বাসার সামনের অংশটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা। দরজা খুললে ছোট্ট টিনশেড বারান্দা। তারপর উঠোনের মত একচিলতে ছাদ। তাতে দু'টো চেয়ার পাতা থাকে সবসময়। কিছু করার না থাকলে প্রায়ই ভোরে, সন্ধ্যায় বা বিকেলের মরা রোদে মগভর্তি চা হাতে সেখানটায় এমনি বসে থাকা হয়। কোন একটা বই নিয়ে বসলেও সময় কেটে যায়।
হেমন্তের কোন এক বিকেলে আকাশ জুড়ে রঙের মেলা বসেছিল মেঘেদের... সন্ধ্যের আকাশ এমনিতেই বিষণ্ণ; দলবেঁধে একঝাঁক পাখি উড়ে যায়, নিস্তরঙ্গ আকাশে মৃদু লহরীর মত বিস্তার ভাঙে মেঘেদের। মেঘের উড়াল নাও পেরিয়ে কোথায় ফেরে ওরা? কোথায় ওদের দিনশেষের নীড়?
আমারো ফিরে যেতে ইচ্ছে করে... দূরে কোথাও...
কোথায় আমার ছেলেবেলার সেইসব সন্ধ্যে, বাড়ি ফেরার তাড়া?
সেরকম এক বিকেলে একঝাঁক কাকের সাথে বসে নিচের এটা লেখা হয়েছিল--
দেখো সপ্তডিঙার সাজে মেঘের যাত্রা
উলটো তো কখনও চলে না ওরা
ভাটির দেশের পরী তারা? বাতাসের বোন?
আমাদের বসন্ত কোন উজানে যায়?
শুকনো নদীর কোন চোরাস্রোত
হারায় বলো রুপালী জ্যোৎস্নায়?
সন্ধ্যেয় আজ বিষাদ ছুঁয়েছে তাই আবীর
সন্ধ্যেয় আজ একদল কাক আমার পাশের ছাদে
সন্ধ্যেয় আজ একদল পাখি--
জিতে গেল উড়াল নাওয়ের সাথে।
মনের মধ্যে ছোট্টকালটা পুষে
আমরা চলি কেন উল্টো পথে?
কেন বড় হই?
মন্তব্য
খুব, খুব সুন্দর!
থ্যাংকুম্যাংকু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভাই তারেক, আপনার শব্দচয়ন অসম্ভব... অসম্ভব সুন্দর। আমি বরাবরই মুগ্ধ হই।
কবিতাটা খুবই ভাল লাগল। শেষের লাইনটা কেমন ধাক্কা দিল বুকে! আসলেই তো- "কেন বড় হই?"
৭ম, ৮ম, ৯ম লাইনে কি "আজ"-এর পর একটা করে স্পেস হবে?
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
স্পেস দেওয়াটা তেমন জরুরী কিছু মনে হয় নাই। তাই দিই নাই। আপনি বললে দিয়ে দিব
... আর আপনার প্রশংসা শুনলে আমি মুখ লুকাই। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিডিআর ভাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সেটাই আন্দাজ করসিলাম রে ভাই, না হলে পর-পর তিন লাইনে স্পেস দিবেন না, তা তো হওয়ার কথা না! মাইন্ড খাইয়েন না কইলাম
আপনি বলসেন এইটা ঠিক- তো, এইটাই ঠিক। আমি স্পেস দিতে বলব না।
A question that sometimes drives me hazy: am I or are the others crazy?
বড্ড ছুঁয়ে যায় হে।
আবার লিখবো হয়তো কোন দিন
কি ছুঁয়ে যায় সৌরভ ভাই? কে ছুঁয়ে যায়? বলেন তো!
আপনি কি দেশে আসতেছেন? কবে?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
একটা সত্যি কথা কই, আসলেই পাম-পট্টি দিতেছি না...
অল্পকিছুদিন আগেই প্রথম জানলাম, তারেক আসলে আমার ব্যাচমেট বুয়েটে। এমনিতেই যারা কবিতা লিখেন বা লিখতে পারেন, তাঁদের প্রতি আমার মুগ্ধতার সীমা নেই - আর যখন শুনলাম আমার সমবয়েসী একজন এরকম চমৎকার কবিতা লিখতে পারেন, খুবই গর্ব হয়েছিলো।
এই লেখাটাও বাকি সবকটার মতোই অনবদ্য !
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আমার কারণে গর্ববতী হইলা? বড়ই মারাত্মক কম্পলিমেন্ট দিসো মিয়া
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কিউট কবিতা.... একটু দীর্ঘশ্বাসও উপহার দিয়ে গেলো। সত্যি আপনার লেখার হাত চমৎকার।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
প্রিয় কবিদের উৎসাহ পাওয়ার আনন্দই আলাদা। আমি সেই মজাটা পেলাম। কৃতজ্ঞতা ঝরাদা
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
সত্যি ভালো হয়েছে, অনেক শুভেচ্ছা
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
আপনাকেও শুভেচ্ছা ।
এবং ধন্যবাদ পড়েছেন বলে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
এজন্যই তো আমি বড় হই না... হবো না কখনো... কাকেদের সাথে বসে থাকবো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনার মতন ছোট হইতে গেলে আমারে আরেকটু বড় হইতে হবে। আপনার তো ২৫ চলে, তাই না?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কেন বড় হই? কেন কেন কেন কেন...
