদ পিপি'দা।
খেয়াল থাকবে।
ডাকঘর | ছবিঘর
কচুরীপানার ভেতর দিয়ে নৌকা বাইবার ছবিটি দেখে জীবনের অনেক সবুজ জটিল পথে লগি ঠেলে ঠেলে এগুবার কথা মনে পড়ে গেল। খুব মনকাড়া ছবিটি।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
কবি দাদা সেই পথের কথা কোনদিন শোনার ইচ্ছে রাখি।
ডাকঘর | ছবিঘর
ছবিগুলো খুব ভালো লাগলো। তবে পোস্ট প্রোডকশনে কাজ একটু মনে হচ্ছে বেশি হয়ে গেছে যা ছবি আসল সৌন্দর্যকে খাটো করে। এইটুকু খেয়াল রাখলেই চলবে মনেহয়। আপনার দেখার চোখ আছে, ভাই।
অনেক ধন্যবাদ আপনাকে।
চেষ্টা থাকবে।
ডাকঘর | ছবিঘর
চমৎকার কিছু ছবি তাপসদা। তবে ওইযে, আগের কয়েকজনের মতই বলি, কয়েকটা ছবি ওভারএডিটেড লাগে। তা আছেন কেমন?
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
ধন্যবাদ ভাই।
আছি এক রকম। তা আপনার কোন খোঁজ পাইনা যে আজকাল?
ডাকঘর | ছবিঘর
বস এট্টু না, ভালোই ব্যস্ত আছি। আগস্টে মাস্টার্স শেষ করুম ভাবতেছি। ঠিশিশ লেখা শুরু করছি, ঐটা নিয়া একটু ব্যস্ত আছি। পড়া হয় সব লেখাই, মন্তব্য করা হয় না আরকি। আই উইল বি ব্যাক
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
হ, দ্যা ইয়েস। জলদি আহেন।
ডাকঘর | ছবিঘর
চালিয়ে যাও তাপস দা, কিছু ছবি একটু বেশী রঙচঙ্গে হতে গেছে, পরের বার ঠিক করে নিও।
facebook
থ্যাঙ্কস বাডি।
ডাকঘর | ছবিঘর
২,৫,৮,১১, খুব ভাল লাগল দাদা।
৮ নম্বরেরে এফেক্টটাকে কী নামে ডাকে?
১১ নম্বরেরে রঙীন ভার্সান দেখতে মন চায়।
ধন্যবাদ প্রদীপ্ত।
০২।
একে বলে ফোকাল জুম।
০৩।
ফ্লিকারে দেবার চেষ্টা করব সময় করে।
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ বাউলিয়ানা।
ডাকঘর | ছবিঘর
গাছালো পথের ছবিগুলো সবচে বেশি ভাল্লাগলো।
আর ৫ নাম্বারে একা শুষ্কমুষ্ক গাছটা।
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
থিঙ্কু শিমুলান্টি, তা আমার চক্লেট কোই
ডাকঘর | ছবিঘর
আমারে আন্টি কইসে!
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হুম।
অ্যাই। হচ্ছেটা কী?? শিমুলান্টিরে আন্টি কয় কেডারে। আন্টি কেঁদো না, আমরা দুষ্টু লোকের কথায় কান দেই না। ঠিকনা আন্টি। আচ্ছা আন্টি আমারে তো চক্লেট দিবেন তাই না। আমি ভালু লুক।
ডাকঘর | ছবিঘর
দেখার চোখ সবার থাকেনা। তোমার আছে।
----------------
স্বপ্ন হোক শক্তি
ধন্যবাদ আশাপু।
ডাকঘর | ছবিঘর
চমৎকার ছবিগুলো।
আপনাকে ধন্যবাদ কুমার।
ডাকঘর | ছবিঘর
সাত নাম্বার ছবির জায়গাটা অনেক ভালো লাগলো
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
অনেক ধন্যবাদ
ডাকঘর | ছবিঘর
ধন্যবাদ আনোয়ার।
ডাকঘর | ছবিঘর
এডিট কিছু বেশি হওয়াতে অন্যরকম লুক এসেছে, আমার কিন্তু ভালই লাগল, তাপস'দা।
ধন্যবাদ।
মূল উপাদান মজুদ রেখেই এডিট করা হয়েছে।
আপনি আছেন কোথায়। দেখিনা যে বেশী একটা, লিখছেন না কেন?
ডাকঘর | ছবিঘর
আছি তো আশে পাশেই,
আপনাদের এতসব দারুণ লেখা পড়তেই বেশী ভাল লাগে, লিখলে আর পড়ব কখন?
আরে পড়তে পড়তেও লেখা যায়, তাইনা। সো..................
ডাকঘর | ছবিঘর
বসন্ত কি সত্যি যায়? আপনার মনের বসন্ত থাকুক চিরকাল। ভাল লাগল ছবিগুলো। ফেসবুক বা ফ্লিকারে কি আসলগুলি পাব?
ধন্যবাদ।
আসল আবার কি গো দাদা। । যা আছে এখানেই আছে। এগুলি কি নকল লাগলো, কেনু?
ডাকঘর | ছবিঘর
আসল মানে এডিটিং ছাড়া। আপনার দেয়া ছবি নিয়ে নকলত্বের অভিযোগ আনব এতটা পাঁঠা এখনো হইনি বোধহয়।
২য় ছবি টা কতইনা মিল আমাদের লাইফ-সার্কেলের সাথে। ৮ম ছবিটা কি চলন্ত অবস্থায় তোলা?
ভালো থাকা হোক।
ক্রেসিডা।
না সেই ছবিটায় ফটোগ্রাফির ভাষায় ফোকাল জুম করা হয়েছে।
ধন্যবাদ। আপনিও ভালো থাকুন।
ডাকঘর | ছবিঘর
নতুন মন্তব্য করুন