মেঘেদের কর্ষণে বৃষ্টি এল। সেই বৃষ্টিতে শহরের সব নালা উপচে উঠে এল জলজ কীট। তাদের অবিশ্রান্ত লং মার্চ চলল দুইদিন ধরে। এর মাঝে কারো আয়ূচক্র ফুরোলো, কেউ কেউ টিকে থাকলো শেষতক। ভাঙা রাস্তায় উঠে পড়েছিল যারা, নুড়ি খুবলে বেরিয়ে আসা সুড়ঙের ভেতরে যারা আশ্রয় নিয়েছিল আপাত অন্তহীন জল কুয়োর বিভ্রম তাদের অহংকারী করেছিল নিজস্ব স্বচ্ছ জলাধারের মালিকানা ভাবনায়। সেই সব বুদ্ধিমান গেরস্তেরা পরবর্তী আলো ঝলমলে সকালে আবিষ্কার করল টিকে থাকার জন্য নালা-ই শ্রেয়তর আবাস। খাদ্য মেলে সেখানে; পানি শুকোয় কদাচিৎ।
মন্তব্য
চমৎকার!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মন্তব্য দুইবার চলে আসছে।
ফিঙে ভাই...এইটা ঘ্যাচাং কইরা দ্যান!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
এই মন্তব্যটা ভালো হইছে। আগেরটা মুইছা দেই? তাইলে তো আবার এইটা ইনভ্যালিড হইয়া যায়। যাউকগা, দুইটাই থাকুক! ছেঁড়া স্যান্ডেল ভালা, ছেঁড়া মন্তব্য কি ভালা?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ননাইলে আরেকটা কইরা দিই
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
সেই ।
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ওহ!
আহ্!!
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
দারুন তো !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
সংকলনের জন্য এটা একটা আদর্শ অনুগল্প ।
----------------------------------------
শমন,শেকল,ডানা
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অয় তুই বেশী জানস ! প-ন্ডি-ত !!!
---------------------------------------------------------
নীল সার্ট নেই বলে কেউ আমাকে নাবিক বলেনি !
অথচ সমুদ্রে-ই ছিলাম আমি
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
খাইছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- উহঃ
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শিমুল ভাই, আবীর আর গুরুর মন্তব্য দেখে ডরাইছি! আপনেরা কি কন এইগুলা!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমি বোধহয় আবার ডুব দিতে যাচ্ছি। বাসার নেট আর নাই। নেট নেবার জোর চেষ্টা চালাচ্ছি। মন্তব্যের জন্য ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বালা লিখছস তো... চালায়া যা...
মিয়া! ভরা মজলিসে এইরকম মিথ্যা কইবার পারলেন? খেলুম না!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আরে তুইওতো দেখি মায়াগো মতো করবার লাগছস... হেরা আমারে বিশ্বাস না করুক, তুইও না করলে তো গেঞ্জাম...
না খেললে রেফারি হো...
আপনার ধ্বংস কামনা করি!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সাবাস, স্যালুট।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
ধন্যবাদ। আপনারেও কুর্নিশ জানাই। কিন্তু থাকেন কই আপনে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সবাই দেখি ওহ, আহ, উহ জাতীয় সব বলে ফেলেছে। আমার জন্যে আর কিছু অবশিষ্ট নেই। আমি সুতরাং
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
দূর্দান্ত
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
লেখাটা আসলে যে কেমন বলে বোঝাতে পারবো না। বারবার পড়তে ইচ্ছা করে।
অণুগল্পের সেরা উদাহরণ।
i wanna see the golden days, the days with a golden sky
আমি মেঘের দলে আছি, আমি ঘাসের দলে আছি
অলস সময়
অসাধারণ!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
বাহ, দারুণ তো। এই লেখাটা আগে চোখে পড়েনি। অনেকদিন আগের লেখা তুলে নিয়ে আসার জন্য মনিকাদিকে ধন্যবাদ। যারা অণুগল্প লিখতে পছন্দ করে তাদের জন্য আসলেই একটা আদর্শ অণুগল্পের উদাহরণ এটা।
এইটা আমার মন্তব্য ছিল - চরম উদাস শুধু আগে লিখে ফেলেছে
নতুন মন্তব্য করুন