=============================
বোধহয় গ্রোথ হরমোনের কারণে... বড় এবং লম্বা-চওড়া ও হও।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- এই ছেলেটাও অনেক বড় মানুষের মতো লেখে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
বুঝি নাই বস্। আমার তো বয়স বেশি না। বিয়েই হয় নাই এখনো
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- এই বড় তো বয়সের বড় নারে ভাই, এই বড় হলো মহান। সাইজে না, গুণে। আলমের এক নং পঁচা সাবানের মতোন। গুণেই যার পরিচয়।
ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
উগাবুগার কসম গুরু! আপনার কথাগুলান ফ্রেমে বাইন্ধা কোন সুন্দরীরে দেখাইতে মনে চাইতেসে... আহা কত গুনী একটা পোলা আমি, বালিকাদের কেউ বুঝলো না
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
- আমার কথা ফ্রেমে আটকাইয়া বালিকাদের দেখাইলে যেটুকুন চান্স ছিলো সেইটাও যাইবো রে ভাই। অতএব, সময় থাকতেই সাধন করেন। পরে কইয়েন না, কইছিলো- ধুগো একবার কইছিলো!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তারেক ভাষা হারিয়ে ফেলেছি প্রশংসা করার। তাই নিজের একটা ছোট্ট কথা বলছি, দুপুরে ছাদের সিড়িতে লুকিয়ে গল্পের বই পড়ার , তারপর যখন বিকেল হচ্ছে, আলো মরছে, দুপুরের অলস ঘুম পাড় করে আবার সবাই জাগছে, তখনও কেমন যেনো খুব একটা মন খারাপ করা অনুভুতি হতো, কিন্তু আপনার মতো সেই অনুভূতি লেখার ভাষা নেই
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ভাষা হারাবার পরও সগীরউদ্দিনরে নিয়ে যেই পোস্ট দিলেন! হ্যাটস্ অফ্ !! অসাধারণ হইছে সেটা।
দুপুরের এইসব খুচরো স্মৃতিময়তা নিয়ে কিছু লিখেছিলাম। এই যে, এখানে ।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
পড়লাম আর আবার ভাবলাম। একই ধরনের অভিজ্ঞতা হয়তো আমাদের অনেকেরই আছে কিন্তু ভাষা তোমার মতো নেই।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
তারেক তুমি নিয়মিত কবিতা লেখনা কেন? এইটা অন্যায় মিয়া, খুবি অন্যায়। একদিন দেখবা ভেতরের ছক্কাটা পালাইছে, তখন খালি কানবা, তারে আর পাইবানা।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ফারি না। ডরও লাগে। ছক্কা কি জিনিস নজমুল ভাই?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ভাইরে কি অসাধারনই না লিখছেন।
পড়ে মনে হলো এ তো আমারই মনের কথা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
মনের কথা?
টেলিপ্যাথি! টেলিপ্যাথি!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
আবারও!!!
তারেক!!!!!!!
সারছে!
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক আপনি কি পাগল?
আপনি বুয়েটে কেন পড়েন?
যে সময়টুকু মিস্ত্রি হবার জন্য লাগান
সেই সময়ে আরো কতকিছু লিখতে পারতেন।
প্লিজ পড়াশোনাটা বাদ দিয়ে দিন
কবিতা যথারীতি তারেকিয়
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
হা হা হা। পড়াশোনা তো বাদ দিয়ে দিছি কবেই। তবু তো কিছু হয় না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
কবিতা আমি কম বুঝি, অনেক ক্ষেত্রে বুঝিই না। তবে আপনার লেখা কবিতা আর তথাকথিত ব্লগরব্লগর পড়ে এটুকু বুঝি, ভাষার ওপরে আপনার দখল ব্যাপক। রীতিমতো ঈর্ষাযোগ্য।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
প্রিয় কবির তালিকায় সবুজ বাঘের পাশে তারেক রহিমকে যোগ করা হলো।
হাঁটুপানির জলদস্যু
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
'মু্কুরে প্রতিফলিত সূর্যালোক স্বল্পকাল হাসে
..............................হায় হাসি, হায় দেবদারু,
মানুষ নিকটে গেলে প্রকৃত সারস উড়ে যায় ।'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
সুগভীর মুকুরের প্রতি ভালোবাসার মতোন
শান্ত দিনগুলি যায়, হায় সখী, নবজাতকের
শৈশবে হৃদয় দিয়ে পালন করায় অপারগ
শাশ্বত মাছের মতো বিস্মরণশীলা যেন তুমি।
যদিও সংবাদ পাবে, পেয়েছো বেতারে প্রতিদিন,
জেনেছো অন্তরলোক, দূরে থেকে, তবু ভুলে যাবে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
তারেক, দেখছো রানা তো তোমাকে ''অমল'' হবার জন্য উসকানি দেয় !!
ভালো লাগলো তোমার এই কবিতাটাও ।
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !
সেটা দেখেই না ভয় পেলাম। হায় 'অমল'!
ধন্যবাদ সুপান্থ দা।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
নতুন মন্তব্য করুন