আমাদের বন্ধু আহমেদ আল ফয়সাল। হাশিখুশি ছেলেটা ছোট বোনের মেডিক্যাল ভর্তি পরীক্ষার সাজেশন নিয়ে তাড়াহুড়ো করে বাড়ি যাচ্ছিলো গত বৃহস্পতিবার। কিন্তু যাওয়া হয় নাই আর। মাঝপথ থেকেই ওকে ফিরে আসতে হলো ঢাকায়, স্ট্রেচারে শুয়ে।
একটি অ্যাসিডবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় ওদের বাসের। দূর্ঘটনায় চৌদ্দজন মারা যায় সেদিন। ফয়সাল প্রাণে বেঁচে যায়। কুমিল্লা সিএমএইচ থেকে ওকে যখন ঢাকায় আনা হয় তখনও তার জ্ঞান ছিলো তবে ট্রমায় কথাবার্তা এলোমেলো। চৌদ্দটা লাশ পেরিয়ে ওকে বাস থেকে বেরিয়ে আসতে হয়েছে এ-কথা ভাবলেই আমি ভয়ে কেঁপে উঠি। ওর প্রায় পুরো শরীরে পোড়া ক্ষত। অ্যাসিডে পুড়েছে ওর দেহের ৭৫ শতাংশ।
ডিএমসির বার্ন ইউনিটে ওকে প্রাথমিকভাবে ভর্তি করানো হয়। ক্রমেই অবস্থার অবনতি ঘটতে থাকে। দিন তিনেক পর ওকে প্রথমবারের মত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া টিস্যু গ্রাফটিং করানোর জন্য। প্রচুর ব্লিডিং হওয়ায় সেটা অসমাপ্ত রেখেই ওকে অপারেটিং রুম থেকে বের করে নিয়ে আসতে হয়। ৭৫ ভাগ পুড়ে যাওয়া একটা দেহে গ্রাফটিং করার মত অক্ষত টিস্যুই বা কই?
ডাক্তাররা জানিয়েছেন যে ওর ৫টা সার্জারী প্রয়োজন জাস্ট টু এনশিওর দ্যাট হি উইল সারভাইভ। আর এই অবস্থায় যদি ইনফেকশন হয় তো ওকে বাঁচানো সম্ভব হবে না। ডাক্তাররা খুব একটা আশা দেখাতে পারলেন না। আর ডিএমসি তে ইনফেকশনের ভয়ও খুব বেশি। তাই ওকে গতকাল লালমাটিয়া সিটি হসপিটালের বার্ন ইউনিটে শিফ্ট করা হয়েছে। সার্জারীগুলোর জন্য ডিএমসিতে প্রয়োজন হত দশ লাখ টাকার মতো। এখন বোধহয় কয়েকগুন বেড়ে গেলো তা। এখনো সঠিক হিসেব জানাতে পারছি না। তবে হাসপাতালের প্রতিদিনকার খরচের অংকটা ও বেশ বড়। ওদের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এর ব্যয়ভার কতটুকু বহন করা সম্ভব আমাদের কোন ধারণা নেই।
ফয়সাল কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম এর ছাত্র। পরবর্তীতে চট্টগ্রাম কলেজে উচ্চ মাধ্যমিক শেষে এখন বুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে শেষ বর্ষে পড়ছে। ০৩ ব্যাচ। রশীদ হলে আমার পাশের রুমেই থাকতো ও। আমি ওর রুমমেটের কম্পিউটারে বসেই লিখছি এখন। পাশের বিছানাতেই ফয়সাল ঘুমুত। বড্ড খালি আর এলোমেলো ও জায়গাটা এখন।
ঠিক এই মুহূর্তে আমরা অর্থ যোগাড়ের চেষ্টা করছি সবাই মিলে। টাকার অভাবে ফয়সালকে যাতে কষ্ট পেতে না হয় এই ব্যাপারটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের, ফয়সালের বন্ধুদের। কিন্তু কতটুকু কি হবে আমরা বুঝতে পারছি না। খুব অসহায় লাগছে এ সময়ে...
আজ একটু পরেই বুয়েটে মানববন্ধন হচ্ছে ওর জন্যে। আমাদের বন্ধুকে বাঁচাতে আপনাদের সাহায্য কামনা করছি। করবেন না আপনারা? এগিয়ে আসবেন না ওকে বাঁচাতে?
