তাদের জানবার দরকার নেই
কতটা আতঙ্কে নির্ঘুম প্রহরায় আছে সকলে
সন্ত্রস্ত চোখে করুন অবিশ্বাস; শুকনো চোখে জল শুকিয়ে গেছে
জ্বলছে ফসলের মাঠ, স্বপ্নরা পুড়ে ঢেকে দিচ্ছে ভরা পূর্নিমা...
ফুলে ওঠা আগুনের খুনরাঙা ধোঁয়ার কুন্ডলী থেকে আর্তি
দ্রোহের ফিনিক্স হয়ে ফিরে এস মানুষ, ফিরে এস বাঁচার জন্য।
ফিরে এল। ফিরে এল অগণিত উদোম শরীর
ফিরে এল ভীত মানুষের দল
পুনরায় মরবার জন্য।
*
বোকা হৃদয় খুঁড়ে খুঁড়ে দেখেছি
কোন দূরের আলোকিত ভোরের প্রত্যাশে
সিঁদুর-দিনের আলিঙ্গন।
চিলেকোঠায়, উপসনালয়ে নৈবেদ্যের ঝুলিভরা শব,
বিচ্ছিন্ন মৃত চাহনি আর ছোপ ছোপ রক্ত
গিলোটিনের পাশে ফেনায়িত পড়ে আছে
তার মাঝে হলুদ মানচিত্রে স্বাধীন স্বদেশ
শিরোনাম কৃতজ্ঞতাঃ মেঘদলের একটা গানের অ্যালবাম আছে এ নামে। শিরোনাম সেখান থেকেই চুরি করা ।
মন্তব্য
আবেগটা হৃদয় ছুঁয়ে গেলো।
লাইনগুলো অনবদ্য।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভাল লাগলো বলাইদা। আপনার কবিতা মিস করি খুব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মেঘদলের এই গানটা আমার খুব ভালো লাগে।
আর লেখার জন্য (বিপ্লব)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
জাঝা।
আমি ভাবলাম দ্রোহীর মন্ত্রে ভালোবাসা।
কি মাঝি? ডরাইলা?
আপনে মিয়া...
দিমু নাকি শিরোনাম পালটে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
খুব ভালো লাগল...
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
একদল ভীত মানুষ বারবার মরে, কাপুরুষতায় নয় - বিক্রম বিপ্লবে ।
ঠিক কথা! এক লাইনেই বলে দিলেন সব
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভাল লাগল না মোটেও
পরেরবার পড়ে ভাল লাগসে। উপরের মন্তব্যটা ফিরিয়ে নিলাম।
নতুন মন্তব্য করুন