আমার চারপাশে একসমুদ্র রোদ বাষ্প হয়ে উড়ে যাচ্ছে। সেই সাথে অসংখ্য টুকরো ঘটনা- চাঁটগাঁর বাসে যাবার সময় জানালার ফাঁক দিয়ে চোখে পড়া নৌকার ছবি শাটার চাপতেই হয়ে গিয়েছিল ঝাপসা সুররিয়াল ক্যানভাস, দু'টো সূর্য দেখা হয়েছিল সেই বিকেলের আলোয় জলের কিনারে ... আর একটা বক। বাসের গতি ছবিগুলো মুছে দিয়েছিল দ্রুত। দার্জিলিংপাড়ার ছেলেটাকেও মনে পড়ে যাকে অভুক্ত রেখে মা আমাদের চা বানিয়ে দিচ্ছিল দোকানে বসে... । হারানো ছবিগুলোর জন্যে আমার কষ্ট হয়; যে রুগ্ন কল্পনা তাদের পা পেঁচিয়ে শরীর বেয়ে উঠে পড়ত রাক্ষুসে সাপের মত, বিভ্রমের মত যাদের নিয়ে আমার বেঁচে থাকা আরেকটু আনন্দময় হতে পারত, বুকের গভীরে কোথাও চিনচিনে ব্যথা হয় তাদের জন্য।
ভুলে যেতে হবে! এইসব কিছুই ভুলে যেতে হবে!
আমি বরং অগুন্তি স্মৃতির জন্ম দেব। নতুন ঝকঝকে এক একটা দিন আঁকা হবে চিরস্থায়ী কালিতে। আকাশে থাকবে ভিন্ন সাতটা রঙের রঙধনু, অসংখ্য চাঁদ আর দেড়টা সূর্য। ইচ্ছে মত সূর্য আর চাঁদের আলো পালটে দেওয়া যাবে। কোন কোন রাত আমার খুব প্রিয় হবে; তুষার পড়বে সে রাতে। কোন কোন রাতে সূর্য উঠবে, দিন ভেসে যাবে জোছনায়। কোন কোন দিন বৃষ্টি উড়ে যাবে উপরে মেঘ হয়ে। আমি অচেনা রাস্তায় বহুদূর হেঁটে যাব; পথ হারাব না। দেড়টা সূর্যের রোদ পিচ গলিয়ে দেবে ভ্যানিলা ফ্লেভারে। অপেক্ষায় না থেকে চাইলেই ঘরে ফেরা যাবে যে কোন বাস ধরে।
মন্তব্য
শেষ প্যারাটা দূর্দান্ত হয়েছে !
শব্দে আঁকা ছবিগুলি স্পষ্ট দেখা যায়।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
অসাধারণ...
বারবার পড়তে ইচ্ছা হয়...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
এত্ত বিশেষন আর উপমা!চোখের সামনে সব ভাসছে।
-নিরিবিলি
শিমুলের মন্তব্য ধার নিলাম।
আবার লিখবো হয়তো কোন দিন
মনের ভেতরে জমে থাকা কিছু বালি আমাদের অজান্তেই জন্ম দেয় কিছু অমূল্য মুক্তার
আসোলে আমরা সবাই কোনো না কোনো সময় ঝিনুক হয়ে উঠি
এত সুন্দর করে বলার পর আর কিছু বলার থাকে না আসলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শিমুল ভাই, আবীর, সৌরভদা, জুবায়ের ভাই এবং নিরিবিলি খুব খুশি হলাম আপনাদের মন্তব্য পেয়ে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- চোখের ক্যানভাস থেকে আড়াল হয়ে ছবিগুলো ঠাঁই করে নেয় স্মৃতির কুঠিতে। সেখানে জন্ম নেয় এরকম আরো অনেক অনেক ছবি, ফুটে ওঠে বর্ণহীন পটে, কথামালায়, বর্ণনায়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
সুন্দর...
আপনার মন্তব্য তো আমার লেখাকেই পাঞ্চ করে দিল! একদম নকআউট
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমি তো কিছু পড়লাম না...
খুব যত্ন করে আঁকা সুন্দর একটা ছবি দেখলাম শুধু
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সেরম স্বগতোক্তি হইলো তো...
সুবহানাল্লাহ... এই কবিতা জান্নাত পৌঁছাক...
এই ছেলেটা আর লেখে না ক্যানো?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
নতুন মন্তব্য করুন