সাহায্য পাঠাতে পারেন এই অ্যাকাউন্টেঃ
Dr. Ataur Rahman
Assistant Provost, Ahsanullah Hall
Bangladesh University of Engineering and Technology
Account No. 33000457
Swift code: BSONBDDHWED
Sonali Bank, Buet branch, Dhaka
অনলাইনে ডোনেশনের লিংকঃ
আমার ব্লগ কর্তৃপক্ষের সৌজন্যে অনলাইনে ডোনেট করার জন্য একটি পে-প্যাল অ্যাকাউন্ট খোলা হয়েছে। কৃতজ্ঞতা জানাই আমার ব্লগ কর্তৃপক্ষের প্রতি।
আমার ব্লগ -এ -এ নকীবের এই পোস্টের দেওয়া ডোনেশনের লিংক থেকে ডোনেট করতে পারেন।
সরাসরি লিংক জানাচ্ছি একটু পরেই।
যোগাযোগ করতে পারেন যাদের সাথে -
নিউজ লিংকঃ
মন্তব্য
সাহায্য পাঠাতে পারেন এই অ্যাকাউন্টেঃ
ডঃ আতাউর রহমান
সহকারী প্রভোস্ট, আহসানউল্লাহ হল,
বাংলাদেশ প্রকৌশল বিদ্যালয়
অ্যাকাউন্ট নম্বরঃ ৩৩০০০৪৫৭
সোনালী ব্যাংক, প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা।
সুইফট কোড এখনো জানাতে পারছি না। পেলেই জানাবো।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অরুপদা, প্লিজ তুমি করে বলবেন। আমিও ০৩ ব্যাচেরই।
ইনফোগুলো মূল পোস্টে জুড়ে দিলাম। সুইফট কোড এখনো পাচ্ছিনা। কাল থেকে তো ছুটি কাজেই রোববারের আগে পাওয়া যাচ্ছে না বোধহয়। এর মধ্যে কেউ পাঠাতে চাইলে আমারটা জানাতে পারি। স্যারের অ্যাকাউন্টে পরে জমা করে দিব।
আজকে মানববন্ধনে অ্যাসিড বহনের এইসব ঝুঁকির বিরুদ্ধে আমাদেরও প্রতিবাদ ছিল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ইশ! খুব খারাপ লাগছে। সমাজের বিত্তবান মানুষরা এগিয়ে আসবেন আশা করি। ছেলেটির জন্য আমার শুভকামনা রইল।
আপনিও এগিয়ে আসতে পারেন। অর্থসাহায্য সম্ভব না হলেও যদি ঢাকায় থাকেন এবং আপনার রক্তের গ্রুপ O+ve হয়।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অপেক্ষায় থাকলাম -
যোগাযোগের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার জানাবেন তাড়াতাড়ি।
আমি আপনার বন্ধুর সুস্থতা কামনা করছি।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
জানালাম। আপনার কামনা সত্য হোক এটাই চাই আমরাও।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মনটা খারাপ লাগছে
দুর্ভাগ্যজনক, দুঃখজনক।
শুভ আশা থাকলো ফয়সালের জন্য। ভরসা থাকুক।
------------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
ভার্সিটি খোলা থাকলে ফান্ড কালেকশন করতে পারতাম
=============================
ভার্সিটি খুললে ফান্ড কালেক্ট করতে পারো। চিকিৎসা, মেডিকেশন অনেকদিন চলবে ওর।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
রজার দ্যাট।
=============================
অন্যান্য ব্লগে যদি কেউ পারেন প্লিজ পোস্ট কইরেন ফয়সালের সাহায্যের জন্য। সাম.ইনে আমার অ্যাকাউন্ট গত বছর থেকেই ব্লকড। এখন আবার রেজিস্টার করলেও বোধহয় দু'দিন লেগে যাবে!!
আমি খুবই দুঃখিত। বাসায় নেট নাই তাই আপডেট হয়তো খুব দ্রুত জানাতে পারবো না। মেইল আমাদের বন্ধুদের ঠিকানায় পাঠাতে অনুরোধ করি। ওরা অনেক দ্রুত রিপ্লাই দিতে পারবে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ঢাকা থেকে সরাসরি যোগাযোগ করবে। সুস্থতা কামনা করছি।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
অপেক্ষায় রইলাম। ধন্যবাদ তানবীরাপু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শনিবারে যোগাযোগ করবে আপনার সাথে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
সরি আমার রক্তের গ্রুপ অন্য। তবে আমার পরিচিতজনদের বলব যাদের রক্তের গ্রুপ O+ve।
শুভ আশা করি।
...........................
