আমরা মুখোমুখি বসে থাকি; চাঁদ সরে যায় প্রান্তে...। বিবিধ যাপনের ক্লেদ আমাদের চোখেমুখে, শরীরে নানান বাস্তবতায় আর্দ্র অতীত। আমরা যারা খুব নিকটে থেকেও বহুদূরে, একাত্ম হয়ে যাই নিমগ্ন সুরে। সুনীল সমুদ্রের হিম অন্ধকার শ্লেটে নিরন্তর জলের ছাপ আঁকে। আমরা ঠায় বসে রই দিনান্তের আলোয়। একসময় গোধূলি আসে, ফিরেও যায়। রাতের ক্রমাগমন মেশে সময়ের স্রোতে। গনগনে কাঠকয়লার ধোঁয়ায় ওড়ে সুস্থিত ভাবনার ক্লেশ। অনেকগুলো জীবনের বেদনা মিলিয়ে যায় তাতে। পড়ে থাকে নিজস্ব ভাগাড় আর পতিত জীবনের লাশ। পুনরায় আঁধার নামে। ক্ষয়িষ্ণু চাঁদের সঙ্গে পাল্লা দিয়ে আমরা ক্ষয়ে যেতে থাকি... চাঁদ সরে যায় প্রান্তে। আটপৌরে আকাশে লুকায় নিথর বিবেক। ফেরারী বালকের দল লুকোচুরি খেলি জোড়া চোখে, আড়ালে রয়ে যায় গোপন বেদনার ভার।
টুপ টুপ পানিতে বালু ভিজে ওঠে... আমাদেরই কেউ কাঁদছে... কিংবা খুব নিকটে খুব অপরিচিত কেউ। অন্ধকার জলের ফোঁটায় নক্ষত্র কেঁপে ওঠে। রাত গাঢ় হয় আরও... সপ্তর্ষীর আলোতে চরাচর ছাপিয়ে ওঠে অলৌকিক বিষণ্ন সুর- অজানা কুহক। তবু পৃথিবীর মাঠে বিনিদ্র আমাদের মুখোমুখি বসে থাকা... নীরব যৌথতায় শব্দের প্রয়োজন ফুরিয়েছে বহু আগে।
মন্তব্য
কবিতার মতো ব্লগরব্লগর! খুব সুন্দর!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ধন্যবাদ তীরুদা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সুন্দর.........
কি মাঝি? ডরাইলা?
( যেই ছবি লাগাইছেন মাঝি ক্যান, মাঝির বাপেও ডরাইবো! )
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- একেকটা প্যারাই একেকটা (অণু)গল্প।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
যা ভাববেন তা-ই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আহা! কী মধুর সব শব্দ সঙ্কলন।
দুর্দান্ত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
মন্তব্য করার ভাষা নেই...অতীব সুদর!!!
---------------------------------
জ্ঞানীরা ভাবলেন খুব নাস্তানাবুদ করে ছাড়া গেছে...আআআহ...কি আরাম। বিশাল মাঠের একটি তৃণের সাথে লড়াই করে জিতে গেলেন।
ছোট্ট তৃণের জন্য অপরিসীম ঘৃণা।
এই ধরনের কাব্যময় গদ্য লিখতে পারলাম না কখনও
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
নিঃস্বার্থ বন্ধুত্ব দেবো। কিন্তু কী পাবো তার বদলে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আবীর, সন্ন্যাসীদা ও পরিবর্তনশীল অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য। আপনাদের প্রশ্রয় পাই বলেই না লেখা হয় এক আধটু।
কিছু কথা
____________
আসলে চিত্রকল্পটা ছিল এরকম -
ক'জন মানুষ, একদা তাদের যৌথ অতীত ছিল এবং এখনও সম্পর্করহিত নয় পুরোপুরি । মাঝেমধ্যে ফেলে আসা দিনের রোমন্থনে নিমগ্ন হয় তাঁরা । এই অতীতচারণ বিষণ্ন বর্তমানকে ছাপিয়ে যায়- একধরণের নির্লিপ্ত সুখীভাবনা ঘিরে ধরে তাদের। অনেকগুলো জীবনের বেদনা মিলিয়ে যায় তাতে। কিন্তু এই অনুভূতি স্থায়ী হয় না। পুনরায় কষ্ট গোপন রেখে তারা লুকোচুরি খেলে নিজের সাথে এবং অন্যদের সাথেও। কেউ লুকাতে পারে, কেউ পারে না। যারা পারে তারা নীরবে দেখে যায় শুধু।
- তাই যখন ধূসর গোধূলি বললেন প্রত্যেকটা প্যারা-ই একেকটা অণুগল্প ধারণ করে আমি বেশ চমকেছিলাম। আসলেই পুরোটাই তো একই অনুভূতির বিবরণ - এরকম মনে হলো কেন? প্যারায় ভাগ করাটা বোধকরি উচিত হয়নি আমার। আমি নিজেও থমকে যাচ্ছিলাম পুনরায় পড়তে গিয়ে।
যারা ইতঃমধ্যে পড়ে ফেলেছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থণাপূর্বক কনটেন্ট অটুট রেখে নিউ লাইন ক্যারেক্টার মুছে দিলাম দু'জায়গায়
সেদিন জিফরান ভাইকে বলছিলাম, একেকটা লেখা পোস্ট করার পর আমার নিজের কাছে মনে হতে থাকে অন্যরকমও হতে পারতো লেখাটা। তখন ইচ্ছা করে, আরেকটু কাটাকুটি করে দেখি কী চেহারা দাঁড়ায়!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
(বিপ্লব)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
"পূর্ণিমার সমুদ্রে ফেরা" পোস্টে যা বলেছি তা, আবার বলি।
আর আমার ড্রাফট একটু ঘষামাজা চলছে, পরে লিংক দিবো।
ঘষামাজা করে বরং এইখানেই দিয়ে দ্যান। সবাই মিলে পড়ি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন