ফটুব্লগঃ শাহবাগ-মিরপুর নন্সটপ্সটিকার

তারেক এর ছবি
লিখেছেন তারেক (তারিখ: রবি, ৩০/০৩/২০০৮ - ১২:১১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

ইন্টারেস্টিং একটা স্টিকার। শাহবাগ টু মিরপুর বাসের ভেতর-দেয়ালে সাঁটানো ছিল। বেশ পুরনো। কার্টুনিস্ট আরিফের গ্রেপ্তারের সময়কার মনে হল। তবে এইটার শানে নযুল মগজে ঢুকে নাই আমার। প্রথম আলোরে বাঁশ দিছে তাতে মজা পাইছি, লেকিন কিস তরফ সে বাঁশ দেওয়া হইল- ডাইন না বাম সেইটা বুঝি নাই। ছাত্রমুক্তি কী বস্তু?

কাহিনী কী?


মন্তব্য

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা।
মজার জিনিস।

আরেকটা দেখছিলাম, মিরপুর-গুলিস্তান ১ নং রুটের বাসের পেছনে।

৮' বাবুল।

এই কথাটার মানে কি বুঝি না।
তাকিয়ে ছিলাম অনেকক্ষণ।

পরে বুঝলাম - আর্ট বাবুল।
৮=আট
আর '(রেফ) তো আছেই।

৮' বাবুল। হাসি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সৃজনশীল, কোন সন্দেহ নাই। তবে প্রথমআলোর বিষয়টা একটু ধাঁধার মত।

তারেক এর ছবি

আপনি আঁকলে কি হইত? ৮' ভাইঃ শিম+উল নাকি শী+মূলা-1? চিন্তিত
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

তার১ ৮' ।

৯ন ৮' = ?

তারেক এর ছবি

(তালিয়া)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রায়হান আবীর এর ছবি

দারুন...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!

সুমন চৌধুরী এর ছবি

ডানবাম যাইহোক জিনিস জব্বর।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

তারেক এর ছবি

জ্বী বদ্দা, মজাই সব বাকি সব মিথ্যা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

দ্রোহী এর ছবি

হা হা হা! জটিল স্টিকার!!!


কি মাঝি? ডরাইলা?

তারেক এর ছবি

খাপ্পা? খামছা দ্যান! এককালে আমরা কি আর কম খামছাখামছি করছি?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

হাসান মোরশেদ এর ছবি

ভালোই দিছে ।
----------------------------------------
শমন,শেকল,ডানা

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তারেক এর ছবি

হুঁ। ভালোই দিছে হাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতিথি লেখক এর ছবি

ছাত্রমুক্তি??
-
নায়েফ

পরিবর্তনশীল এর ছবি

অতিরিক্ত রস-আলো
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

বিপ্লব রহমান এর ছবি

জট্টিল! দেঁতো হাসি


আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

তারেক এর ছবি

এক্ষণে ব্লগে সাংবাদিক আসিলেন। বাংলাদেশ ছাত্রমুক্তি কাহাকে বলে? আমি কিন্তু বাস্তবিক উহা জানিতে ইচ্ছুক।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি
রাবাব এর ছবি

এই জাতীয় স্টিকার আমিও দেখেছি। প্রথম আলোকে উদ্দেশ্য করে। বুঝলাম না। তবে আমি যাদেরটা দেখেছি তারা সম্ভবত কোন ইসলামিক গ্রুপ ছিল।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।