Every Picture Tells a Story
গতকালই সবজান্তার কাছ থেকে খবরটা শুনে খুব বিষণ্ণ হয়ে পড়েছিলাম - আর আজকে ছবিটা দেখে শুধু মনে হচ্ছে কেন দেখলাম ......
কদ্দূর কি করতে পারবো জানি না, তবে আমার চেনাজানাদের কাছেও খবরটা পৌছে দিচ্ছি - সামান্য হলেও কিছু তো হবে।
সেটাই তো চাই স্নিগ্ধাপু। আপনারা এগিয়ে আসবেন। সেই হাইস্কুল থেকে এতদূর একসাথে। মাঝে তিনবছর হলে চব্বিশ ঘন্টা পাশাপাশি রুমে ছিলাম। ওর অ্যাক্সিডেন্টের কিছুদিন আগেও আমাকে দেখতে হসপিটালে গিয়েছিলো। পরে আমি যেদিন ওকে দেখতে যাই বারবার জিজ্ঞেস করছিলো "তোর অসুখ ভালো হয়েছে? কষ্ট করে আসলি কেন? আমি তো বেশ ভালো আছি"... এই হল আমাদের ফয়সাল। ওর কথা শুনে আমি ওর পা টা ছুঁয়ে মুখ লুকাই। আমাদের বাষ্পরুদ্ধ চোখ যেন ওকে দেখতে না হয় কোনদিন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মন খারাপ করা খবর !
ফয়সাল-এর জন্য শুভ কামনা থাকলো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
তারেক, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। ফোন দিচ্ছি আপনাকে।
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
কথা বলে ভীষণ ভালো লাগলো মৃদুল ভাই। যখনি রক্তের প্রয়োজন হবে অবশ্যই জানাবো আপনাকে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
প্রচন্ড খারাপ লাগল,
ইলেক্ট্রনিকলি ট্রানসফার করা যাবে? আর করলে কি ওপরের একাউন্ট নামবার আর ব্যাংকের নাম ইনাফ নাকি আরো ইনফো লাগবে? লাগলে জানাবেন।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
এই অ্যাকাউন্টের Swift Code লাগবে। রোববারের পর জানাতে পারবো সেটা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আচ্ছা ঠিক আছে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সেদিন টিভিতে নিউজটা দেখার পর ভাবছিলাম..ওই মানুষগুলোর মধ্যে আমিও তো থাকতে পারতাম !
ফয়সালের জন্য শুভ কামনা.. সাথে আছি !
খুবই খারাপ লাগলো খবরটা জেনে। আপনার বন্ধুর জন্য শুভকামনা, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে।
খবরটা ছড়িয়ে দিচ্ছি আমার পরিচিতদের মধ্যেও। ব্লাড লাগলে জানাবেন। আমার নিজের গ্রুপ আলাদা, তবে চেষ্টা করবো বন্ধুদের মধ্যে থেকে জোগাড় করার।
আপডেট জানাবেন, প্লীজ।
ধন্যবাদ বিডিআর ভাই। ছড়িয়ে দিন পরিচিতিজনদের মধ্যে। ওটাই দরকার
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক, মানুষের জীবনে বন্ধু কী কাজে লাগে, আপনাকে দেখে বোঝা যায়। কাল-পরশু আপনার সাথে আমি দেখা করব। আর এই মুহূর্তে রক্তের একটা সংস্থান দিচ্ছি। হয়ত কাজে লাগবে। আমার নিজেরও ও পজিটিভ, কিন্তু সেইসাথে এইচবিএসএজি-টাও পজিটিভ। ফলে, কিছুই করার নেই।
আর ফয়সালের জন্য শুভ কামনা। জয় হোক জীবনের।
.......................................................................................
আমি অপার হয়ে বসে আছি...
.......................................................................................
Simply joking around...
আপনাদের বললে আরো ভালো লাগতো আনিস ভাই। আমি আসলে ছুটোছুটি করতে পারছি না বলেই ইন্টারনেটে সময় দিচ্ছি। ফোনে খবর নিচ্ছি। বাসায় বসে থাকতে একটুও ইচ্ছে করছে না এসময়। আমিও ঐ ব্যস্ততায় শামিল হতে চাই। তবু ডাক্তার আর বাসার বারণ আরো কিছুদিন নাকি বিশ্রাম দরকার আমার।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
স্যামহোয়ারে দেখলাম এ সম্পর্কিত পোস্ট হাত বাড়িয়ে দাও বিভাগে যুক্ত করা হয়েছে। আপনার আপত্তি না থাকলে লেখাটি কি আপনার নামে অন্য সাইটে পোস্ট করা যাবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
http://biprodhar.com
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
হ্যাঁ দেখলাম ওর পোস্ট। নকীব ওর ক্লাসমেট আর খুবই ক্লোজফ্রেন্ড। ওরা খুব খাটছে ক্যাম্পাসে, হসপিটালে...
