... প্রদক্ষিণ করে যাবে নিজস্ব মৃত্যুময় পথ তোমার বলয়ে
গ্রহাণুপুঞ্জ আমাদের স্মৃতিতে যেরকম ছিল একদা
মেঘমন্দ্রিত ভোর প্রবল উচ্ছ্বাসে ভেসে বেড়াবে আষাঢ়ের প্রথম আকাশে
ঠিক যতটা ধূসর হলে তারে বিষণ্ণ বলা যায়...
এখনো নিয়মিত বৃষ্টি হয় এখানে; ভালোবেসে জল হয় মেঘ দুপুর রাতে।
মন্তব্য
কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। মাঝরাতে ঘুম ভেঙ্গে গেল... বাইরে অন্ধকার বৃষ্টি... আমার খোলা জানালায় বাতাসে ভর করে বৃষ্টিকণিকার অহেতুক ডাকাডাকি... শীত শীত রাতে আর ঘুম এলো না সহসা...
পরীক্ষা নামক বিচিত্র কিছু একটা হচ্ছে আমাদের ইউনি-তে... সেই ছোটবেলা থেকেই ভীষণ বিতৃষ্ণভাব আমার এই ব্যাপারটার প্রতি, আজও কাটেনি। ভাল থাকুন সবাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আরেকটুখানি লিখতেন
---------------------------------
বাহ বাহ!
তারেইক্কা, তুই তো আমারে ইনফিরিয়রিটি কম্পলেক্সে ভোগানো শুরু করসস।
এইটা অবশ্য অসাধারণ একটা অনুভূতি।
খাসা হইসে।
ইনফিরিয়রিটি কম্পলেক্সে তো আমি ভুগতেসি আপনার বান্ধবীদেরকে দেখার পর থিকা... আর এইটা ব্যপক বাজে অনুভূতি... মন খালি কয়- তারেক, তোর কেউ নাইরে, কেউ নাই তোর এরকম
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
বাহ! খুব সুন্দর!
কি মাঝি? ডরাইলা?
ভোট কিংবা স্টার দিতে পারলাম না বলে দুঃখিত। কবে যে সেই যোগ্যতা হবে আমার! তবে কবিতার উপর ভালো ভালো কাজ হচ্ছে সচলায়তনে।
FREE pdf বই খুঁজতে গিয়ে সচলায়তনের সংবাদ পাওয়ার আগপর্যন্ত নতুন কবিতা পড়ার ক্ষুধা নিবৃত্তি ঘটেনি তেমন করে। তাই কবিতার ক্ষেত্রে কিছুটা সংবেদনশীল বলেই ভালোমন্দ নিয়ে বলার স্বভাবটা প্রায় এক চোখা।
সত্যি বলছি- আর একটি লাইন বাড়তি হলেই মনে হচ্ছে কবিতাটা পঁচে যেতো। কবিদের পরিমিতি বোধও আরেকটি কবিতা।
-জুলিয়ান সিদ্দিকী
ধন্যবাদ আপনাকে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
চমৎকার । চালিয়ে যান।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
তারেক, বিশ্বাস করেন - আমি এরকম কখনোই লিখতে পারিনি। আপনি দূর্দান্ত...
ধরণী, মা দ্বিধা হও !
আপনি আপনি করলে শিমুল ভাই আমি কিন্তু আপনাকে দাদু দাদু বলে ডাকতে শুরু করবো... এইটা একটা হুমকি, কঠিন হুমকি !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আমি সচলে একদম নতুন। এর আগে আসিনাই কখনো। ঠিকঠাক মত লেখছি কিনা তাও জানিনা। কিন্তু কথা হচ্ছে আপনি একদম সাংঘাতিক জিনিস লেখে ফেলসেন তারেক ভাই। খুবইইইইইইই ভালো লাগসে
সাংঘাতিক একটা মন্তব্য করে ফেলছেন লেবু ভাই !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
নতুন মন্তব্য করুন