অবশ্যই পোস্ট করতে পারেন বিপ্রদা। আপত্তির কিছু নাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আজ বেশ কয়েকবারই সবজান্তার সাথে এ নিয়ে টুক টাক কথা হয়েছে আমার। সারাদিন অসম্ভব ব্যস্ত থাকায় খুব সুবিধা করতে পারিনি। কাল থেকে যোগাযোগ হবে আপনার সাথে, সবজান্তার সাথে।
আমার রক্তের গ্রুপ জানি না। জানি না কি করতে পারবো। তবু যোগাযোগ হবে ফোনে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ধন্যবাদ নজুদা। ফোনে আপনার পরামর্শ পেলেও সেটা দারুন ব্যাপার হয়
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সংবাদটা শুনেই খারাপ লাগছিলো খুব, এখন ঘটনার ভিকটিম আপনার বন্ধু দেখে কি বলবো বুঝে উঠতে পারছিনা! চতুর্দিক থেকে এতো দুঃসংবাদ! যাইহোক স্বল্প স্বার্থের মধ্যে যা সম্ভব করার চেষ্টা করবো; তবে জানেন তো এখান থেকে সাহায্য পৌছাতে ৪ থেকে ৫দিন লেগে যায়! শুভ কামনা করি ছেলেটার জন্য (যদিও এই শুভ কামনার আদৌ কোন মূল্য আছে কিনা জানিনা! গত বছরের আগের বছর আমার বন্ধুর বোন, আমাদের প্রিয় রুনা'পারও শরীরের ৮০% আগুনে পুড়ে গিয়েছিলো। প্রায় ১টা মাস কষ্ট পেয়ে শেষে মারা যান। ওরকম স্বতস্ফুর্ত মায়াবী মানুষটার অস্বাভাবিক মৃত্যুতে প্রায় বোবা বনে গেছিলাম। ফয়সালের সরল সুন্দর হাসিমাখা মুখখানি দেখে আপুর কথা মনে পড়ে গেল! জানিনা মিথিলারা এখন কেমন আছে!)!
আপনি হয়তো জানেন আমার অনুজ প্রিয় এক সচলের মুক্তিযোদ্ধা বাবারও কি অবস্থা! জানিনা কতটুকু কি করতে পারবো! সবকিছু দেখে শুধু হতাশ হতে হয়। কিন্তু তারেক তাই বলে হাল ছাড়াও যাবেনা, আপনারা বন্ধুরা লেগে থাকুন, দেখুন ভাগ্য ঘুরে তাকায় কিনা! অল দ্য বেষ্ট
ফয়সালের ভাগ্য যেন রুনাপা'র মত না হয় সেই কামনা করি।
আপনার সেই অনুজ সচল আমার ও খুব প্রিয় মানুষ।
আমাদের ও যেন হাল ছাড়তে না হয়... সাহস যোগাবেন ধ্রুবদা। অনেক ধন্যবাদ
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মনটা অসম্ভব খারাপ হয়ে গ্যাছে। এখন আইইউটি পুরা খালি । সবাই বাড়ি চলে গেছে। নাহলে কিছু একটা করতে পারতাম।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
ধন্যবাদ তারেক আপনি ( কিংবা তুমি ) যে ০৩ এর তা কিন্তু আমি জানতাম না !
যাই হোক, ধন্যবাদ লেখাটার জন্য। ব্যস্ততার মধ্যে লেখাটা কিছুতেই লেখা হয়ে উঠছিলো না। আজ লেখতে বসে দেখি এরই মধ্যে লেখা হয়ে গিয়েছে।
আমার জানামতে সুইফট কোড প্রতি ব্যাংকের জন্য একটাই থাকে। সে হিসেবে, বুয়েটের সোনালী ব্যাংকের সুইফট কোড BSONBDDHLOD
এ তথ্য পেয়েছিলাম, আমাদের ছোট ভাই জয়ের চিকিৎসার জন্য তথ্য সংগ্রহের সময়। যা এই পোস্টে দিয়েছিলাম।
সবাইকে অনুরোধ জানাচ্ছি, যার যার সাধ্যমত যেন আমাদের একটু সাহায্য করেন ফয়সালকে বাঁচাতে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হ্যাঁ। প্রতি ব্যাংকের জন্য একটাই থাকে। জুড়ে দিলাম মূল পোস্টে। ধন্যবাদ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আরো কিছু আপডেটঃ
গতকাল মানব-বন্ধন মোটামুটি সফল। চ্যানেল আইতে খবর দেখানো হয়েছে। এন টিভিতে রাতের খবরে দেখানোর কথা ছিলো, তবে সেটা সম্ভবত যায় নি। আজ সকালে দেখানো হয়েছে বলে ধারণা করি।
আগামীকাল এন টিভিতে "শুভ সন্ধ্যা" প্রোগ্রামে দেখানোর ব্যবস্থা করেছি, আশা করি সেখানেও যাবে। সচল বিপ্লব ভাইও আশ্বাস দিয়েছেন একটি মানবিক আবেদন প্রচারের। কথা হয়েছে বিডি নিউজে২৪ এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধির সাথেও, সাহায্যের হাত বাডিয়ে দিয়েছেন তিনিও। সাধ্যমত চেষ্টা চলিয়ে যাচ্ছি আরো মিডিয়াগুলিতে প্রচারের ব্যবস্থা করার। এ ব্যাপারে যে কারো সাহায্য সাদরে গ্রহণ করা হবে।
আমরা শেষ পর্যন্ত লড়ে যাবো, শুধু চাই ফয়সাল যেন আমাদের এই লড়ার সুযোগটুকু দেয়...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
প্রথম আলো ছাড়া আর কোন পত্রিকায় যায় নাই বোধহয়, তাই না? মিডিয়া কভারেজটা অনেক ইম্পর্ট্যান্ট। বিডিনিউজে গেলে অন্যান্য পত্রিকায় যাবে নিশ্চয়ই। বিপ্লবদার আশ্বাসে ভরসা পেলাম। ধন্যবাদ আবারও।
সবজান্তার মত বাকি বন্ধুদেরকেও নিয়মিত আপডেট জানাবার অনুরোধ করি। যার যার কাজের ক্ষেত্রের আপডেটটুকু প্রতিদিন।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
প্রিন্ট মিডিয়া থেকে সাহায্যের ব্যাপারে অনেকেই বিশেষত নজরুল ভাই, ফারুক ওয়াসিফ ভাই সবাই আশ্বাস দিয়েছেন। তবে নিছক মানব বন্ধন এর খবরের চেয়ে ফলো আপ নিউজ অনেক বেশি কাজের হবে বলে আমার মনে হয়।
দেখা যাক, কতদূর কী করা যায়...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সাথে আছি । কমরেড সবজান্তা, তোর সাথে কথা আছে ।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ইশশশ্
খুব সিভিয়ার ব্যাপার তো!!
শুধু কি ফয়সালই সারভাইভার?
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
চৌদ্দজন মারা গেছে। ফয়সাল সহ বাকী যাত্রীরা সারভাইভার। এক্সাক্টলি ক'জন জানি না আসলে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ইস...
হাস্যোজ্জল ছেলেটার এই অবস্থার কথা ভাবতেই খারাপ লাগছে।
ফয়সালের জন্য শুভ কামনা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
ধন্যবাদ তারেক লেখাটার জন্য; আর সবাইকে যারা এ ডাকে সাড়া দিয়েছেন। বিষয়টা এতটাই মর্মান্তিক যে তাকে দেখার সাহস পর্যন্ত করে উঠতে পারিনি এখনো।
সবাই দোয়া করুন আর হাত বাড়িয়ে দিন যেন টাকার জন্য ফয়সালের চিকিৎসা আটকে না থাকে।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
ফয়সালের অবস্থা খুবই সংকটাপন্ন। গতকাল রাত থেকে ওর কিডনি ও হার্ট কাজ করছে না ঠিকমতো। পাল্স প্রায়ই পাওয়া যাচ্ছে না। ব্লাড প্রেশার খুবই লো। সিসিউতে ভেন্টিলেশন দেওয়া হচ্ছে ওকে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অনলাইনে ডোনেশনের জন্য পে-প্যাল অ্যাকাউন্টের লিংক মূল পোস্টে যোগ করা হল।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক ভাই, লিঙ্ক কাজ করছে না...আবার একটু দেখবেন কি?
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
নতুন মন্তব্য করুন